Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 14/2/2016

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ৪৮৮

আগামী মাসে ঢাকায়
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
রাজধানীর চাঁনখারপুলে স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউটের নাম আজ থেকে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ হিসাবে পরিচিত হবে। নতুন এই স্বাস্থ্য ইনস্টিটিউটের নাম প্রধানমন্ত্রীর নামে প্রতিষ্ঠা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক পত্র অনুমোদনের জন্য বঙ্গবন্ধু ট্রাস্ট বরাবর শীঘ্রই প্রেরণ করা হবে। ট্রাস্টের অনুমোদনের পর এর নামকরণ চূড়ান্ত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আজ ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনে বলেন, বিগত কয়েক বছরে একটি রাজনৈতিক দলের প্রতিহিংসা মেটানোর লক্ষ্যে সারাদেশে আগুন ও পেট্রোল বোমা সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়েছিল। শত শত মানুষ আগুনে দগ্ধ হয়ে ঝলসানো শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। মারা গেছে অসংখ্য নিরীহ মানুষ। তাদের হাত থেকে শিশু এমনকি অন্তঃসত্ত্বা নারীও রক্ষা পায়নি। এসময় দিনমজুর, রিক্সাচালক, ট্রাক ড্রাইভারসহ অগণিত গরিবের পাশে মায়ের মমতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাঁড়ানোর কথা স্মরণ করে মন্ত্রী বলেন, সারাদেশের মানুষ দেখেছে আগুন সন্ত্রাসের সময় প্রধানমন্ত্রী কিভাবে দরিদ্র মানুষের জন্য সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। জনগণ ও অগ্নিদগ্ধ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সেই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বার্ন ইনস্টিটিউটের নামকরণ জাতির পিতার কন্যা শেখ হাসিনার নামে রাখার প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, চাহিদার তুলনায় বার্ন ইউনিটের ধারণক্ষমতা অত্যন্ত নগণ্য হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে একটি আন্তর্জাতিকমানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। প্রস্তাবিত ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নির্মাণ ব্যয় দেশীয় সম্পদ থেকে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৪৯ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বার্ন ইনস্টিটিউট প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীকে জাইকা প্রেসিডেন্ট সনদ প্রদান

বাংলাদেশে টিকাদান কর্মসূচি, পোলিও নির্মূল এবং ফাইলেরিয়া প্রতিরোধে সাফল্যের জন্য জাইকার প্রেসিডেন্ট সনদ পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর হাতে এই সনদ তুলে দেন বাংলাদেশে জাইকার প্রতিনিধি মিকিতো হাতেইদা (গরশরঃড় ঐধঃধবফধ)। স্বাস্থ্য  সেবায় সাফল্য অর্জনকারী চার থেকে পাঁচটি দেশকে প্রতিবছর জাইকা প্রেসিডেন্ট সনদ প্রদান করা হয়। এ বছর বাংলাদেশকে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সনদ সারাদেশে টিকা প্রদানের সহায়তায় নিয়োজিত লক্ষ লক্ষ কর্মীদের পরিশ্রমলব্ধ সাফল্যের স্বীকৃতি। বাংলাদেশ থেকে যেভাবে পোলিও নির্মূল করা হয়েছে, অতীতে অনেক দুরারোগ্যব্যাধি নির্মূলেও এদেশের জনগণ সেভাবেই সফল হয়েছে। ফাইলেরিয়া নির্মূলেও বাংলাদেশ অনেক এগিয়ে। শীঘ্রই বাংলাদেশকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করার মতো পরিবেশ তৈরি হয়ে যাবে। বাংলাদেশের পোলিও নির্মূল ও ফাইলেরিয়া প্রতিরোধে জাইকার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়নে যে অবদান রেখে চলেছে এদেশের জনগণ তা সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করে।
    অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকবৃন্দ এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#    
পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৮৭

কারিগরি শিক্ষা সহযোগিতা আলোচনায় অংশ নিতে সিঙ্গাপুরে শিক্ষামন্ত্রী

সিঙ্গাপুর, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩ দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর গেছেন।
     সফরকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শিক্ষকসহ কারিগরি শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা অবকাঠামো উন্নয়ন বিষয়ে সিঙ্গাপুর সরকারের সাথে আলোচনায় মিলিত হবেন।
     মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খুরশিদ আলম এবং স্টেপ প্রকল্পের পরিচালক
মো. ইমরান।
    জনাব নাহিদ ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#        
সাইফুল্লাহ/আফরাজ/রেজাউল/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৮৬

টেকসই জাতীয় উন্নয়নের স্বার্থে প্রাণিসম্পদখাতের উন্নয়ন অপরিহার্য
                                                     ----পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :

    পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ অবদান থাকায় টেকসই জাতীয় উন্নয়নের স্বার্থে প্রাণিসম্পদখাতের উন্নয়ন অপরিহার্য। প্রাণিসম্পদ শ্রম নির্ভর হওয়ায় বাংলাদেশের জন্য এটি অপার সম্ভাবনাময় একটি খাত। তিনি প্রাণিসম্পদ খাতকে শিল্প হিসেবে গড়ে তুলতে ছোট বড় সকল খামারীর সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ।

    মন্ত্রী আজ ঢাকায় বণিক বার্তা ও এসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও প্রাণিসম্পদের  উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. কাজী আবদুল ফাত্তাহ ও সালেহ উদ্দীন আহমেদ, আফতাব পোলট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম এবং প্রাণ গ্রুপের সিনিয়র কর্মকর্তা আনিসুর রহমানসহ প্রাণিসম্পদ বিশেষজ্ঞগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

    পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে হলে প্রাণিসম্পদকে গুরুত্ব দিতে হবে। প্রাণিসম্পদকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি গত সাত বছরে এখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসুচি তুলে ধরেন। তিনি বলেন, গত দুবছরেই প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। পিপিপি‘র আওতায় এ খাতের অগ্রগতির অনেক সুযোগ রয়েছে।

    বৈঠকে আলোচকগণ বলেন, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সক্ষমতার অভাবই প্রাণিসম্পদ শিল্পের কাঙ্খিত লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান বাধা। তারা প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরো শক্তিশালী করার পাশাপাশি বেসরকারি খাতে প্রাণিসম্পদ চিকিৎসালয় ও উন্নত ডায়াগনস্টিক কেন্দ্র স্থাপন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

#
শেফায়েত/আফরাজ/রেজাউল/আব্বাস/২০১৬/১৮২৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :৪৮৫

পরিকল্পনামন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :

    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আজ ঢাকায় শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হানি ফুগল এস্ক্জার (ঐধহহব ঋঁমষ ঊংশলবৎ) সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে তাঁরা সিএসআরসহ (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

    পরিকল্পনামন্ত্রী বলেন, ডেনমার্ক বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন তথ্য উপস্থাপন করে বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, সরকারের বিনিয়োগবান্ধব কর্মসূচির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক দেশে পরিণত হয়েছে। তিনি সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে ডেনমার্ককে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান।

    রাষ্ট্রদূত বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন ।

#
শেফায়েত/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৫৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৮৪

বাজার তদারকি  
১৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় আজ চট্টগ্রাম, নরসিংদী ও দিনাজপুরে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৪টি প্রতিষ্ঠানকে
১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্য/সেবার মূল্যের তালিকা প্রদর্শন না করা ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণকে প্রতারিত করার অপরাধে চট্টগ্রামের খুলশি ও কোতয়ালি এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা, নরসিংদী সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, শিল্প ও বণিক সমিতি, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

#        
আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৮৩

স্পিকারের সাথে আফগানিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সফররত আফগানিস্তানের মহিলা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপার্সন ফৌজিয়া কুফি (ঋধুিরধ কড়ড়ভর) এর নেতৃত্বে ৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল আজ সংসদভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে মহিলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য টুরপিকে প্যাটম্যান (ঞড়ড়ৎঢ়বধশধু চধঃসধহ), কোবরা মুস্তাফাউই (কড়নৎধ গঁংঃধভধরি), জাহরা তোকি জাবুলি (তধযৎধ ঞড়শযর তধনঁষর), রুবাবা পারওয়ানি ডারউইশ (জঁনধনধ চধৎধিহর উধৎরিংয) এবং আজিজি জালিস (অুরুর ঔধষরং) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন,  জেন্ডার সমতা, নারীর আর্থসামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতারোধ, সংসদীয় কার্যক্রমে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদল বলেন, নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ একটি রোলমডেল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা নারী নির্বাচিত হওয়া সমসাময়িক বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের জেন্ডারভিত্তিক সকল সামাজিক নির্দেশকগুলোর ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব প্রদান করায় এবং তাঁর গৃহীত বিভিন্ন নীতিমালা ও পদক্ষেপের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে নারী উন্নয়নের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
তিনি বলেন, নারী ও শিশুদের উন্নয়নে গৃহীত পদক্ষেপের কারণে এর দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ নারী শিক্ষার ক্ষেত্রে যেমন অগ্রসরমান তেমনি কর্মেক্ষেত্রেও তারা অবদান রাখছে। তিনি তৈরি পোশাক শিল্পের উদাহরণ তুলে ধরে বলেন, এ খাতে শতকরা প্রায় ৮০ ভাগ কর্মী নারী এবং তারা বৈদেশিক অর্থ উপার্জনে অবদান রাখছে।
স্পিকার বলেন, কর্মজীবী নারীদের জন্য বর্তমান সরকার ডরমিটরি চালু করেছে এবং তাদের শিশু সন্তানদের  জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। নারী ও পুরুষদের একসাথে কাজ করার সুযোগ থাকায় নারী-পুরুষ কর্মীদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এতে কর্মপরিবেশের উন্নতি ঘটেছে।
#        
মোতাহের/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৫৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৮২


বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে কলসিন্দুর ও খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :

    বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এ ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহীর বাগমাড়ার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় উন্নীত হয়েছে।
    আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি জেলার কাউখালী ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে। এ খেলায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    অপরদিকে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই মাঠে ঝিনাইদহ জেলার শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন।  
#
        
রবীন্দ্রনাথ/অনসূয়া/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৮১  


ডেপুটি স্পিকারের নিকট চর কনভেনশন রিপোর্ট-২০১৫ হস্তান্তর  

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :

    ‘প্রথম জাতীয় চর সম্মেলন-২০১৫’ পরবর্তীতে ন্যাশনাল চর কনভেনশন রিপোর্ট-২০১৫ এবং চর উন্নয়নে চরবাসীর ১৪ দফার প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে। চরবাসীদের উন্নয়নকে আরো এগিয়ে নিতে ন্যাশনাল চর অ্যালায়েন্স এর পক্ষ থেকে চর কনভেনশন রিপোর্ট ও প্রস্তাবনা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
    আজ সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ন্যাশনাল চর অ্যালায়েন্স কর্তৃপক্ষ এ রিপোর্ট ও প্রস্তাবনা হস্তান্তর করেন।
    অক্সফাম বাংলাদেশের কোঅর্ডিনেটর মুজাহিদুল ইসলাম, সিএলপি’র পরিচালক রাবেয়া ইয়াসমিন, কেয়ার বাংলাদেশ এর কোঅর্ডিনেটর শেখর ভট্টাচার্য, উন্নয়ন সমন্নয় এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর শাহীন উল আলম, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, ন্যাশনাল চর অ্যালায়েন্স এর সদস্যসচিব জাহিদ রহমান এবং ডেপুটি স্পিকারের কার্যালয়ের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
    ডেপুটি স্পিকার বলেন, চর অঞ্চলের অতিদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার যে বাজেট বরাদ্দ রেখেছে তার সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার জন্য হাওর উন্নয়নবোর্ডের মত একটি চর উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন।
    তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানউন্নয়নে রাস্তাঘাট সংস্কার, বিদ্যুতায়ন, সোলার প্যানেল স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে কাজ করলেও কোনো সুনির্দিষ্ট প্লাটফর্ম না থাকায় সমন্বিত উন্নয়ন সম্ভব হচ্ছেনা। তাই তিনি সকল এনজিওকে একটি প্লাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।
#
মিজানুর/অনসূয়া/খাদীজা/রফিক/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা

Handout                                                                                                                 Number : 480

Bangladesh reaffirms the unwavering commitment to the Palestinian people for an independent homeland

Foreign Minister receives President Mahmoud Abbas

Dhaka, 14 February : 

            Foreign Minister Abul Hassan Mahmood Ali, MP received Palestinian President Mahmoud Abbas early hours in this morning at the VVIP terminal of Hajrat Shahjalal International Airport, Dhaka during his short stop over on the way to Japan. At the airport lounge, they exchanged views on different bilateral and regional issues of mutual interest.

            Foreign Minister Ali conveyed greeting from the President Md. Abdul Hamid and the Prime Minister Sheikh Hasina to the Palestinian President. President Mahmoud Abbas briefed the Bangladesh Foreign Minister on the updates on the Israeli atrocities on Palestinian people and land as well as the longstanding impasse on the peace process.

            Terming Bangladesh as an ‘unflinching proponent’ of Palestinian just causes, Mahmoud Abbas expressed deep gratitude of the people and the government of Palestine to Bangladesh for its continued support and assistance to Palestine. He also expressed sincere thanks for offering opportunities of higher studies for a good number of students as well as training of armed forces members of Palestine in Bangladesh.

            Foreign Minister of Bangladesh reaffirmed the unwavering commitment of Bangladesh to the Palestinian people for their struggle for an independent homeland. Prime Minister Sheikh Hasina is always vocal in the UN, OIC, NAM and other international fora in support of Palestinian causes, he added. Foreign Minister called upon the world leaders to take urgent and meaningful initiatives to resolve the Palestinian issue.

            Palestinian President was accompanied by, among others, Foreign Minister Dr. Reyad Al Malki, President’s Spokesman Nahel Abu Rodani, Diplomatic Advisor Dr. Majdi Al Khaldi and Economic Adviser Mustafa Abu Al-Rub. From Bangladesh side State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid MP, Chief of Protocol, Director General (West and Central Asia) and other senior officials from the Foreign Ministry were present. Charge de Affairs and officials from the Embassy of Palestine were also present to receive the Palestinian President. Ambassadors of the UAE, Saudi Arabia & Qatar, Charge de Affairs of Oman, Egypt, Iraq & Libya and DCM of Morocco were also present to greet him.

            Bangladesh Foreign Minister extended an invitation to the Palestinian President and also to his Palestinian counterpart to pay bilateral visit to Bangladesh to witness the enormous goodwill of the people of Bangladesh for Palestine.

            At the end of the meeting the two Foreign Ministers met the press.

#

Khaleda/Anasuya/Khadiza/Rezzakul/Asma/2016/1230 hours 

Todays handout (4).doc