তথ্যবিবরণী নম্বর: ২২৭৬
জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার
---তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ২২ পৌষ ( ৬ জানুয়ারি):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার।
আজ ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কনটেন্ট ক্রিয়েশন, স্ক্রিন প্লে অ্যান্ড ভিজ্যুয়াল প্রোডাকশন টেকনিকস্ বিষয়ক প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, এই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আামাদের সকলের। এ গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমাদের সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবের সঙ্গে তুলনা করে উপদেষ্টা বলেন, এই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসকের যেমন বর্বরতার গল্প রয়েছে, তেমনি ছাত্র-জনতার সাহসিকতার গল্পও রয়েছে। তিনি ছাত্র-জনতার সাহসিকতার গল্প জনসম্মুখে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তথ্য উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিডিও কনটেন্ট নির্মাণের জন্য প্রশিক্ষণার্থী ও কোর্স প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, কোর্স পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির আহ্বায়ক মো. আল আমিন রাকিব তনয় প্রমুখ।
অনুষ্ঠানের শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
#
মামুন/সায়েম/পবন/রানা/রফিকুল/আব্বাস/২০২৫/২০১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৭৫
আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর
---উপদেষ্টা নাহিদ ইসলাম
ঢাকা, ২২ পৌষ ( ৬ জানুয়ারি):
আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। আজ ঢাকার রেলভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কর্মপরিধি তুলে ধরে উপদেষ্টা বলেন, এই অধিদপ্তর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসন-সহ গণঅভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার শহিদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে। আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহিদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে।
মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এই অর্থ থেকে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটেগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। এছাড়া, আগামী জুলাই মাস থেকে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে।
প্রেস ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক; জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।
#
মামুন/সায়েম/পবন/রানা/রফিকুল/আব্বাস/২০২৫/২০৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৭৪
বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা ১ হাজারই বহাল থাকছে
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি):
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় হতে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা ১ হাজার জন নির্ধারণ করা হয়েছে। গত বছর ৯ ডিসেম্বর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে পত্র মারফত বাংলাদেশকে এতথ্য জানানো হয়েছে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা প্রথমে ২৫০ জন ও পরে ৫০০ জন করার বিষয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে ২টি আধা-সরকারি পত্র দেন। কিন্তু সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কমিটির নিকট হতে হজযাত্রীর কোটা কমানোর বিষয়ে সম্মতি মেলেনি।
এ পরিস্থিতিতে গত ৪ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম অডিটোরিয়ামে হজ পরিচালনাকারী এজেন্সি মালিক ও পরিচালকদের সাথে মতবিনিময় সভা করে ধর্ম মন্ত্রণালয়। সভায় হজ এজেন্সি মালিকদের পক্ষ হতে হজযাত্রীর কোটা কমানোর বিষয়ে প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।
এ বিষয়টি অবহিত করার জন্য আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন ধর্ম উপদেষ্টা। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন ধর্ম উপদেষ্টা। তিনি হজ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক হজ কার্যক্রমকে এগিয়ে নিতে নির্দেশনা দেন।
এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ও ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।
#
আবুবকর/সায়েম/পবন/রফিকুল/জয়নুল/২০২৫/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৭৩
নারায়ণগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান
ঢাকা, ২২ পৌষ ( ৬ জানুয়ারি):
আজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে ৩টি স্পটের প্রায় ২ কিলোমিটার এলাকার আনুমানিক ৬ শ’টি বাড়ির প্রায় ৮ শ’টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া ৩টি বেকারি ও ১টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১শ’ ফিট এমএস ও
৬০ ফিট হোস পাইপ (প্রায়) উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি।
#
শফিউল্লাহ/সায়েম/পবন/রানা/রফিকুল/আব্বাস/২০২৫/২০০৬ ঘণ্টা
Handout Number: 2272
Fines of BDT 12.4 million fines imposed in raids on illegal brick kilns
Dhaka, 6 January:
The Ministry of Environment, Forest, and Climate Change has launched a nationwide special campaign against air pollution. Today five mobile courts conducted raids on illegal brick kilns, filing 38 cases and imposing fines totaling BDT 12.43 million. Operations of 11 brick kilns were shut down by demolishing their chimneys, while 15 were ordered to cease operations.
In a separate drive against vehicle emissions, a mobile court cautioned seven drivers for releasing black smoke. Another mobile court targeting noise pollution warned seven drivers and confiscated three hydraulic horns.
A mobile court penalized three establishments BDT nine thousand during an anti-polythene campaign, seizing 29 kg of banned polythene. Additionally, three mobile courts imposed fines of BDT thirty five thousand on six establishments for storing construction materials in the open, contributing to air pollution. Moreover, a charcoal factory in Savar Upazila was shut down during this operation.
Between January 2 and January 6, 2025, a total of 35 mobile courts conducted operations, filing 97 cases and imposing fines amounting to BDT 25.67 million. The raids also resulted in the demolition of chimneys of 32 brick kilns, the closure of their operations, and the confiscation of 14 hydraulic horns.
Under the initiative of Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, and with the approval of the Ministry of Public Administration, 11 officials from the Ministry of Environment have been designated as Executive Magistrates to lead these drives.
The Ministry's anti-pollution campaign will continue in full force.
#
Dipankar/Sayeam/Paban/Rana/Rafiqul/Abbas/2025/2011 Hours
তথ্যবিবরণী নম্বর: ২২৭১
এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডকে ঢেলে সাজাতে হবে
--- স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি):
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে হবে।
আজ ঢাকার তেজগাঁওয়ের সরকার মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলনে ৩৯ জন ছাত্র-জনতা দুই চোখ-ই হারিয়েছে। তারা এই দুনিয়াটা চোখে আর দেখতে পাবে না। যাদের সন্তান আছে তারা তাদের সন্তানকে দেখতে পাবে না। এই আহতরা তাদের মা বাবাকে আর দেখতে পাবে না। তাদের এই অপরিমেয় আত্মত্যাগ শুধু এই দেশটাকে পরিবর্তন করার জন্য। এই দেশটাতে আমাদের নতুন করে যাত্রা শুরু হয়েছে অসংখ্য শহিদ এবং আহতের আত্মত্যাগের মাধ্যমে।
সিস্টেম লসের কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই লস যত কমবে বা শূন্য হবে আপনাদের কাজের দক্ষতা ততই বাড়বে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ইডিসিএলের মূল উদ্দেশ্য সাশ্রয়ী দামে কোয়ালিটি ওষুধ সরবরাহের মাধ্যমে জিডিপিতে অবদান রাখা এবং প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মান বজায় রেখে ওষুধ সরবরাহ করা। এ জন্য স্বচ্ছতা এবং অটোমেশনের কোন বিকল্প নাই। ইডিসিএলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে।
সভায় তিনি জানান, ইডিসিএল থেকে এনওসি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্য জায়গা থেকে ওষুধ কিনে ২২ কোটি টাকা সাশ্রয় করেছে। এটা কোনোমতেই সমর্থনযোগ্য না। তিনি প্রশ্ন রেখে বলেন, বেশি টাকা দিয়ে তারা কেন ইডিসিএল থেকে ওষুধ কিনবে। ইডিসিএল যে দামে ওষুধ বিক্রি করে তার চেয়ে কম দামে মার্কেটে ওষুধ পাওয়া যাচ্ছে। তাই কোয়ালিটি কম্প্রোমাইজ না করে দক্ষতা বাড়াতে হবে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ভালোভাবে প্রোডাক্ট তৈরি ও অব্যাহতভাবে ঔষধ সরবরাহ করতে পারলে বাংলাদেশের পুরো মার্কেটের দৃশ্য পরিবর্তিত হয়ে যাবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতা বাড়বে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্য উপদেষ্টা সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (কেন্দ্রীয় ঔষধাগার) পরিদর্শন করেন।
#
শাহাদাত/সায়েম/পবন/রফিকুল/জয়নুল/২০২৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৭০
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ১ কোটি ২৪ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২২ পৌষ ( ৬ জানুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮টি মামলার মাধ্যমে ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরো ১টি মোবাইল কোর্ট ৭টি যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।
পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বায়ুদূষণের কারণে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি মোবাইল কোর্ট ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।
২ থেকে ৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি মোবাইল কোর্টে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।
#
দীপংকর/সায়েম/পবন/রানা/রফিকুল/আব্বাস/২০২৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৬৯
বিজিবি’র অভিযানে গত মাসে ১৪৭ কোটি ৮৪ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৪৭ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ১৯২ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ১২৫ গ্রাম রুপা, ১১ হাজার ৫২৩টি শাড়ি, ৯ হাজার ৬১৭টি থ্রিপিস-শার্টপিস-চাদর-কম্বল, ৮ হাজার ৩৮৭টি তৈরি পোশাক, ১০ হাজার ২০৪ মিটার থান কাপড়, ৭ লাখ ৮৯ হাজার ১৫২টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭০২টি ইমিটেশন গহনা, ১৩ লাখ ৪২ হাজার ৬০৩টি আতশবাজি, ৬ হাজার ৭৮১ ঘনফুট কাঠ, ৬ হাজার ৩৬ কেজি চা পাতা, ২১ হাজার ৪৯০ কেজি সুপারি, ৩ লাখ ৯৫ হাজার ৩৯৫ কেজি চিনি, ১২ হাজার ৬২৫ কেজি সার, ১ হাজার ৭৭৪ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৮০ হাজার ৯৪০ কেজি কয়লা, ৫২০ ঘনফুট পাথর, ১৯ লাখ ৩৬ হাজার ২০০ ঘনফুট বালু, ৫৮৩টি মোবাইল, ৩০ হাজার ৬৭০টি চশমা, ৪৬ হাজার ৯৬৬ কেজি বিভিন্ন প্রকার ফল, ১ লাখ ৩১ হাজার ৪৬৩ কেজি রসুন, ১১ হাজার ৭৮৮ কেজি জিরা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৫৬০ গ্রাম সাপের বিষ, ৫টি ট্রাক, ১টি বাস, ৬টি পিকআপ, ৩টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ৩টি ট্রলি, ৭৪টি নৌকা, ৩১টি সিএনজি-ইজিবাইক, ৭২টি মোটরসাইকেল, ২২টি ভ্যান গাড়ি এবং ৩০টি বাইসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি রাইফেল, ১টি এয়ার গান, ৫টি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল, ১টি গ্রেনেড ও ১টি রকেট গোলা।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ কেজি ২৬৭ গ্রাম হেরোইন, ৫ কেজি ৭৮৮ গ্রাম কোকেন, ২৮ হাজার ৯১৩ বোতল ফেনসিডিল, ১২ বোতল এলএসডি, ১৮ হাজার ৩২৪ বোতল বিদেশি মদ, ৫৯২ লিটার বাংলা মদ, ৯২১ ক্যান বিয়ার, ১ হাজার ৯৩ কেজি গাঁজা, ১ লাখ ২ হাজার ৮০০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪১ হাজার ২৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট-ইনজেকশন, ৩ হাজার ৫২৪ বোতল ইস্কাফ সিরাপ, ১ হাজার ২৩০ বোতল এমকেডিল-কফিডিল, ৩৭ লাখ ১১ হাজার ৫৪৭ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৭৭ হাজার ৮৯২টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৮ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪২৬ জন বাংলাদেশি নাগরিক ও ১৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশকালে ৭৭২ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।
#
শরীফুল/মেহেদী/সায়েম/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২২৬৮
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু করা হবে
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি):
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, চলতি বছরের মধ্যে ই-পাসপোর্টের কাজ পুরোদমে চালু করা হবে। তখন আর এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) থাকবে না। তিনি এসময় তাঁর মেয়াদকালেই ই-পাসপোর্টের কাজ শেষ করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্তমান মহাপরিচালক যোগদান করার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতির মাত্রা অনেক কমেছে। তবে এটিকে শূন্য পর্যায়ে নামিয়ে আনতে হবে। তিনি বলেন, বিদেশি নাগরিক যারা ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানে বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র-সহ বৈধতা অর্জন করতে হবে। অন্যথায় ৩১ জানুয়ারির পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপদেষ্টা এ বিষয়ে আজ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে জানান।
পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সবার সাথে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পায় সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।
উপদেষ্টা এর আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমআরপি প্রিন্টিং সেকশন, ডাটা সেন্টার ও পার্সোনালাইজেশন সেন্টার-সহ অধিদপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/মোশারফ/জয়নুল/২০২৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৭
রেলের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান
মালিবাগে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি) :
বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর মালিবাগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে রাজধানীর মালিবাগে পরিচালিত এ অভিযানে পাকা, সেমিপাকা ও কাচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত হয়।
স্থাপনা উচ্ছেদের সাথে সাথে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফরম গুঁড়িয়ে দেওয়া হয় যেন নিকট ভবিষ্যতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে। উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তীতে ১১ ডিসেম্বর হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।
আজ মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
#
রেজাউল/মেহেদী/সায়েম/পবন/মোশারফ/রেজাউল/২০২৫/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬৬
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চেয়েছেন। তিনি চীনকে বেইজিংয়ের বায়ুদূষণ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, চীনের এ সংক্রান্ত নীতিমালা ও উদ্ভাবনী উদ্যোগ থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। তিনি অভিন্ন নদীগুলোর তথ্য বিনিময়ের ওপর জোর দেন এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে চীনের পরিকল্পনাগুলো জানার আগ্রহ প্রকাশ করেন।
রিজওয়ানা হাসান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে সেন্টার ফর চায়না স্টাডিজ আয়োজিত ‘অ্যানালাইসিস অভ্ এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইন চায়না অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের সত্যিকারের টেকসই উন্নয়ন প্রয়োজন। প্রকৃতিকে জয় করার প্রতিযোগিতা নয়, বরং উন্নয়নের ধারা পুনর্বিন্যাস করতে হবে। দূষণকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। চামড়া শিল্পের জন্য নদী ধ্বংস কিংবা পাহাড় কাটার মতো কাজ মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার অবশ্যই প্রকৃতির মৌলিক নিয়ম অনুসরণ করে হতে হবে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমাদের উন্নয়ন কার্যক্রমকে টেকসইভাবে পরিচালনা করতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তংজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লি ফেংটিং। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক শামসাদ মর্তুজা সেমিনারে বক্তব্য রাখেন।
অপরদিকে, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং মৌজার বিএস ১ নম্বর খতিয়ানের ১৪৯৪ নম্বর দাগে শহিদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের জন্য বন্দোবস্তকৃত ১৫৫ দশমিক ৭০ একর জমি বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ২১ আগস্ট ২০২৪ তারিখে আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, জমিটি সংরক্ষিত বনভুক্ত (Protected Forest) হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।
#
দীপংকর/মেহেদী/সায়েম/পবন/মোশারফ/রেজাউল/২০২৫/১৭৫০ ঘণ্টা