তথ্যবিবরণী নম্বর : ১৩৯১
সমাজসেবা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে
-- সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজসেবা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
আজ রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় মন্ত্রী এসব কথা বলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের পরিচালক ও বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কারিকুলাম কমিটির সভাপতি সৈয়দ নূরুল বাসির ও জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোঃ সাফায়েত হোসেন তালুকদার।
মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে পরিচালিত গরীব দুঃখী মানুষের জন্য ভাতা ও চিকিৎসা সহায়তা কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে কর্মকর্তাদের নিবিড়ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশনা দেন। এসময় মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতায় প্রায় এক কোটিরও অধিক লোক জিটুপি পদ্ধতিতে ভাতা পাচ্ছে। এটি একটি মাইলফলক অর্জন, এই অর্জনকে ধরে রাখতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল সেবা নির্বিঘ্নে প্রদানের জন্য প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।
পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
#
জাকির/সাহেলা/এনায়েত/রফিকুল/সেলিম/২০২২/২২৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯০
সরকার শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ
-- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ):
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শোভন কর্মপরিবেশ নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
শোভন কর্মপরিবেশ নিশ্চিতে আজ রেডিসন ব্লূ হোটেলে আইএলও গৃহীত নতুন কর্মসূচি ‘ÔDecent Work Country Program ২০২২-২০২৬’ বাস্তবায়নে দিনব্যাপী আলোচনা সভা এবং আইএলও’র সাথে সরকার, মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইএলও সহযোগিতায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর কারখানার কর্মপরিবেশের উন্নয়নে চারটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। জাতীয় উদ্যোগের অধীনে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোর সংস্কার কার্যক্রম অব্যাহত রেখেছে, কারখানার কর্মরত শ্রমিকদের সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। শ্রম ও পরিদর্শন ব্যবস্থাকে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটালইজ করা হয়েছে, এর মাধ্যমে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও সেফটির বিষয়কে নিশ্চিত করা হচ্ছে। শোভন কর্মপরিবেশ নিশ্চিতে ইতোমধ্যে রোড ম্যাপ প্রণয়ন করেছে।
শ্রমিকদের অধিকার সুরক্ষা, শোভন কর্মপরিবেশ নিশ্চিতে আইএলও এ নতুন কর্মসূচি বাস্তবায়নে এফবিসিসিআই, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিজিএমই জাতীয় শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক জোট এবং এনসিসিডাব্লউই এর মতো সংগঠনগুলোর সহযোগিতায় সরকার ২০৩০ সালের আগেই কর্মক্ষেত্রে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী শোভন কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের নেয়া পদক্ষেপের বিষয়ে আইএলওসহ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠনের নিকট সঠিক তথ্য যথাযথভাবে পৌঁছানোর জন্য আইএলও এর ঢাকা অফিসের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীর সভাপতিত্বে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন, বিএমইটি’র মহপরিচালক মোঃ শহিদুল আলম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিআইনেন, (Tuomo Poutiainen) এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর সভাপতি আরদাশির কবির, ও জাতীয় শ্রমিক জোট এবং এনসিসিডাব্লউই’র চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।
#
আকতারুল/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৯
সুসন্তান পিতা-মাতাসহ সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ স্বরূপ
-- সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুসন্তান পিতা-মাতাসহ সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ স্বরূপ। তেমনই একজন সুসন্তান উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।শ্রদ্ধা ও ভালোবাসা থেকে পিতার প্রতিষ্ঠিত সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান কার্যক্রমকে আরো সম্প্রসারিত ও বেগবান করেছেন যার সুফল পাচ্ছে দেশের হাজারো মেধাবী শিক্ষার্থী। শুধু তাই নয়, নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠা করেছেন উইমেন এন্ড ই-কমার্স (উই) যার সদস্য সংখ্যা ১৩ লক্ষাধিক। তার এ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে যা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক গুণাবলির অধিকারী নিশা মাত্র ২৫ বছর বয়সে পিতার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন যা যেকোনো সন্তানের জন্য অনুকরণীয় ও দৃষ্টান্তস্বরূপ।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে উইমেন এন্ড ই-কমার্স (উই) আয়োজিত ‘উই কালারফুল ফেস্ট ২০২২’ এর অংশ হিসাবে হাজী সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, হাজী সাহাব উদ্দিন তার কর্মের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে গেছেন। নিজেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত করেছেন। ভোগের দুনিয়ায় ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন তারই আদর্শ সন্তান নিশা যা যেকোনো পিতা-মাতার জন্য গর্বের।
উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান।
প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'চেতনায় বঙ্গবন্ধু, দৃশ্যমান শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
#
ফয়সল/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৮
দেশের সার্বভৌমত্ব হরণকারীদের মানুষ চেনে
-- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষায় যে বৈদেশিক নীতি প্রতিষ্ঠা করে গেছেন তাঁর ওপর ভিত্তি করেই বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে এবং এই নীতি অনুসরণ করেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল দেশের অবদান ছিল সে সকল দেশের সাথে সুসম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন কমিটি, বাংলাদেশ ব্যাংক আয়োজিত ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে। সবাই দেশপ্রেমে উজ্জীবিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত। দেশবিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগ দিয়ে কখনোই সম্ভব নয়। কারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে। দেশের সার্বভৌমত্ব হরণ করতে চায় দেশের মানুষ তাদের ভালো করেই চেনে এবং জানে।
প্রধান অতিথি বলেন, সকল বৈষম্য নিরসন করে বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছেন শত বাধা-বিপত্তি উপেক্ষা করে তা বাস্তবায়নে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ নেছার আহাম্মদ ভূঁঞা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
#
হায়দার/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৭
বঙ্গবন্ধুর বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না
-- এনামুল হক শামীম
শরীয়তপুর, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ’৭৫ এ বঙ্গবন্ধুসহ সপরিবারকে হত্যার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে তিল তিল করে আওয়ামী লীগকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় আসেন। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনিই একমাত্র সরকার প্রধান যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন। আগামী ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে, ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে, আগে থেকেই সেজন্য মহাপরিকল্পনা ‘ডেল্টাপ্ল্যান-২১০০’ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়ন চলমান। আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি এখন বিশ্বের বিস্ময়। আর কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আজ শরীয়তপুরের সখিপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ আন্তঃইউনিয়নের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপ-মন্ত্রী এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম এবং তাঁর সংগ্রাম ও আত্মত্যাগকে মুছে ফেলার অপচেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু জাতির পিতার নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি এবং যাবেও না। বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বে মর্যাদাপূর্ণ আসনে আসীন করেছেন। এ প্রজন্মের শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো শিক্ষাবান্ধব সরকার প্রধান পেয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন শিক্ষাবান্ধব সরকার প্রধান আর কোথাও নেই। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সম্পর্কে জানতে হবে। সঠিক ইতিহাস তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে।
উপ-মন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে যুব সমাজকে এ মরণ নেশা থেকে পরিত্রাণ পেতে হলে খেলাধুলার প্রসার বাড়াতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে এবং তরুণ সমাজ সেবক ইসরানুল হক সুখন ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার প্রমুখ।
#
গিয়াস/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৬
সরকার যাত্রী সেবার মানোন্নয়নে ইতোমধ্যে নতুন প্রজন্মের ১৬ টি উড়োজাহাজ যুক্ত করেছে
--আবুল হাসানাত
আগৈলঝাড়া (বরিশাল), ১৭ চৈত্র (৩১ মার্চ)
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, বিকাশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলের পর্যটকদের আকর্ষণে বিশেষ অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যাত্রী সেবার মানোন্নয়ন ও পণ্য পরিবহন সেবা সম্প্রসারণে ইতোমধ্যে নতুন প্রজন্মের ১৬ টি উড়োজাহাজ যুক্ত করেছে।
আবুল হাসানাত আজ বরিশাল জেলার আগৈলঝাড়ার সেরালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বরিশালের বিমান যাত্রীদের সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন , করোনাকালীন সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় বিমানকে একহাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এ ঋণের অর্থ দিয়ে করোনাকালীন দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়েছে। তিনি বলেন, বরিশাল বিমানবন্দর দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সাথে দ্রুততর যোগাযোগের গূরুত্বপূর্ণ মাধ্যম। তিনি এ বিমানবন্দর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, যাত্রী সেবার মানোন্নয়নে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। তিনি এ ব্যাপারে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
#
আহসান/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৫
বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না
- পরিবেশমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। তাই দেশকে ভালোবাসতে চাইলে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের সাধারণ মানুষের মুখের হাসি ফোটাতে সবাইকে মুক্তিযুদ্ধের সময়কার মতো একসাথে কাজ করতে হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর আয়োজিত " জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন " শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আজ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিলো স্বাধীনতা যুদ্ধের নির্দেশনা। বঙ্গবন্ধু এক আঙুলের ইশারায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সদ্যস্বাধীন দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। দেশটিকে সবুজ বাংলায় পরিণত করতে দেশজুড়ে বৃক্ষরোপণ শুরু করেছিলেন। তিনি সর্বক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগের সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে দেশের পরিবেশ উন্নয়নে আমাদের নিজ নিজ অবস্থান থেকে একই লক্ষ্যে কাজ করতে হবে।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
#
দীপংকর/পাশা/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৪
আগামী অর্থবছরকে স্টার্টআপবান্ধব রাজস্ব নীতি প্রণয়নের পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ আইসিটি প্রতিমন্ত্রীর
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, আগামী অর্থবছরকে স্টার্টআপবান্ধব রাজস্ব নীতি প্রণয়নের বছর হিসেবে স্মরণীয় করে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ‘ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
দেশের সফল স্টার্টআপরা জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি হাই-টেক পার্কে স্টার্টআপদের জন্য বিনামূল্যে মেন্টরিং, কুচিং একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। সেখানে বিনামূল্যে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে স্পেস দেওয়া হচ্ছে। বাংলাদেশ স্টাটআপ কোম্পানি লিমিটেড ও আইডিয়া প্রকল্পের মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে তাদের ফান্ডিং প্রদান করা হচ্ছে। এসকল নীতি সহায়তার মাধ্যমে দেশে ইনোভেটিভ ইকোসিস্টেম তৈরি হবে বলেও তিনি জানান। তিনি বলেন, নলেজ বেইজড ইকোনমিক গড়ে তুলতে নলেজ বেইজড ব্যুরোক্রেসি, পলিটিক্স ও সোসাইটি গড়ে তুলতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালি তরুণরা জন্মগতভাবে সাহসী ও উদ্ভাবক। আমাদের দেশের মানুষ প্রকৃতির বৈরী আবহাওয়ার সাথে মোকাবিলা করেই চলে এবং নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে জীবন যাপন করছে। যথাযথ নেতৃত্ব পেলে যে কোনো বাধা অতিক্রম করে তরুণরা এগিয়ে যেতে পারবে।
‘স্টার্টআপবান্ধব রাজস্ব নীতি’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।
কর্মশালায় আইসিটি বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
#
শহিদুল/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৩
পুর্বের যেকোনো হজের চেয়ে আগামী হজ ব্যবস্থাপনা আরো উন্নত হবে
-- ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীগণ হজে গমণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাজকীয় সৌদি সরকার সহসাই ডিক্রি জারি করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ হতে হজে গমণের সুযোগ তৈরি হলে সন্মানিত হজযাত্রীগণ যাতে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, পুর্বের যেকোনো হজের চেয়ে আগামী হজকে আরো উন্নত, নির্বিঘ্ন ও নিরাপদ করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকার আশকোনায় বাংলাদেশ হজ অফিস সভাকক্ষে পবিত্র হজ ১৪৪৩ হিজরি
(২০২২ খ্রিস্টাব্দ) সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি হিসেবে হজ কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয়; বিভাগ; সংস্থা ও সংগঠনের অংশীজনের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ হতে কত সংখ্যক হজযাত্রী হজে গমণ করতে পারবেন বিষয়টি সৌদি- বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তিতে নির্ধারিত হবে। তিনি বলেন, বিগত ২০১৯ সালে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়েছিল। এ বছর বাংলাদেশের পূর্ণসংখ্যক হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ইতিপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন তারাই অগ্রাধিকারভিত্তিতে হজে গমণ করতে পারবেন। কোনো ক্রমেই ক্রমধারা (সিরিয়াল) ভঙ্গ করা হবে না। হজের পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিমানের পর্যাপ্ত ফ্লাইটের ব্যবস্থা করা, প্রথম হতে শেষ পর্যন্ত সিডিউল ঠিক রাখা, সহজে টিকেট প্রাপ্তি, হজ যাত্রীদের লাগেজ পরিবহণ, পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণ, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা, সৌদি আরব অংশে খাবার, আবাসন ও পরিবহণসহ যাবতীয় সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকেই সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থা ও সংগঠনের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন ।
#
আনোয়ার/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮২
সরকারি হাসপাতালগুলোকে সেন্ট্রালি সুপারভিশন করা হবে
--স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের জেলা, উপজেলাসহ সরকারি হাসপাতালগুলোকে সেন্ট্রালি সুপারভিশনের আওতায় নিয়ে আসা হবে। ক্রমান্বয়ে সব হাসপাতাল ডিজিটালাইজড হবে। কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি হাসপাতালেই এক্সরে মেশিনসহ সব ধরনের যন্ত্রপাতি নিশ্চিত থাকার কথা। অথচ সরকারি হাসপাতালের পরিবর্তে অনেক ক্ষেত্রেই বাইরে থেকে পরীক্ষা করানো হয়। এতে সরকারি অর্থে কেনা মেশিনগুলো অকেজো হয়ে নষ্ট হয়ে যায়। অন্যদিকে, দেশের সাধারণ মানুষ সরকারের বিনামূল্যে দেয়া সেবা না পেয়ে অন্যত্র বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হয়। এটি আর চলতে দেয়া যাবে না। দ্রুতই হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা বসিয়ে সেন্ট্রালি নজরদারিতে রেখে জনগণের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
আজ মন্ত্রী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভ্যাকসিন সম্পর্কে এ সময় মন্ত্রী উল্লেখ করেন, করোনা মোকাবিলায় এ পর্যন্ত ১ম ডোজ ১৩ কোটি, ২য় ডোজ ১১ কোটিসহ লক্ষ্যমাত্রার ৯৬ ভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়েছে। এখনও হাতে ৫ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে এবং পাইপলাইনে আরো ৬ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে। এখন দেশের অবশিষ্ট মানুষগুলো ভ্যাকসিন গ্রহণ করলে দেশ আরো বেশি উপকৃত হবে। এসব কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো ৩ দিনের জন্য বর্ধিত করা হল। এখন থেকে গণটিকা কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত আগের নিয়মে চলমান থাকবে।
নিটোর হাসপাতালে ৫০০ বেড, সোহরাওয়ার্দী হাসপাতালে ৫০০ বেড, এনআইসিবিডি-তে প্রায় ৮০০টি নতুন বেড সংখ্যা বৃদ্ধি করাসহ, ৮ বিভাগে ৮টি উন্নত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ কাজগুলো স্বাস্থ্যখাতকে আরো গতিশীল করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, অনুষ্ঠানে ১০টি ক্যাটেগরিত ৪৭টি পুরস্কার দেয় হয়। এর মধ্যে সেরা ১০টি উপজেলা হাসপাতাল, সেরা ৫টি জেলা হাসপাতাল, সেরা ৩টি মেডিকেল কলেজ, সেরা ২টি বিশেষায়িত পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সেরা ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম. আবদুল আজিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বারডন জাং রানা এইচএসএস কোর কমিটির সভাপতি ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
#
মাইদুল/পাশা/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৮১
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে
&nbs