Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ৩১ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২২৬

 

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি কমলো এক টাকা

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা হতে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা এবং অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রেখে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত মূল্য ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।

 

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

#

 

শফিউল্লাহ/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২১২০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২২৫

 

ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সংস্কার কর্মসূচি প্রণয়নের মাধ্যমে জনগণের ভূমি সেবার হয়রানি দূর হবে

                                                                                                      -- ভূমি সচিব

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার  ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি বিষয়ক সকল পলিসি জনবান্ধব করতে কাজ করছে। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সংস্কার কর্মসূচি প্রণয়নের মাধ্যমে জনগণের ভূমি বিষয়ক সকল ধরনের হয়রানি দূর করা সহজ হবে। এছাড়া প্রয়োজনীয় সংস্কার-সংশোধনের মাধ্যমে দ্রুত নির্ভুল ভূমি জরিপ কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

 

ভূমি সচিব আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন। ‍এ সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম-সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সেমিনারে ল্যান্ড ম্যানেজমেন্ট রিফর্ম, সার্ভে আইন ১৮৭৫, ল্যান্ডজোনিং ও ভূমি সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে কৃষি জমি, জলাভূমি ও বনভূমি সুরক্ষা নিশ্চিতকরণ; ভূমি অধিগ্রহণ আইন, ভূমি আপীল বোর্ড বিধিমালা, ১৯৯০; ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিস রিফর্ম, ভূমি সেবার নাগরিক রেটিং, জলাধার সংস্কার ও সংরক্ষণ, ল্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস রিফর্ম, অনলাইনে শতভাগ ঝামেলামুক্ত খতিয়ান ও ম্যাপ সরবরাহ, মিউটেশন সেবা ও ভূমি বিষয়ক অভিযোগ নিষ্পত্তি সেবা-সহ ভূমি নাগরিক সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

 

ভূমি সচিব বলেন, ভূমির যত্রতত্র ব্যবহারের ফলে প্রতিনিয়ত কৃষিজমি-সহ বনভূমি ও জলাভূমি হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষিজমি সুরক্ষার জন্য মৌজাভিত্তিক ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

#

 

আহসান/পবন/রানা/মোশারফ/রফিকুল/সেলিম/২০২৪/২০২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২২৪

 

গাছ সুরক্ষায় নতুন আইন এবং পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান করা হবে

                                                                                    -- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে। গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।

 

আজ রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।

 

রিজওয়ানা হাসান থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানান। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

 

অপর এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব  ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অঃদাঃ) ড. ফাহমিদা খানম,  প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী-সহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের মোট ৩৫ জন নির্বাহী  ম্যাজিস্ট্রেট,  পরিবেশ অধিদপ্তরের পরিচালক, প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

 

#

 

দীপংকর/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ২২২৩

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর) :

আগামীকাল ১ জানুয়ারি পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। পূর্বাচলে সকাল দশটায় এ মেলার শুভ উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বাণিজ্য মেলা উপলক্ষ্যে আজ মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টার উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাত্রী পরিবহনে বিশেষ ছাড় দিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অ্যাপস ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবার এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। পরে বাণিজ্য উপদেষ্টা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ই টিকেটিং অ্যাপস এর উদ্বোধন করেন।

এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। এছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর এবং দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণার্থে নির্মাণ করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

প্রতি বছরের ন্যায় এ বছরও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটেগরির স্টল/প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিং এর ব্যবস্থাও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চতুর্থবারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটেগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ প্রদান করা হয়েছে।

মেলায় সম্ভাবনাময় সেক্টর/পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। পাশাপাশি শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক।

বাংলাদেশ ব্যতীত ৭টি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

উল্লেখ্য, পূর্বের ন্যায় মেলাটি মাসব্যাপী সকাল ১০ টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত)।

#

কামাল/পবন/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/২০০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২২২

 

বায়তুল মুকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে

                                                  -- ধর্ম উপদেষ্টা

বরিশাল, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বায়তুল মুকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। একনেকের অনুমোদন পেলে প্রকল্পের কাজ শুরু হবে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধি পায় এবং দক্ষতা শানিত হয়। একারণে প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে হবে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

আজ বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা জানান, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদটিকে মসজিদে নববীর আদলে নতুনভাবে তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। কুয়েত চ্যারিটি হতে প্রাপ্ত ১০ কোটি টাকা তহবিলে জমা আছে। এটাকা দিয়ে কাজ শুরু করা হবে। এর অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে স্থানীয়ভাবে সংগ্রহ যাবে।

 

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তাদেরকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সুদমুক্ত ঋণ দেওয়া হয়ে থাকে। এ ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। এ ট্রাস্টের ঋণ আদায়ের হার শতভাগ, কোনো খেলাপী ঋণ নেই।

 

ড. খালিদ বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতনস্কেল তৈরি করছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদগুলোতে ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে তারতম্য রয়েছে। এ কারণে ২০১৫ সালের সরকারি বেতনস্কেলকে সামনে রেখে ইউনিফাইড (একীভূত) বেতন কাঠামো তৈরি করা হবে। এ বিষয়ে কাজ চলছে। যথাদ্রুত সম্ভব বেতনস্কেল প্রস্তুত করে মন্ত্রিপরিষদে পেশ করা হবে এবং মন্ত্রিপরিষদের অনুমোদনক্রমে গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, বেসরকারি যেসকল মসজিদের তহবিলে টাকা আছে তাদেরকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই বেতনস্কেল বাস্তবায়নে অনুরোধ করা হবে। এর মধ্য দিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

 

উপদেষ্টা বলেন,  যাকাত বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এ বছর যাকাত বোর্ড হতে ১১ কোটি টাকা গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হবে। আগামী বছর যাকাত আদায়ে লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানে আহ্বান জানান।

 

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্‌ গভর্নরসের গর্ভনর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা শাহ মোঃ নেছারুল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম প্রমুখ।

#

 

আবুবকর/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা

 

Handout                                                                                                       Number: 2221

 

Special provisions to protect trees and prevent

advertisements using nails to be introduced
                                    -- Environment Advisor

 

Dhaka, December 31:

 

Environment Advisor Syeda Rizwana Hasan has announced that a new law is being formulated to protect trees, which will include special provisions against using nails for advertisements. She emphasized the need for public cooperation to stop this harmful practice. Once the law is enacted, violators will face penalties.

 

The Advisor made these remarks while inaugurating a tree protection campaign by removing nails from trees on the road adjacent to the south gate of Abahani Field in the capital today. She stated that trees supply oxygen to the environment, and driving nails into them disrupts their growth, ultimately leading to their death. Such actions harm the environment.

 

The Environment Advisor also urged everyone to refrain from using fireworks and firecrackers that cause noise and air pollution on New Year’s Eve. She added that mobile courts under the Ministry of Environment will operate tonight to protect public health and biodiversity.

 

At another event, Rizwana Hasan attended an orientation workshop for executive magistrates involved in mobile court operations. She directed them to take stringent measures against those responsible for air pollution.

 

The events were attended by the Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, Dr. Farhina Ahmed; Acting Director General of the Department of Environment, Dr. Fahmida Khanom; Chief Conservator of Forests, Md. Amir Hossain Chowdhury along with officials from Dhaka North and South City Corporations, RAJUK, BRTA, and 35 executive magistrates from the Department of Environment and other organizations.

 

#

 

Dipankar/Paban/Rana/Mosharaf/Salim/2024/19.20 Hrs.

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২২০

 

আগামীকাল বছরের প্রথম দিনে জুলাই-আগস্টে আহতদের

জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর) :

 

আগামীকাল বছরের প্রথম দিনে জুলাই-আগস্টে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে।

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড প্রদান উদ্বোধন করবেন ।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

#

 

শাহাদাত/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২১৯

 

কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি,

একজন বরখাস্ত, তদন্তের নির্দেশ রেল কর্তৃপক্ষের

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

 

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উক্ত ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডটকমের  মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক- ঢাকা  কর্তৃক  তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগনাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।  

 

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে  বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়।

 

#

 

রেজাউল/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২১৮

 

সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব

                                             -- স্বাস্থ্য উপদেষ্টা

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, মন্ত্রণালয়ে প্রায় সব জায়গায় সমস্যা আর অনিয়ম। এই অবস্থা উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। যে-সব জায়গায় ফাঁকফোকর, অনিয়ম আছে সেগুলা শুধরে নিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারবো।  তিনি বলেন, ২৪ এর আন্দোলনে যে অসংখ্য মানুষ আর  ১৯, ২০ বছর বয়সী ছেলেমেয়ে চোখ, পা হারালো তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন আমরা একযোগে কাজ করি।

 

আজ ঢাকার মিন্টু রোডের শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত ঔষধ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, আমাদের সব জায়গায় সিস্টেমে সমস্যা আছে। এই যে বিভিন্ন আইন আছে সেগুলোর প্রয়োগ, আইন না মানা, সেটা নিয়ে ফলোআপ করা হয় না। জবাবদিহিতার অভাব, আবার অনেক ক্ষেত্রে জবাবদিহিতা থাকলেও সেটা নিয়ে কেউ চার্জ করে না। আমরা সবাই যে জায়গায় আছি প্রত্যেকেই যদি নিজেদের জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করি, একটু একটু করে যদি অভ্যাসটা আমরা তৈরি করতে পারি তাহলে দেশ হিসেবে আমরা আগাতে পারবো।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, আজকে মতবিনিময় সভায় রেগুলেটর, ম্যানুফ্যাকচারার এবং ডিসপেন্সারের সাথে বিস্তারিত কথা হয়েছে। এছাড়া সামনে ডাক্তার এবং যারা ওষুধ ব্যবহার করেন তাদের সাথে আমাদের বসার পরিকল্পনা আছে। আমরা বাকি দুই গ্রুপের সাথে কথা বলে আমরা সবাই মিলে ওষুধ শিল্পের জন্য কমপ্রিহেনসিভ একটা প্ল্যান তৈরি করবো।

 

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ শামীম হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. মনজুর কাদির আহমেদ, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী, এসিআই হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মোঃ মহিবুজ জামান, ডিজিডিএর পরিচালক আসরাফ হোসেন এবং  বিসিডিএস পরিচালক মোঃ মিজানুর রহমান।

 

#

 

শাহাদাত/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২২১৭

 

বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর) :

 

বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।

 

আজ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

 

ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ফিলিপাইনের সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ। রাষ্ট্রপতি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার উদ্ধারে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন বাকি ৬৬ মিলিয়ন ডলার দ্রুত দেশে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে ।

 

এ সময় বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি। দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ঔষধ, মাঝারি আকারের সমুদ্রগামী জাহাজসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবাসনে ফিলিপাইনের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি।

 

সাক্ষাৎকালে ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে কাজ করবেন।

 

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোঃ সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

 

#

 

রাহাত/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৭৫৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ২২১৬

 

খাদ্য উপদেষ্টার সাথে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):


         বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ  পাকিস্তান থেকে  জি টু জি ভিত্তিতে  খাদ্যশস্য আমদানির  বিষয়ে আলোচনা হয়।


          সাক্ষাৎকালে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান, পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

ইমদাদ/শাহিদা/ফাতেমা/রবি/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৪/১৪০৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর:২২১৫

 

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার মূলত ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচার

                                               -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

ঢাকা, ১৬ পৌষ (৩১ ডিসেম্বর):

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার বলা হলেও তা মূলত ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচার। কারণ এখানে যান্ত্রিকীকরণের কথা বলে আরো বেশি রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহারের করা হচ্ছে ।

 

গতকাল রাজধানীর সিক্স সিজনস হোটেলে ‘প্রাথমিক বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন প্রস্তুতি: আমাদের করণীয়’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যখন কার্বন নিঃসরণের কথা বলা হয় তখন গাড়ি বা শিল্পায়নের অন্যান্য বিষয় চলে আসে। বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপ, আমেরিকা এমনকি ব্রাজিলে অ্যামাজন ফরেস্ট কেটে বিফ উৎপাদনের জন্য গাছ কাটা হচ্ছে। আমরা যে সয়াবিন খাই তা অরিজিনালি ক্যাটল ফিড হিসেবে উৎপাদিত।

 

উপদেষ্টা আরো বলেন, পরিবেশ বিষয়ে বা জলবায়ু সম্মেলনে পরিবেশবিদ বা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়

থেকেও প্রতিনিধি নেওয়া প্রয়োজন। গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, হাওরে হিজল গাছ, সুন্দরবনে কেওরা, বাইন, কড়ই গাছ আবার বজ্রপাত থেকে রক্ষার জন্য তালগাছ লাগাতে হবে। খরাপ্রবণ এলাকা, হাওর এলাকাসহ বিভিন্ন এলাকাতে কোন ধরনের গাছ লাগাতে হবে তা আমাদের শিক্ষার্থীদের শেখানোর বিষয় রয়েছে।

 

গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশের যৌথ আয়োজনে মূল বক্তৃতা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের

উপপরিচালক তপন কুমার দাশ।

 

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ ও সদস্য সচিব শরিফ জামিল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো: ফরহাদ আলম।

 

#

মামুন/শাহিদা/ফাতেমা/রবি/সুবর্না/লিখন/২০২৪/১০.৩৭ ঘণ্টা

 

 

 

 

 

 

Handout                                                                                                                 Number: 2214

High Representative on Rohingya Crisis Dr. Khalilur Rahman met

the President of UN General Assembly

 

New York, 31 December:

High Representative of the Chief Adviser on Rohingya Crisis and Priority Issues, Dr. Khalilur Rahman, met Ambassador Philemon Yang, the President of the UN General Assembly (PGA), in New York today. The main point of discussion was the modalities and objectives of the upcoming International Conference on the Rohingya Crisis, to be convened by the UN in 2025 as per a UN General Assembly consensus resolution adopted this year. The idea of such a conference was initiated by the Chief Adviser Professor Muhammad Yunus during his statement in the UN General Assembly in September 2024, with a view to finding out sustainable and peaceful solution of the Rohingya issue.

During the discussion, Dr. Khalilur Rahman expressed Bangladesh’s willingness to fully assist the UN for holding the conference. He informed Ambassador Yang that keen interest is already being raised among the international community about the conference and its outcome. He apprised the PGA about latest political developments in the region; and Bangladesh Government’s willingness and efforts towards effective engagement with and cooperation from all parties concerned for sustainable repatriation of the forcibly displaced Rohingyas. While stressing upon the need for early repatriation of the forcibly displaced Rohingyas which is essential for ensuring peace and stability of the whole region, the discussions also highlighted the emerging need of providing humanitarian assistance to Rakhine State in view of recent developments.

PGA Ambassador Yang appreciated Bangladesh’s proactive role in the UN on critical issues. As the convenor of the International Conference, he assured of his all-out support for maximum participation and a pragmatic outcome of the conference aiming at peaceful solution of the crisis.

#

Permanent Mission, New York/Sahida/Robi/Saida/Likhon/2024/1100 hour

 

 

 

Not to publish before 5 PM

Handout                                                                                                        Number : 2213

 

Chief Advisor’s Message on the Dhaka International Trade Fair

 

Dhaka, 31 December : 

 

Chief Advisor Professor Muhammad Yunus has given the following Message on the occasion of the Dhaka International Trade Fair (DITF)-2025:  

“I am very happy to know that the month-long 29th Dhaka International Trade Fair (DITF)-2025 is set to take place this year as well. On this occasion, I extend my heartfelt greetings and congratulations to all the participants, including domestic and international indust

2024-12-31-15-48-6c1df7e433d48f64b41e69fa2f60cc9f.docx