Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুন ২০১৫

তথ্যবিবরণী 8/5/2015

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৫৭

গণশিক্ষামন্ত্রীর পুরস্কার বিতরণ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে ফৈজুন্নেসা ও পলিচরা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

 /
ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :

    ছেলেদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এবং  মেয়েদের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর ফাইনাল খেলা আজ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট বিভাগের জৈন্তাপুরের করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের ফৈজুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় ঢাকা বিভাগের ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর বিভাগের ১নং পলিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান টুর্নামেন্ট দু’টির চ্যাম্পিয়ন ও রানারস আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক খেলারই জয় পরাজয় থাকবে। এতে হতাশ হওয়ার কিছু নেই, খেলাধুলায় অংশগ্রহণই বড়কথা। মন্ত্রী বলেন, প্রতিযোগিতার মানসিকতা নিয়ে বড় হয়ে দেশ গড়ার কাজে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।  
    
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম ও অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলমগীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    
#
রবীন্দ্রনাথ/সাইফুল্লাহ/রফিকুল/আব্বাস/২০১৫/২০২৬ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৫৬

বাজার তদারকি
৩৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, নেত্রকোণা, মুন্সিগঞ্জ ও ঝালকাঠিতে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৭ প্রতিষ্ঠানকে এক লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে সুরুচি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, রসনা বিলাসকে ৫ হাজার টাকা ও হাজী বিরিয়ানি এন্ড মিনি চাইনিজকে ৮ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে সোহাগ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন চকবাজার এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা, রংপুর সদরে ৬টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার ৫শ’ টাকা, নেত্রকোণা সদরে ৮টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, মুন্সিগঞ্জ সদরে ১৪টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা এবং ঝালকাঠি সদরে ১টি প্রতিষ্ঠানকে ৫শ’টাকা জরিমানা করা হয়।
#
সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

(Joynal Abedin)

Handout                                                                                       Number : 1655

Joynal Abedin Press Secretary to the President

Dhaka, June 8 :

          Joynal Abedin, Additional Principal Information Officer of Press Information Department, has been appointed as the Press Secretary to the President.

          Ministry of Public Administration, in a circular, informed this today.

          An officer of 1984 batch of BCS (Information -General) Cadre, Joynal Abedin, during his long career, served the government at different capacities.

#

Saifullah/Mizan/Zashim/Rezaul/2015/1954 hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৬৫৪
 
ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কোন পণ্যের সরবরাহে  ঘাটতি বা মূল্যবৃদ্ধির কোন আশঙ্কা নেই। বাজারে চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য বর্তমানে মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য এখন স্থিতিশীল রয়েছে। হঠাৎ করে কোন পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গত কোন কারণ নেই।
    মন্ত্রী আজ ঢাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন, মূল্য স্থিতিশীল ও যৌক্তিকপর্যায়ে রাখার লক্ষ্যে পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, কৃত্রিম উপায়ে কোন পণ্যের সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করা হলে বা  কোন পণ্যের মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে সরকার আইনমোতাবেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করবে। মন্ত্রী বলেন, শুধু রমজান মাস নয়, সারাবছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিকপর্যায়ে রাখতে হবে। এজন্য পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে দেশের মিডিয়ার ভূমিকা অনেক।
    তোফায়েল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিকপর্যায়ে রাখার জন্য চাহিদামোতাবেক সরকার সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে সরকার সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিগতদিনে ব্যবসায়ীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, আগামী দিনগুলোতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে সরকার বিশ্বাস করে।
    মন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে প্রতিবছরের ন্যায় এবারও টিসিবি ডিলার এবং ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে। দেশে এখন আর অবরোধ ও হরতালের নামে নাশকতা  নেই, পণ্য পরিবহণে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বাজারে পণ্য সরবরাহে যাতে কোন ধরনের বাধা বা সমস্যার সৃষ্টি না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
    সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর ফল আমদানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতি ও সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহামদ, বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ও সিটি গ্রুপের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, বিভিন্ন মার্কেট কমিটির প্রতিনিধি, সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বারাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা গোয়েন্দা সংস্থা,  কৃষি মন্ত্রণায়ের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
#

বকসী/সাইফুল্লাহ/আলম/মোশারফ/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৫৩
 
এক হাজার ৭৯৫ শিক্ষকের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকুরি স্থায়ীকরণ

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :
    শিক্ষা মন্ত্রণালয় আজ স্কুল-কলেজের ১৭৯৫ শিক্ষকের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকুরি স্থায়ী করেছে।
    শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আজ দু’টি ভিন্ন বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
    ৫ম গ্রেডে ৮ বছর সন্তোষজনক চাকুরিকাল পূর্তিতে ৫৮৫ সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপককে ৪র্থ গ্রেড প্রদান করা হয়েছে।
    অপর একসভায় ৫৮৫ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকুরি স্থায়ী করা হয়েছে।
    এছাড়া, সভায় ২০২ প্রধানশিক্ষকের পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়েছে।
    সভায় শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

সুবোধ/সাইফুল্লাহ/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা    
 
                                                   (জয়নাল আবেদীন)
তথ্যবিবরণী                                           নম্বর : ১৬৫২
                                     
জয়নাল আবেদীন রাষ্ট্রপতির প্রেস সচিব

 
ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :

    তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

    বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন তাঁর সুদীর্ঘ চাকরিকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

#
সাইফুল্লাহ/মিজান/জসীম/আব্বাস/২০১৫/১৯১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৫১


সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন
 আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান

 
ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন সময়-আজ ৮ জুন হতে
১১ জুন পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার সময় হতে কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

    রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ দায়িত্ব প্রদান করেন।


#
সাইফুল্লাহ/মিজান/জসীম/আব্বাস/২০১৫/১৭৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৬৫০

শিশুকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবধরনের
সুযোগ সুবিধা নিশ্চিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার
                                                - ডেপুটি স্পিকার
ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ববোধ ও মাতৃত্ববোধের কারণে বাংলাদেশে আজ শিশু অধিকার নিয়ে বিভিন্ন শ্রেণির শিশুদের সাথে বসে তাদের দাবী ও অধিকারের বিষয়ে সভা সেমিনার ও সংলাপের মত পরিবেশ সৃষ্টি হচ্ছে। সরকার সকল শিশুকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে  সব ধরণের সুযোগ সুবিধা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    ডেপুটি স্পিকার বলেন, শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো প্রতিটি অভিভাবকের নৈতিক দায়িত্ব। সকল শিশুকে শিক্ষার সুযোগ দেয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব তেমনি তাদের স্কুলমুখি করার দায়িত্বও  আমাদের নাগরিক সমাজ ও প্রতিটি বিবেকবান মানুষের। সকল পথশিশুদের  শিক্ষা গ্রহণ করতে এবং তাদের স্কুলমুখী হওয়ার জন্য সব ধরণের সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠাগুলোকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

    অনুষ্ঠানে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা(সিএসআর) সম্পর্কিত নীতিমালা দ্রুত বাস্তবায়ন এবং সিএসআর এর আওতায় শিশুদের পুনর্বাসনের  ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    আজ জাতীয় সংসদ ভবনে আইপিডি কনফারেন্স হলে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা টেরি দাস হোমস এর সহযোগিতায় সোস্যাল এ্যান্ড ইকোনোমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) কর্তৃক আয়োজিত ‘কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি, পথশিশু ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।

    অনুষ্ঠানে সিপ এর নির্বাহী পরিচালক ফজলুল হক চৌধুরী এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, সংসদ সদস্য কাজী রোজী, আপরাজেয় বাংলাদেশের আমিনা বেগম, টেরি দাস হোমস এর কান্ট্রি ডিরেক্ট্রর মাহমুদুল কবির প্রমুখ।   
                                                              
#

স্বপন/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৪৯
 
সুস্থ সবল জাতি গঠনে শরীর চর্চার কোনো বিকল্প নেই
                                                   -- শিল্পমন্ত্রী
ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :
    শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে সুস্বাস্থ্যের অধিকারী ও মেধাবী জনগোষ্ঠি গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক উদ্দীপনা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ-সবল জাতি গঠনে শরীর চর্চার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।  
    শিল্পমন্ত্রী আজ ‘৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শালআর্ট প্রতিযোগিতা-২০১৫’ উপলক্ষে আয়োজিত শতাধিক ছাত্রীর যোগাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ মার্শালআর্ট কনফেডারেশন রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এতে সভাপতিত্ব করেন।
    শিল্পমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও মার্শালআর্ট ক্রমেই জনপ্রিয় হচ্ছে। কোনো ধরনের অস্ত্র-শস্ত্র ছাড়াই আত্মরক্ষার এ কৌশল তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া যুগিয়েছে। বর্তমান সরকার মার্শালআর্টের মত শারীরিক কসরতের প্রসারে জিমনেসিয়াম তৈরিসহ দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি মার্শালআর্ট ও যোগাসনের মত শরীর চর্চার প্রসারে বেসরকারি পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্ব দেন।
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসিকতা ও অসীম ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের দুঃসময়ে তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদান ছিল অনন্য। তিনি কোনো নির্যাতন বা অপকৌশলের কাছে আত্মসমর্পন না করে ইস্পাত কঠিন দৃঢ়তায় বঙ্গবন্ধুর পাশে এসে দাঁড়িয়ে সাহস যুগিয়েছিলেন। বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ অনুসরণে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মৌলবাদ ও জঙ্গিবাদের সাথে কোনো ধরনের আপোস করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
    উল্লেখ্য, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিকে অমøান করে রাখতে বাংলাদেশ মার্শালআর্ট কনফেডারেশন ‘৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শালআর্ট প্রতিযোগিতা-২০১৫’ এর আয়োজন করেছে। তিনদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় ১ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন।
#

আলমগীর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬৪০ ঘণ্টা    

Handout                                                 Number : 1648
Repatriation of victims of human trafficking from Myanmar begins


Dhaka, 8 June:

A group of 150 Bangladesh Nationals has been repatriated from Myanmar to Bangladesh today. The repatriation process took place at Ghundum border point in Naikhyongchari Upazilla in Bandarban District. The present group was part of the 200 victims of human trafficking rescued by the Myanmar authorities on 21 May 2015.

The repatriation process is a manifestation of Bangladesh’s overall commitment and seriousness in carrying out the repatriation within the shortest possible time. Officials of the Bangladesh Mission in Yangon and Sittwe, obtained quick consular access, collected and sent antecedents of all self-identified Bangladeshis for verification with the view to expediting return of the rescued Bangladeshis.

The entire process was overseen by the Ministry of Foreign Affairs with close coordination with the Ministry of Home Affairs, Police, BGB authorities and local district administration. Prior to the commencement of the process, border forces convened a flag meeting to facilitate return of verified Bangladeshis.

#

Nripendra/Mohammad Ali/Anasuya/Khadiza/Shukla/Rezzak/Lovely/2015/1610 hours



তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৪৭
 
পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :  

    ১৪৩৬ হিজরি সনের (২০১৫) পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত, বেলা ১:১৫ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

    ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস অতি জরুরি ঐ সকল প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

#

আলমগীর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩২০ ঘণ্টা   


    

        Handout                                                   Number : 1646

International Seminar on Bangladesh Garment Industry held in USA

New York, (8 June)

     State Minister for Women and Children Affairs Meher Afroze Chumki, MP and State Minister for Labor and Employment Mujibul Haque Chunnu, MP, has said that the government is very much concerned and active to ensure safety for the Bangladesh garments industry.
    They said this while attending an International Seminar on 'Transformation Challenges and Opportunities in Bangladesh Garment Industry' on 6 June at the Harvard University at Boston in the USA. The seminar was organized jointly by Harvard University South Asia Institute and Harvard University Centre for the Environment and International Sustainable Development Institute (ISDI), Inc.
    State Minister for Women and Children Affairs mentioned that empowerment of women is a priority issue for the Government of Bangladesh. The female workers are the driving force for the vibrant RMG sector and Bangladesh is not lagging behind the other RMG-exporting countries in terms of improving the living conditions and factory safety.
          State Minister for Labor focused on the measures already taken for workplace safety and compliance. He specially mentioned the amendment of the Bangladesh Labor Act 2006 to ensure workers’ welfare, rights and safety and promoting trade unionism and collective bargaining. In line with this, National Occupational Health and Safety Policy has also been adopted-he added. 
    The participants of the seminar agreed that there has been visible and impressive progress in improving the situation in this sector since the Rana Plaza Tragedy, but more is needed to be done.
    Participants from various countries, development partners, UN agencies, garment manufacturers, exporters, brands, retailers, ACCORD, ALLIANCE, safety experts, and representatives from BGMEA, BKMEA, Union leader and worker rights groups from Bangladesh attended the seminar.
    Mikail Shipar, Secretary, Ministry of Labor and Manpower and Md. Shameem Ahsan, ndc, Consul General of Bangladesh in New York were also present.

#

Shameem/Mohammad Ali/Anasuya/Khadiza/Shukla/Rezzak/Lovely/2015/1240 hours


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৪৫
বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :    
    
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৯ জুন ২০১৫ ‘বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবস উপলক্ষে আমি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও সুবিধাভোগীদের শুভেচ্ছা জানাচ্ছি।

স্বাস্থ্য ও সামাজিক সেবা এখন আর কোন একক বিষয় নয়। সামগ্রিক বিবেচনায় এতে অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ও স্বাস্থ্য বিজ্ঞান, পুষ্টি, আইন এবং নীতিশাস্ত্রের মত বিষয়। বর্তমান বিশ্বে সমগ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও সামাজিক সেবার আওতায় আনা যেকোন দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি এ কাজের ক্ষেত্রকে আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় রেখে তাদেরকে এ সেবার আওতায় আনা নিঃসন্দেহে কষ্টসাধ্য কাজ। এ প্রেক্ষিতে দিবসটির এবারের প্রতিপাদ্য 'অপপৎবফরঃধঃরড়হ: ঝঁঢ়ঢ়ড়ৎঃরহম ঃযব উবষরাবৎু ড়ভ ঐবধষঃয ধহফ ঝড়পরধষ ঈধৎব' অত্যন্ত সময়োপযোগী।

আমাদের সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। রূপকল্পে স্বাস্থ্য ও সামাজিক খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমানে দেশে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। অটিজম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং অটিস্টিক শিশুদের পুনর্বাসনে আমাদের উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

আমি আশা করি, দেশের স্বাস্থ্য ও সামাজিক সেবায় নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা উন্নয়নে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড কাজ করবে। এ সকল প্রতিষ্ঠানের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ভূমিকা রাখবে।

আমি বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস-২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৪৪

বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :    

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

“বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) প্রতি বছরের মত এবারও বিশ্বের অন্যান্য দেশের সাথে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস-২০১৫’ উদ্যাপন করছে জেনে আমি আনন্দিত।

ক্রমবর্ধমান জনসংখ্যার বর্ধিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যার প্রয়োজনীয়তা প্রতিনিয়তই বাড়ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যাক্রিডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য 'অপপৎবফরঃধঃরড়হ: ঝঁঢ়ঢ়ড়ৎঃরহম ঃযব উবষরাবৎু ড়ভ ঐবধষঃয ধহফ ঝড়পরধষ ঈধৎব' যা অত্যন্ত সময়োপযোগী। তাছাড়া অ্যাক্রিডিটেশন বিশ্ববাণিজ্যে কারিগরি বাধা দূরীকরণে সহায়ক বলে এটি দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণেও বিশেষ অবদান রাখতে সক্ষম।

আমি জেনে খুশি হয়েছি যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড শুরু থেকেই দক্ষতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যাক্রিডিটেশন প্রদান করছে। এর ফলে দেশীয় পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি দেশে-বিদেশের ভোক্তা ও গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জিত হয়েছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাপক উৎসাহব্যঞ্জক বলে আমি মনে করি। আমি আশা করি বিএবি পরিবর্তনশীল বিশ্বের পণ্য ও  সেবা সামগ্রীর মান ও চাহিদার প্রতি সজাগ থেকে বাংলদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের আওতায় নিয়ে আসতে তৎপর থাকবে।

আমি ‘বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস-২০১৫’ এর সাফল্য কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#
আজাদ/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১২১০ ঘণ্টা   

Todays handout (5).doc