Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ৭ জানুয়ারি ২০২৫

Handout                                                                                                               Number: 2286

 

 

Fines of Tk 11.4 million imposed on 20 brick kilns

11 kilns shut down and 2 kilns closed


 

 

Dhaka, 7 January:

 

To combat air pollution and environmental degradation, the Department of Environment (DoE) conducted four mobile court drives across the country today under the Brick Manufacturing and Kiln Establishment (Control) Act, 2013 (amended 2019). These drives imposed fines amounting to Tk 11.4 million on 20 illegal brick kilns. Operations of 11 kilns were halted, while closure orders were issued for 2 kilns.

 

The nationwide drives also targeted illegal charcoal factories, vehicular emissions, noise pollution, polythene usage, open storage of construction materials, and hazardous waste management.

 

In one mobile court drive, a charcoal factory owner was fined Taka one lakh and the factory was dismantled. Additionally, a lead factory was fined Taka one lakh, with two individuals sentenced to imprisonment one for three months and the other for six months for releasing hazardous waste.

 

In accordance with the decision of the Ministry of Environment, Forest and Climate Change, with the aim of banning polythene shopping bags, the Department of Environment, Mathbaria, Pirojpur, has conducted a mobile court and seized approximately 11 tons of illegal polythene shopping bags from two warehouses and collected a fine of Taka three lakhs through 2 cases.

 

In actions against vehicular emissions and noise pollution, nine vehicle drivers were cautioned. To curb polythene usage, discussions and warnings were issued to market traders. Furthermore, three organizations were fined Taka 15 thousand for causing air pollution through open storage of construction materials, and several others were cautioned.

 

The Department of Environment will continue these measures to ensure strict enforcement of environmental regulations and reduce air pollution.

           

#

 

 Dipankar/Paban/Rana/Rafiqul/Salim/2025/2150 Hrs.  তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ২২৮৫

 

বায়ুদূষণ রোধে ২০টি ইটাভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি): 

 

বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর আজ সারা দেশে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।   এ সময় ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

সারা দেশব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

 

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা-সহ ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষ্যে  পরিবেশ অধিদপ্তর, মঠবাড়িযা, পিরোজপুরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’টি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ২টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা  জরিমানাপূর্বক আদায় করা হয়।

 

যানবাহনের কালো ধোঁয়া ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৯টি যানবাহনের চালকদের সতর্ক করে। পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। খোলা নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

 

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এসব পদক্ষেপ অব্যাহত থাকবে।

 

#

 

দীপংকর/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২২৮৪

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি):

          পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যাও আরো বৃদ্ধি করা হবে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন/ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং পরিচালিত অভিযানকে আরো ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্পসংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নাসির-উদ-দৌলা এ সিদ্ধান্তের কথা জানান।

          নাসির-উদ-দৌলা জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কীভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কীভাবে আরো জোরদার ও কার্যকর করা যায়- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, পলিথিন বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন অংশীজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

          অতিরিক্ত সচিব বলেন, প্রাথমিকভাবে সুপার শপগুলোতে ব্যবহৃত পলিথিন শপিং ব্যাগগুলোর উৎপাদন বন্ধ করা হবে এবং বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।

           প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। তিনি বলেন, সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিশ্রতি দিয়েছে সরকারের নির্দেশনা তারা প্রতিপালন করবেন এবং সরকারের পক্ষ থেকেও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

          মতবিনিময় সভায় স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

          উল্লেখ্য, পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত

১ নভেম্বর ২০২৪ তারিখ হতে সারাদেশে অভিযান পরিচালিত হচ্ছে।

#

ফয়সল/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২২৮৩

 

পোশাক শ্রমিকদের চক্ষু সেবা নিশ্চিতকরণের আহ্বান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার

 

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি): 

 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অপথালমোলজিকাল সোসাইটি অভ্‌ বাংলাদেশ (ওএসবি) এবং খেয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা: উৎপাদনশীলতার উপর প্রভাব মূল্যায়ন’ শীর্ষক কর্মশালায় পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা, অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন।

 

উপদেষ্টা বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়োজিত শ্রমিকরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক বেশি। তাদের অবদান আমাদের স্বীকার করতে হবে। এখানে শ্রমিকদের বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। অন্যান্য ঝুঁকির মধ্যে চোখের সমস্যাও পরিলক্ষিত হয়। গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা বিষয়ক এ উদ্যোগ প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

 

সাখাওয়াত হোসেন বলেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের উদ্যোগে ২৭ হাজারেরও বেশি কর্মীদের স্ক্রিনিং করা, রোগ নির্ণয় করা এবং শত শত ব্যক্তিকে ভরতুকিযুক্ত চশমা বিতরণ একটি মাইলফলক। এর মাধ্যমে চক্ষু সেবা গ্রহণ ১৪ শতাংশ থেকে ৯৩ শতাংশে উন্নীত হয়েছে। তিনি আরো বলেন, চোখের সেবা এবং পুষ্টি উভয়ের ওপর গুরুত্ব আরোপ করে কর্মক্ষেত্রে পারফরম্যান্স বৃদ্ধিতে হেলেন কেলার ইন্টারন্যাশনালের চক্ষু সেবা নিয়ে কাজ করার জন্য যা যা প্রয়োজন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাতে সহযোগিতা করবে।

 

শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস সেক্টর নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ভেতরে ও বাহিরে কীভাবে সরকারকে দুর্বল করা যায় সে ষড়যন্ত্র বানচাল করে সরকার গার্মেন্টস সেক্টরে সুস্থ কর্মপরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ খাতকে স্বচ্ছ ও গতিশীল করার জন্য সরকার কাজ করছে।

 

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা, বিজিএমইএ’র সাপোর্ট কমিটির সদস্যবৃন্দ, অপথালমোলজিকাল সোসাইটি অভ্‌ বাংলাদেশ’র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 #

 

মালেক/পবন/রানা/মোশারফ/রফিকুল/সেলিম/২০২৫/২০৫০ ঘণ্টা

Handout                                                                                                               Number: 2282

EU and EIB Pledge Support for Bangladesh's Environmental Protection Priorities
                                                                                                   --- Environment Advisor

Dhaka, 7 January:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, and the Ministry of Water Resources, announced that the European Union (EU) and the European Investment Bank (EIB) will support Bangladesh in its environmental protection efforts, aligned with government priorities. The support will include technical assistance, renewable energy initiatives, the introduction of electric public transport, capacity building for officials, and measures to combat air and water pollution.

            The Advisor shared this during a meeting with an EU-EIB delegation led by Nicola Beer, Vice President of the EIB, at her office in the Bangladesh Secretariat today.

            The Environment Advisor emphasized Bangladesh's urgent need for international support in addressing critical issues such as air pollution control, river cleaning, renewable energy adoption, improved sewage and water management, the establishment of an elephant sanctuary, biodiversity conservation, and monitoring capacity enhancement. She highlighted the government’s commitment to engaging youth in environmental and biodiversity conservation.

            Nicola Beer commended Bangladesh’s interim government for initiating significant reforms and affirmed the EU and EIB’s commitment to aiding the country through expertise and resources. She highlighted potential collaboration in areas such as afforestation, climate change mitigation, sustainable housing, green bonds, and waste management.

            The meeting was attended by high-level officials, including Secretaries from the Ministry of Environment and the Ministry of Water Resources, Michael Miller, EU Ambassador to Bangladesh; Nicole Birtsch, Head of the Vice President’s Office, EIB; Edvardas Bumsteinas, Head of Division, Asia & Pacific, EIB; Enrico Possenti, Senior Officer, Corporate Communications, EIB; Arundhati Pal, Loan Officer, Asia & Pacific, EIB; Michael Steidl, EIB Representative for South Asia; Michal Krejza, Head of Development Cooperation, EU; Edwin Koekkoek, Team Leader, Green Inclusive Development; and Tanzina Dilshad, Programme Manager, Energy & Environment.

            This collaboration underscores the EU and EIB’s long-term partnership with Bangladesh in achieving sustainable environmental and economic growth.

#

 Dipankar/Sayem/Rana/Mosharaf/Joynul/2025/2025 hour 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ২২৮১

 

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

                                                                          -- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধি-সহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।

 

আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ইইউ-ইআইবি প্রতিনিধিদলের সাথে বৈঠকে উপদেষ্টা এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইআইবি’র ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

 

রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে। তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বন্ড ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

 

বৈঠকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার-সহ ইইউ ও ইআইবি’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে, মন্ত্রণালয়ের নির্দেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ ৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ ভাটা হতে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১১টি ইটভাটার চিমনী ভাঙ্গা-সহ সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ও ২টি ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, ১টি চারকোল ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা এবং ১টি চারকোল ফ্যাক্টরি উচ্ছেদ করে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

 

#

দীপংকর/সায়েম/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২২৮০

নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায় মালামাল জব্দ

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি):

          আজ মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং বিস্ফোরক অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে লাইসেন্সবিহীনভাবে সিএনজি ফিলিং করে ট্রান্সপোর্ট করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার কেরাণীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

          অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪টি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাদুঘর সংলগ্ন ইছাপাড়ায় দুই ভাট্টি বিশিষ্ট ১টি চুন কারখানায় বৈধ আবাসিক সংযোগ হতে অবৈধ বাণিজ্যিক শ্রেণিতে গ্যাস ব্যবহার করায় ঐ কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আবাসিক সার্ভিস লাইন কিল করে ক্যাপ করা হয়। এ সময় ৩০০ ফিট এমএস ও ৬০০ ফিট পিভিসি পাইপ এবং ১টি ব্লোয়ার-সহ মোট ৬টি বার্নার জব্দ করা হয়। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ক্যাপিং করা-সহ ৪টি কারখানার মধ্যে ৩টি চুনকারখানার ভাট্টি এক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়।

            নারায়ণগঞ্জে সোনারগাঁও মোগরাপাড়ায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া সিএনজি গ্যাস ট্রান্সপোর্ট করে দূরবর্তী পরিবহণের জন্য সিলিন্ডারে ভর্তিকরণের অপরাধে মধুমতি সিএনজি কমপ্লেক্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

          এছাড়া মেঢাবিবি-২, জিঞ্জিরা জোন এর আওতাধীন দোলেশ্বর, কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নামবিহীন ৩টি ওয়াশিং কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়েছে।

           মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় শূন্য দশমিক ১১৮৬ কি. মি. পাইপ লাইন অপসারণ করা হয়েছে। এছাড়া এই কারখানাসমূহের ১৮টি ড্রায়ার বার্নার, ৩টি বয়লার বার্নার ও ১টি ভাট্টি বার্নার বিচ্ছিন্ন করা হয়। এতে দৈনিক ভিত্তিতে ৫০ হাজার ৮৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে যার মূল্য প্রায় ৪৩ হাজার ২২৩ টাকা।

          বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি/লাইসেন্স ব্যতীত অবৈধ ও বিপজ্জনকভাবে সিএনিজি স্টেশন নির্মাণ, কাভার্ড ভ্যানে গুচ্ছ সিলিন্ডার পরিবহণ ও গ্যাস বিক্রির অপরাধে কেরাণীগঞ্জের ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও আরটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়।  

#

শফিউল্লাহ/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২২৭৯

 

বাণিজ্যকে সহজ করতে বাস্তবমুখী সকল সহযোগিতা নিশ্চিত করা হবে

                                                                 -- বাণিজ্য উপদেষ্টা

 

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি): 

 

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চাল আমদানিকারক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ব্যবসা বাণিজ্যকে সহজ করতে সরকার কাজ করছে। বাস্তবমুখী সকল সহযোগিতা নিশ্চিত করা হবে।

 

আজ ঢাকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের মজুত ও আমদানি পরিস্থিতি সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

 

ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পাইকারি বাজার ও খুচরা বাজারে চালের দামের বড় ব্যবধান দেখা যাচ্ছে, এটার প্রকৃত কারণ জেনে আমরা সমাধান করতে চাই। বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে চাই।

 

শেখ বশিরউদ্দীন বলেন, অধিকাংশ পণ্যের দাম কমে এসেছে। চালের বাজারে দাম কিছুটা বেড়েছে, খুব শীঘ্রই দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, সরকারি খাদ্য মজুত এখন বারো লাখ টনের উপরে। চলতি মাসেই মিয়ানমার থেকে এক লাখ টন চাল আসবে। পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও জিটুজি ভিত্তিতে চাল সংগ্রহের চেষ্টা চলমান রয়েছে। সরকার সিঙ্গেল সোর্স থেকে আমদানিনির্ভর না হয়ে বহুমুখী সোর্স থেকে চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

আলী ইমাম মজুমদার আরো বলেন, টিসিবির মাধ্যমে নিয়মিত স্বল্প আয়ের মানুষকে চাল দেওয়া হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৩০ কেজি করে চাল পাচ্ছে পঞ্চাশ হাজার পরিবার। এছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ওএমএস চালু রয়েছে।

 

          সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ আব্দুর রহিম খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, চাল আমদানিকারক আদিত্য মজুমদার ও ব্যবসায়ী নাজির প্রধান বক্তব্য রাখেন।

 

#

 

কামাল/সায়েম/পবন/মোশারফ/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২২৭৮

সেবা প্রদানে  স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি: ভূমি সিনিয়র সচিব

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি):

        ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, ডিজিটাল ভূমিসেবায় দায়িত্ব প্রাপ্তরা সেবা প্রদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত না হলে তারা শাস্তির আওতায় আসবেন। এছাড়া সেবা যথাযথভাবে প্রদানের নিমিত্তে ভূমি সহকারীদের প্রতি বেশি নির্ভরশীলতা পরিহার করতে হবে। ভূমি সেবা গতিশীল করতে পর্যায়ক্রমে সেবা প্রদানকারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতি জেলার অন্তত তিন জনকে মাস্টার ট্রেইনার করে গড়ে তোলা হবে, যাতে করে তারা জেলার অন্যদের প্রশিক্ষিত করতে পারে।

        আজ রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের সাভাকক্ষে ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিমিত্তে গৃহীত ‘অটোমেশন প্রকল্পে’র সভায় ভূমি সচিব এসব কথা বলেন।

        সিনিয়র সচিব বলেন, ভূমি মন্ত্রণালয় জনগণের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। জনগণের সেবায় স্বচ্ছতা, সততা এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে। ভূমি সেবা প্রদানে আন্তরিক ও যত্নশীল হতে হবে এবং সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

        উল্লেখ্য, ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিমিত্তে এই অটোমেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনলাইনে যুক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেবা প্রদানের ক্ষেত্রে সেবার মান বৃদ্ধির বিষয়ে তাদের পরামর্শ উল্লেখ্য করেন। তারা জানান, ভূমি সেবা ডিজিটাইজেশনের ফলে দিনে সর্বোচ্চ ৭-৮ হাজার আবেদন জমা পড়ছে এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে আবেদন নিষ্পত্তি করছেন। দ্রুততম সময় সেবা প্রদানের লক্ষ্যে  ইতোমধ্যে বিদ্যমান সফটওয়ারগুলো আপগ্রেড করা হয়েছে।

        সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের বিভিন্ন জেলার কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

#

গিয়াস/সায়েম/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/১৮১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২২৭৭

প্রধান উপদেষ্টার পক্ষে ১০ লাখ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে অল ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, অষ্ট্রেলিয়ার নিকট থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

এসময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অষ্ট্রেলিয়ান এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৮টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্ৰহণ করেছে।
#

এনায়েত/ফাতেমা/রবি/সাঈদা/শফিক/২০২৫/১৪৪৩ঘন্টা

2025-01-07-16-20-744f9e8e6f159658b169f32783bbbda7.docx