Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২১ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৩৯০৫

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র আলোচনা

ঢাকা, ৭ পৌষ( ২১ ডিসেম্বর):
    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রেসিডেন্ট ড. অলি আহমদ, বীর বিক্রম এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষযে আলোচনায় অংশগ্রহণ করেন।
    রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান। তিনি বলেন, গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    বঙ্গভবনে আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য এলডিপি’র প্রেসিডেন্ট ড. অলি আহমদ রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি রাষ্ট্রপতির উদ্যোগের প্রশংসা করে বলেন, সমগ্র জাতি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দিকে তাকিয়ে আছে। তিনি আরো বলেন, অনেক সময় আইনের মাধ্যমে যা করা সম্ভব নয় আলোচনার মাধ্যমে তা করা সহজতর হয়। তিনি সার্চ কমিটি গঠনে তাদের মতামত তুলে ধরেন।
    প্রতিনিধিদলের সদস্য এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল করিম আব্বাসী, এডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল গনি, মো. কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী এবং তমিজ উদ্দিন টিটু আলোচনাকালে উপস্থিত ছিলেন।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুর রহমান এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৩৯০৬

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে কৃষক শ্রমিক জনতা লীগের আলোচনা

ঢাকা, ৭ পৌষ( ২১ ডিসেম্বর):
    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আজ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
    রাষ্ট্রপতি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান। তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আলাপ আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব।
    আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এ উদ্যোগ নিযে রাষ্ট্রপতি যথাযথ অভিভাবকের ভূমিকা পালন করছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবেন।
    প্রতিনিধিদলের সদস্য কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম নাসরীন কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, ময়মনসিংহ জেলা সভাপতি প্রিন্সিপাল এম এ রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম সরকার লাল, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, যুব আন্দোলনের সভাপতি হাবিরুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ আহমেদ ও মহিলা  নেত্রী  মনোয়ার বেগম মনি, এডভোকেট রফিকুল ইসলাম এবং আবুল  হোসেন মল্লিক আলোচনাকালে উপস্থিত ছিলেন।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুর রহমান এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

#

মাহমুদুল হাসান/মাহমুদ/রেজাউল/২০১৬/২০৪৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৯০৪

শ্রম অসন্তোষ নিরসনকল্পে বিজিএমইএ’র সাথে বৈঠক করা হবে
                                              -- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, শ্রম অসন্তোষ নিরসনকল্পে বিজিএমইএ’র সাথে বৈঠক করা হবে। বিজিএমইএ আশ্বস্ত না হলে  মালিকরা কারখানা খুলবেন না। এক্ষেত্রে শ্রমিকদের পক্ষ থেকে কারখানা খোলার জন্য অনুরোধ আসতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবে। যেসব মালিক আইন মানবেন না তাদের বিরুদ্ধেও  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
    তিনি আজ রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে ‘আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে  এক প্রতিনিধি সভা’য় এসব কথা বলেন। গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ এই সভার আয়োজন করে।
    নৌপরিবহণ মন্ত্রী  ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক  শাজাহান খান সুস্থ ধারায় আন্দোলন করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।  আশুলিয়ার পোশাক শিল্পের শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কারখানায় ফিরে যান এবং বিধিসম্মতভাবে সরকার ও মালিকদের কাছে দাবি উত্থাপন করুন।’
    বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারশেনর সভাপতি মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে   শ্রমিক নেতা  আবুল হোসাইন সভাপতিত্ব করেন। এত অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, সিরাজুল ইসলাম রনি,  বাহারানে সুলতান বাহার, জাহানারা বেগম, লিমা ফেরদৌস, লাভলী আক্তার ও বাবুল আক্তার বক্তব্য দেন।
#

জাহাঙ্গীর/মাহমুদ/আলী/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৯০৩

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় বাঙালিরা এখন শিল্পপতি হতে পেরেছেন
                                                                                  -- শিল্পমন্ত্রী

ঢাকা, ৭ পৌষ( ২১ ডিসেম্বর)
    বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় বাঙালিরা এখন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের মালিক হতে পেরেছেন বলে মন্ত্রব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনের আগে তদানীস্তন পূর্ব পাকিস্তানে বাঙালি শিল্পপতি বলতে তেমন কেউ ছিল না। তখন এ ভূ-খ-ে যেসব কল-কারখানা ছিল, তার প্রায় সবই ছিল পশ্চিম পাকিস্তানীদের মালিকানায়। এমনকি শিল্প কারখানার ব্যবস্থাপনায়ও বাঙালিদের কোনো স্থান ছিল না। বাঙালিরা ছিল শ্রমিক, বড়জোর করণিক। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় আজ বাঙালিরা কেউ ব্যবসায়ী, কেউ শিল্পপতি, ব্যাংকার, বিমা মালিক কিংবা আমলা হতে পেরেছে।
    মন্ত্রী আজ রাজধানীর বিসিআইসি মিলনায়তনে ‘মহান বিজয় দিবস-২০১৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
    সিনিয়র শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস ও মো. দাবিরুল ইসলাম, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বক্তব্য রাখেন
    অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর একটি নির্দেশনায় গোটা নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর অসীম সাহস ও  নেতৃত্বের দৃঢ়তার ফলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিকে এগিয়ে নিচ্ছিলেন, তখনই বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর অসৎ উদ্দেশে তাঁকে সপরিবারে হত্যা করা হয়।
    নৌপরিবহণ মন্ত্রী বলেন, বিজয়ের ফল ব্যর্থ করে দিতে ধর্মের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তির সহায়তায় বিএনপি ধারাবাহিকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এ অপচেষ্টা চলছে। বঙ্গবন্ধু যেমন খুনিদের সাথে কোনো ধরনের আপস করেননি, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আগুণ সন্ত্রাসীদের সাথে কোনো আপস করবে না। তিনি সংলাপের আহ্বানের আগে জাতির কাছে কৃত অপকর্মের জন্য ক্ষমা চেয়ে পাপ মোচন করতে বেগম খালেদা জিয়ার প্রতি পরামর্শ দেন।
#

জলিল/মাহমুদ/আলী/রেজাউল/২০১৬/১৯৪২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৯০২
দেশে আন্তর্জাতিকমানের ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হবে
                                                       -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
    দেশে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি চীন সফরকালে তিনি নিজেই সে দেশের সরকার ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে এধরনের একটি হাসপাতাল নির্মাণে সহায়তা চেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, খুব শীঘ্রই চীনের একটি প্রতিনিধিদল হাসপাতাল নির্মাণে সমীক্ষা চালাতে বাংলাদেশে আসবে। এক্ষেত্রে দেশী বিদেশী উদ্যোক্তাদেরও স্বাগত জানাবে সরকার।
    তিনি আজ রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে বিজয়ের মাস ও বিনামূল্যে স্তন ক্যানসার পরীক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা মোয়াররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
    স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে শিল্পপতি ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসা উচিত। তারা যদি নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে একটি ল্যাবরেটরি বা একটি ওয়ার্ড নির্মাণ করে দেন অথবা একটি আধুনিক মেশিন দান করেন তবে তাদের দেশের গরীব মানুষেরাই উপকৃত হবে।
    হাসপাতালকে তীর্থস্থান মনে করে মানুষকে সেবা দিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিন। নিজের ঘরবাড়ীর যতœ নিতে পারলে কর্মস্থল হাসপাতালেরও যতœ নিতে কেন পারবেন না ? যে যন্ত্রপাতি দিয়ে রোগীর সেবা দিবেন সেই যন্ত্র সবসময় যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখবেন। নিয়মিত হাসপাতাল চত্বর, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
    স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গত বছর থেকে বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যানসার পরীক্ষা কর্মসূচি পালন করে আসছে জাতীয় ক্যানসার ইনস্টিটিউট। এ মাসে এ পর্যন্ত ৫০০ নারীর স্তন ক্যানসার পরীক্ষা সস্পন্ন করেছে সরকারি এ প্রতিষ্ঠানটি।
#

পরীক্ষিৎ/মাহমুদ/আলী/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৯০১

দুই বছরের মধ্যে শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হবে
                                                            -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে শিল্প প্রতিষ্ঠানসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া আবাসিক খাতের জন্য এলপিজি সহজলভ্য করা হবে।
     প্রতিমন্ত্রী আজ ঢাকায় রেডিসন হোটেলে ‘বাংলাদেশের জ্বালানি অর্থনীতি’ শীর্ষক সেমিনারে বক্তব্যকালে এ সব কথা বলেন।
    তিনি বলেন, জ্বালানির ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য পাওয়ার সিস্টেম মাস্টার প্লান-২০১০ পর্যালোচনা করে জাইকার সহযোগিতায় পাওয়ার সিস্টেম মাস্টার প্লান-২০১৫ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ গ্রিন ও ক্লিন এনার্জির ব্যবহারকে উৎসাহিত করলেও আগামী ৩০ বছর গতানুগতিক জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে হবে। এ কারণে আঞ্চলিক জ্বালানি সহযোগিতা আরো বাড়ানো হবে। জল বিদ্যুৎ আমদানিতে আগামী দুই বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হবে। প্রতিমন্ত্রী এ সময় জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতিতে জ্বালানির অবদান, জ্বালানির অন্বেষণ ও সহযোগিতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।   
    সেমিনারে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বদরুল ইমাম, গঊ ঝঙখ ঝযধৎব খঃফ-এর পরিচালক ড্যানিয়েল সিজানোভিস (উবহরবষ ঈরমধহড়ারপ) ও বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম। ওঋঈ-এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উইন্ডি জো ওয়ার্নার (ডবহফু ঔড় ডবৎহবৎ)-এর সঞ্চালনায় সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এধঃব ২১-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এনডার্স হাসেলাজার (অহফবৎদং ঐধংংবষধমবৎ)।
#

আসলাম/মাহমুদ/আলী/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৯০০
 

রুশনারা-তোফায়েল বৈঠক
ব্রেক্সিটের কারণে ক্ষতি হবে না বরং বাণিজ্য বৃদ্ধি পাবে

ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্রেক্সিটের কারণে ক্ষতি হবে না বরং বাংলাদেশ - যুক্তরাজ্য বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের সাথে চলমান বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য। বর্তমানে যুক্তরাজ্য একক দেশ হিসেবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম গ্রাহক। আমেরিকা, জার্মানীর পরই যুক্তরাজ্যের অবস্থান। বাংলাদেশে যুক্তরাজ্যের ২০০-এর বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স¥ারক স্বাক্ষর করেছে। অর্থনৈতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সন্তোষ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি’র সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশে এ সব কথা বলেন।
    বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের ঘনিষ্ঠ ব্যবসায়িক ও উন্নয়ন অংশীদার। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাজ্যে বেশ জনপ্রিয়। বাংলাদেশের চলমান উন্নয়নে যুক্তরাজ্য খুশি। যুক্তরাজ্যের ব্যবসায়ীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। একটি রেল সংযোগ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আরো বিনিয়োগের প্রচেষ্টা চলছে। আশা করা যায় বাংলাদেশে বড় প্রকল্পে যুক্তরাজ্য আরো বিনিয়োগ করবে।
    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ এবং যুগ্মসচিব (এফটিএ) মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।
#

বকসী/মাহমুদ/আলী/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৯৯

সঠিকভাবে ক্রয়কাজ সম্পাদন উন্নয়নের জন্য অপরিহার্য
                                         -- পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী ২০ দেশের কাতারে শামিল করা। লক্ষ্য অর্জনের এ পথ সহজ নয়। এজন্য নানা প্রতিবন্ধকতা টপকে বিস্তর চ্যালেঞ্জ মোকাবিলা করে এগুতে হবে।
    মন্ত্রী আজ ঢাকায় শেরে বাংলা নগরে এনইসি মিলনায়তনে সিপিটিইউ আয়োজিত জাতীয় ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    সিপিটিইউ মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন সদস্য জিয়াউল ইসলাম,বিশ্বব্যাংক অপারেশন ম্যানেজার রাজশ্রী পারালকার এবং আইটিসি-আইএলও টেকসই উন্নয়ন কর্মসূচি ম্যানেজার রাফ ক্রুগার (জধষভ কৎঁমবৎ) বক্তৃতা করেন।
    পরিকল্পনা মন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিকভাবে ক্রয়কাজ সম্পাদন করা চলমান উন্নয়ন অগ্রযাত্রার জন্য অপরিহার্য। সরকারি ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ যথাসময়ে যথাযথভাবে কাজ সম্পাদনে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, আমাদের সীমিত সম্পদ থেকে সর্বোচ্চ লাভ আহরণ করতে হবে। দাতা বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা আমাদের অগ্রগতির ধারাকে বেগবান করবে।
    মন্ত্রী অনুষ্ঠানে ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
#

শেফায়েত/মাহমুদ/আলী/জয়নুল/২০১৬/১৮১৮ঘণ্টা

Handout                                                                                               Number : 3898       

Rushanara Ali calls on Foreign Minister

Dhaka, 21 December :        

            Rushanara Ali MP, the UK Prime Minister’s Trade Envoy for Bangladesh called on Foreign Minister Abul Hassan Mahmood Ali today at the Ministry of Foreign Affairs, Dhaka.  

            During the call on, the Foreign Minister congratulated Rushanara Ali on her being appointed as the British Prime Minister’s Trade Envoy for Bangladesh.

            Mahmood Ali expressed his satisfaction over the signing of a Memorandum of Understanding between Bangladesh Railway and British company DP Rail Ltd. for setting up a 240 kilometer rail line between Dhaka and Payra seaport in Patuakhali’s Kuakata, in her presence yesterday. Mentioning this as the biggest ever foreign direct investment, the Foreign Minister observed that this would be the major breakthrough in the public-private partnership area in Bangladesh.  

            Minister Mahmood Ali expected a strong pursuance from the British Trade Envoy to her government for lifting the temporary ban on direct cargo flights from Dhaka to London. He also hoped that Bangladesh would continue to enjoy the same or better facilities for duty free - quota free (DFQF) market access to the UK market for ‘Everything but Arms’ product and services even after Brexit comes into force. 

            Besides these, bilateral relationship between Bangladesh and the UK, regional connectivity and other international and regional issues were discussed in the meeting.

#

Khaleda/Mahmud/Joynul/2016/1745hours

Handout                                                                                                                Number: 3897

Information Minister at 11th ICIM-OIC, Jeddah

Stop labeling Terrorists as `Islamist’

Jeddah (KSA): December 21:

            Information Minister Hasanul Haq Inu has strongly urged the governments and other statutory entities of the world to cease labeling terrorists as Islamists.

            The minister in his speech at the inaugural session of 11th Islamic Conference of Information Ministers (ICIM) of OIC member states in Jeddah on Wednesday said, ‘Some misguided unscrupulous fanatics’ resorting to terrorist acts in the name of Islam, does in no way allow calling those fanatics as Islamists. Islam is a religion of peace and does not endorse terrorism.’

            ‘But different quarters have been using the term ‘Islamist Terrorist’ that leads to taint the image of Islam. Let us from this conference, urge all governments and other statutory entities  of the world to abandon misusing the term `Islamists’ as a prefix to `Terrorists’, he said.

            Chair of the conference Saudi Arabian Minister of Culture and Information Adel Al Toraifi praised Bangladesh’s proposals as Inu placed an 11 point proposal in the session on countering terrorism and ‘Islamophobia’ through traditional and New Media in line with the conference theme ‘Role of New Media in Confronting Terrorism and Islamophobia’.

            His eleven proposals include activating alim-ulamas, imams, madrasahs and Islamic institutes to raise voice against terrorism, government initiatives for mass campaign, quick condemnations of terror acts, media to downplay the terrorists, 365 days a year program in media preaching the truth- Terrorism is not Islam, engaging media in combating terrorism and `Islamophobia’, development and uploading of Islamic content in New Media, highlight the inclusiveness of Islam in order to embrace rest of the world, formulation of 'OIC Policy on New Media and Cyber safety', more inter-faith dialogues and shun calling terrorists as Islamists.

            Information Minister Inu voiced high hopes that with concerted efforts the OIC members would be able to harness New Media’s power to preach the slogan- ‘Islam means Peace. And terrorism is not Zihad’.

            Inu also mentioned Bangabandhu Sheikh Mujibur Rahman’s attending the second OIC Summit in 1974 as a visionary decision to express Bangladesh’s solidarity with aspirations of the Organization of Islamic Cooperation. The minister also said, ‘Bangladesh under the leadership of Prime Minister Sheikh Hasina is ready to share and exchange digitalization experiences with OIC member states.’  

            Other members of Bangladesh delegation include Additional Secretary Saraf Uddin Ahmed, Deputy Permanent Representative to OIC Dr. Md. Nazrul Islam and Senior Information and PR Officer of the Ministry of Information Mir Akram Uddin Ahammad.

            After the two-day conference, preceded by two-day senior officials meeting, the Minister is expected to return Dhaka on 24 December early morning.

#

Akram/Mahmud/Ali/Rezaul/2016/1740 hours

Handout                                                                                                      Number : 3896   

Indonesian Foreign Minister concludes  Dhaka visit

Dhaka, 21 December :           

Foreign Minister of the Republic of Indonesia Retno L.P. Marsudi, concluded her Bangladesh visit after paying courtesy call on Prime Minister Sheikh Hasina on 20th December.

Earlier she met Foreign Minister A.H. Mahmood Ali in the morning and this is the first visit of the Indonesian Foreign Minister Marsudi to Bangladesh.

The two Foreign Ministers discussed ways and means to further strengthen bilateral cooperation. They exchanged views on pertinent regional issues, particularly the evolving humanitarian crisis in the Rakhine State of Myanmar and resulting influx of Muslim population from the Rakhine State seeking shelter into Bangladesh.

Foreign Minister Ali stressed on the need for addressing the root cause of the protracted problem by ensuring basic rights of the people. He assured the Indonesian Foreign Minister that following her “Zero Tolerance” policy, Bangladesh does not allow her territory to be used by terrorists against the neighbours. He also expressed Bangladesh’s willingness to continue to cooperate closely with Myanmar in the security domain, apart from the evolving groupings known as BCIM-EC and BIMSTEC.

The two Foreign Ministers discussed the threat of radicalization in the region and emphasized on effective cooperation among the regional countries to face the challenge. Foreign Minister Mahmood Ali mentioned that Vulnerabilities and unaddressed grievances of the deeply frustrated Rakhine population could be exploited by transnational networks for spreading radicalization. Bangladesh is ready to cooperate with Myanmar to address this threat, he said. The ministers also discussed scope of cooperation in combating human trafficking.

The visiting Foreign Minister of Indonesia attended a joined briefing by UNHCR and IOM. Then she, accompanied by Mahmood Ali, went to Ukhia, Cox’s Bazar by helicopter to visit the Kutupalong Refugee Camp and surrounding makeshift camps there. There, the visiting Minister met the registered refugee and listened to their stories. State Minister for Foreign Affairs, Md. Shahriar Alam, MP, Foreign Secretary Md. Shahidul Haque, Representative of UNHCR in Bangladesh Shinji Kubo, IOM Chief of Mission Sarat Dash, accompanied the two Foreign Ministers during the visit.

   #

Khaleda/Anasuya/Dipankar/Rezzakul/Shamim/2016/1631 hours

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৯৫ 

দুর্যোগকালে প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে
                                - সায়মা হোসেন
ঢাকা, ৭ পৌষ ( ২১ ডিসেম্বর)
    প্রতিবন্ধীতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আগামী ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বিশে^র সকল দেশের প্রতিবন্ধী সংস্থাসহ বিদেশী সহ¯্র অতিথিকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। প্রতিবন্ধীতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
    আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের আহবায়ক সায়মা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, টাস্কফোর্সের সদস্য সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির কাঠামো পরিবর্তন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে কমিটির চেয়ারম্যান এবং সায়মা হোসেনকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়। 
    সভায় ঢাকা সম্মেলনে গৃহীত ৮ দফা ঘোষণা, এর কর্মপন্থা নির্ধারণ ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সায়মা হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সকল ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর নিরাপত্তা, অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিবেচনা করতে হবে। তিনি বলেন প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। দুর্যোগে তারা আরও ঝুঁকিতে থাকেন। তাই তাদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
    সভা শেষে সংবাদকর্মীদের ব্রিফিংকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, দেশে ১৫ লক্ষের মতো প্রতিবন্ধী আছে। এর ১০-১৫ শতাংশ জন্মগত প্রতিবন্ধী। বাকিরা বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে প্রতিবন্ধী হয়েছেন। এ সংখ্যা দৃশ্যমানহারে কমিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সকল প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।

#

ওমর ফারুক/অনসূয়া/দীপংকর/গিয়াস/শহিদ/শামীম/২০১৬/১৬৩১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৯৪ 

বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে
                                     -নৌমন্ত্রী
ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
নৌপরিবহণ মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। উন্নয়নের ধারাকে ব্যাহত করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে তিনি নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নৌমন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধু হিমালয়সম ব্যক্তিত্ব। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তাঁর অর্থনৈতিক মুক্তি আন্দোলন চলমান রয়েছে। সে আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
নৌমন্ত্রী বলেন, ’৭৫ পরবর্তী স্বাধীনতা বিরোধি গোষ্ঠী বঙ্গবন্ধুর নাম ও ‘জয়বাংলা’ শ্লোগান মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তাদের  সে চক্রান্ত সফল হয়নি।  একজন বীর মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে স্বাধীনতা বিরোধি গোষ্ঠীর কোন ষড়যন্ত্র সফল হবেনা।

#
জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৯৩ 

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক 
ঢাকা, ৭ পৌষ (২১ ডিসেম্বর) :
জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৫তম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, বিশেষ ভাতা, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণোত্তর সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়া স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে ভাতা প্রদানের বিষয়টিও বিবেচনা করার সুপারিশ করা হয়। 
কমিটি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক ইত্যাদি রোগে আক্রান্ত রোগীর আবেদনের সত্যতা যাচাইপূর্বক স্বল্প সময়ের মধ্যে তাদের অনুকূলে সরকারি সাহায্যের অর্থ পৌঁছানোর বাস্তব পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। এছাড়া জটিল রোগীদের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে সত্যতা যাচাই সংক্রান্ত কমিটির নীতিমালাটি সহজ করারও সুপারিশ করে। 
বৈঠকে ভিক্ষুকমুক্ত কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া কমিটি দারিদ্রমোচনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্পের উপজেলাওয়ারি অর্থ আদায় ও অনাদায়ীরও একটি পরিসংখ্যান প্রকাশের সুপারিশ করে।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#
হালিম/অনসূয়া/গিয়াস/শহিদুল/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                  

Todays handout (9).docx