তথ্যবিবরণী নম্বর: ১৯২৬
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেল সচিবের আকস্মিক পরিদর্শন
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর):
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম আজ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে অনিয়মের সাথে জড়িত থাকায় একজন কনস্টেবল, একজন অন বোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আকস্মিকভাবে পরিদর্শনকালে স্টেশনের সার্বিক বিষয়াদি পরীক্ষা করেন। তিনি পরীক্ষাকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ৭৪৩ নং আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নং- গ-তে ৬ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করেন।
যাত্রীদের ভাষ্যমতে তাদেরকে ট্রেনে কর্তব্যরত একজন কনস্টেবল টাকার বিনিময়ে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেয়। কর্তব্যরত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। এছাড়াও ট্রেনের খাবার গাড়িতে কিছু বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। বিনা টিকিটে শনাক্তকৃত যাত্রীদের জরিমানাসহ টিকিট (ইএফটি) প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে খাবার গাড়িতে দায়িত্বরত অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ইমরান সেন্টু ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজ্জাককে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়। একইসাথে, অনবোর্ড সেবাপ্রদানকারী ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান দু'টিকে পরবর্তী কার্যদিবসে ‘কারণ দর্শানো’র জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
#
রেজাউল/পবন/মোশারফ/সেলিম/২০২৪/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯২৫
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাচনে
একেএম শামসুদ্দিন সভাপতি এবং মামুন মহাসচিব নির্বাচিত
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর):
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সভাপতি এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ।
আজ রাজধানীর তথ্য ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক দেওয়ান ফলাফল ঘোষণা করেন।
#
মাহবুবুর/পবন/ফেরদৌস/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯২৪
জলবায়ু প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে
-- শারমীন এস মুরশিদ
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর):
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উচিত স্বল্পোন্নত এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করা, যাতে অত্যধিক কার্বন নিঃসরণের ফলে জলবায়ুর যে অভিঘাত তা নিরসনে পরিবেশবাদী-সহ সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং সরকারিভাবে জলবায়ুর ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায়। তিনি বলেন, বনায়ন, জলাভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি রক্ষা-সহ সমাজে নারীর যাবতীয় বিপর্যয় রক্ষার জন্য জলবায়ুর ধ্বংসাত্মক প্রভাবকে মোকাবিলা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপদেষ্টা আজ আগারগাঁও মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে দু’দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা ঘোষণা পত্র- ২০২৪ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সম্মেলনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জলবায়ু ফাউন্ডেশনের উপ আঞ্চলিক পরিচালক সাইনান হাগটন, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেবট্ এন্ড ডেভেলপমেন্ট এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্কের আহ্বায়ক লিডি ন্যাকপিল এবং এ সম্মেলন কমিটির আহবায়ক ও সদস্য সচিব শরীফ জামিল।
এস মুরশিদ বলেন, এ সম্মেলনের মাধ্যমে জলবায়ুর ন্যায্যতার জন্য লড়াই করতে এবং একটি শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্মেলনে বাংলাদেশের ব-দ্বীপ উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণ জলবায়ু ন্যায্যতার জন্য জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
#
রফিকুল/পবন/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯২৩
কোমলমতি শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করতে
সকলকে দায়িত্ব পালনের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
যশোর, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যার সমাধান এবং কাঙ্ক্ষিত মান উন্নয়ন করা আমাদের লক্ষ্য। বাচ্চারা কি শিখছে- সেটা আমাদের মূল বিবেচ্য বিষয়। এটা যেন আগামীতে আমাদের সকল প্রচেষ্টায় প্রতিফলিত হয়। এ লক্ষ্যে প্রাথমিক স্কুলের আগের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নৈতিক দায়িত্ব প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা। মাঠপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের একইসঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করতে কর্মকর্তা ও নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা।
উপদেষ্টা আজ যশোর সার্কিট হাউজে যশোর জেলার মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম, অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাশার, বিভাগীয় পরিচালক ডঃ মোঃ শফিকুল ইসলাম।
উপদেষ্টা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষকরা বাচ্চাদের সাক্ষরতা শেখায়। সাক্ষর হওয়া মানেই নিজের ভাষায় পড়তে, লিখতে ও মনের ভাব প্রকাশ করতে পারা। চারপাশের সবকিছু থেকে বাচ্চারা শিখতে থাকে। সেই সাথে নীতি ও নৈতিকতা শিখতে পারে চারপাশের মানুষদের আচরণ দেখে। শিক্ষকদের আচরণ, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নৈতিকতা ও আচরণ থেকেও বাচ্চারা নৈতিকতা শিখে। প্রাথমিকের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গাণিতিক দক্ষতার কাঙ্ক্ষিত উত্তরণ করতে পারলেই প্রাথমিক বিদ্যালয়গুলোর মূল লক্ষ্য অর্জিত হবে। একই সঙ্গে শিক্ষকদের সামাজিক আচরণের বিকাশে ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ ভূমিকা রাখতে হবে।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সারাবছর লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য কার্যকর আশুপদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উপদেষ্টা পরে যশোরে হোটেল অরিয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালা’-এ প্রধান অতিথির বক্তৃতা করেন।
#
জাহাঙ্গীর/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯২২
দোহা ফোরামে অংশগ্রহণ করছেন হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান
দোহা (কাতার), ৭ ডিসেম্বর:
রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান চলমান দোহা ফোরামে অংশগ্রহণ করছেন। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মোঃ শফিকুর রহমান।
কাতার সরকারের আয়োজনে ২২তম দোহা ফোরাম আজ শুরু হয়েছে। The Innovation Imperative। ‘Diplomacy, Dialogue, Diversity’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী ফোরামটি শেষ হবে আগামীকাল ৮ ডিসেম্বর। প্রায় শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং এতে উদ্বোধনী ভাষণ দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
গতকাল কাতারের দোহায় বাংলাদেশ- কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশি আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
এসময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন।
প্রবাসীদেরকে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
এদিকে হাই রিপ্রেজেন্টেটিভ কর্তৃক আজ এবং আগামীকাল দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
#
কামরুল/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯২১
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছে
- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর):
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছে এ কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবে তারা যেন ক্ষমতা নয় বরং দায়িত্ব পালন করে এধরনের বার্তা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণআকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে ‘গণআকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মানুষে-মানুষে সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ধর্মীয় পরিচয়ে বিভাজন করা এটা মোটেও কাম্য নয়-আমাদের দরকার মানুষের পরিচয়। আমাদের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা তাদেরকে ভয় পাই না। কারণ আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা করেছে। ভারতও আমাদের সেই গণঅভ্যুত্থান ঠেকাতে পারেনি। তাদের এই প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি আরো বলেন, আমাদের সন্তানরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে, যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি। এসময় উপদেষ্টা শুধু বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান।
জুলাই-আগস্টে শহিদদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, আপনাদের প্রতি অন্যায়-অবিচার হোক সরকার তা কোনভাবেই চাইবে না। আপনাদের সন্তানের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও অনেক আহতরা শহিদে পরিণত হচ্ছে, শহিদদের তালিকা বাড়ছে যা বেদনাদায়ক।
বক্তারা ছাত্র-শ্রমিক-জনতা-কৃষকদের অধিকারের প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংবিধান সংস্কার বা সংবিধান পুনর্লিখন হোক-তা যেন জনগণের জন্য হয়। এমন সংবিধান হতে হবে যেখানে দেশের মানুষের সাম্য ও মর্যাদার অধিকার প্রতিষ্ঠিত হয়।
গণ-আকাঙ্ক্ষা মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড. হাসনাত কাইয়ূম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম সারওয়ার। এছাড়া ছাত্র-শ্রমিক-জনতা-কৃষক প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
মামুন/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা