তথ্যবিবরণী নম্বর : ২৬৮৭
মিয়ানমার নাগরিকদের জন্য স্যানিটেশন
ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ পুরোদমে চলছে
উখিয়া (কক্সবাজার), ২৯ আশি^ন (১৪ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকূপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের কাজ বাস্তবায়ন করছে।
এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ২ হাজার ৮৭ টি নলকূপ এবং ৩ হাজার ২ শত ৪১ টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, এসব কেন্দ্রে ৩ হাজার নলকূপ ও ৫ হাজার স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে।
চৌদ্দটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৭টি ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ১১টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে রিজার্ভারসমূহে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে। এসব রিজার্ভার থেকে মিয়ানমার নাগরিকরা টেপের মাধ্যমে খাবার পানি সংগ্রহ করছে।
পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারে ৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত আছে এবং কেন্দ্রীয় ভা-ারে আরো ১৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে ৪৫ ড্রাম ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে। ব্লিচিং পাউডার ছিটানো অব্যাহত আছে। এগারটি আশ্রয়কেন্দ্রে মহিলাদের জন্য ৪ ইউনিট বিশিষ্ট প্রতি কেন্দ্রে ১০টি করে ১১০টি বা ৪৪০ ইউনিট গোসলখানা নির্মাণ কাজ চলছে।
#
সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৮৬
জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে
-- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ঢাকা, ২৯ আশি^ন (১৪ অক্টোবর) :
মানসম্মত শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, শিশুদের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ক্লাসের প্রতিটি শিশুকেই নিজের সন্তান ভেবে যতœ নিয়ে পাঠদান করাতে হবে। আর কি-ারগার্টেনে যেসব সমস্য রয়েছে তা অবশ্যই সমাধান করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কিন্ডারগার্টেন শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কিন্ডারগার্টেন হচ্ছে শিশুদের বাগান। বাগানে গাছকে যেমন পরিচর্যা করতে হয়, শিশুদেরও সেভাবে পরিচর্যা দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করতে হয়। খেলাধুলা, গান-বাজনা ও ছবি আঁকার মতো বিভিন্ন ধরনের প্রায়োগিক কর্মকা- এবং বাড়ি ও স্কুলের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে শিশুদের মস্তিস্কের বিকাশ ঘটিয়ে বেড়ে উঠায় সাহায্য করাই স্কুলের কাজ।
সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং সংগঠনের মহাসচিব মনোয়ার ভুঞয়া।
#
গিয়াস/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৮৫
অর্থনৈতিকভাবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৯ আশি^ন (১৪ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। যার প্রমাণ আমাদের উত্তরাঞ্চলে একসময় মঙ্গার উপদ্রব ছিল, আজ আর তা নেই। আর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন আমরা মানবিক উন্নয়ন ঘটাতে সক্ষম হব।
মন্ত্রী আজ বিকালে রাজধানীর নিউ বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ নারী জাগরণের অগ্রদূত
ড. নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্ম উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানবিক অগ্রগতি, মূল্যবোধ প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক চেতনা মানবিক সমাজ গঠনের সূচকরূপে বিবেচিত। ড. নীলিমা ইব্রাহিমের মতো কালজয়ী মানুষগুলো আজীবন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজকের এ উৎসব আয়োজনে শরিক হতে পেরে গর্বিত।
বাংলাদেশ মহিলা সমিতির প্রাক্তন সভানেত্রী সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে “বাংলাদেশের মঞ্চনাটক ও ড. নীলিমা ইব্রাহিম” বিষয়ক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্মারক বক্তৃতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ ও বাংলাদেশ মহিলা সমিতির সহসভানেত্রী ড. মারুফী খান।
#
ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৮৪
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ২৯ আশি^ন (১৪ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৬২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৯৫ ট্রাকের মাধ্যমে ৩০৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩০ হাজার ১ শত ৩৫ প্যাকেট শুকনো খাবার, ১৭ হাজার ৯ শত প্যাকেট শিশু খাদ্য, ২ হাজার ৪ শত ২৫ প্যাকেট রান্না করা খাবার, ৬ শত পিস ঔষধ, ৯ শত ৪০ পিস পোশাক, ৬ হাজার ৯ শত ৫০ পিস গৃহস্থালি সামগ্রী, ৫ শত পিস স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির উপকরণ। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
#
সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৮৩
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
উখিয়া (কক্সবাজার), ২৯ আশি^ন (১৪ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৫ শত ৪৯ জন পুরুষ, ১ হাজার ৫ শত ২৭ জন নারী মিলে ৩ হাজার ৭৬ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ২০ জন পুরুষ, ৮ শত ২০ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৪০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৫ শত ৮৮ জন পুরুষ, ৯ শত ৩ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৯১ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৭৪ জন পুরুষ, ৭ শত ১৬ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৯০ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৬ শত ২৬ জন পুরুষ, ৫ শত ১০ জন নারী মিলে ২ হাজার ১ শত ৩৬ জন, লেদা ক্যাম্পে ৮ শত ৮২ জন পুরুষ, ৮ শত ৯৬ জন নারী মিলে ১ হাজার ৭ শত ৭৮ জন এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ১২ হাজার ১ শত ১১ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৬১ হাজার ৯ শত ৩৭ জনের নিবন্ধন করা হয়েছে।
#
সাইফুল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬৮২