Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী ২৮/৯/২০১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮৬

চট্টগ্রামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

চট্টগ্রাম, ১৩ আশি^ন (২৮ সেপ্টেম্বর) ঃ

    সারাদেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হয়েছে উন্নয়ন মেলা। চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম প্রাঙ্গণে আজ  তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও উন্নয়ন মেলা শুরু হয়েছে।

    চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

    অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল, ভারপ্রাপ্ত মেয়র জোবায়রা নার্গিস খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

    প্রধান অতিথির বক্তৃতায় ভিসি বলেন, সামরিক শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ এখন মাথা তুলে দাঁড়াতে পেরেছে। খাদ্য ঘাটতি মোকাবিলা করে খাদ্য রপ্তানি করছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে। কৃষি, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্প, বাণিজ্য সবক্ষেত্রে বাংলাদেশ বিশে^ রোল মডেল হতে পেরেছে। তিনি বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তাহলে এমডিজি অর্জনের মতো উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নও দ্রুত বাস্তবায়িত হবে।

    অন্য বক্তাগণ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, সরকারের ধারাবাহিকতা ও গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ মধ্যমআয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। আমাদের সফলতার জন্যই বিশ^ আমাদের পুরস্কৃত করছে। তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকা- জনসাধারণের নিকট তুলে ধরতে এ ধরনের মেলার বিকল্প নেই।

    মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ র‌্যালিতে অংশ নেয়।


    তিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি দপ্তর অংশগ্রহণের মাধ্যমে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকা- ও জনসাধারণকে প্রদত্ত সেবা বিষয়ে তাদের অবস্থান তুলে ধরছে।

#

সাইফুল/আফরাজ/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮৫

রংপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

রংপুর, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :
    বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগসমূহ তুলে ধরতে রংপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা আজ রংপুর টাউন হল চত্বরে এ মেলার উদ্বোধন করেন। 

    জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু উপস্থিত ছিলেন। 

    মেলার শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে টাউন হল চত্বরে এসে শেষ হয়। প্রতিমন্ত্রী মেলার স্টলগুলো পরির্দশন করেন। মেলায় সরকারি ৩০টি দপ্তরের স্টল রয়েছে। আগত দর্শনার্থীদের মাঝে উন্নয়নক্ষেত্রে বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধির অর্জন সম্পর্কে অবহিত করা হয়। 

#

আহসান/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০০৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮৪

খুলনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

খুলনা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক খাতে অর্জনের প্রচারণার অংশ হিসেবে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আজ তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ উদ্বোধন করা হয়। 


    জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।


বিভাগীয় কমিশনার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অর্জন সারাবিশ্বের দৃষ্টি আর্কষণ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়নস অভ্ দ্য আর্থ পুরস্কার লাভ করেছেন। এটা সারাদেশবাসীর অর্জন। বাংলাদেশ অসীম সম্ভাবনার দেশ। এদেশের মানুষের পরিশ্রম করার ক্ষমতাও তুলনাহীন। পাঁচ কোটি মানুষ অতি দরিদ্র থেকে এখন নিম্নমধ্যবিত্ত পর্যায়ে উন্নীত হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হলো শিক্ষার গুণগত মান বাড়ানো, নারীর অধিকার রক্ষায় তাদের কাজে স¤পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়া। এজন্য দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হবে।


    স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।


এর আগে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। 


মেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে ৩২টি স্টল অংশগ্রহণ করছে।


    মেলায় প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এমডিজি সংশ্লিষ্ট বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে অর্জন সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এমডিজি অর্জন সংক্রান্ত রিয়েলিটি শো এর আয়োজন থাকবে। এছাড়া, সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন স্বল্প পরিসরে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্তমান সরকারের উন্নয়ন সংক্রান্ত পটগান অনুষ্ঠিত হবে।

#

জিনাত/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮৪৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮৩

বেসরকারি এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অনুদানের চেক ব্যাংকে হস্তান্তর

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :


    অনুদানভুক্ত বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাসমূহের শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের প্রথম কিস্তির অনুদানের টাকার ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

    ৮ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষকগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের প্রথম কিস্তির অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন।

#

আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮১৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে 
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে আজ বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ এহসানুল হক। মিলাদ ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

মোনাজাতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। 

এছাড়া, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

#

শায়লা/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক 
রন্জিত চন্দ্র সরকারের মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর শোক

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) রন্জিত চন্দ্র সরকারের মর্মান্তিক ও অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রন্জিত চন্দ্র সরকারের মৃত্যুতে দেশ একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তাকে হারালো। 

তিনি প্রয়াত রন্জিত চন্দ্র সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলমও তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 


রন্জিত চন্দ্র সরকার আজ দুপুরে ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে ট্রেনে কাটা পড়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। 
উল্লেখ্য, তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক হিসেবে গত ২০ সেপ্টেম্বর যোগদান করেন।

#

রবীন্দ্র/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮০

সাউথ এশিয়া ইকনমিক সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :


    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া ইকনমিক সম্মেলনে যোগ দিতে আজ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।   


    বিশ^ব্যাংকের সহায়তায় কনফেডারেশন অভ্ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)  আয়োজিত ‘সাউথ এশিয়া ইকনমিক সম্মেলন (ঝড়ঁঃয অংরধ ঊপড়হড়সরপ ঈড়হপষধাব)’ এ সার্কভুক্ত দেশসমূহের বাণিজ্যমন্ত্রীগণ, উচ্চপদস্থ নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বহুজাতিক কোম্পানির প্রতিনিধি এবং কূটনীতিকগণ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের পর মিনিস্টিরিয়াল রাউন্ড এ বাণিজ্যমন্ত্রীগণ বক্তব্য রাখবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৯ সেপ্টেম্বর সম্মেলনের ‘ঞযব চড়বিৎ ড়ভ ১.৬ ইরষষরড়হ : অ ইষঁবঢ়ৎরহঃ ভড়ৎ চৎড়ংঢ়বৎরঃু’  শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।


    এ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর যোগদানের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য ফোরাম সাফটাতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। এ সম্মেলন এ অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক নেটওয়ার্ক স্থাপনেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


    এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘এচিভিং ইনক্লুসিভ গ্রোথ থ্রো ডিপার ইকনমিক ইনটিগ্রেশন’। এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষিণ এশিয়ার ইকনমিক ইন্টিগ্রেশন ত্বরান্বিত হবে। 


    সফরকালে বাণিজ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাৎ করবেন। মন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

#

বকসী/খাদীজা/শুকলা/মিজান/লাভলী/২০১৫/১৩১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৭৭৯

শিক্ষামন্ত্রীর শাশুড়ির মৃত্যুতে শিক্ষা সচিবের শোক

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) : 

সাবেক জেলা রেজিস্ট্রার মরহুম এম এম আফজাল হোসেনের স্ত্রী বেগম আমিনা হোসেন গত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ----- রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শাশুড়ি।

আজ বাদ আসর মরহুমার জানাজা শেষে তাঁকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে। 

শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিক্ষাসচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।


#

সুবোধ/খাদীজা/শুকলা/মিজান/লাভলী/২০১৫/১২৩৫ ঘণ্টা 

Todays handout (7) (3).doc