Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ১ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর:  ১১০৬

হাওড়ে এলাকাভিত্তিক মাছ রক্ষায় সময় নির্ধারণ করা দরকার

                                   --মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):

হাওড়ে এলাকাভিত্তিক মাছ রক্ষায় বিভিন্ন সময় নির্ধারণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাছের সাথে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কথা আমাদের ভাবতে ও অগ্রধিকার দিতে হবে। এক্ষেত্রে তাদের জীবনযাত্রায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ ‘হাওড় অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ উন্নয়নে করণীয়’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য উপদেষ্টা এসব কথা বলেন। 

 

উপদেষ্টা বলেন, হাওড়ে এমন কোনো নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না, যে জাল দিয়ে মাছ সমূলে নিধন হয়। হাওড়ে ধানের জমিতে বিষাক্ত রাসায়নিক বা কীটনাশক ব্যবহারের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন তিনি। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তরকে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানান তিনি।

 

কর্মশালায় হাওড়ে এলাকার ইজারার বিষয়ে আলোচনা হলে উপদেষ্টা হাওড়ের সাথে ইজারাদারদের স্বার্থ সাংঘর্ষিক বলে মনে করেন। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় ইজারা দিলেও ইজারার শর্ত কঠোরভাবে প্রয়োগ করে হাওড় বাঁচাতে হবে। প্রয়োজনে বৃক্ষ রোপণ করে হাওড় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি ।

 

আন্তর্জাতিক পর্যায়ে জলাভূমির গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে রামসার কনভেনশনে স্বাক্ষর করলেও এখনও পর্যন্ত কোনো নির্দেশনা মানছে না। বিশ্বব্যাপী ২ ফেব্রুয়ারিকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশে একই তারিখে হাওড়ে এ দিবস পালনের আহ্বান জানান। এছাড়া হাওড়ের গুরুত্ব উপলব্ধিতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যেতে পারে মর্মে অভিমত ব্যক্ত করেন।

 

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তৃতা রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.অনুরাধা ভদ্র, হাওড়ের সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তা-সহ বিভিন্ন অংশীজন।

 

#

 

মামুন/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২০৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর:  ১১০৫

সমাজের উন্নয়নে প্রবীণদের কাজে লাগাতে উদ্যোগ নেবে সরকার

                            --সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):

 সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জীবনের প্রতিটি ধাপেই সমাজের জন্য কাজ করার ও ভূমিকা রাখার সুযোগ থাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রবীণদের দক্ষতা চিহ্নিত করে সে অনুযায়ী সমাজের উন্নয়নে তাদের কাজে লাগাতে উদ্যোগ নেবে।

আজ ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, প্রবীণরা নিজেদের অক্ষম ও অপাঙক্তেয় মনে করবেন না। প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমাজের জন্য অনেক কিছু দেওয়ার আছে, সেইসাথে যথাযথ মর্যাদাও আপনাদের প্রাপ্য। তিনি আরো বলেন, আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমরা আপনাদের সহায়তা করবো।

দিবসটি উপলক্ষ্যে আগারগাঁওস্থ প্রবীণ হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সমাজকল্যাণ উপদেষ্টা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন।  র‌্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণব্যক্তি ও প্রবীণ কল্যাণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহেদ পারভেজ। আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।

#

গিয়াস/মেহেদী/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/২০৪২ ঘণ্টা

Handout                                                                                                                    Number: 1104

Environment Advisor Calls for Using Alternatives

to Polythene Shopping Bags for a Healthier Environment   

                                                                                                                                                         
Dhaka, 1 October:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change has urged the public to use alternatives to polythene shopping bags, stressing the importance of stopping polythene usage to protect the environment. She called on shoppers, sellers, and public to comply with the government’s decision to introduce alternatives to polythene bags in superstores, effective from 1 October.

            Environment Advisor made these remarks while inaugurating the program for the use of alternative shopping bags at Agora and Meena Bazar superstores in the capital today. She emphasized that the campaign is solely focused on eliminating polythene shopping bags.

            Rizwana Hasan further stated that from 1 October, no one will be allowed to bring or receive polythene shopping bags from markets. The next step will be to ban single-use plastics. To achieve this, cooperation among the public, businesses, and all stakeholders is crucial.

            The Advisor mentioned that superstores are willingly implementing this decision and offering alternative suggestions themselves. Discussions with the Ministry of Jute have been held, and actions against polythene production will begin in November. She also called for increasing awareness among both buyers and sellers.

            Present at the event were the Secretary and Additional Secretary of the Ministry of Environment, the Director General of the Department of Environment, leaders of the Bangladesh Jute Mills Association, and representatives from the Superstore Owners Association.

            All participants pledged their commitment to implementing this government decision. During the visit, the Advisor interacted with customers, sellers, and students.

#

Dipankar/Mahedi/Rana/Rafiqul/Joynul/2024/2040hour

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১১০৩

সুপারশপে পলিথিনের বিকল্প ব্যবহার কর্মসূচি উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিনের শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের সরকারি  সিদ্ধান্ত মেনে চলার জন্য ক্রেতা, বিক্রেতা ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

          আজ রাজধানীর আগোরা ও মীনা বাজার সুপারশপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার কার্যক্রম উদ্বোধনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো জানান, এই অভিযান শুধু পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে।

          রিজওয়ানা হাসান বলেন, ১ অক্টোবর থেকে কেউ বাজার করতে পলিথিন শপিং ব্যাগ আনতে পারবে না বা বাজার থেকেও নিতে পারবে না। পরবর্তীতে একবার ব্যবহার্য প্লাস্টিকও বন্ধ করা হবে। এ জন্য জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, সুপারশপগুলো খুশি মনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং নিজেরাই বিকল্পের পরামর্শ দিচ্ছে। পাট মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

          উপদেষ্টার সাথে এসময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সুপারশপ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

          সকলেই সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন। পরিদর্শনকালে উপদেষ্টা ক্রেতা, বিক্রেতা,  শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

#

দীপংকর/মেহেদী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর:  ১১০২

 

প্রধান উপদেষ্টার পক্ষে ৩০ লাখ ৩৪ হাজার টাকার আনুদানের চেক গ্ৰহণ

 

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’-এর কাছ থেকে ৩০ লাখ ৩৪ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২০৩টি চেক/পে-অর্ডার এর মাধ্যমে এ পর্যন্ত ৮৩ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান গ্ৰহণ করেছেন।

#

 

এনায়েত/মেহেদী/মোশারফ/রেজাউল/২০২৪/১৮২৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১১০১

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ দশমিক ৭১ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১২১ জন।

#

দাউদ/মেহেদী/মেহেদী/জয়নুল/২০২৪/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরনী                                                                                                  নম্বরঃ ১১০০

খাসজমি অর্পিত সম্পত্তি বিষয়ে ডাটাবেজের ডিজাইন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর:)

          আজ ভূমি ভবনে খাসজমি ও অর্পিত সম্পত্তি বিষয়ে জরুরি  ভিত্তিতে গ্রহণযোগ্য ডাটাবেজের ডিজাইন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

          ভূমি সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ ও প্রকল্প পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে প্রমোটেস বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মো: হামিদুর রহমান ডাটাবেজের ডিজাইন সংক্রান্ত বিভিন্ন তথ্য- উপাত্ত  তুলে ধরেন।

          সভায়  জানানো হয়, অর্পিত সম্পত্তি ও খাসজমি উদ্ধারে ডাটাবেজের সকল ডাটা বিভিন্ন কাজে প্রয়োজন হবে। এছাড়া, ভূমি সংক্রান্ত নাগরিক হয়রানি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। প্রস্তাবিত ডাটাবেজের  সকল ডাটা ও লব্ধ অভিজ্ঞতা ‘লিজ ও সেটেলমেন্ট  ম্যানেজমেন্ট’ এর সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হবে। ফলে ভবিষ্যতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ডাটা শেয়ারিংয়ে সহজ হবে বলে  কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।

          ভূমি সচিব বলেন, অর্পিত সম্পত্তি ও খাসজমি রক্ষায় ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে মন্ত্রণালয়  ও এর অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাগুলোকে পরিকল্পিত উপায়ে কাজ করার নির্দেশনা দেন।

#

আহসান/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/সাজ্জাদ/লিখন/২০২৪/ ১৫১৪ ঘন্টা

তথ্যবিবরনী                                                                                                নম্বরঃ ১০৯৯

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২য় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর:)

          আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২য় সভা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহবায়ক লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

          সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা পার্বত্য জেলাসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা রোধে করণীয়, সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, বিভিন্ন মাজার-দরগা এর নিরাপত্তা বিধান, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা রোধে করণীয়, মায়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

          সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

#

ফয়সল/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/সাজ্জাদ/লিখন/২০২৪/ ১৫১৪ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১০৯৮

এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে

-নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর):                                                           

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের বিষয়টির কারণ অনুসন্ধানপূর্বক সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেছেন।

চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম, ডেক ক্যাজুয়াল সদস্য হারুন মৃত্যুবরণ করেন।

অগ্নিকান্ডে প্রাণহানীতে উপদেষ্টার শোক

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা।

শোকবার্তায় উপদেষ্টা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

 #

আরিফ/ফাতেমা/রবি/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৪৩৯ ঘণ্টা

তথ্যবিবরনী                                                                                                নম্বর: ১০৯৭

সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগে হর্ন বাজানোর অভ্যাস পরিবর্তন করা হবে

                                                                       -- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর:)

            পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হর্ন বাজানোর দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে, পরে আইনের কঠোর প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে প্রথমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে, পরে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেয়া হবে।

            উপদেষ্টা আজ ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের ৩ কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা এবং ১ অক্টোবর থেকে যানবাহনে হর্ন বাজানো বন্ধ করার কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।           

            উপদেষ্টা বলেন, আশা করি, সবাই চালকদের হর্ন না বাজাতে উৎসাহিত করবেন। লাইসেন্স নবায়নের শর্ত হিসেবে হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা থাকবে। প্রথমবার আইন ভঙ্গ করলে ৫শ টাকা জরিমানা করা হবে। অক্টোবর ও নভেম্বর মাসে ভুলগুলো বিশ্লেষণ করে, ডিসেম্বর থেকে জরিমানা কার্যকর করা হবে।

            উপদেষ্টা আরো বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্নায়ুরোগ সৃষ্টি করতে পারে। ঢাকায় যানবাহনের হর্নের কারণে মানুষের শ্রবণশক্তি কমছে। তাই ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচি শব্দদূষণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ সফল করতে যারা অংশগ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি দেশের অন্য এলাকাতেও বাস্তবায়িত হবে।

            অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া  এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

            পরে পরিবেশ উপদেষ্টার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

#
 

দীপংকর/ফাতেমা/রবি/কলি/সাজ্জাদ/লিখন/২০২৪/ ১৩২২ ঘন্টা

 

2024-10-01-15-17-98959855a534f90818e2fb3b1faf8cc2.docx