Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 3/2/18

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৯৭
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) :
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৪টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং ক্যা¤েপ ৩ শত ৫ জন পুরুষ ও ৩ শত ৪২ জন নারী মিলে ৬ শত ৪৭ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ শত ২৭ জন পুরুষ ও ১ শত ৪৩ জন নারী মিলে ২ শত ৭০ জন, থাইংখালী ক্যাম্পে ১ শত ৩৭ জন পুরুষ ও ১ শত ৬১ জন নারী মিলে ২ শত ৯৮ জন, বালুখালী ক্যাম্পে ৯৯ জন পুরুষ ১ শত ৩৬ জন নারী মিলে ২ শত ৩৫ জন এবং পুরোদিনে ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৪ শত ৫০ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৫৭ হাজার ৮ শত ৭ জনের নিবন্ধন করা হয়েছে। 
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ৩ ফেব্রুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮ শত ২০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
 
#
 
সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৩৯৬
 
দেশে সুষম উন্নয়ন হচ্ছে
  -- এলজিআরডি মন্ত্রী
                              
ফরিদপুর, ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) : 
 
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আজ দেশে সুষম উন্নয়ন কর্মকা- বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী  আজ  ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি হাইস্কুলে আয়োজিত জনসভায় বক্তৃতায় একথা বলেন। 
 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা এবং সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী।
 
মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশ এখন অর্থনীতিতে সমৃদ্ধশালী হওয়ার দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় এলে এই বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।
 
#
 
জাকির/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৯৫
 
মোঃ আবদুল হামিদকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগকে ধন্যবাদ দিলেন  শ্রম প্রতিমন্ত্রী
 
কিশোরগঞ্জ, ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) :
 
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে মোঃ আবদুল হামিদকে মনোনয়ন প্রদান করায় বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক।
 
প্রতিমন্ত্রী আজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কন্দরপদীতে হাজী এম এ মান্নান বিএবিটি বিদ্যাপীঠের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ ধন্যবাদের কথা জানান।  
 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় বাবা-মার  প্রতিটি সন্তান যেন স্কুলে যায়, একটি সন্তানও যেন শিশুশ্রমে নিয়োজিত না হয়। তিনি এসডিজি বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশুশ্রম নিরসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
  
প্রতিমন্ত্রী বলেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের দুই মেয়াদে গত ৯ বছরে কিশোরগঞ্জ জেলায় অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের  ফলে এ ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।
 
হাজী এম এ মান্নান বিএবিটি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ রফিকুল হক বেনুর সভাপতিত্বে কিশোরগঞ্জ-২ আসন (পাকুন্দিয়া-কটিয়াদী) এর সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান এবং জেলা জজ কোর্টের পিপি ও আওয়ামী লীগ নেতা শাহ আজিজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
 
#
 
আকতারুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৯৪
 
কেশবপুরকে মডেল উপজেলায় পরিণত করা হবে
                             -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
কেশবপুর (যশোর), ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) :
 
কেশবপুরকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে আলতাপোল ও বরণডালী গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, কেশবপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে মানুষের আর্থসামাজিক অবস্থার গুণগত পরিবর্তন এসেছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কেশবপুরকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করাসহ এখানে একটি ইকোপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি ইকনোমিক জোন স্থাপন করা হবে। এগুলো বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় আরো ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোলমডেল। 
 
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
মাসুম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩৯৩
 
দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক তৈরি করতে হবে
       ---শিক্ষামন্ত্রী
ঢাকা, ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) : 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য --আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। তারাই সব ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ করে তাদেরকে গড়ে তুলতে হবে। একইসাথে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে তাদেরকে তৈরি করতে হবে। 
 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর কুড়াতলিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর  ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় একথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য সরকার গুরুত্ব দিয়ে এ খাতকে তদারকি করছে। সরকার উচ্চ শিক্ষার চাহিদাপূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগতমান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
 
শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত করতে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষায় জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে।
 
শিক্ষামন্ত্রী আরো বলেন, এআইইউবি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। 
 
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, এআইইউবি বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা বক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া এস বার্নিকাট।
 
সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ৬৭৪ জন ছাত্রছাত্রীকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক বিতরণ করেন। 
 
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩৯২
 
সারাদেশে ১ হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে
        ---ধর্মমন্ত্রী
ঢাকা, ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) : 
 
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, দীনী শিক্ষার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে ১ হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে। ইসলামের প্রচার-প্রসার এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 
 
মন্ত্রী ঢাকায় আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের অতুলনীয় দৃষ্টান্ত। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।  
 
ইসলামিক ফাউন্ডেশন এবং বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বদিউজ্জামান সাঈদ নুরসীর জীবন ও চিন্তা এবং দীনী শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এবং ইস্তাম্বুল ফাউন্ডেশনের পরিচালক সাঈদ ইউসি এমপি।
 
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্যের দুরহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কলিন টার্নার, তুরস্কের সুলেমান ডেমিরেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইসহাক ওজাল, উসকুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলপারসলান এসিকজেন, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ ফরিদ অ্যালাতাস ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ডাঃ খিজির হায়াত খান প্রমুখ। সভায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও আলেম-ওলামা অংশ নেন।
#
 
নিজাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩৯১ 
 
চৌধুরী জিন্নাতুন নেসার মৃত্যুতে সংসদ উপনেতার শোক
 
ঢাকা, ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) : 
 
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাবেক সংসদ সদস্য জুয়েল চৌধুরীর মাতা চৌধুরী জিন্নাতুন নেসা এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। চৌধুরী জিন্নাতুন নেসা আজ সকাল ৬টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
 
আজ এক শোকবার্তায় উপনেতা বলেন, চৌধুরী জিন্নাতুন নেসা ছিলেন নিবেদিতপ্রাণ, মানবিক গুণের অধিকারী এক মহীয়সী নারী। তার মৃত্যুতে নগরকান্দাবাসী একজন জনদরদী সমাজসেবীকে হারালো।
 
উপনেতা মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
কামাল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭২৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩৯০  
 
শেখ হাসিনার একক উদ্যোগেই পদ্মা সেতুর দৃশ্যমান সাফল্য সম্ভব হয়েছে
                                                                   ---ভূমিমন্ত্রী
আটঘরিয়া (পাবনা) ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) : 
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন বিদেশি সহযোগিতা ছাড়াও একক ইচ্ছায় বাঙালি জাতি এত ব্যয়বহুল সেতু নির্মাণ করতে জানে। তিনি বলেন, সড়ক যোগাযোগের অন্যতম নেটওয়ার্ক হলো সেতু। প্রধানমন্ত্রীর একক উদ্যোগের কারণেই পদ্মা সেতুর দৃশ্যমান সাফল্য সম্ভব হয়েছে।
আজ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সুজাপুর কদমতলী হাট সংলগ্ন রতœাই (চিকনাই) নদীর উপর ৩১৭ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের ৫ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। 
#
 
রেজুয়ান/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭২৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩৮৯  
 
ভুটানের প্রধানমন্ত্রীর সাথে শিল্পমন্ত্রীর বৈঠক 
বাংলাদেশ থেকে অধিক পরিমাণে ওষুধ আমদানি করবে ভুটান
 
ঢাকা, ২১ মাঘ (৩ ফেব্রুয়ারি) : 
 
বাংলাদেশ থেকে অধিক পরিমাণে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী  ঞংযবৎরহম ঞড়নমধু। এসময় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, গুণগতমানের জন্য বাংলাদেশি ওষুধ ক্রমেই ভুটানে জনপ্রিয় হচ্ছে। 
 
‘এডভেনটেজ আসাম (অফাধহঃধমব অংংধস)’ শীর্ষক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে ভারতের আসাম সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে তিনি এ আগ্রহের কথা জানান। গতকাল গৌহাটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসময় ভুটান ও বাংলাদেশের মধ্যে কানেকটিভিটি জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ, ভুটান থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ ও নির্মাণ পাথর আমদানি, বাংলাদেশ থেকে ভুটানে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি, যৌথ উদ্যোগে শিল্পায়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। 
 
বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী সেদেশের হেল্থ ট্রাস্ট ফান্ডে আগামী এক বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওষুধ সরবরাহের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বলেন, ভুটানের জনগণ সবসময় বাংলাদেশের এ উদারতাকে গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে রাখবে। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। তিনি শিল্পমন্ত্রীকে ভুটান সফরেরও আমন্ত্রণ জানান।
 
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে আগ্রহী। এ লক্ষ্যে খুব শীঘ্রই ভুটানের হাইড্রো বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভুটানের সাথে বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে মন্ত্রী জানান। 
#
 
জলিল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭১০ ঘণ্টা
Todays handout (4) (1).docx