তথ্যবিবরণী নম্বর: ২২০৭
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদে আকস্মিক অভিযান
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মেঢাবিবি-৫, ধানমণ্ডির আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান
এন্টারপ্রাইজ-সহ আরো ৪টি নামবিহীন খানাডুলি কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয় যার মাঝে বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪ টি, স্টার বার্নার ৬টি এবং সিএফটির পরিমাণ ৮ হাজার ২০০।
এসময় ২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২ টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০ টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমণ্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
#
শফিউল্লাহ/পবন/রফিকুল/আব্বাস/২০২৪/২১০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২০৬
টেলিটকের দু’টি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন ডাক উপদেষ্টা
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
বিপিএল ২০২৫ উপলক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দু’টি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আজ ঢাকায় তাঁর বাসভবনে এই দুই স্পেশাল ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদসভার চেয়ারম্যান ড. মোঃ মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অপরদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।
#
মামুন/পবন/রফিকুল/আব্বাস/২০২৪/২০৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২০৫
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে
---ধর্ম উপদেষ্টা
পটুয়াখালী, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি তৈরি করে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে গেজেট আকারে প্রকাশ করা হবে। এর ফলে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং তারা নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে পারবে।
আজ পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তারা সামাজিক শক্তির প্রতিভূ। একেবারে তৃনমূল পর্যায় পর্যন্ত তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু যুগ যুগ ধরে তারা অবহেলিত। মসজিদ-মাদ্রাসা ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও তাদেরকে উপযুক্ত বেতন-ভাতা দেওয়া হয় না। এ কারণে ২০১৫ সালের বেতনস্কেলকে সামনে রেখে তাদের জন্য একটি একীভূত বেতন কাঠামো তৈরিতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমাম-মুয়াজ্জিনদের চাকরির নিশ্চয়তা থাকা দরকার। একজনের কথাতে ইমাম নিয়োগ দেওয়া হবে, আরেকজনের কথাতে বরখাস্ত করা হবে-এ সিস্টেম চলতে পারে না । কোনো ইমামের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা পদ্ধতিগতভাবে নিষ্পত্তি করতে হবে। এবিষয়ে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা যায় কি না সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। তিনি আরো বলেন, সমাজে যদি আলেম-ওলামাদের দাম না থাকে তাহলে আমাদেরও দাম থাকার কথা না।
সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, এই মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। জুলাই বিপ্লবের পরে কিছু জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা অন্যান্য নৃতাত্ত্বিক সম্প্রদায়ের বাড়ি ও উপাসনালয়ে কিছু হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেক বিদেশি রাষ্ট্র আমার অফিসে এসেও উদ্বেগ জানিয়েছে। আমি তাদেরকে বলেছি, এ ঘটনাগুলো কোন রূপ ধর্মীয় উগ্রবাদ কিংবা সাম্প্রদায়িক অসহিষ্ণুতা থেকে হয়নি। এর পিছনে রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ জড়িত আছে।
ড. খালিদ বলেন, এদেশে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বসবাস। আমাদের সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। এখানে আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করছে। এই সৌহার্দ্য যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।
পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্ গভর্নরসের গর্ভনর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও মাওলানা শাহ মোঃ নেছারুল হক। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
#
আবুবকর/পবন/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২০০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২০৪
শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘন
--মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবাধিকারের জন্য যেসকল সংগঠন কাজ করছে তাদের অধিকাংশই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে না। শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘন।
আজ সিরডাপ অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘বৈশ্বিক মানদণ্ডের সমমান সম্পন্ন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন এবং কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি স্বীকৃতি’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সংবিধানে শ্রমিকদের অধিকার থাকতে হবে সর্বাগ্রে। শ্রমিকদের জন্য কিছু হলেও যেন শুরু করতে পারি সেলক্ষ্যে কাজ করে যাবো। গার্মেন্টস শ্রমিকসহ অনেক শ্রমিকের শোষণ আমরা চোখে দেখলেও কৃষি শ্রমিকের শোষণ আমরা চোখে দেখি না। তিনি আরো বলেন, গত সরকার কৃষিতে আধুনিকায়নের ব্যাপারে জোরেশোরে বললেও কৃষকের মজুরি বেশি বলে তারা হারভেস্টার মেশিন এনেছে। এর ফলে কৃষকরা বেকার হয়ে যাচ্ছে। এমনকি আগাছা পরিষ্কারের জন্য আগাছানাশক ব্যবহার করা হচ্ছে এটা যে কী ভয়াবহ সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
ফরিদা আখতার বলেন, ক্যান্সার রোগীদের মধ্যে ৬০ শতাংশ রোগী যারা কি না সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে মহিলারা কীটনাশক মেশাচ্ছে আর কৃষকরা তা স্প্রে করছে। এক্ষেত্রে কোনো ধরনের প্রতিকারের ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে না, তাই প্রতিরোধ ও প্রতিকারের ওপর গুরুত্বারোপ করা উচিত। তিনি বলেন, কৃষি আইনে কৃষক বলে কোনো শব্দ নাই আছে কন্টাক্ট ফার্মার। কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা, ২০১৭ পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিয়ন্ত্রণ নয় বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
বক্তারা কর্মচারী ও শ্রমিকদের বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা তথ্য প্রযুক্তির যুগে শ্রমিকদের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্তকরার মাধ্যমে তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ইউনিয়নের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
#
মামুন/পবন/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২০৩
পণ্য আমদানিতে অসাধুতা প্রতিরোধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য প্রতিবিধান বিষয়ক শুল্ক আরোপের বিষয়ে সরকারকে যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। অসাধু বাণিজ্য হতে দেশীয় শিল্পের সুরক্ষার স্বার্থে ডাম্পিং, এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড মেজার্স খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্যবসায়ী, উদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানিকারক-সহ সকলের এ বিষয়ে সচেতন হতে হবে। ব্যবসায়ীদের ট্যারিফ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ট্যারিফ কমিশনের সহায়তা নেওয়ার পরামর্শ দেন। একইসাথে পণ্য আমদানিতে যে কোনো অসাধুতা প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
আজ ঢাকায় ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার অভ্ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাকক্ষে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘Seminar on Anti-dumping, Countervailing and Safeguard Measures’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে উপদেষ্টা এ আহ্বান জানান।
সেমিনারে আলোচকগণ ডাম্পিং, এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড শুল্ক বিষয়ে সম্যক ধারণা তুলে ধরেন। তারা বলেন, WTO এর সংশ্লিষ্ট চুক্তির সাথে সংগতি রেখে পূর্বে কাস্টমস আইন, ১৯৬৯ এর আওতায় এবং বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২০ এর আওতায় এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং, সেইফগার্ড ও এন্টি-সারকামভেনশন শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। এ সকল বিষয়ে তদন্ত পরিচালনা করে দেশীয় শিল্পের অবস্থা পর্যালোচনা করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রিজওয়ানুল ইসলাম।আলোচক হিসেবে এফবিসিসিআই এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান আলোচনায় অংশ নেন। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সেমিনারে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, বাংলাদেশ উইমেন চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্র্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এবং বিজিএমইএ’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
#
কামাল/পবন/রানা/মোশারফ/রফিকুল/রেজাউল/২০২৪/১৯৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২০২
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে
মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
ইংরেজি নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
দীপংকর/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৮৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২০১
স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময়
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে গতকাল হতে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় করে।
সভায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সংস্থাসমূহ স্বাস্থ্যখাত সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করে এবং এগুলোর সপক্ষে যুক্তি তুলে ধরেন।
সভায় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদকে শক্তিশালীকরণ, গুণগত গবেষণা ও ইথিক্স প্রণয়ন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দক্ষতা উন্নয়ন, প্রাইমারি হেলথ কেয়ারের সাথে সমন্বয় ও প্রবিধি প্রণয়ন, স্বাস্থ্য অধিদপ্তর সর্বজনীন স্বাস্থ্যসেবা, কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয়, জনবল সংকট, ক্যারিয়ার প্ল্যান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নামকরণ, স্থায়ী কার্যালয়, দক্ষ জনবল, ঢাকার সাথে বিকেন্দ্রীকরণ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে লোকবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা, নিয়োগবিধি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকদের আর্থিক বৈষম্য, প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ করানো ও গবেষণা নীতিমালা প্রণয়ন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দাপ্তরিক কাজের বিকেন্দ্রীকরণ, উচ্চতর গ্রেড প্রাপ্তি, ইন্টার্নভাতা বৃদ্ধি ও ঝুঁকিভাতা, বিদ্যমান কারিকুলামের একীভূতকরণ-সহ অন্যান্য বিষয় নিয়ে সংস্থাসমূহ কর্তৃক তাদের প্রস্তাবনা তুলে ধরা হয়।
#
শাহাদাত/পবন/রানা/মোশারফ/রফিকুল/রেজাউল/২০২৪/১৯১৩ ঘণ্টা
Handout Number: 2200
Mobile Courts to be conducted against Fireworks and Crackers on New Year’s Eve
Dhaka, 30 December 2024 :
The Ministry of Environment, Forest and Climate Change will conduct mobile courts across the country, including in Dhaka, to prevent the use of fireworks, crackers, and sky lanterns during New Year’s celebrations.
Fireworks and crackers lead to noise and air pollution. Excessive noise pollution increases the risks of heart disease, stroke, and mental stress. Additionally, sky lanterns can cause fires and harm biodiversity.
Under the Noise Pollution (Control) Rules, 2006, these activities are punishable offenses. Violators may face up to 1 month of imprisonment, a fine of up to Five thousand taka or both for the first offense. Repeat offenses may result in up to 6 months of imprisonment, a fine of up to Ten thousand taka or both.
Letters have been sent to clubs in Dhaka and relevant organizations requesting restraint from using fireworks, crackers, and sky lanterns during New Year celebrations. All are urged to avoid these harmful activities in the public interest.
This was informed in a press release by the Ministry of Environment, Forest and Climats Change.
#
Dipankar/Rana/Mosharaf/Rezaul/2024/1745 hours
তথ্যবিবরণী নম্বর: ২১৯৯
প্রধান উপদেষ্টার পক্ষে ৪৭ লাখ ৮৮ হাজার টাকার আনুদানের চেক গ্ৰহণ ত্রাণ উপদেষ্টার
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ তাঁর নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রদত্ত ৪৭ লাখ ৮৮ হাজার টাকার চেক গ্রহণ করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি-সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৭টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯৮ কোটি ৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্ৰহণ করেন।
#
এনায়েত/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৭২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৯৮
ভিসা পদ্ধতি সহজিকরণসহ বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে
রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):
ভিসা পদ্ধতি সহজিকরণসহ বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ায় রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।
রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে তিনি ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তির তাগিদ দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার আরো বেশি সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। তিনি আশা করেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। এসময় বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানি করে উল্লেখ করে রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দু’দেশকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোঃ সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
#
রাহাত/ফাতেমা/সাঈদা/আলী/আসমা/২০২৪/১৫৫০ ঘণ্টা