Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০১৬

তথ্যবিবরণী ৭ই আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫০৫

জঙ্গিবাদ প্রতিরোধে খুলনায় মতবিনিময় সভা

ডুমুরিয়া (খুলনা) ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    আজ খুলনায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে উপজেলা প্রশাসন এক মতবিনিময় সভার আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    এসময় প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উৎপাটনে সরকার বদ্ধপরিকর। প্রতিটি পাড়া, মহল্ল¬া এবং ওয়ার্ডে জঙ্গি নির্মূল কমিটি গঠন করে এদের  প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা দেশ ও ইসলামের শত্রু। সন্তানরা যাতে অনৈতিক, জঙ্গি ও সন্ত্রাসী কাজে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
    তিনি বলেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। কোনক্রমেই এ ঐতিহ্যকে বিনষ্ট করতে দেয়া হবে না।
    পরে প্রতিমন্ত্রী খুলনার ডুমুরিয়ায় কুলতলা শীতলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন উদ্বোধন করেন।

#

সুলতান/আফরাজ/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৬/২০৫২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫০৪

জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন

চট্টগ্রাম, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আজ চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিদর্শন করেন। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নেতৃত্বে পরিদর্শনকালে কমিটির সদস্য এম. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
    কমিটি ইআরএল-এর প্রসেস কন্ট্রোল রুম, রিফাইন ইউনিট, কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, ক্রুড স্টোরেজ এবং ইউনিট-২ এর অগ্রগতি পরিদর্শন করেন। পরে কমিটি সিবিএ এবং অফিসার্স এসোসিয়েশনের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
    অনুষ্ঠানে কমিটির সভাপতি বলেন, বর্তমান সরকার ঘোষিত মধ্যমআয়ের দেশ গড়ার অংশ হিসেবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য ইআরএল ইউনিট-২ এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ৩ বছরের মধ্যে ইউনিট-২ উৎপাদনে যাবে। ইউনিট-২ চালু হলে জ্বালানি উৎপাদন ৩ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। ফলে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা অনেকাংশে কমে আসবে।
    ইআরএল-এর অর্ধশতাব্দীর পুরোনো যন্ত্রপাতি দিয়ে বর্তমানেও উৎপাদন প্রক্রিয়া পুরোদমে চালু রাখায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্পদের অপচয় না করে এর বাস্তব ব্যবহার নিশ্চিত করতে পারলে উৎপাদনশীলতা বাড়ে। জ্বালানি খাত আরো সমৃদ্ধিশালী হয়। তিনি বলেন, মাতারবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি খাতে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে এবং ইউনিট-২ এর উৎপাদন শুরু হলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।
অন্যান্যের মাঝে বিপিসির চেয়ারম্যান মাহমুদ রেজা খান, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, ইআরএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হকসহ সংসদ সচিবালয় ও ইআরএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

#

সাইফুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/২০১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫০৩

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শওকত হাচানুর রহমান (রিমন), শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ডাক বিভাগের কার্যক্রম এবং ২নং সাবকমিটির রিপোর্ট উপস্থাপন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডাক বিভাগের সার্ভিসের মান উন্নত করা, ডাক বিভাগে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ডাক বিভাগের ব্যান্ড রোল সহজলভ্য করা এবং নিকটস্থ পোস্ট অফিসে যাতে ব্যান্ড রোল পাওয়া যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ৬৪টি জেলায় ইÑশপ চালু করা হয়েছে, ইÑশপগুলোর সাথে পোস্ট অফিসকে সংযুক্ত করার সুপারিশ করা হয় ।
    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সকল প্রকল্পের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সমাপ্ত করা যাবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় ।
    ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডাক বিভাগের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

এমাদুল/আফরাজ/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৬/১৯০৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫০২

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহকারী কমিশনার (ভূমি)-দের উদ্দেশে বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ দিয়ে বলেন, জনসেবা প্রদানে কোন অজুহাত বরদাশত করা হবে না।  
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চতুর্থ ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।    
    প্রতিমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তব রূপ দিতে চলেছেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে খুন, হত্যা, অরাজকতা, হানাহানি নেই। মহানবী (স.) সকল ধর্মের লোক নিয়ে মদিনা সনদ করেছিলেন। তিনি বলেন, আইএস মূলত জালিমের ভূমিকা রাখছে।
    সহকারী কমিশনার (ভূমি) পদে নবনিযুক্ত ৩০ জন কর্মকর্তার দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৪টি মডিউল অন্তর্ভুক্ত রয়েছে। ভূমি ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শাহেদ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোর্স পরিচালক মুহাম্মদ শাহেদ কবির, প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (প্রশিক্ষণ) এআরএম খালেকুজ্জামান বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/আফরাজ/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫০১

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রেলওয়ের অব্যবহৃত জমি বিদ্যমান নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেয়া, রেলওয়ের বরাদ্দকৃত জমি শর্তভঙ্গ এবং জমির শ্রেণি পরিবর্তন, রেলওয়ের জমিতে অবৈধ সাবলেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার সর্বশেষ অগ্রগতি এবং রেলওয়ের সকল উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।
    চট্টগ্রাম রেলওয়ের সিআরবির সামনের জায়গায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্র্সিং ইনস্টিটটিউট নির্মাণের উদ্দেশ্যে নিয়োগকৃত কনসালটেন্ট যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট প্রদান করেছে তা স্থায়ী কমিটির নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণে সুপারিশ করা হয়।
    ঢাকা সিটি কর্পোরেশনের মার্কেটসমূহের চুক্তি কিংবা ভাড়া বাবদ বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়রের সাথে আলোচনা করে তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
    দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে রেলপথকে সম্পূর্ণ নিরাপদ ও যাত্রী চলাচলের উপযোগী রাখতে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর জোর দেয়া হয়। রেলপথে অবৈধ মালামাল ও ঝুঁকিপূর্ণ সরঞ্জামাদি যাতে ঢুকতে না পারে সে জন্য প্রয়োজনীয় সংখ্যক চেক পয়েন্টে দ্রুত লাগেজ স্ক্যানার ও বডি স্ক্যানার স্থাপনের সুপারিশ করা হয়।
    রেলওয়ের জমিতে অবৈধ সাবলেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/আফরাজ/মোশাররফ/রেজাউল/২০১৬/১৮০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫০০

পাট ক্রয়ে যেন মানের ব্যত্যয় না ঘটে
                        -- মির্জা আজম

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বেল আকারে পাট কিনলে গুণগত মান অটুট থাকে। আগে খোলা আকারে পাট কেনা হতো, তাতে গুণগত মান নিয়ে সন্দেহ থাকতো। তাই বেল আকারে পাট কিনতে হবে, যেন গুণগত মানের ব্যত্যয় না ঘটে।

    রাজধানীর দিলকুশায় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) কার্যালয়ে পাটকলগুলোর প্রকল্প প্রধান, পাট ব্যবস্থাপক এবং হিসাব ব্যবস্থাপকদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। মতবিনিময় সভার বিষয়বস্তু ছিল- উৎপাদন, পাটক্রয় ও সার্বিক বিষয়।

    বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে নাজমুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মতিউর রহমানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    পাট প্রতিমন্ত্রী বলেন, এবছর থেকে পাটকলগুলোতে ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করা হয়েছে। যাতে বছর শেষে মিলগুলোর কী পরিমাণ সম্পদ আছে বা কী কী সম্পদ নষ্ট হচ্ছে বা কী পরিমাণ পাট মজুত আছে তা জানা যাবে। আগে মিলগুলোর সম্পদের পরিমাণ পরিপূর্ণভাবে জানা সম্ভব হতো না। এ জন্য পাটকলগুলোতে ফিজিক্যাল ভেরিফিকেশন চালু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

    তিনি আরো বলেন, বর্তমানে বিজেএমসির পাট ক্রয় কেন্দ্র ১৮০ থেকে ৫৬টিতে নামিয়ে আনা হয়েছে। বিজেএমসির লোকসান কমাতে সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে পাট ক্রয় কেন্দ্র বেশি থাকার কারণে সঠিকভাবে মনিটরিং করা সম্ভব হতো না। পাশাপাশি পাট ক্রয়ের ক্ষেত্রে সকল অনিয়ম হ্রাস করা সম্ভব হবে।

#

সৈকত/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৯৯

জর্ডানে পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আম্মান (জর্ডান), ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি. এসসি পাঁচ দিনের সরকারি সফরে বর্তমানে জর্ডানে রয়েছেন। তিনি আজ জর্ডানের রাজধানী আম্মানের আল দুলাল ও আল হাসান এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি পরির্দশনকালে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। মন্ত্রী গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান। তিনি কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও পোশাক শ্রমিকদের সাথে কথা বলেন এবং গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের ধন্যবাদ জানান।
    এসময় মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। বর্তমানে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি মন্ত্রী অনুরোধ জানান।
    পরিদর্শনকৃত গার্মেন্টসগুলো হলো ক্ল্যাসিক ফ্যাশন লিমিটেড ও তুসকার এ্যাপারেল লিমিটেড। মন্ত্রী ঘুরে ঘুরে ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন। মন্ত্রী ফ্যাক্টরির সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা দক্ষতা ও সততার সাথে কাজ করছে।
    উল্লেখ্য, ২০১২ সালে জর্ডানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করার পর বাংলাদেশ থেকে শ্রমিক আসার পরিমাণ বেড়েছে। বর্তমানে জর্ডানে ১ লাখ ২৫ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। জর্ডান সফরে মন্ত্রী আগামীকাল ৮ আগস্ট সেদেশের শ্রম মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
    গত ৫ আগস্ট মন্ত্রী জর্ডান সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৪৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৯৮

স্পিকারের সাথে ইউএনডিপি’র  আবাসিক প্রতিনিধির  সাক্ষাৎ

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট) :  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি পলিন টামেসিস (চধঁষরহব ঞধসবংরং) বিদায়ি সাক্ষাৎ করেন।   

সাক্ষাৎকালে তাঁরা টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি এবং ইউএনডিপি’র সাহায্যপুষ্ট চলমান প্রকল্প বিষয়ে আলোচনা করেন। স্পিকার এসময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপি’র সাহায্য ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। স্পিকার বিদায়ি আবাসিক প্রতিনিধির মতোই নবাগত যে প্রতিনিধি দায়িত্ব নিবেন তাঁর নিকটও অনুরূপ সহযোগিতার প্রত্যাশা করেন।

স্পিকার বলেন, সামাজিক ও মানবিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইউএনডিপি বাংলাদেশকে সহায়তা করবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সামর্থ্য বৃদ্ধি এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায়  ইউএনডিপি’র কাজ করার সুযোগ রয়েছে বলে স্পিকার উল্লেখ করেন।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি সূদূর অতীত থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তিনি বলেন, নবাগত প্রতিনিধিও আন্তরিকতার সাথে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন।

 
#

মোতাহের/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৪৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৪৯৭

জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির সভা
পণ্য বৈচিত্র্যকরণের উপযোগী শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার অব্যবহৃত জমিতে যৌথ বিনিয়োগে পণ্য বৈচিত্র্যকরণের উপযোগী নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। এর ফলে বহুমুখী শিল্পপণ্য উৎপাদনের পাশাপাশি উৎপাদিত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে। এ ধরনের উদ্যোগ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে।
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন। দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্,  জ্বালানি বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. সিরাজুল হক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় দেশব্যাপী শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় ক্লাস্টারভিত্তিক শিল্পকারখানায় ঋণ সুবিধা বৃদ্ধি, কৃষিভিত্তিক শিল্পে প্রণোদনা প্রদান, জাহাজ নির্মাণ শিল্পের প্রসার, পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিং শিল্প স্থাপনে নীতি সহায়তা প্রদান, জাহাজ ভাঙ্গা ও বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে বিসিকে ওয়ানস্টপ সার্ভিস চালু, প্যাকেজিং আইন প্রণয়ন, দেশীয় শিল্পের স্বার্থে এন্টি ডাম্পিং মেকানিজম গড়ে তোলাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
সভায় জাহাজ নির্মাণ শিল্পের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে দ্রুত একটি জাহাজ নির্মাণ নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।   
সভায় শিল্পমন্ত্রী বলেন, শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের বিষয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি গৃহস্থালি ও পরিবহণে জ্বালানি হিসেবে সিলিন্ডার ও এলএনজি ব্যবহার করে শুধু শিল্পকারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের ওপর গুরুত্ব দেন। বগুড়ায় কৃষি যন্ত্রপাতি উৎপাদনের লক্ষ্যে আধুনিক শিল্পকারখানা গড়ে তোলা হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, শিল্প বিকাশের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে তা সমাধানের কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে। পাটজাত পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি চিনি শিল্পে পণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে সরকার কাজ করছে। ইতোমধ্যে চিনিকলগুলোর উপজাত (বাই-প্রোডাক্ট) কাজে লাগিয়ে নতুন পণ্য উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া চিনিকলগুলোতে অমৌসুমে ‘র’ সুগার থেকে পরিশোধিত চিনি উৎপাদন এবং সুগার বিট ব্যবহার করে চিনি উৎপাদনের কাজ চলছে। তিনি এলাকাভিত্তিক শিল্প কাঁচামালের সহজলভ্যতা বিবেচনা করে শিল্প স্থাপনের ওপর গুরুত্ব দেন।
#

জলিল/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৩০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৯৬

নারীর অগ্রযাত্রা রুখতেই জঙ্গি উত্থান
        -- মেহের আফরোজ চুমকি
                                        
ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। মন্ত্রী হয়েছে। বর্তমানে তারা জঙ্গিবাদের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করছে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের সচেতন করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    তিনি বলেন, জঙ্গিবাদের মাধ্যমে তারা নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে। নারীকে তারা আবার গৃহে অবরুদ্ধ করতে চায়। এই বিষয়ে নারী সমাজকে সচেতন হতে হবে। মায়েদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন; তাদের সাথে দূরত্ব কমিয়ে বন্ধুর মতো আচরণ করবেন। এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। জঙ্গিবাদও চিরতরে নির্মূল করা হবে। মায়েরা সচেতন হলে জঙ্গি তৈরি হবে না।
    মানববন্ধনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেটসহ মন্ত্রণালয়ের কর্মচারী ও বিভিন্ন নারী সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
খায়ের/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৫৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৯৫

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
                                        
ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
দশম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কমিটির সদস্য খাদ্য মন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. আব্দুল মালেক, শেখ মো. নূরুল হক, শেখ ফজলে নূর তাপস এবং শিরিন নাঈম বৈঠকে অংশগ্রহণ করেন।


কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবলের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন গুদামের অভ্যন্তরীণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে তা মনিটরিং করার সুপারিশ করা হয়।

কমিটিতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০১৬ অভিযান সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, কৃষকরা যাতে অধিক উপকৃত হয় সেজন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়। এছাড়াও নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগৃহীত হয়েছে বলে জানানো হয়।  

খাদ্য মন্ত্রণালয়ের সচিব এস এম বদরুদ্দোজাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মৌমিতা/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৪৯৪

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর
                                        
ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট):
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। সফরকারী দল বাংলাদেশে তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং দুইটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করবে।
দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে এই ক্রিকেট সিরিজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত আজ যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।  
সভায় দেশি বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশে অবস্থানকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ব্যাংকিং উইং, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।  
#
শফিকুল/মোবাস্বেরা/গিয়াস/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৫৫৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৪৯৩
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৩শে শ্রাবণ (৭ই আগস্ট) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
মহিয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জন্ম ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৈতৃক নিবাসে। বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন বঙ্গবন্ধুর একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব আমৃত্যু স্বামীর পাশে থেকে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। এ মহিয়সী নারী ছিলেন সহজসরল নিরহঙ্কারী। স্বামী একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতিষ্ঠাতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। একজন সাধারণ বাঙালি নারীর মত তিনি স্বামী-সংসার, আত্মীয়স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পরে  দেশের পুনর্গঠনে তাঁর অসাধারণ ভূমিকার কারণে তিনি ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল।
মহিয়সী এ নারী বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যেও উল্লেখযোগ্য অবদান রাখেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে স্বামীর কারাবরণকালীন উত্তাল দিনগুলোতে হিমালয়ের মত অবিচল থেকে একদিকে তিনি স্বামীর কারামুক্তিসহ তাঁর অবর্তমানে প্রিয় সংগঠন আওয়ামী লীগ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে সংসার, সন্তানদের লালনপালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে তিনি সাহসী ভূমিকা পালন করেন। ৬ দফা ও ১১ দফার আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গৃহবন্দি থেকে এবং পাকিস্তানে কারাবন্দি স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।  দেশ ও জাতির জন্য তাঁর অপরিসীম ত্যাগ, সহযোগিতা ও বিচক্ষণতার কারণে জাতি তাঁকে যথার্থই ‘বঙ্গমাতা’ উপাধিতে অভিষিক্ত করেছে।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বামী, পুত্র, পুত্রবধূ ও নিকট আত্মীয়স্বজনসহ ঘাতকদের হাতে তিনিও নির্মমভাবে শাহাদতবরণ করেন যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
বঙ্গমাতা যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমার প্রত্যাশা, এই মহান নারীর জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বাঙালির স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা অধ্যায় সম্পর্কে তারা ধারণা পাবে।
আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/মোবাস্বেরা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা    
 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৯২
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির বাণ

Todays handout (11).doc