Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২২

তথ্যবিবরণী ২৫ মার্চ ২০২২

Handout                                                                                                           Number : 1274


Bangladesh is working with the mission of expansion of Renewable Energy

                                       -- Minister for Environment, Forest and Climate Change


Dhaka, March 25 :

Minister for Environment, Forest and Climate Change Md Shahab Uddin said Bangladesh is working with the mission of expansion of Renewable Energy by reducing dependency on fossil fuel to ensure energy security, take measures to conserve energy and explore potential sustainable energy. Bangladesh has taken various policy initiatives and financial schemes including tax exemption on solar panels as well as grants and concessional loans for solar energy deployment in the country. Bangladesh has one of the world's most extensive domestic solar energy programmes. Bangladesh has installed more than six million solar home systems in off grid remote areas across the country ensuring supply of solar electricity to around 18 million people over the last few years.

Minister for Environment, Forest and Climate Change said this in the meeting with the Director General of International Renewable Energy Agency (IRENA) Francesco La Camera, at the State Guest House, Padma today. Secreatry of the Ministry Mostafa kamal was also present in the meeting.

The Minister also said that Bangladesh is replacing diesel run irrigation system with solar irrigation pump which will have grid integration system to supply solar power to the national grid during the non-irrigation period. Recently we have adopted net metering guideline to promote rooftop solar power in the urban centers and industrial estates. He said Bangladesh declared 100% electricity coverage on 21 March 2022. Under the able leadership of Prime Minister Sheikh Hasina, the Government of Bangladesh is working hard to follow a low carbon development pathway.  The Government of Bangladesh adopted a comprehensive Climate Change and Strategy Action Plan that included mitigation and low carbon development as one of the six pillars.

The Minister said Bangladesh has already canceled 10 coal-based power plants worth 12 billion dollars of foreign Investment. We have recently drafted National Solar Energy Roadmap and aim to have 40% of our energy from renewable sources by 2041. Furthermore, we are going to implement the 'Mujib Climate Prosperity Plan' a strategic investment framework to mobilize financing, especially through international cooperation with the vision of achieving energy independence through maximizing the share of renewable energy in the energy mix.

The Minsiter said to foster sustainable energy transition in Bangladesh, the transfer of clean, green, and advanced technologies should be ensured at an affordable cost. He hoped the IRENA will come forward with necessary technical help to maximize the use of renewable energies in the country. He wished to working closely with the IRENA to facilitate cooperation among the member countries to accelerate energy transitions as per the true requirements of the Paris Agreement. Director General of International Renewable Energy Agency Francesco La Camera has also expressed his desire to work closely with Bangladesh in Renewable Energy sector.

#
 

Dipankar/Sahela/Rafiqul/Salim/2022/2245 Hrs.

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৭৩

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির মহাপরিচালকের সাক্ষাৎ

 

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) :

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির মহাপরিচালক ফ্রান্সেস্কো লা ক্যামেরা (Francesco La Camera) আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারের জন্য  সাশ্রয়ী মূল্যে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি সকলের জন্য উন্মুক্ত রাখা অপরিহার্য। সীমিত সম্পদ নিয়েই বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। প্রায় ২২ সেন্ট/ ইউনিট খরচ করে বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। সৌরশক্তির প্রাপ্যতা কম থাকায় তুলনামূলকভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচও বেশি। বাংলাদেশে  ৬ মিলিয়নেরও বেশি সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে গ্রিড নেটওয়ার্কের বাইরে  ২০ মিলিয়নেরও বেশি মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে।

 

নসরুল হামিদ আরো বলেন,  কৃষি বা অন্যান্য ব্যবহারের জন্য জমির প্রতিযোগিতামূলক চাহিদার কারণে বড় আকারে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা বাংলাদেশের জন্য বেশ দুষ্কর।  ভাসমান সৌর বিদ্যুৎ প্রযুক্তির সম্ভাবনা এবং ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের  মতো বিকল্প ব্যবস্থা অন্বেষণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার ছাদে সোলারকে উৎসাহিত করার জন্য নেট মিটারিং নির্দেশিকা চালু করেছে।

 

ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির মহাপরিচালক ফ্রান্সেস্কো লা ক্যামেরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়ে বলেন, প্রকল্পভিত্তিক সহযোগিতা বাড়ানো হবে। নবায়নযোগ্য জ্বালানির সিস্টেম অপ্টিমাইজেশন (System Optimization) করতে এবং স্থানীয় জ্বালানির রূপান্তরে সহায়তা করা যেতে পারে।

 

আলোচনাকালে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, পিডিবির চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

 

​#

 

আসলাম/সাহেলা/রফিকুল/সেলিম/২০২২/২১৪০ ঘণ্টা

Handout                                                                                                                  Number : 1272


Omani Undersecretary met the Foreign Minister

 

Dhaka, March 25 :

 

Omani Undersecretary Sheikh Khalifa Al Harthy paid a courtesy call on yesterday with the Foreign Minister at the Foreign Service Academy, Dhaka.

 

During the call on, the Undersecretary briefed the Minister about the bilateral discussions they held with the Bangladesh delegation led by Foreign Secretary Mr. Masud Bin Momen. They also exchanged views about the new areas of collaboration between the two countries like contract farming, food security, blue economy, shipbuilding, ICT and ITES, climate change and environment etc. The Foreign Minister urged the Undersecretary to enhance cooperation through tourism and people to people contact, and enhanced exchange of visits between the trade bodies and business delegations between the two countries. 

 

The Undersecretary apprised the Foreign Minister about the signing of the visa exemption agreement between the two countries ‘diplomats and officials and added that visa procedures will be simplified for the tourists and visitors as well. In this context, the Undersecretary requested the Foreign Minister to kindly look into the issues Omani Airlines Al Salam is facing with regard to increase of frequency.

 

The Foreign Minister expressed happiness at the satisfactory talks held at the second bilateral meeting and urged the Undersecretary to arrange a high level visit between Bangladesh and Oman.

 

Regarding the Foreign Minister’s proposal for Omani investment in Bangladesh in the area of ICT, Hi-Tech Parks, Ship-building, tourism etc  in the Exclusive Economic Zone, the  Omani leader informed that an investment team from Oman would undertake a visit to Bangladesh to see the opportunities of investment. He  further informed the Minister that the both sides already agreed to form a Bangladesh- Oman Business Forum to augment bilateral trade and business between Bangladesh and Oman.

 

Both the leaders expressed satisfaction at the close cooperation in the UN system and other global bodies especially supporting the cause of the forcibly displaced Myanmar.

 

#
 

 

Mohsin/Sahela/Rafiqul/Salim/2022/2225 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৭১

 

বর্তমান সরকার সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করেছে

                                                                   -- আবুল হাসানাত আবদুল্লাহ্

 

আগৈলঝাড়া (বরিশাল), ১১ চৈত্র (২৫ মার্চ) :

 

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, সরকারের রূপকল্প ২০২১ ও নির্বাচনি ইশতেহারসহ আন্তর্জাতিক দলিলে শ্রম অভিবাসনকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গণ্য করা হয়েছে। তিনি বলেন, সরকার সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করেছে।

 

আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে প্রবাসী কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

আবুল হাসানাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত হয়েছে। দেশের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি প্রবাসী কর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে  সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বরিশালের সার্বিক উন্নয়নে প্রবাসী কর্মীদের মেধা, মনন ও প্রজ্ঞাকে কাজে লাগানোর পরামর্শ দেন।  আবুল হাসানাত আবদুল্লাহ্ এ সময় প্রবাসীদের উপার্জিত অর্থ যাতে দেশে সদ্ব্যবহার হয় সেদিকে দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

​#

 

আহসান/সাহেলা/রাহাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/২০১০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৭০

 

অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

                                          -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) :

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, হাজারো প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে চলেছে।

 

আজ ঢাকায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

ফরহাদ হোসেন বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। স্বাধীনতাবিরোধীরা কখনো চায়নি এদেশ সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু সেই সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে চলেছে।

 

প্রতিমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

 

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

​#

 

শিবলী/সাহেলা/রাহাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/২০৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১২৬৯

বিএনপি স্বাধীনতাবিরোধীদের রক্ষাকবচ

               --  তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম, ১১ চৈত্র (২৫ মার্চ) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক ও রক্ষাকবচ হচ্ছে বিএনপি। তিনি বলেন, ‘স্বাধীনতা লাভের পঞ্চাশ বছর পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো দেশে আস্ফালন করে।  এখনো সক্রিয় এই অপশক্তি দেশের উন্নয়ন অগ্রগতিতে খুশি নয়।  নানা সময় তারা দেশের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।  তারা করোনার সময়, পদ্মা সেতু নির্মাণের সময় বিভ্রান্তি ছড়িয়েছে এবং এখন তারা দেশের মানুষকে নিয়ে মশকরা শুরু করেছে। এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের দেশেও আমদানিনির্ভর কিছু পণ্যের দাম বেড়েছে। কিন্তু সেটি অন্যান্য দেশের তুলনায় কম। এতে নিম্ন আয়ের মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, যাতে কম মূল্যে তারা টিসিবি’র পণ্য কিনতে পারেন। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে কিন্তু বিএনপি ও কিছু কিছু বুদ্ধিজীবী নামধারীর অস্বস্তি বেড়ে গেছে।’

‘যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপির চেষ্টা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা’ উল্লেখ করে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যা শুরু হয়েছিল, এটার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা দাবি জানিয়েছি,  আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এটির আন্তর্জাতিক স্বীকৃতি যৌক্তিক। কিন্তু যখন একটি দলের নেত্রী যিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন,  তিনি যখন বলেন আসলে ত্রিশ লাখ মানুষ মারা যায় নাই, তখন এই গণহত্যার স্বীকৃতি প্রদানের বিষয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন করে। বিএনপি এবং খালেদা জিয়ার এই ধরনের বক্তব্য এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিএনপির চেষ্টা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। না হয় আমরা গণহত্যার স্বীকৃতি সহজে পেতাম।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা পোড়ামাটি নীতি অনুসরণ করে যে বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল সেদেশকে ধ্বংসস্তুপ থেকে পুনর্গঠিত করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো তাহলে সাড়ে ৯ শতাংশের বেশি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বঙ্গবন্ধু অর্জন করতে সক্ষম হয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি সেই হারে থাকতো, তাহলে স্বাধীনতার ১৫-২০ বছরের মধ্যে বাংলাদেশ হতো একটি উন্নত রাষ্ট্র।’

ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজ বাংলাদেশ পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র। মানুষের মাথাপিছু আয় এখন দুই হাজার ৬’শ ডলারের কাছাকাছি, যেটি ভারতকেও ছাড়িয়ে গেছে। ২০২০-২১ অর্থবছরে পৃথিবীর মাত্র ২০টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছিল, তার মধ্যে বাংলাদেশ ছিল তৃতীয় সর্বোচ্চ। এতে দেশের মানুষ খুশি, সমস্ত পৃথিবী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু একটি পক্ষ প্রশংসা করতে পারে না। সেটি হচ্ছে বিএনপি-জামায়াত এবং আর কিছু কিছু নামধারী বুদ্ধিজীবী। তারা এই উন্নয়ন অগ্রগতির প্রশংসা করতে পারেন না।’

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহরে এলজিইডি অডিটোরিয়ামে উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি ও  জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিতের পরিচালনায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মোঃ মঈন উদ্দিন, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাশেম চিশতি, সদস্য ইফতেখার হোসেন বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার, মোঃ সেলিম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলওয়ারা ইউসুফ, কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু আলোচনা সভায় বক্তব্য রাখেন।

​#

আকরাম/সাহেলা/রাহাত/মোশারফ/সেলিম/২০২২/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১২৬৮

সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আহ্বান

 

 

ঢাকা,১১ চৈত্র (২৫ মার্চ) : 

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সন্তানদের মৌলিক মানবিক গুণের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। ৪১ সালের উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই ভূমিকা রাখতে হবে।

আজ রাজধানীর শ্যামপুরে  বুড়িগঙ্গা ইকো পার্কে  অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ সমিতির  বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।

জাহিদ বলেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়ায় আলোকিত হয়েছে। উন্নয়ন থেকে বাদ পরেনি দক্ষিণাঞ্চলও। নদী ভাঙনকবলিত মানুষের আর্তনাদ আর শোনা যাবে না। ভাঙন প্রতিরোধে সরকার বিগত সকল সরকারের চেয়ে অনেক বেশি আন্তরিক, দায়িত্বশীল ও তৎপর। জনগণের জীবন মানের উন্নয়ন করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সন্তানকে ভবিষতের উপযোগী শিক্ষা দিয়ে দেশ পরিচালনার যোগ্য করে তুলতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু মানবীয় গুণাবলি হারিয়ে নয়। শিশু কিশোরদের মধ্যে সর্বাগ্রে তার গুণাবলি জাগাতে হবে।

 

#

গিয়াস/সাহেলা/রফিকুল/শামীম/২০২২/২০০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৬৭

 

জাতীয় স্মৃতিসৌধে আমন্ত্রিত অতিথিবর্গকে পরিবর্তিত সময়

সকাল ৭টা ১৫ মিনিটে উপস্থিত থাকার অনুরোধ

 

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) :

 

     মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষ্যে আগামীকাল ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দকে উক্ত অনুষ্ঠানে সকাল ৫টা ২০ মিনিটের পরিবর্তে সকাল ৭টা ১৫ মিনিটে উপস্থিত থাকার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

​#

 

মারুফ/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৬৬

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ই-পোস্টার প্রকাশ

 

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) :

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটির উদ্যোগে আগামীকাল ২৬শে মার্চ ২০২২ তারিখ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এ পোস্টার প্রকাশ করা হয়।

 

​#

 

সাবিহা/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১২৬৫

জার্মানির মতো উন্নত দেশে শতকরা ৫০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত

                                                                                     --শিক্ষামন্ত্রী

গজারিয়া, মুন্সীগঞ্জ, ১১ চৈত্র (২৫ মার্চ) : 

বেকারত্ব কমাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষায় মনোনিবেশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘যে দেশ কারিগরি শিক্ষা ও বিজ্ঞান শিক্ষায় বেশি মনোযোগ দিয়েছে সেই দেশ তত উন্নত-সমৃদ্ধ হয়েছে। জার্মানির মতো উন্নত দেশে শতকরা ৫০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত। তাই কাজের জগতের চাহিদার সঙ্গে মিল রেখে তারা (উচ্চশিক্ষা প্রতিষ্ঠান) কারিকুলাম ঠিক করুক। ’

মন্ত্রী আজ মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটের চর দেওয়ান এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু করছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কারিকুলাম পরিবর্তন সরকার করলেও উচ্চশিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে পারবে বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। 

মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রয়োগিক শিক্ষা  নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো তাদের কারিকুলাম নিয়ে ভাবুক। তারা ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজ তৈরি করুক। কাজের জগতের চাহিদার সঙ্গে মিল রেখে তাদের কারিকুলাম ঠিক করুক। সেই কাজের জগতে ইন্টার্নি করার ব্যবস্থা করুক। আমাদের শিক্ষার্থীরা কর্ম-উপযোগী হয়ে বের হোক। ’

উচ্চশিক্ষার ক্ষেত্রে মডিউলার এডুকেশন ব্যবস্থা রাখার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সবার বড় ডিগ্রি করার দরকার নেই। শিক্ষার্থীরা ছোট করে নতুন নতুন দক্ষতা শিখে নেবে। ছোট ডিপ্লোমা করবে, কিছু সার্টিফিকেট কোর্স করবে, বড় ডিপ্লোমা করবে যার যেমন সুবিধা। শেখার জন্য সবাই কাজের জায়গা ছেড়ে আসতে পারবে না। সে কারণে অনলাইন অফ লাইন মিলিয়ে ব্লেন্ডেড এডুকেশনে যুক্ত হবে। আমরা সেই ব্যবস্থায় নিয়ে আসতে চাইছি। ‘

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একটা বড় প্রবণতা আছে সব শিক্ষার্থী চায় অনার্স-মাস্টার্স পড়তে। পৃথিবীর কোথাও এতো অনার্স মাস্টার্স পড়ে না। একটি পর্যায়ের পর অনেক শিক্ষার্থী বৃত্তিমূলক, কারিগরি শিক্ষায় চলে যাবে। জার্মানির মতো উন্নত দেশে শতকরা ৫০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়ে। যে দেশ অনেক বেশি উন্নতি করেছে, সেই দেশের অনেক শিক্ষার্থী কারিগরি শিক্ষায় মনোনিবেশ করেছে। আর তা দিয়েই, তারা উন্নত সমৃদ্ধ দেশ গড়েছে। আমাদের সেই পথে হাঁটতে হবে। এ কারণে আমাদের দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি—কীভাবে বিশ্ববিদ্যালয়গুলেতে কর্ম-উপযোগী শিক্ষা দেওয়া নিশ্চিত করা যায়। যে শিক্ষার্থী অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হয়, সে যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়। তার যেন চাকরি পেতে সমস্যা না হয়, উদ্যোক্তা হতে চাইলে উদ্যোক্তা হতে পারে। ’

ডা. দীপু মনি বলেন, ‘দেশের উচ্চশিক্ষার তিন-চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে। আমরা চাইছি— যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বি-কম পড়বে বা ডিগ্রি কোর্স করবে তারা আইসিটি, ভাষা, উদ্যোক্তা হওয়ার মতো কোর্স যেন পড়ে।  তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েট নানা বিষয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেবে তেমন বিষয়ে ডিপ্লোমা তারা করতে পারে।

#

খায়ের/সাহেলা/মোশারফ/শামীম/২০২২/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১২৬৪

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) :   

 

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ সময় ৯ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১১৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।

 

#

জাকির/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২২/১৮২৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১২৬৩

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে

                                                                                      -শ ম রেজাউল করিম

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) : 

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

যুক্তরাজ্যের লন্ডনে 'গণহত্যা দিবস' উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিক ইতিহাস তুলে ধরে ১৯৭১ সালের ২৫ মার্চ কিভাবে গণহত্যা চালানো হয়েছিল মন্ত্রী এ সময় তা উল্লেখ করেন। তিনি স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

          মন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা এখনো নিঃশেষ হয়ে যায়নি। তারা সক্রিয় রয়েছে। চিহ্নিত কিছু যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হলেও তাদের প্রেতাত্মারা দেশ ও  বিদেশে সক্রিয় রয়েছে। তারা চায়না স্বাধীন বাংলাদেশ টিকে থাকুক এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন হোক। সেকারণে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

          মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনাই একমাত্র সাহসী রাষ্ট্রনায়ক, যিনি দেশি-বিদেশি প্রতিকূলতা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করেছেন। তিনি বঙ্গবন্ধুর খুনিদের এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও জেল হত্যায় জুড়িতদের বিচার করেছেন। নিজের জীবনে অন্তত ১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কোনোভাবেই অপরাধীদের সঙ্গে আপস করেননি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। স্বাধীনতার পরাজিত শত্রু ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত। তাদের যেকোনো মূল্যে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে শ ম রেজাউল করিম আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরে এতো উন্নয়ন অন্য কোন সরকার করতে পারেনি। সমকালীন ইতিহাসে শেখ হাসিনার মতো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অভিজ্ঞতায় সমৃদ্ধ, দূরদৃষ্টিসম্পন্ন, দেশপ্রেমী রাষ্ট্রনায়ক দ্বিতীয় জন নেই। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসতে হবে।

#

ইফতেখার/মেহেদী/জুলফিকার/রবি/রেজ্জাকুল/মানসুরা/২০২২/১৪৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১২৬২ 

 

গণহত্যা দিবস উপলক্ষ্যে বায়তুল মুকাররমে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) :  

আজ গণহত্যা দিবস-২০২২ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুম্মার পর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ’৭১ এর ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদতবরণকারী সকল শহিদের রূহের মাগফেরাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

          জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ এহসানুল হক এর পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান, পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিগণ মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

#

শায়লা/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২২/১৬১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ১২৬১

সংসদ সদস্য ও আইসিডিডিআরবি’র প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব

                                                                                                                          -স্পিকার

ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) : 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্য ও আইসিডিডিআরবি’র যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্

2022-03-25-16-49-d758bf17a32719f9f3e97c5cb38a7997.doc