Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২১

তথ্যবিবরণী ২৯ মার্চ ২০২১

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                        নম্বর : ১৫৭৯

পবিত্র শবে বরাত ১৪৪২ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল

মুকাররমে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

 

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

         পবিত্র শবে বরাত ১৪৪২ হিজরি উদ্‌যাপন উপলক্ষে আজ সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ‘পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়া মোনাজাত করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

       মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যাতে রক্ষা পায় ও নিরাপদ থাকে সেজন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ দোয়া ও মোনাজাতে  অংশ নেন।

                                                    #

 

শায়লা/রোকসানা/রেজুয়ান/রফিকুল/আব্বাস/২০২১/২১২৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৫৭৮

প্রযুক্তির মাধ্যমে সময়, অর্থব্যয় ও দুর্নীতি কমিয়ে আনা সম্ভব

                                                                -- আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, প্রশাসনিকসহ সকল কার্যক্রমে প্রযুক্তিকে যত বেশি ব্যবহার করা যাবে, তত বেশি সময়, অর্থব্যয় ও দুর্নীতি কমিয়ে সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে।

          প্রতিমন্ত্রী আজ ভার্চুয়ালি আইসিটি বিভাগের বাস্তবায়নাধীন ‘সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন’ শীর্ষক কর্মসূচির আওতায় স্থাপিত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং (ডি-সেট) সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          জুনাইদ আহ্মেদ পলক বলেন, আইসিটি বিভাগ ‘আমার গ্রাম, আমার শহর’, ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ ও ‘সমৃদ্ধি বাংলাদেশ’ -এই তিনটি বাতিঘর নিয়ে কাজ করছে। এগুলোর লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি গ্রামেই শহরের নাগরিক সেবা পৌঁছানো, তরুণদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা এবং তরুণদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে আইসিটি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে সবমিলিয়ে দেশে প্রায় ৮ হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে।

          ডিজিটাল কম্পিউটার ল্যাবগুলো সঠিকভাবে ব্যবহার করে তথ্যপ্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীরা যাতে দক্ষতা অর্জন করতে পারে এবং সরকারের শত-শত কোটি টাকা যেন বিফলে না যায় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি প্রতিমন্ত্রী আহ্বান জানান।

          প্রতিমন্ত্রী আরো জানান, ইতোমধ্যেই দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩৫ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠান এবং সাড়ে ৩ হাজার ভূমি অফিসসহ প্রায় ৪০ হাজার সরকারি দফতর মিলিয়ে এক লাখ ৯ হাজার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের অধীন আনার উদ্যোগ নেয়া হয়েছে।

          প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি সক্ষম জাতি গড়ে তুলতে সারা দেশে উপজেলা ও জেলা পর্যায়ে ৫৫৫টি ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। এছাড়া ডেনমার্ক সরকারের সহায়তায় চর-বিল-হাওরাঞ্চলেও ডি-সেট স্থাপন করা হবে।

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও প্রকল্প পরিচালক ফিরোজ সরকার।

          পরে, প্রতিমন্ত্রী পঞ্চগড় ও কুড়িগ্রামের ছিটমহলে স্থাপিত থেকে ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ডি-সেট সেন্টারের উদ্বোধন করেন।

#

শহিদুল/রোকসানা/মাসুম/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২১২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                          নম্বর : ১৫৭৭

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাজার ৩১ জনের ভ্যাকসিন গ্রহণ

 

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

 

          গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫৬ হাজার ৪৩১ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩২ হাজার ৫৪৪ জন এবং মহিলা ২৩ হাজার ৮৮৭ জন।

 

          এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন এবং মহিলা ২০ লাখ ৯ হাজার ৫৩৮ জন।

 

          উল্লেখ্য, ২৯ মার্চ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

                                                       #

মিজানুর/রোকসানা/রেজুয়ান/রফিকুল/আব্বাস/২০২১/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ১৫৭৬

৩১ মার্চের পরিবর্তে ৮ এপ্রিল থেকে উচ্ছেদ কার্যক্রম চালাবে পানি সম্পদ মন্ত্রণালয়

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

            ৩১ মার্চের পরিবর্তে ৮ এপ্রিল থেকে সারা দেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল ৮ এপ্রিল থেকে উচ্ছেদ করতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আজ মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সে সকল জেলা প্রশাসন, পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এ সংক্রান্ত নানা দিকনির্দেশনা প্রদান করেন।

            কবির বিন আনোয়ার বলেন, সারা দেশে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাফল্য উল্লেখযোগ্য। উচ্ছেদকৃত জায়গায় খনন কাজ বা বৃক্ষরোপণ অবিলম্বে শুরু করা হবে। হতদরিদ্র ও নদীভাঙন কবলিত ভূমিহীনদের বিকল্প স্থানে পুনর্বাসন করা হবে এবং পুনরুদ্ধারকৃত জমি ক্ষেত্রভেদে সরকারের আশ্রয়ণ প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানান।

            পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ওয়াহেদ উদ্দীন চৌধুরী, ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’-এর প্রকল্প পরিচালক মোঃ আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

            প্রসঙ্গত, প্রাথমিকভাবে সারা দেশে ৪৫ হাজার অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করে পানি সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে উচ্ছেদ অভিযানে মন্ত্রণালয় ৫৩ শতাংশ অগ্রগতি লাভ করেছে।

#

আসিফ/রোকসানা/মাসুম/রেজুয়ান/সঞ্জীব/জয়নুল/২০২১/২১০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১৫৭৫

জাতীয় মহিলা সংস্থায় বঙ্গমাতা জাদুঘর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

            মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজ রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা। এর মাধ্যমে জাতীয় মহিলা সংস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি, ভিডিও ডকুমেন্টারি ও বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

            এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা আজীবন নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। তিনি সংবিধানে নারীর অধিকার নিশ্চিত করেন। তিনি মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। বঙ্গবন্ধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কুটির শিল্পসহ কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বঙ্গমাতা নির্যাতিত নারীদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করেন। বঙ্গমাতা জাতির পিতার বিশ্বস্ত সহচর ও সাহসী শক্তি হয়ে আজীবন পাশে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর রয়েছে অপরিসীম অবদান।

            প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, বঙ্গমাতা জাদুঘর ও বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বই, ছবি ও ঐতিহাসিক বিষয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনায় উদ্বুদ্ধ হবে পরবর্তী প্রজন্ম। এটা জাতীয় মহিলা সংস্থার অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। 

            জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম মাকসুরা নূর এবং জাতীয় মহিলা সংস্থার নির্বাহী ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

#

আলমগীর/রোকসানা/মাসুম/রেজুয়ান/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                           নম্বর : ১৫৭৪

মেট্রোরেল রুট- এর পরামর্শক প্রতিষ্ঠানের সাথে ডিএমটিসিএল-এর চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

            মেট্রোরেল রুট-৫ এর দক্ষিণ অংশের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা ও টেন্ডার সহায়তার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

            অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marin SCHUH অনলাইনে সংযুক্ত ছিলেন।

            মন্ত্রী বলেন, গাবতলী হতে দাশেরকান্দি পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে মেট্রোরেল রুট-৫: দক্ষিণ অংশের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়নসহ টেন্ডার সহায়তার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ডিএমটিসিএল এবং EGIS RAIL, S.A (France)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

            প্রায় ২৮৬ কোটি টাকার চুক্তিপত্রে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং পরামর্শক প্রতিষ্ঠান EGIS RAIL, S.A (France) এর অথরাইজড্ রিপ্রেজেন্টেটিভ প্যাসকেল লিগনার্স নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন বলে তিনি উল্লেখ করেন।

            চুক্তি অনুযায়ী Egis Rail, S.A (France)-এর নেতৃত্বে জাপানের Oriental Consultants Global Co., অস্ট্রেলিয়ার SMEC International Pty Ltd, ভারতের Egis India Consulting Engineers Pvt. Ltd.-সহ বাংলাদেশের ACE Consultants Ltd. I  Dev Consultants Ltd. পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করবে বলে মন্ত্রী জানান।

            মন্ত্রী বলেন, উড়াল ও পাতাল সমন্বয়ে গাবতলী হতে শুরু হয়ে টেকনিক্যাল-কল্যাণপুর-শ্যামলী-আসাদগেট-রাসেল স্কয়ার-কারওয়ান বাজার-হাতিরঝিল পশ্চিম-তেজগাঁও-নিকেতন-আফতাবনগর-দাশেরকান্দি হয়ে বালিরপাড় পর্যন্ত মেট্রোরেল রুট-৫ এর দক্ষিণ অংশটি হবে প্রায় সাড়ে ১৭ কিলোমিটার দীর্ঘ। এর প্রায় সাড়ে চার কিলোমিটার এলিভেটেড এবং অবশিষ্ট প্রায় তের কিলোমিটার হবে আন্ডারগ্রাউন্ড। এছাড়া ১৬টি স্টেশনের মধ্যে বারোটি হবে পাতাল।

            রাজধানীর যানজট নিরসনে স্বপ্নের প্রকল্প মেট্রোরেল রুট-৬ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ডিপোর অভ্যন্তরে রেললাইন বসানোর কাজ সম্পন্নের পাশাপাশি উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ভায়াডাক্টের উপর রেললাইন স্থাপনে ট্র্যাক প্লিন্থ কাস্টিংও সম্পন্ন হয়েছে।

            মন্ত্রী বলেন, ইতোমধ্যে জাপানের কারখানায় রুট-৬ এর জন্য ছয়টি যাত্রীবাহী কোচ সংবলিত পাঁচটি মেট্রো ট্রেন সেট নির্মিত হয়েছে। জাপান থেকে সমুদ্রপথে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট শীঘ্রই মংলা বন্দরে পৌঁছবে। আগামী ২৩ এপ্রিল নাগাদ মেট্রো ট্রেন সেট উত্তরাস্থ ডিপোতে পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেট্রোরেল রুট-৬ প্রকল্পের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১ দশমিক ৩৩ ভাগ বলে তিনি জানান।

            অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ আব্দুল ওহাব, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিএমটিসিএল ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যোগদান করেন।

#

ওয়ালিদ/রোকসানা/মাসুম/রেজুয়ান/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৩০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ১৫৭৩

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হবে

                                                     -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

            মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২৮১টি বধ্যভূমি ও ৩৬০টি ঐতিহাসিক স্থান   প্রকল্পের মাধ্যমে সংরক্ষণ করছে। এছাড়া গবেষকগণ তাদের গবেষণা ও জরিপের মাধ্যমে যে সমস্ত গণকবর ও বধ্যভূমির সন্ধান পাবে সেগুলোও প্রকল্পে অন্তর্ভুক্ত করে সংরক্ষণ করা হবে, উল্লেখ করেন মন্ত্রী ।

            আজ ঢাকার বাংলা একাডেমিতে 'গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র' এবং '১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' আয়োজিত দিনব্যাপী সেমিনারের দ্বিতীয় অধিবেশন ও  'গণহত্যার নতুন হিসাব' প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

            এ সময়  গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ সংক্রান্ত  গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নতুন  জরিপে  সহস্রাধিক বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে মর্মে সেমিনারে উল্লেখ করা হয়।

            মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের গল্পের পাশাপাশি বর্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার চিত্রও তুলে ধরতে হবে। গণহত্যার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বিভিন্ন ভাষায় বই লিখতে এবং অনুবাদ করতে মন্ত্রী গবেষকদের প্রতি আহ্বান জানান।

            গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদেরসহ জরিপে অংশ নেয়া গবেষকগণ উপস্থিত ছিলেন।

#

মারুফ/রোকসানা/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১৫৭২

অধিক সংক্রমিত এলাকায় প্রয়োজনে আংশিক লকডাউনের প্রস্তাব করা হয়েছে

                                                                                   --স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

            স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি দেশে করোনা আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশের মতো। আর এখন সেটি হয়ে গেছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহুর্তে করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে, মানুষের আর্থিক বড় রকমের সংকট হতে পারে। এ বিষয়গুলো মাথায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের কাছে বেশকিছু প্রস্তাবনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-১) যেসব এলাকায় এখন সংক্রমণের হার বেশি সে এলাকাগুলিতে সম্ভব হলে আংশিক লকডাউন করা, ২) বিনোদন কেন্দ্রগুলি বন্ধ রাখা, ৩) পিকনিক, ওয়াজ-মাহফিল বন্ধ রাখা, ৪) বিয়ে-সাদির অনুষ্ঠান সীমিত করা, ৫) কোয়ারেন্টাইন ব্যবস্থা জোরদার করা, ৬) সকল যানবাহন, বাস, স্টিমারে যাত্রী অর্ধেক বা তার চেয়েও কম রাখা, ৭) অফিস আদালতে কম আসা যাওয়া করা, ৮) মুখে মাস্ক ছাড়া কোন সার্ভিসের ব্যবস্থা না রাখা, ৯) মোবাইল কোর্ট বাড়িয়ে দিয়ে জরিমানা ব্যবস্থা জোরদার করাসহ আরো বেশকিছু প্রস্তাবনা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২-৩ দিনের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

            মন্ত্রী আজ রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে এসব কথা বলেন।

            জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে বিশ্বের একটি অন্যতম চিকিৎসাকেন্দ্র হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আরো গতিশীল হয়ে কাজ করার আহ্বান জানান। এই ভবনটিকে ৪ তলা থেকে ৮ তলা করা ও ৪১৪টি বেড থেকে এখন ১ হাজার ২৫০ বেডে উন্নীত করতে পারায় দেশের অসহায় বহু রোগী চিকিৎসা সেবা পাবে বলে মন্ত্রী জানান। এর পাশাপাশি দেশের ৮ বিভাগে ৮ বিশেষ হাসপাতাল নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে বলেও মন্ত্রী জানান। এই ৮ হাসপাতাল নির্মাণের পর দেশে হৃদরোগ চিকিৎসার জন্য আরো অন্তত ১ হাজার ৪০০ বেড বৃদ্ধি পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

            জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।

#

মাইদুল/রোকসানা/মাসুম/রেজুয়ান/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ১৫৭১

 

বিএনপি’র বক্তব্য প্রমাণ করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ

                                                                      --তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

            তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সোমবারের বক্তব্য প্রমাণ করে, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ।’ 

            আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, নির্বাহী সদস্য সুরাইয়া অনু, রাজন ভট্টাচার্য্য, হেমায়েত হোসেন প্রমুখ মতবিনিময়ে অংশ নেন।

            তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন রোববার হরতাল শেষ হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জে ৯টি বাস-ট্রাকে আগুন দেয়া হয়েছে। রাস্তার ওপর দেয়াল তুলে দেয়া হয়েছে। এগুলোর পক্ষ নিয়েছে বিএনপি এবং তাদের তথাকথিত কয়েকজন বুদ্ধিজীবী, যাদের বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হচ্ছে, তারাও বিবৃতি দিয়েছে। এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে জনগণের ও সরকারি সম্পত্তির ওপর হামলা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর হামলারই সামিল, যেটিতে সমর্থন দিয়েছে বিএনপি-জামাত। একইসাথে সুর মিলিয়ে আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে, তারা সরকার পতনের আন্দোলনের ডাক দিবেন, তখন এই সমস্ত নৈরাজ্যগুলো তাদের পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটিই প্রমাণিত হয়।’

            ‘২০১৩, ১৪, ১৫ সালে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামাতই ২০১৩ সালের ৫ ও ৬ মে এবং আজ হেফাজতের ব্যানারে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরও পৃষ্ঠপোষকতা দিচ্ছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘এগুলো নরেন্দ্র মোদির আগমনের কারণে করা হয়নি, বরং সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের অংশ হিসেবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্যই এগুলো করা হয়েছে।’ 

            আমরা ২০১৩, ১৪, ১৫ সালে এর চেয়েও বেশি নৈরাজ্য মোকাবিলা করে দেশে শান্তি, স্থিতি স্থাপন করেছি, আমরা এবারও এ ধরণের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে বদ্ধপরিকর, প্রত্যয় ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আত্মপ্রত্যয়ী এবং মির্জা ফখরুল সাহেব যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। 

            সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উত্থাপন করা হলে মন্ত্রী বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করার সময় কোনো সাংবাদিক হামলা এটি দুঃখজনক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। কারণ কোনো ঘটনা ঘটলে সেটি গণমাধ্যমে প্রকাশের জন্য জনগণকে জানানোর জন্য সাংবাদিকরা দায়িত্ব পালন করবে এটিই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত পক্ষকে অনুরোধ জানাবো পেশাগত দায়িত্ব পালন করার সময় যেনো কোনো সাংবাদিক নিগৃহীত না হয়, কোনো সাংবাদিকের ওপর হামলা না হয়।’ 

            তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে এবং দেশের অন্যান্য জায়গাতেও এ ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, করেছে, তারাই এই হামলাগুলো পরিচালনা করেছে। অতীতেও ২০১৩, ১৪, ১৫ সালে আমরা দেখেছি একই গোষ্ঠী সাংবাদিকদের ওপর হামলা করেছে। বায়তুল মোকারমে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সেটি খতিয়ে দেখবো কেউ যুক্ত আছেন কি না, যদি থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

#

 

আকরাম/রোকসানা/মাসুম/রেজুয়ান/সঞ্জীব/রেজাউল/২০২১/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৫৭০

 

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

 ‌        স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ হাজার ১৮১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৮৯৫ জন।

 

          গত ২৪ ঘণ্টায় ৪৫ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ৯৪৯ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

 

#

 

হাবিবুর/রোকসানা/মাসুম/সঞ্জীব/রেজাউল/২০২১/২০২১/১৮৩৮ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫৬৯

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ করেছে ডিএমপি

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

          পবিত্র শবে-বরাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ডিএমপি।

          ডিএমপি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানায়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে-বরাতের পবিত্রতা রক্ষাসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আজ ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

#

জুলফিকার/কামাল/রেজ্জাকুল/আসমা/২০২১/১৬৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৫৬৮

বিশ্বে মানবিকতায় বাংলাদেশ শীর্ষে - নৌপ্রতিমন্ত্রী

দিনাজপুর,  ১৫ চৈত্র (২৯ মার্চ) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বে বাংলাদেশ মানবিকতায় শীর্ষে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বে মানবতার জননী হিসেবে আখ্যায়িত তখন বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় কিছু অমানবিক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এধরনের ঘটনা ১৯৭১ সালে এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্টেও ঘটানো হয়েছিলো। তাদের এসব কর্মকান্ড ভুল প্রমাণিত হয়েছে।

          প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের পাহাড়পুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার মানবিকতার পরিচয় দিচ্ছেন। বাংলাদেশ একটি জনবহুল দেশ, এরপরও দেশরত্ন শেখ হাসিনা মায়ানমারে মানবিক বিপর্যয়ে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর এই মানবিক কর্মকান্ডে সারা বিশ্ব তাঁকে মানবতার জননী হিসেবে ইতিমধ্যেই আখ্যায়িত করেছে। মানবতার নেত্রী হিসেবে আমাদের প্রধানমন্ত্রী যখন সারাবিশ্বে প্রশংসিত হয়, সেই কৃতিত্ব বাংলাদেশের ১৬ কোটি মানুষের।

          রেডক্রিসেন্ট সোসাইটিকে মানবিক সংগঠন হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, কোন হিংসা ও বিদ্বেষ নয়, মানবতার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রেডক্রিসেন্ট সোসাইটিকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সব সময়ই অত

2021-03-29-21-36-1bc4400e2030d48047912ea69bc3ad30.docx