তথ্যবিবরণী নম্বর: ৩২০৬
অন্যায়ের বিরুদ্ধে তরুণদের স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে
- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই যুদ্ধে ‘কোটা নয় মেধার জয়’ তরুণ প্রজন্মের সেদিনের স্লোগানে তাদের মুখের ভাষাই বলে দেয় বিগত সরকারের অপশাসন, দুর্নীতি, জুলুম নির্যাতনের শিকার ছিল এদেশের জনগণ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মের স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।
উপদেষ্টা আজ ঢাকায় বারিধারায় কসমোপলিটন ক্লাবে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নববর্ষের উৎসব-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শিজান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সভাপতি সালমা খালেদ এবং উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ৫০ লাখ মেয়েদের বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
#
রফিকুল/মাহমুদুল/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২০১০ঘণ্টা
Handout Number: 3205
Syeda Rizwana Hasan urges youth to champion sustainable
and inclusive entrepreneurship for a greener future
Dhaka, April 12:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, stressed that today’s youth must lead a paradigm shift towards sustainable, inclusive models of entrepreneurship—ones that aim for zero exclusion, zero carbon, and zero poverty. “Even if not all ideas become successful projects, the values they are nurturing—empathy, responsibility, and environmental compatibility—will lead to transformative development,” she said.
Environment Advisor said this in her speech as chief guest at the closing ceremony of the 3ZERO pitch competition and project closing event titled ÔEmpathy-Driven Entrepreneurship: Unveiling the 3ZERO ApproachÕ, organized by the Faculty of Business Studies, University of Dhaka today. Addressing the gathering virtually, she applauded the initiative for promoting a new generation of socially and environmentally conscious entrepreneurs.
The Environment Advisor emphasized the need to redefine success and development. We have long associated success with material wealth — cars, apartments, and corporate titles. But your generation is daring to think differently. The 3ZERO approach offers a vision of development that doesn’t exhaust natural resources but rather works in harmony with nature.Õ
Rizwana Hasan also cautioned against following outdated models of carbon-intensive development, noting, ÔWe can’t afford to cut down forests and then earn green certifications. That hypocrisy will cost us our planet. Your generation will face more intense climate challenges, and the solutions must come from you.Õ
The Advisor concluded with hope: “You've already helped the nation overcome deep-rooted crises. I am confident you will lead Bangladesh towards a future of clean air, safe food, reduced carbon emissions, and climate-resilient prosperity.”
The event celebrated the culmination of the 3ZERO initiative, which engaged youth in designing innovative, sustainable solutions to social and environmental challenges, in alignment with Bangladesh’s commitment to the SDGs and climate resilience.
#
Dipankar/Mahmudul/Ferdows/Sanjib/Salim/2025/19.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ৩২০৪
সবুজ ভবিষ্যতের জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা গড়ে
তুলতে যুবকদের প্রতি সৈয়দা রিজওয়ানা হাসানের আহ্বান
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা তৈরিতে যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। এ ধরনের উদ্যোগে থাকতে হবে তিনটি লক্ষ্য—সব ধরনের বঞ্চনা, কার্বন ও দারিদ্র্যের অবসান।
উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত ‘ইমপ্যাথি-ড্রিভেন এন্টারপ্রেনারশিপ: আনভেইলিং দ্য থ্রি-জিরো অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এটি ছিল ‘থ্রি-জিরো পিচ প্রতিযোগিতা ও প্রকল্প সমাপ্তি অনুষ্ঠান’।
উপদেষ্টা বলেন, সব উদ্যোগ সফল নাও হতে পারে। কিন্তু সহমর্মিতা, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা—এই মূল্যবোধই ভবিষ্যতে গঠনমূলক উন্নয়নে সহায়ক হবে। তিনি আরো বলেন, আমাদের সমাজে উন্নয়ন মানে গাড়ি, ফ্ল্যাট ও করপোরেট পদমর্যাদা। কিন্তু বর্তমান প্রজন্ম এই ধারার বাইরে ভিন্নভাবে চিন্তা করছে। থ্রি-জিরো ধারণা এমন একটি উন্নয়নের চিত্র তুলে ধরছে, যা প্রকৃতির সাথে মিল রেখে এগিয়ে যেতে চায়।
উপদেষ্টা সতর্ক করে বলেন, পুরনো উন্নয়ন মডেল অনুসরণ করলে বিপদ বাড়বে। গাছ কেটে আবার সবুজ সনদ নেয়া কোনো সমাধান নয়। এ ধরনের ভণ্ডামি ভবিষ্যতের জন্য বিপজ্জনক। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে কঠিন ধাক্কা বর্তমান প্রজন্মকেই সামলাতে হবে।
রিজওয়ানা হাসান আশা প্রকাশ করে বলেন, “আপনারা জাতিকে অনেক সংকট থেকে বের করে এনেছেন। আমি বিশ্বাস করি, আপনারাই বাংলাদেশকে পরিচ্ছন্ন বাতাস, নিরাপদ খাদ্য, কম কার্বন নির্গমন ও জলবায়ু সহনশীল সমৃদ্ধ ভবিষ্যতের পথে নিয়ে যাবেন।”
অনুষ্ঠানে থ্রি-জিরো প্রকল্পের সফল সমাপ্তি উদযাপন করা হয়। এই প্রকল্পে তরুণরা সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ তুলে ধরেছে। এটি এসডিজি অর্জন ও জলবায়ু সহনশীলতার লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
#
দীপংকর/মাহমুদুল/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২০৩
ঐকমত্য কমিশনের সাথে জাকের পার্টির আলোচনা অনুষ্ঠিত
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ঐকমত্য কমিশনের সাথে জাকের পার্টির আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনস্থ এলডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন দলটির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম ভুইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু প্রমুখ৷
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো ৩৯ টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ৩২ টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন৷ আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সাথে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/মাহমুদুল/সঞ্জীব/শামীম/২০২৫/২০০০ঘণ্টা
Handout Number: 3202
Advisor Mahfuj Alam meets Turkish Deputy Foreign Minister
Dhaka, April 12:
Turkish Deputy Foreign Minister A Berris Ekinci met with Information and Broadcasting Advisor Md. Mahfuj Alam. The meeting was held on the sidelines of the ÔAntalya Diplomacy Forum, 2025Õ in Turkiye on Saturday (April 12). Throughout the meeting, several important issues concerning the diplomatic relations and interests of Turkiye and Bangladesh were addressed.
Referring to the historical relations of friendship and brotherhood between Turkiye and Bangladesh, Advisor Mahfuj Alam said that Turkish investment in Bangladesh will play a positive role in the economies of the two countries. During the meeting, the Advisor also reiterated the interest of the Bangladesh government in developing relations with Turkiye.
During the discussion, the Deputy Foreign Minister expressed TurkiyeÕs commitment to continue its cooperation in maintaining stability in Bangladesh. She praised the ongoing reform activities in Bangladesh and expressed her interest in investing in Bangladesh.
#
Mamun/Mahmudul/Sanjib/Salim/2025/19.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ৩২০১
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেনসির সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। আজ তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের কূটনৈতিক এবং স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাক্ষাতে উপদেষ্টা তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
#
মামুন/মাহমুদুল/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২০০
পাহাড়ি-বাঙালি যাতে মিলেমিশে থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার
---পার্বত্য উপদেষ্টা
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমাদের অনাগত দিনগুলো যেন ভালোভাবে আসে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, পাহাড়ি-বাঙালি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে মিলেমিশে থাকে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।
আজ রাজধানীর বেইলি রোড পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে রমনা পার্ক লেকে র্যালিসহ ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ফুল বিঝু উৎসব পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা সুপ্রদীপ চাক্মা এসব কথা বলেন।
পার্বত্য জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘বৈসাবি’ বিহু, বিঝু, বিষু, বৈসু, সাংক্রান, সাংক্রান, সাংগ্রাইন, সাংগ্রাইং উৎসব উদ্যাপন এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা সবাই হাতে হাত ধরে এদেশকে এবং এ জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে চাই- এটাই আজকের দিনের প্রত্যাশা। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা পার্বত্য চট্টগ্রামে আসুন, দেখুন আমরা একত্রে পার্বত্যবাসীর উন্নয়নের জন্য কী করতে চাই।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বলেন, আনন্দঘন পরিবেশে উপদেষ্টা মহোদয়ের সহযোগিতায় আমরা এখানে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, তঞ্চংগ্যা, খুমি, বোম, খিয়াং ও বাঙালি-সহ অন্যান্য সবাই মিলে আজ খুশির এ উৎসব পালন করতে পেরেছি। এ উৎসবে বাঙালি ও পাহাড়িরা একাকার। তিনি আরো বলেন, এ ধরনের সেতু বন্ধন আমাদের মধ্যে অটুট থাকুক।
#
রেজুয়ান/মাহমুদুল/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৯৯
ইলিশ বিশ্বের একটি সম্পদ, যা বাংলাদেশে আছে
---মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যে ১১টা দেশে ইলিশ পাওয়া যায় তার মধ্যে বাংলাদেশ প্রথম। ইলিশ বিশ্বের মধ্যে একটা সম্পদ, যা বাংলাদেশে আছে। ইলিশের ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারলে বিশ্বের কাছে তা পরিচয় করিয়ে দেওয়া সম্ভব।
আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এখনই আমরা ইলিশের কৃত্রিম প্রজননে যেতে চাই না। তিনি আরো বলেন, কৃত্রিম প্রজনন আমাদের প্রাণিসম্পদের খুব বেশি উপকার করেনি। ইলিশ প্রকৃতি থেকে আসা একটা মাছ। এটা প্রাকৃতিক রাখাই ভালো। একই সঙ্গে জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে তখন যেন দামটা ঠিক থাকে তা আমাদের দেখতে হবে।
পরিবেশ ওপর গুরুত্বরোপ করে উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততার প্রভাবতো আছেই সেই সাথে বৃষ্টি হওয়া না হওয়ার সাথে ইলিশের ডিম ছাড়ার একটা সম্পর্ক আছে। কাজেই জলবায়ু পরিবর্তনে আমরা কী করতে পারি তা দেখার জন্য গবেষকদের আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ৯৫ ভাগ জেলেরা যদি ইলিশ ধরা বন্ধের সময় তারা না ধরে তাহলে কেন আমরা বাকি কাজটা করতে পারবো না। জেলেরা যেখানে মাছ ধরতে যায়, সেখানে দস্যুরা আক্রমণ করে। তাদের চিহ্নিত করে ধরতে হবে। আমরা যে মানবিক সহায়তা দিয়ে থাকি তা যেন জেলেরাই পায় তা নিশ্চিত করতে হবে।
ইলিশের অর্থনৈতিক মূল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মৌসুমে দেশ থেকে ইলিশ রপ্তানি করে
১ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনতে পারি। তবে আগে আমাদের দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে।
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহবান জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, যারা ইলিশ খায় তাদের বুঝতে হবে ইলিশ আর জাটকা এক নয়। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এক দিন পরেই পহেলা বৈশাখে তখন যারা পান্তা-ইলিশ খাবেন তারা মূলত জাটকা খাবেন।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন। গেস্ট অভ্ অনার হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম।
#
মামুন/মাহমুদুল/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৯৮
যৌতুক বন্ধে ইমাম-খতিবদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে
---ধর্ম উপদেষ্টা
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যৌতুক বন্ধে ইমাম-খতিবদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিভিন্ন ফোরামে ইমাম-খতিবদের কথা বলার যে সুযোগ রয়েছে সেটা কাজে লাগাতে হবে।
আজ চট্টগ্রামের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধকল্পে কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার বিষয়ে এ মতবিনিময় সভা আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। যৌতুক সমাজের অভিশাপ। এরূপ স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদেরকে কথা বলতে হবে। খতিব, ইমাম কিংবা কাজীদের নানা ফোরামে কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগকে যৌতুক বন্ধে কাজে লাগাতে হবে। তিনি বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্ট্রার ফোরামের দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপদেষ্টা আরো বলেন, বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করেন। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রশিদ দিতে হবে। তিনি নিকাহ রেজিস্ট্রারদের সরকারি বিধি মোতাবেক ফি আদায়ের অনুরোধ করেন। এছাড়া, উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানান।
ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী।
সভায় ফোরামের নেতৃবৃন্দ বাল্যবিবাহ বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিবাহ নিবন্ধন, বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার সুপারিশ বাতিল এবং বিবাহ নিবন্ধনে বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করা-সহ বিভিন্ন
দাবি-দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্তরের নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মাহমুদুল/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮১৭ ঘণ্টা
Number : 3197
Advisor Mahfuj Alam and Turkish Trade Minister meet in Turkiye
Dhaka, April 12:
Information and Broadcasting Advisor Md. Mahfuj Alam and Turkish Trade Minister Professor Dr. Omer Bolat met on the sideline of the 'Antalya Diplomacy Forum, 2025' in Turkiye on Friday. Various important issues of bilateral trade and economic relations between Turkiye and Bangladesh were discussed during the meeting. Advisor Mahfuj Alam invited Turkish investors to invest in the economic zones of Bangladesh. Referring to the historical relations of friendship and brotherhood between the two countries, Turkish Trade Minister Professor Dr. Omer Bolat said that the Turkish government is interested in developing economic relations with Bangladesh.
In the meeting, Dr. Omer Bolat expressed interest in holding a meeting of the Turkiye-Bangladesh Joint Economic Commission in Dhaka this year.
#
Mamun/Fatema/Ali/Shafiq/2025/1325 Hrs
তথ্যবিবরণী নম্বর: ৩১৯৬
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এবং তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত গতকাল তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর সাইডলাইনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। দু’দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে।
সাক্ষাতে ড. ওমর বেলাত এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।
#
মামুন/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১৫২০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৯৫
ভারত থেকে প্রায় ৩৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv FROSSO K জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ০৯ টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#
ইমদাদ/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১৫০৮ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৯৪
ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাসদের আলোচনা অনুষ্ঠিত
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ঐকমত্য কমিশনের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর আলোচনা অনুষ্ঠিত হয়।
সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলে আলোচনায় আরো অংশগ্রহণ করেন ইন্দু নন্দ দত্ত, ডা. মুশতাক হোসেন ও এটিএম মহব্বত আলীসহ প্রমুখ।
এসময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও, এই দাবি প্রকৃতপক্ষে জনগণের। কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় । এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ৩২ টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে ৭টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন ৷
জাতীয় ঐকমত্য কমিশন থেকে আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
#
পবন/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১৩৪০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৯৩
১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছেছে
ইয়াঙ্গুন (মিয়ানমার), ১২ এপ্রিল:
মিয়ানমারের ভূমিকম্প-দুর্গত মানুষের জন্য দ্বিতীয় পর্যায়ের মানবিক সহায়তা সামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিজান’ ইয়াঙ্গুনে পৌঁছেছে। জাহাজটি ৭৫ দশমিক ৫ মেট্রিক টন শুকনো খাবার, স্বাস্থ্যসেবা উপকরণ, পানি, তাঁবু, জরুরি সামগ্রীসহ ১২০ মেট্রিক টনেরও বেশি ত্রাণ সামগ্রী বহন করেছে।
আজ ইয়াঙ্গুনের এমআইটিটি জেটিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রী ইউ সো থেইনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। রাষ্ট্রদূত ড. হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসেবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অসামান্য দক্ষতা থাকায় বাংলাদেশ কোনো বিলম্ব ছাড়াই ভূমিকম্পের অব্যবহিত পরে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি ভুমিকম্পে আক্রান্ত মিয়ানমারের জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা, বিশেষ করে গত ০১-১০ এপ্রিল পর্যন্ত নে’পিত-তে পরিচালিত উদ্ধার, চিকিৎসা ও মানবিক সহযোগিতা কার্যক্রমের, প্রশংসা করেন। তিনি নিকট অতীতে মিয়ানমারের প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে ২০২৩ সালে সাইক্লোন ‘মোখা’-র সময়ে বাংলাদেশের মানবিক সহায়তাসহ অন্যান্য ভূমিকার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত একই সময়ে মিয়ানমার রেডক্রসের নির্বাহী কমিটির সদস্যের কাছে ৮০০ বক্স হাইজিন কিট হস্তান্তর করেন যা একই জাহাজে মিয়ানমারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এবারে মিয়ানমারের ভূমিকম্পে আক্রান্ত মানুষের জন্য বাংলাদেশের তরফ থেকে প্রেরিত ত্রাণ সামগ্রীর মধ্যে এটিই সবচেয়ে বড় চালান। এর আগে প্রথম পর্যায়ে গত ৩০ মার্চ এবং ১ এপ্রিলে যথাক্রমে ১৬ দশমিক ৫ মেট্রিক টন এবং ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রীর দুটি চালান প্রেরণ করা হয়েছিল। বাংলাদেশ বিমানবাহিনীর তিনটি বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিমান সেসময়ে ত্রাণ সামগ্রী ও ৫৫-সদস্যের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল নিয়ে ইয়াঙ্গুন এবং নেপিত’তে আসে। আজকের এই ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মিয়ানমারের সরকারি কর্মকর্তাগণ, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন, দূতাবাসের অন্য