তথ্যবিবরণী নম্বর : ৬৭৪
রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
অনিবার্যকারণে আগামী ৮ মার্চ ও ১০ মার্চ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
#
তথ্যবিবরণী নম্বর : ৬৭৫
১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
মার্চ মাসের মধ্যেই এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
মন্ত্রী পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি অভিভাবকদের মতামত ও পরামর্শ ধৈর্যসহকারে শোনেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীসহ সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর কথা বিবেচনা করে তাদের হরতাল, অবরোধ কার্যক্রম বন্ধ করেনি, কোনোরকম ছাড় দেয়নি। তিনি আবারো তাদের বিবেক জাগ্রত হবার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সুবোধ/ফায়জুল/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৫’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের আপামর নারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নারীর অবদান অপরিসীম। এজন্য তাঁদের যথাযোগ্য মর্যাদা প্রদানের পাশাপাশি তাঁদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি বলে আমি মনে করি। এতে করে নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাঁদের অধিকারসহ মানবাধিকার সুরক্ষিত হবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে এ বছর আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
বাংলাদেশের নারীদের অগ্রযাত্রা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনে পুরুষের পাশাপাশি নারীরা অবদান রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত নারীদের ক্ষমতায়নে অভূতপূর্ব উন্নতি হলেও তাঁদের সমঅধিকার ও মানবাধিকার বিষয়ে আরো কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান সরকার সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর মর্যাদা, অধিকার, ক্ষমতায়ন ও সমঅংশগ্রহণ নিশ্চিতকল্পে নানামুখী পদক্ষেপ নিয়েছে। নারীদের এগিয়ে নিতে তাঁদের অধিকার রক্ষায়, ক্ষমতায়নে ও সমান সুযোগ সৃষ্টিতে আমরা সকলে একযোগে কাজ করলেই আন্তর্জাতিক নারী দিবসের সার্থকতা অর্জিত হবে বলে আমি মনে করি। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হোক, আন্তর্জাতিক নারী দিবসে এ প্রত্যাশা করি।
আমি ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৫’ উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/ফায়জুল/মোশারফ/রেজাউল/২০১৫/১৭১৫ ঘণ্টা