Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০২২

তথ্যবিবরণী ৫ এপ্রিল ২০২২

Handout                                                                                                                      Number : 1452

 

Independence Day, 50th anniversary of

Bangladesh-US bilateral ties celebrated in Washington
 

Washington DC, April 5 : 

The 52nd Independence and National Day of Bangladesh and the 50th anniversary of bilateral relations between Bangladesh and the USA were celebrated in a befitting and festive manner.

            The Bangladesh Embassy in Washington D.C. hosted a grand reception to celebrate these historic occasions.

Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen was present at the reception as the Chief Guest, while U.S. Agency for International Development (USAID) Deputy Administrator Ambassador Isobel Coleman was spoke as the Guest of Honour.

Awami League Joint General Secretary Mahbub-ul Alam Hanif, MP; Member of the Parliamentary Standing Committee on the Ministry of Foreign Affairs Nahim Razzaq, MP, were present at the function as the special guests.

The ceremonial part of the program began with playing of the national anthems of Bangladesh and the United States.  A video message delivered by US Secretary of State Antony J. Blinken on the 50th anniversary of  Bangladesh-US bilateral ties was screened.

            In his video message, the US Secretary of State said: "I'm delighted to join you in celebrating the five decades of diplomatic relations between Bangladesh and the United States." Blinken noted that on April 4, 1972, President Richard Nixon sent a letter to Prime Minister Bangabandhu Sheikh Mujibur Rahman, establishing diplomatic ties, predicting that the ties and goodwill between our people would grow for the years to come. Secretary  Blinken expressed his hope that the ties between Bangladesh and  the US would grow deeper in the coming days through enhanced collaboration in the areas of mutual cooperation and stronger people to people connections.   

Foreign Minister Dr. Abdul Momen, in his speech, reaffirmed that Bangladesh deeply values its partnership with the United States and the two countries share the similar values and principles for upholding democracy and human dignity and adherence to global peace and security. He said the government led by Prime Minister Sheikh Hasina is committed to create a stronger, durable and ever-flourishing friendship with the USA. Dr. Abdul Momen said Bangladesh-USA economic relationship now stands on a sound footing, and Bangladesh nurtures strong trade and business ties with the United States. He said Bangladesh firmly believes that its relationship with the USA will further flourish in the next 50 years. Foreign Minister Dr. Momen thanked the US government for extending support to Bangladesh during the COVID-19 pandemic and for their persistent commitment and continued efforts towards a durable solution of the Rohingya crisis.

USAID Deputy Administrator Isobel Coleman, in her remarks, highly praised Bangladesh's tremendous socioeconomic development and said the people of the country have made it clear that they are capable of reaching the next milestone.

Bangladesh Ambassador Shahidul Islam, in his welcome remarks, stressed on undertaking mutually beneficial programmes, actions and initiatives in the year of 50th anniversary to exhibit the strength of Bangladesh-US relationship and to advance this very important partnership.

The Reception was attended by the members of a high-level delegation from Bangladesh including Foreign Secretary Ambassador Masud Bin Momen and Principal Staff Officer of the Armed Forces Division Lt. Gen. Waker-Uz-Zaman, high representatives of the US government including White House National Security Council Sr. Director Sumona Guha, Deputy Assistant Secretary of State for South and Central Asian Affairs Ambassador Kelly Keiderling, USAID Deputy Assistant Administrator Anjali Kaur, members of diplomatic community, think tanks, business and media representatives, academia and prominent members of Bangladeshis diaspora in the US.

#

Sajjad/Nice/Rafiqul/Mahmud/Salim/2022/2200 Hrs.

Handout                                                                                                                                                          Number : 1451

Secretary of State Blinken and Foreign Minister Momen

agrees to enhance bilateral ties for next 50 years

Washington DC, April 5 : 

Foreign Minister Dr A K Abdul Momen and US Secretary of State Antony Blinken held bilateral meeting yesterday in Washington DC, on the very day of the 50th Anniversary of the establishment of bilateral relations between two countries. During the meeting two side discussed the whole gamut of US-Bangladesh bilateral relations. 

Bangladesh Foreign Minister thanked the United States for providing more than 61 million doses of COVID-19 vaccine so far, the highest received by any country from the US. Stating that Bangladesh has made huge socio-economic progress in last 50 years, Foreign Minister Momen termed the US as an all-time friend of Bangladesh in its journey towards development as the largest trading partner as well as the largest investor in accumulated term. He appreciated that the US has finally determined that genocide took place in Myanmar in 2017, and opined that the US should suspend GSP and reimpose sanctions on Myanmar in order to put pressure so that Myanmar resolves the crisis. He opined that the US need to diversify investment portfolio, and can consider investing in the infrastructure sector in Bangladesh. He also urged for assistance from the US in developing blue economy, opining that this may enable two countries to work together in building a secure Indo-Pacific region. 

US Secretary of State Blinken underscored also on looking forward for next 50 years, with tremendous potentials. He appreciated Bangladesh’s leadership in climate actions, generosity towards the Rohingyas, and role in the UN Peacekeeping Mission. He also expressed satisfaction about the cooperation two countries are having in combatting the pandemic. He expressed his satisfaction about the Partnership Dialogue held last month and the upcoming Security Dialogue, and opined that a new momentum has been created. He also thanked Bangladesh for voting in favour of the humanitarian resolution on Ukraine in the UN General Assembly. 

Regarding the sanctions on RAB, US Secretary recognized the agency’s important counterterrorism role, but stated that lifting sanctions, resuming training might take time. Secretary Blinken appreciated that Bangladesh is reexamining the Digital Security Act (DSA). Appreciating ongoing works of the tripartite group on labour rights, he underscored that labour rights issue is an important determinant of Biden Administration’s foreign policy. Noting that Bangladesh is not getting development finance from the DFC due to the labour rights issues, he stressed upon resolving all impediments. He positively responded to the proposal of deepening maritime cooperation as two countries have shared goal of free and secure Indo-Pacific. 

On labour rights issues, Foreign Minister Momen informed that Bangladesh has formulated a roadmap with the ILO and the EU, and sought for US participation in the process. Regarding the human rights related issues, he stressed upon the fact that there are some noticeable developments in last four months. He emphasized that Bangladeshi law enforcers need training from the US on rules of engagements, and informed that there is an inbuilt system of inquiry in the RAB, which tracks all allegations; and number of personnel have been penalized. Depicting the context of the creation of RAB in 2004, he underscored that the RAB has played pivotal role in Bangladesh’s counter-terrorism efforts; which may be undermined by the sanctions. He also sought for US Secretary of State’s attention and assistance for realizing the deportation of Rashed Chowdhury, the convicted killer of the Father of the Nation. He also requested Secretary Blinken’s assistance in expediting the matter of opening Dhaka-New York direct flight. Bangladesh Foreign Minister underscored US Secretary of State on Bhasan Char and requested US assistance for the Rohingyas there. Foreign Minister Momen also invited Secretary Blinken to visit Bangladesh in near future. 

Earlier, Foreign Minister Momen met USAID Administrator Samantha Power. During the meeting, both sides discussed about issues of mutual concern. Two sides discussed in details the political and humanitarian aspects of the Rohingya crisis, and Administrator Power assured of continued US assistance. They also discussed on the climate change cooperation and on possible adverse effect of Ukraine crisis. 

Bangladesh Foreign Minister also met US Senator Chris Van Hollen, President of National Democratic Institute (NDI) Ambassador Derek Mitchell, and Director of New Lines Institute Mr. Azeem Ibrahim. He also attended, as the Chief Guest, in the Reception hosted by the Bangladesh Embassy in Washington DC on the occasion of the 50th Anniversary of Diplomatic Relations.

#

Mohsin/Pasha/Rahat/Enayet/Rafiqul/Mahmud/Salim/2022/19.00 Hrs.

 

তথ্যবিবরণী                                                                                                                                        নম্বর : ১৪৫০

 

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট চিঠি দেয়াতে চুপসে গেছেন নিন্দুকেরা

                                                   --তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :

 ‘দেশের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর যারা লাফালাফি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পরে নিশ্চয়ই তারা চুপসে গেছেন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। 

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। 

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সেই চিঠিতে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে উন্নয়নশীল বিশ্বের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরো বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং রোহিঙ্গাদের সহায়তাদানসহ অনেকগুলো ক্ষেত্রে একযোগে কাজ করছে। গত ৫০ বছরের মতো ভবিষ্যৎ ৫০ বছর এবং তারপরও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেছেন জো বাইডেন।

‘যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চমৎকার সম্পর্ক এবং ভবিষ্যতে তা আরো দৃঢ় হবে -এই চিঠির মাধ্যমে তা প্রমাণিত হয়’ বলেন ড. হাছান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী, আমাদের উন্নয়ন অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার।  ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নিষেধাজ্ঞা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়ার এক সপ্তাহের পরেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকা প্রশংসা করেছিলো। এ বিষয়ে উভয় দেশ কাজ করছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হচ্ছে।’ 

এসময় নিত্যপণ্যের মূল্য বিষয়ে বিএনপি’র বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘মানুষের মধ্যে স্বস্তি আসলে বিএনপির মধ্যে অস্বস্তি বেড়ে যায়। এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া এবং বিভিন্ন স্থানে ট্রাকে করে স্বল্প আয়ের মানুষকে স্বল্প মূল্যে পণ্য দেয়ায় মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসছে, এতে বিএনপির অস্বস্তি বেড়েছে। বিএনপি দ্বি-চারিতা করে, প্রতিদিন সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ে কথা বলে আর ভেতরে ভেতরে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের পণ্যের দাম বাড়াতে উৎসাহ দেয়।’

দেশের আইন-আদালত নিয়ে বিএনপি’র বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের আইন এবং আদালত স্বাধীন বিধায় অনেক আওয়ামী লীগের এমপির বিরুদ্ধেও আদালতের রায় হয়, তারা হাজতে এবং জেলখানায় যায়। আইন এবং আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বিধায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অনেক মামলায় জামিন পায়। আমি মনে করি দেশে বিএনপি’র নেতৃত্বে যে অগ্নিসন্ত্রাস হয়েছে, সেগুলোর হুকুমের আসামি হচ্ছে মির্জা ফখরুলসহ তাদের আরো অনেক নেতারা। এ সমস্ত মামলায় তারা জামিন পেয়েছে, যেটি সমীচীন নয় বলে আমি মনে করি।’ 

সাংবাদিকরা বিদ্যুৎখাতে ভরতুকি দেয়া ঠিক আছে কি না -এ প্রশ্ন করলে হাছান মাহ্‌মুদ বলেন, ‘ভরতুকি দেয়া না হলে বিদ্যুতের দাম আরো বাড়াতে হয়, সাধারণ মানুষের অসুবিধা বিবেচনায় রেখে বিদ্যুৎখাতে ভরতুকি দেয়া হয়। সরকার কৃষিখাতেও হাজার হাজার কোটি টাকা ভরতুকি দেয়। বিশ্বব্যাংক, আইএমএফ অবশ্যয় ভিন্ন পরামর্শ দিয়েছিলো। কৃষিখাতে ভরতুকি দেয়ার সুফল হচ্ছে আজকে বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম হলেও ধান, সবজি ও মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে ৭ম। আলু এখন আমরা বিদেশে রপ্তানি করি। ভরতুকি দেয়ার কারণে আমাদের অর্থনীতি, কৃষি ও সার্বিকভাবে দেশ উপকৃত হচ্ছে।’ 

#

আকরাম/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/রেজাউল/২০২২/১৭৫২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ১৪৪৮

 

২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফালাফল ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে গত ১ এপ্রিল অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফালাফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণাকালে মন্ত্রী জানান, করোনায় দেশের সংকটকালেও সরকার সুষ্ঠুভাবে লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছে। পরীক্ষাটি গ্রহণে কোনো ধরনের অনিয়িম যাতে না হয় সেজন্য ৩টি আলাদা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল। প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। এজন্য এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে কোনোরকম অনিয়ম দেখা দেয়নি।

ফলাফল প্রকাশের সময় বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যা মোট প্রার্থীর শতকরা ৯৭ দশমিক ৩ ভাগ। এই পরীক্ষায় পাশ নম্বর পেয়েছে ৭৯ হাজার ৩৩৭ জন প্রার্থী। যা মোট প্রার্থীর শতকরা ৫৩ দশমিক ১৩ ভাগ। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন এবং মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে সুমাইয়া মোসলেম মিম। লিখিত পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫। ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর হচ্ছে ৯১ দশমিক ৫ নম্বর।

উল্লেখ্য, সরকারি ৩৭টি ও বেসরকারি ৭২টি মেডিকেল কলেজের মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৩৫০টি ও বেসরকারি ৬ হাজার ২৮৯টি আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পাশ করেছে। এদের মধ্যে সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন ও মেয়ের সংখ্যা ২ হাজার ৩৪৫ জন। আসন বিভাজনের ক্ষেত্রে এবছর মেধা কোটায় রয়েছে ৩ হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন উপজাতীয় কোটায় ৩৩ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

#

মাইদুল/পাশা/রফিকুল/রেজাউল/২০২২/১৫৫৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১৪৪৯

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। এ সময় ৬ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।   

গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।

#

জাকির/পাশা/রফিকুল/মাহমুদ/রেজাউল/২০২২/১৫৫৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ১৪৪৭                                                  

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের উষ্ণ সম্পর্কের ভিত্তি দিয়েছিলেন বঙ্গবন্ধু

        -পররাষ্ট্রমন্ত্রী

 

ওয়াশিংটন ডি.সি, (৫ এপ্রিল) :

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৯৭৪ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় ভিত্তি পায়। তখন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অভিন্ন উদ্দেশ্য পূরণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হতে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী গতকাল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে আয়োজিত ‘৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ ও নাহিম রাজ্জাক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেনের সাথে বৈঠককে ফলপ্রসূ অভিহিত করে ড. মোমেন বলেন, ‘আগামী ৫০ বছরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আশাব্যঞ্জক আলোচনা করেছি।’ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থনদানের জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং খ্যাতিমান ব্যক্তিবর্গের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ প্রদান সংক্রান্ত রেজুলেশনের পক্ষে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি জর্জ বুশ ১৬ বারের মধ্যে ১৫ বারই সমর্থন দেয়ার বিষয় স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবিক মর্যাদা, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ৬ কোটির অধিক ভ্যাকসিন দিয়ে সহযোগিতা প্রদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং মানবিক সহায়তায় এককভাবে তাদের বৃহত্তম সহায়তা প্রদানের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। 

ড. মোমেন বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, নারীর ক্ষমতায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার উল্লেখ করেন এবং বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারে শেখ হাসিনার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার-উজ-জামান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব কামরুল হাসান, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মোঃ গোলাম সারোয়ার, পররাষ্ট্র সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মোহসিন/পরীক্ষিৎ/রেজ্জাকুল/মাসুম/২০২২/১২৫৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৪৪৬

একনেক সভায় ১২ হাজার কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন

 

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩ হাজার ৪৩২ কোটি ৩১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।

প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে ‘আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স (ইউডিসিজি)’ প্রকল্প; ‘ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; এবং ‘বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্প; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘রাষ্ট্রপতি মোঃ আবদুল  হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ’ প্রকল্প; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়)’ প্রকল্প; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস হোষ্টেল নির্মাণ/পুনঃনির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প যথাক্রমে ‘Irrigation Management Improvement (For Muhuri Irrigation) (৩য় সংশোধিত)’ প্রকল্প; ‘তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিস্কাশন ব্যবস্থার  উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়)’ প্রকল্প; ‘নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সেচ ও নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প; এবং ‘কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলায় নদী তীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন এবং খাল পুনঃখনন’ প্রকল্প; বিদ্যুৎ বিভাগের  ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্প এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ প্রকল্প।

 পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

          সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

শাহেদুর/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/রেজ্জাকুল/মানসুরা/২০২২/১৩০০ ঘণ্টা

 

2022-04-05-16-07-71de543c3977389a1fabd7d423590998.doc