Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ডিসেম্বর ২০২০

তথ্যবিবরণী ১৯ ডিসেম্বর ২০২০

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৬৪

 

মিলেনিয়াম যুগের তরুণ-তরুণীদের সৃজনশীল কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে

                                                                                -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মিলেনিয়াম যুগের তরুণ-তরুণীদের সৃজনশীল কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। তারা খুবই মেধাবী। সাংস্কৃতিক কার্যক্রমে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে তাঁদের মনন ও চিন্তার জগৎ আরো সৃজনশীল ও অসাম্প্রদায়িক হবে।

 

          প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ‘মিউজিক অফ বেঙ্গল’ এর প্রথম অডিও এ্যালবাম ‘মহাকবি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

          নসরুল হামিদ বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও দেশপ্রেম বার বার নতুন প্রজন্মের কাছে নিয়ে আসতে হবে। তা কবিতা, নাটক, গান বা অন্য যে কোন মাধ্যমেই হতে পারে। ‘মহাকবি’ শীর্ষক এই এ্যালবামের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সৃষ্টিশীল কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ভবিষ্যতেও সহযোগিতা করবে।

 

          ‘মিউজিক অফ বেঙ্গল’ এর চেয়ারম্যান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দীক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদী খান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বক্তব্য রাখেন।

 

#

 

আসলাম/সাহেলা/সঞ্জীব/সেলিম/২০২০/২২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৬৩

 

উৎপাদনশীলতা বাড়াতে উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি দ্রুত মাঠ পর্যায়ে নিতে হবে

                                                                                 -- কৃষিমন্ত্রী

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

          কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে চাষযোগ্য জমি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফসলের উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি দ্রুততার সাথে মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। অনেক ফসলের উৎপাদনশীলতা স্থিতাবস্থায় রয়েছে। সেজন্য গবেষণা করে খুবই উচ্চফলনশীল জাত উদ্ভাবন করতে হবে। ইতোমধ্যে ব্রি-৮৭, বিনা-১৬ সহ অনেকগুলো উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সকল সংস্থা মিলে এসব জাত ও প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে নিয়ে যেতে পারলে ফসলের উৎপাদনশীলতা বাড়বে।

 

          মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা: নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত খসড়ার ওপর পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

          কৃষিমন্ত্রী বলেন, জিডিপিতে কৃষির অবদান ক্রমশ কমলেও বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির এই গুরুত্ব সবসময়ই থাকবে-দু’টি কারণে। একটি হচ্ছে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও অন্যটি হচ্ছে শিল্পের কাঁচামালের যোগান এই কৃষি থেকে আসে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করতে হলে কৃষিকে আরো বেশি দায়িত্ব নিতে হবে; কৃষিকে আরো সফল করতে হবে।

 

          ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, জ্যেষ্ঠ সহসভাপতি শুভঙ্কর সাহা  প্রমুখ বক্তব্য রাখেন।

 

#

 

কামরুল/সাহেলা/সঞ্জীব/সেলিম/২০২০/২১৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৯৬২

 

এফইআরবি’র উদ্যোগে ‘স্বাধীনতা ৫০ বছর ও বিদ্যুতের অগ্রাযাত্রা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

          আজ ঢাকায় ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের  উদ্যোগে ‘স্বাধীনতা ৫০ বছর ও বিদ্যুতের অগ্রযাত্রা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

 

          প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে দৃশ্যমান সাফল্য পেয়েছে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিশেষ আইনের নেপথ্যের কারণ উল্লেখ করে তিনি বলেন, নিজেদের মেধা ব্যবহার করে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। বিদ্যুতের উৎপাদন একটি মানসম্পন্ন অবস্থায় এসেছে। এখন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দিকে নজর দেয়ার সময় এসেছে। তৃতীয়ত জ্বালানি দক্ষতা, জ্বালানি সংরক্ষণ ও দায়িত্বশীল ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, সংরক্ষণ ব্যবস্থা আবিষ্কৃত না হওয়া পর্যন্ত বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানির প্রসার কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে না।

 

          বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার মূল চালিকাশক্তি বিদ্যুৎ ও  জ্বালানি। গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের নির্দেশনা বঙ্গবন্ধুই দিয়েছিলেন। তাঁর প্রদর্শিত পথে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে। শীঘ্রই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন উদ্‌যাপন করা হবে। মুজিবর্ষে অফগ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হবে।   

 

          ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশের নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ কর্মকার।

 

#

 

আসলাম/সাহেলা/সঞ্জীব/সেলিম/২০২০/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৬১

জয়পুরহাট সদরে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          আজ জয়পুরহাট সদরের পাঁচবিবি এবং জয়পুরহাট সেকশনের ই ৮৪ নম্বর রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

          পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মোঃ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিক কুমার মন্ডল এবং পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা শাকিল আহমেদ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে এ কমিটি দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

#

শরিফুল/সাহেলা/সঞ্জীব/রেজাউল/২০২০/২০৪০ ঘণ্টা

তথ্যববিরণী                                                                                            নম্বর : ৪৯৬০

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আগামী পাঁচ বছরেই দেশে দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের নিচে আসবে

                                                                                        ---স্থানীয় সরকার মন্ত্রী

শিবচর (মাদারীপুর), ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

            প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশের দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের চেয়েও কম হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

            আজ মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৫০০ আসন বিশিষ্ট নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

            মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের হার ১০ শতাংশের বেশি। আর বাংলাদেশে ২০ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দারিদ্র্য যেভাবে হ্রাস পেয়েছে, তার ফলে দেশের দরিদ্রতার হার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিচে আসবে। বাংলাদেশ এতো অল্প সময়ের মধ্যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হওয়ায় বিশ্বে আজ বিস্ময় সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

            মোঃ তাজুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সাথে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, পাল্টে যাবে এই এলাকায় উন্নয়নের চিত্র। ট্যুরিজম, অর্থনীতি এবং শিল্প কল-কারখানা যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর ফলে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে আর দেশে দরিদ্রতার হার কমবে পাঁচ ভাগ।

            স্থানীয় সরকার মন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একশোটি অর্থনৈতিক জোন স্থাপনের উদ্যোগ নিয়েছেন এবং সেখানে প্রায় ত্রিশ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হবে।      

            মন্ত্রী বলেন, পানি প্রবাহ ঠিক রাখা, নাব্যতা ফিরে আনা নদী খনন এবং চর কেটে গতিপথ তৈরি করাসহ জলবায়ুজনিত ক্ষতিরোধে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৩৮ টি প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মা, মেঘনা ও যমুনাসহ বিভিন্ন নদীর ভাঙনে অনেক ঘরবাড়ি, মসজিদ-মন্দির, স্কুল বিলীন হওয়া ঠেকানো সম্ভব হবে।

            তথ্যপ্রযুক্তি খাতে দেশ অনেক এগিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পাঠানোর পর সরকার এখন দ্বিতীয় স্যাটেলাইট পাঠানোর জন্য কাজ করছে। নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হলে শিবচরের মতো দেশের যেকোন প্রত্যন্ত এলাকাতেও ঘরে বসে হাজার হাজার ডলার আয় করা সম্ভব।

            বীর মুক্তিযোদ্ধা, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মেজবাহ উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি'র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

#

হায়দার/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২০/২০২২ ঘণ্টা

তথ্যববিরণী                                                                                            নম্বর : ৪৯৫৯

প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই বাবলুর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাদেক হোসেন বাবলুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। 

          আজ রাজধানীতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬২ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি এবং এ টি এম সৈয়দ হোসেনের পুত্র সাদেক হোসেন বাবলুর ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আকরাম/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২০/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪৯৫৮

সায়মা ওয়াজেদের উদ্যোগেই আজ প্রতিবন্ধীরা অন্ধকার থেকে আলোতে

                                                                      -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

            তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, 'আমাদের দেশে আগে প্রতিবন্ধীদের লুকিয়ে রাখা হতো। কিন্তু এখন বাবা-মা তাদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার কথা ভাবেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদের বিশেষ উদ্যোগেই আজ প্রতিবন্ধীদের জন্য দেশে নানা কার্যক্রম গৃহীত হয়েছে। বিভিন্ন খাতে তারা ভাতা পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে পুরস্কার পাচ্ছেন, অন্ধকার থেকে আলোতে আসছেন।'

            আজ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষি, প্রতিবন্ধিতা ও করোনা বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠান দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো কো-অপারেশন, নরেক এবং বাংলাদেশ কৃষক লীগ পরিচালিত দু'টি গবেষণার ফল উপস্থাপন ও কৃষি সাংবাদিকতায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।

            প্রতিবন্ধী কৃষকদের শারীরিক প্রতিবন্ধিতা জয় করে কৃষিতে অবদান রাখাকে অনুকরণীয় উল্লেখ করে ড. হাছান তাদের অভিনন্দন জানান এবং এ নিয়ে যারা সংবাদ করেছেন এবং যারা সাংবাদিকদেরকেও সম্মাননা দিয়েছেন তাদের সকলেকে সাধুবাদ জানান।

            তথ্যমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে জনসংখ্যা আড়াইগুণ হয়েছে আর প্রতি বছর ২ লাখ একর কৃষি জমি কমলেও কৃষি উৎপাদন বেড়েছে, যা বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপ কারণেই সম্ভবপর হয়েছে। কৃষিজমি যাতে নষ্ট না হয় সেদিকে এবং নগরকৃষি এবং ছাদকৃষির ওপরও জোর দিতে হবে, বলেন তিনি।

            অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের  পরিচালক মাহফুজ হোসেন মৃধা, ইকো-কোঅপারেশন এর হেড অব প্রোগ্রামস্ মোঃ আবুল কালাম আজাদ এবং দি লেপ্রসি মিশনের কান্ট্রি ডিরেক্টর সলোমন সুমন হালদার বক্তব্য রাখেন।

            বক্তারা সম্প্রতি পরিচালিত গবেষণার বরাত দিয়ে জানান, দেশের ৮৬ শতাংশ জন শারীরিক ও কুষ্ঠ প্রতিবন্ধী মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত এবং করোনা মহামারি সময়ে দেশের ৮৮ শতাংশ প্রতিবন্ধী মানুষের আয় কমে গেছে ও পারিবারিক ব্যয় সংকোচনের জন্য এসময়কালে ২২ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের কন্যা সন্তানের বিয়ে দিয়েছেন। ‘বাংলাদেশে কৃষিতে প্রতিবন্ধী মানুষের ভূমিকা’ এবং ‘প্রতিবন্ধী মানুষের জীবন-জীবিকায় কোভিড-১৯ মহামারির প্রভাব’ সম্পর্কিত দুইটি পৃথক গবেষণায় এই তথ্য উঠে এসেছে, জানান তারা।

            কৃষিতে প্রতিবন্ধী মানুষের অবদানভিত্তিক সংবাদের জন্য দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর পক্ষে সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।

            আমাদের সময় পত্রিকার এম এইচ রবিন, দেশ রূপান্তরের মোঃ আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রতিদিনের নিজামুল হক বিপুল, ভোরের কাগজের শেখ মাহতাব হোসেন, বিজয় বাংলাদেশ এর মীর খায়রুল আলম এবং ফ্রিল্যান্স সাংবাদিক রতন মালো সংবাদপত্র বিভাগে এবং চ্যানেল-২৪ এর হাসনাত রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান, ডিবিসি টেলিভিশনের তাহসিনা সাদিক, যমুনা টেলিভিশনের রামিজ আহসান ও জিটিভি’র ফেরদৌস আরেফিন টেলিভিশন বিভাগে পুরস্কার অর্জন করেন।

#

আকরাম/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২০/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৯৫৭

৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ বেতারকে মোবাইল অ্যাপসে সংযুক্ত করলেন তথ্যমন্ত্রী

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'বাংলাদেশ বেতার' অ্যাপস উদ্বোধনের মধ্য দিয়ে ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা এই সংস্থাটির সকল সম্প্রচার এখন সারাবিশ্বে মোবাইলে শোনা যাবার দিগন্ত উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

          আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ বেতারের সকল কর্মকর্তা ও কলাকুশলীবৃন্দ যোগ দেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যের পূর্বে 'বাংলাদেশ বেতার অ্যাপস' এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের দেশব্যাপী সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

          মন্ত্রী এ সময় বলেন, এখন 'সোশ্যাল মিডিয়া'র যুগ, মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি। মানুষ আগের মতো ঘরে-বাইরে আলাদা করে রেডিও শোনে না। হাতে হাতে মোবাইল। মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর চিন্তা করেছি বেতারকে মোবাইলের মধ্যে নিয়ে যেতে হবে, নইলে বেতারকে আবার জনপ্রিয় করে তোলা কঠিন হবে। সেকারণেই মোবাইল অ্যাপসের মাধ্যমে যাতে বেতারের অনুষ্ঠানমালা শোনা যায়,  সেজন্য বেতারকে অনুরোধ জানিয়েছিলাম। এখন অ্যাপসের কল্যাণে দেশের ছয়টি কেন্দ্রের অনুষ্ঠান সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে।

          মন্ত্রী আরো বলেন, অ্যাপসকে পরিচিত করতে প্রচারণা  নিশ্চিত করা জরুরি, কারণ নিজ নিজ মোবাইলে ডাউনলোড করা না থাকলে তো শ্রোতা এই সুবিধা পাবেন না। সুতরাং এই অ্যাপসগুলোকে পরিচিত করতে গণমাধ্যমে  বিজ্ঞাপন প্রচার করা জরুরি।

          মন্ত্রী বলেন, ইতিপূর্বে বেতারের অন্য কেন্দ্রের অনুষ্ঠান দেশব্যাপী শোনা যায় না। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। প্রধান বাণিজ্য নগরী। চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান আজকে থেকে স্যাটেলাইটের মাধ্যমে সব কেন্দ্রের মাধ্যমে শোনানোর ব্যবস্থা করা হয়েছে। অন্য কেন্দ্রগুলোকেও কিভাবে এর আওতায় আনা যায় সে ব্যবস্থা নিতে বেতারের সংশ্লিষ্ট  ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে প্রকৌশলীদের নির্দেশনা দেন মন্ত্রী।

          ড. হাছান এ সময় সমসাময়িক প্রসঙ্গে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীকে অবাক করে দিয়ে  এই করোনা মহামারির মধ্যেও ধ্বনাত্মক জিডিপি ধরে রেখে পৃথিবীর ২২ টি দেশের অন্যতম সেরা স্থানে আসীন। অথচ বিএনপি নেতৃবৃন্দ এ অভূতপূর্ব উন্নয়ন দেখেও দেখে না। তারা ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর বিভ্রান্তি ছড়াতে গিয়ে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।'

          অনুষ্ঠানের পূর্বে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রতিমন্ত্রী, সচিব ও বেতারের মহাপরিচালককে সাথে নিয়ে বেতারের ডিজ্যাবিলিটি ফ্যাসিলিটি লিফট উদ্বোধন করেন।

#

 

আকরাম/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২০/১৯৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৯৫৬

 

ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি করতে হবে

                                    --  টেলিযোগাযোগ মন্ত্রী

                                                                 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের উপযোগী ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরির জন্য আগামী দিনের পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। সামনের দিনের পৃথিবীতে শিক্ষার কি রূপ নিবে, নতুন প্রজন্মের জন্য কি ধরনের শিক্ষার দরকার হবে তা নিরূপণ করার এখনই সময়। প্রচলিত প্রযুক্তি তৃতীয় শিল্প বিপ্লবের। সামনের প্রযুক্তি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, আইওটি, ব্লকচেইন কিংবা বিগডাটাসহ নতুন নতুন প্রযুক্তি। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

 

          মন্ত্রী আজ ঢাকায় ওয়েবিনারে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত কম্পিউটার ও তথ্যযোগাযোগ প্রযুক্তি বিষয়ক ২৩তম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, ৯৬ সালের আগে দেশে তৃতীয় শিল্প বিপ্লবে যোগদানে কার্যত কোন উদ্যোগই গ্রহণ করা হয়নি। কম্পিউটার ও মোবাইল ফোন সাধারণের নাগালে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নসহ বিভিন্ন কর্মসূচি দেশে চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করেন। সারা পৃথিবীর সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনে বঙ্গবন্ধু বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা, টিন্ডটি বোর্ড গঠন, আইটিইউ ও ইউপিইউ এর সদস্য পদ গ্রহণ করে সোনার বাংলা প্রতিষ্ঠার বীজ বপন করেছিলেন বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে গত ১২ বছরে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ। দেশের প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুফল পাচ্ছে। তিনি বলেন, ডিজিটাল সংযোগ প্রতিষ্ঠায় বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের প্রায় সমান পর্যায়ে উপনীত হয়েছে।

 

          বাংলাদেশের নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী উল্লেখ করে দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশের পথিকৃৎ মোস্তাফা জব্বার বলেন, দেশের ৬৫ শতাংশ তরুণ জনগোষ্ঠী আগামী দিনের সমৃদ্ধ জাতি বিনির্মাণের হাতিয়ার। মন্ত্রী বিশাল তরুণ জনগোষ্ঠীকে চতুর্থ শিল্প বিপ্লব যুগের দক্ষ সৈনিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

          আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবদুর রহিম মোল্লাহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন।

 

#

 

শেফায়েত/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২০/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৫৫

লক্ষ্যে পৌঁছাতে নারীদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে

                                 -- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বরিশাল, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, উচ্চ মধ্যম ও সমৃদ্ধিশালী দেশের লক্ষ্যে পৌঁছাতে নারীদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে।

          প্রতিমন্ত্রী আজ বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ ও তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  একথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। নারীদের অগ্রগতির তুলনা করে তিনি আরো বলেন, দশ বছর আগেও নারীরা পিছিয়েছিলেন, কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে নারীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন, যাতে ৩৩ শতাংশ এর নির্ধারিত কোটাগুলো পূরণ সম্ভব হয়। তিনি বলেন, সার্বিক উন্নয়নে ছোট-খাটো বিষয় নিয়ে চিন্তা করলে হবে না। পুরুষদের সাথে নারীদেরও একইতালে কাজ করে যেতে হবে।

          বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শাহে আলম, অধ্যাপিকা শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।

#

আসিফ/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২০/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৪৯৫৪

নতুন প্রজন্মের হাতে ডাকটিকেট পৌঁছে দিতে হবে

                       ---ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকটিকেট অসাধারণ জ্ঞান অর্জনের হাতিয়ার। নতুন প্রজন্মের হাতে জ্ঞানের হাতিয়ার এই ডাকটিকেট পৌঁছে দিতে হবে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডাকটিকেট প্রদর্শনীর পাশাপাশি ডাকটিকেট সংগ্রাহক বৃদ্ধিতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।  

          মন্ত্রী আজ ঢাকায় ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাপেক্স-২০২০ এর চতুর্থ বাংলাদেশ জাতীয় ডাকটিকেট প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন এবং আন্তর্জাতিক ফিলাটেলিক এসোসিয়েশন সভাপতি বার্ণি বেল্টন বক্তৃতা করেন। বাংলাদেশ ফিলাটেলিক এসোসিয়েশন কর্মকর্তা মনির হোসেন অস্ট্রেলিয়া থেকে ওয়েবিনার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বাংলাদেশ ফিলাটেলিক এসোসিয়েশন ও ডাক অধিদপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাকটিকেটের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, বৈচিত্র্যপূর্ণ বিষয়ভিত্তিক, ইতিহাস, সংস্কৃতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিংবা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরার মাধ্যমে ডাকটিকেট একটি দেশ ও জাতির ইতিহাসের বাহক হিসেবে কাজ করে। ডাকটিকেট প্রদর্শনী ভার্চুয়াল মাধ্যমে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে রূপান্তর খুবই তাৎপর্যপূর্ণ বিষয় বলে মন্ত্রী উল্লেখ করেন।

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাকঘরকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সময় তৈরি হয়েছে উল্লেখ করে বলেন, চিঠিপত্র ও ম্যানুয়েল যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল ফর্মেটে তৈরি হওয়ায় ডাকঘরের কাজের পরিধি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ডাক ব্যবস্থার মাধ্যমে পণ্য পরিবহনে ডাকঘরের প্রয়োজনীয়তা অতীতের যেকোন সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, করোনাকালে প্রচলিত পণ্য, বাজার ও বাণিজ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। ডাকঘর সারাদেশে বিদ্যমান বিশাল নেটওয়ার্ক ও অবকাঠামো কাজে লাগিয়ে ডিজিটাল বাণিজ্যে অভাবনীয় ভূমিকা রাখবে। ডাকঘরকে ড

2020-12-19-22-35-62e2df188f5a6d4fb992bcc230ff770f.docx