Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 07/02/2015

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৭২

সরকার শিক্ষার্থীদের  মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে বদ্ধপরিকর
                                                             -- মৎস্য  ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডুমুরিয়া(খুলনা), ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি):

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার শিক্ষার্থীদের  মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ কারণে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নেও নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার সরঞ্জাম সরবরাহের সাথে নিয়মিতভাবে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।

    প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়ার কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    তিনি আরো বলেন, খেলাধুলা যেমন ছেলেমেয়েদের মননশীলতা বিকাশে ভূমিকা রাখে তেমনি স্বাস্থ্য সুরক্ষায় এবং শরীরচর্চায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এ বিষয়ে ছেলেমেয়েদের উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।

    পরে প্রতিমন্ত্রী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
        
#

জিনাত/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৭১

স্থানীয় সরকার ক্ষমতায়ন শক্তিশালীকরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার
                                                           -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি):

    এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার স্থানীয় সরকার ক্ষমতায়ন শক্তিশালীকরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের সরকারের মুখাপেক্ষী না থেকে নিজস্ব রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির পরামর্শ দেন। তিনি বর্তমানে চলমান সহিংসতা নিরসনে জনপ্রতিনিধিদের ইতিবাচক ভূমিকা কামনা করেন।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ডিপ্রাইভড পিপলস্ রাইট্স প্রিজার্ভেশন সোসাইটি আয়োজিত স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে জাতীয় সেমিনার ও তৃণমূল সফল জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

বিচারপতি শিকদার মকবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি আবু কাওসার মোঃ রবিউস সান, মানবাধিকার সংগঠক ডঃ মোঃ শাহজাহান এবং সোসাইটির সভাপতি গোবিন্দ লাল সরকার ও মহাসচিব শাহ আলম চুন্নু বক্তৃতা করেন।

    প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত সফল জনপ্রতিনিধিদের রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সঠিকভাবে মূল্যায়ন করলে জনপ্রতিনিধিদের মধ্যে জনসেবার গুণগতমান বৃদ্ধি পাবে। এতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ সহজ হবে।

    এর আগে প্রতিমন্ত্রী দেশের ৪৬০টি ইউসিসিএ প্রতিনিধিদের কাছে ৪৫ কোটি টাকার ভরতুকির চেক হস্তান্তর করেন। পরে তিনি সোসাইটির সভাপতি ও মহাসচিব কর্তৃক রচিত ২টি বই ‘নজরুল কাব্যে অসাম্প্রদায়িকতা’ ও ‘নরকে অভিসার’ সহ অন্যান্য বইয়ের মোড়ক উন্মোচন করেন।

#

আহসান/ফায়জুল/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২০০০ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৭০

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ প্রকাশ

নিউইয়র্ক, ফেব্রুয়ারি ৭:

    যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেছেন। ১৯৯৫ সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার কর্তৃক প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ‘‘বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (ইঈওট)” এর উদ্যোগে গতকাল আয়োজিত আলোচনাসভায় (খঁহপযবড়হ গববঃরহম) মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বক্তব্য রাখেন।

    বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও ‘‘আঞ্চলিক কেন্দ্র” হিসেবে বর্ণনা করে তিনি বিনিয়োগ আকর্ষণের জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো তথ্যসহ তুলে ধরেন। আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রে বর্তমান সরকারের গুরুত্ব প্রদানের বিষয়টি উল্লেখ করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক কানেকটিভিটি ধারণাকে জোরদার করার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে কয়েকটি দেশ সফর করেন। বাংলাদেশে আর্থসামাজিক বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরে তিনি অধিকহারে জ্বালানি, জাহাজ-নির্মাণ, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, ঔষধশিল্প, সিরামিক, আইসিটি, টেলিযোগাযোগসহ সম্ভাবনাময় ও লাভজনকখাতে বিনিয়োগের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরিপোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার এর ব্যাপারে তিনি ভূমিকা রাখার জন্য মার্কিন বিনিয়োগকারীদের অনুরোধ জানান।  মোহাম্মদ জিয়াউদ্দিনের উপস্থাপনার পরে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ঈরঃরমৎড়ঁঢ়, গধংঃবৎঈধৎফ ওহঃবৎহধঃরড়হধষ, ঊষষরপড়ঃঃ উৎবফমবৎং, ঈড়পধ-ঈড়ষধ ঈড়., ঋড়হঃযবরস ওহঃবৎহধঃরড়হধষ, অসবৎরপধহ ঊধমষব ধহফ ঝরশড়ৎংশু অরৎপৎধভঃ –সহ বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, অংশগ্রহণকারী কোম্পানিগুলোর বেশ কয়েকটি ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে।

    বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে এ আলোচনা দূতাবাস কর্তৃক মার্কিন ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরার অব্যাহত প্রচেষ্টার একটি অংশ।

#

ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৬৯

পুড়ে গেলে তাৎক্ষণিক করণীয়

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি):


১. গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। দৌড়াদৌড়ি করবেন না বা আতঙ্কিত হবেন না।

২. পোড়া জায়গায় প্রচুর পানি ঢালুন। অতিরিক্ত ঠা-া পানি যেমন-বরফ ও ফ্রিজের পানি দেবেন না।

৩. সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাতের কাছে এক বোতল পানি ও ভেজা কাপড় (ভেজা রুমাল) রাখা যেতে পারে।

৪. অন্য কেউ আক্রান্ত হলে ভারি কাপড় দিয়ে জড়িয়ে ধরুন।

৫. যানবাহন বা বদ্ধস্থানে আগুন লাগলে যতদ্রুত নিরাপদ স্থানে সরে আসুন। লম্বা লম্বা শ্বাস-প্রশ্বাস নিন ও নিতে বলুন এবং  মুখ ও নাক পরিষ্কার করে দিন।

৬. পুড়ে যাওয়া অংশে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

৭. আক্রান্ত স্থানে কোন ধরনের অযাচিত চিকিৎসা দেয়া যাবে না যেমন-টুথপেস্ট, ডিম, গোবর, বাটা মশলা, দুধের সর বা অন্যকোন কিছু লাগানো যাবে না।

৮. পোড়া রোগীর চিকিৎসাস্থলে ভিড় করবেন না- কারণ এতে পোড়ার ক্ষতস্থানে সংক্রমণ বেড়ে গিয়ে জীবন সংশয় হতে পারে।

প্রয়োজনে যোগাযোগ করুন ঃ হটলাইন নাম্বার : ০১৭৭৫২৭১১৪১ (জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট)

#

ডা. আবুল কালাম/ফায়জুল/সাইফুল্লাহ/মোশারফ/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৮

জেনেভায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডব্লিউটিও’র ডিজির বৈঠক
বালি প্যাকেজ দ্রুত বাস্তবায়নের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

জেনেভা, ফেব্রুয়ারি ৭:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলতি হাই লেভেল মিটিং-এর অর্জন এবং দোহা ডেভলপমেন্ট এজেন্ডার ডেভলপিং ওয়ার্ক প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে ডব্লিউটিও’র ডিজি ডিজি রোবার্টো আজেভেডোর (জড়নবৎঃড় অুবাবফড়) কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলডিসিভুক্ত দেশগুলোকে সার্ভিস সেক্টরে বাণিজ্য সুবিধা প্রদানের বিষয়ে ডব্লিউটিও সদস্যভুক্ত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী বলেন, বালি মিনিস্ট্রিয়াল মিটিং-এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বিষয়ে নোটিফিকেশন প্রসেস দ্রুত সম্পন্ন করার জন্য ডব্লিউটিও’র ডিজিকে মনিটরিং করাতে হবে। ওয়েভার ডিসিশন বাস্তবায়নে উন্নত দেশগুলোর মনোভাব এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে আশার সঞ্চার করেছে। নির্ধারিত সময়ের মধ্যে বালি প্যাকেজ বাস্তবায়ন করে এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা নিশ্চিত করতে হবে। দোহা রাউন্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যদিয়ে এর  সফল সমাপ্তি ঘটাতে হবে।
    জেনেভায় সফররত বাণিজ্যমন্ত্রী গতকাল ডব্লিউটিও’র ডিজির সঙ্গে বৈঠককালে একথা বলেন।
    তোফায়েল আহমেদ এ উচ্চপর্যায়ের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানোর জন্য ডব্লিউটিও’র ডিজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলডিসিভুক্ত দেশগুলোকে সার্ভিস সেক্টরে সুবিধা প্রদান নিশ্চিত করা প্রয়োজন। সম্মেলনে অধিকাংশ দেশের আশাব্যঞ্জক মনোভাবে এলডিসিভুক্ত দেশগুলো খুশি হয়েছে। মন্ত্রী ডব্লিউটিও’র ডিজিকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ ডব্লিউটিও মেম্বারশিপ ওয়ার্ক প্রোগ্রাম আগামী জুলাই মাসের মধ্যে চূড়ান্ত করবে।
    ডব্লিউটিও’র ডিজি বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, এলডিসিভুক্ত দেশগুলোর সুবিধাসংবলিত বালি প্যাকেজের বাস্তবায়নের বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে বালি প্যাকেজ বাস্তবায়নে আরো বেশি সময় দেয়া হবে।
    পরে তোফায়েল আহমেদ টঘঈঞঅউ এর সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক করেন। এসময় সেক্রেটারি জেনারেল বাংলাদেশের উন্নয়ন কর্মতৎপরতার প্রশংসা করেন এবং বাংলাদেশে ঔষধ শিল্পের উন্নয়নে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
    বাণিজ্যমন্ত্রী সম্মেলনে যোগদানকারী উগান্ডার শিল্প, বাণিজ্য ও সমবায় মন্ত্রী আমেলিয়া এন কিয়ামবাড্ডি (অসবষরধ অহহব কুধসনধফফব) এর সঙ্গে বৈঠক করেন। এসময় উভয়মন্ত্রী এ উচ্চপর্যায়ের সম্মেলনের উৎসাহব্যঞ্জক অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সার্ভিস সেক্টরে সুবিধা প্রদান কার্যকর হলে এলডিসিভুক্ত দেশগুলো উপকৃত হবে। তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে এলডিসিভুক্ত দেশগুলো সুবিধা ভোগের ক্ষেত্রে একত্রে কাজ করার সুযোগ পাবে  এবং ঔষধশিল্পে ট্রিপস ওয়েভার কাজে লাগানো যাবে, যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবার কথা রয়েছে। উগান্ডার মন্ত্রী বলেন, ঔষধশিল্পে ট্রিপস ওয়েভারের বিষয়ে এলডিসিভুক্ত দেশগুলো একত্রে কাজ করে যাবে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে এগিয়ে যাবার প্রশংসা করেন।
#
বকসী/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৬৭

এসএসসি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
রোববারের পরীক্ষা শুক্রবার এবং মঙ্গলবারের পরীক্ষা শনিবার

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি):

    অনিবার্য কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৫ এর আগামীকাল ৮  ফেব্রুয়ারি রোববারের ইংরেজি (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় এবং ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারের ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

#

কুতুব/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৬৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে
সৌদি আরবের স্থায়ী প্রতিনিধির ধন্যবাদ জ্ঞাপন

নিউইয়র্ক, ফেব্রুয়ারি ৭:

     জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আব্দুল্লাহ ওয়াই আল-মোয়াল্লিমী  প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আলসৌদ-এর কৃতিত্ব, মানবতার প্রতি অবদান ও বর্ণাঢ্য জীবনের ওপর জাতিসংঘ সাধারণ পরিষদে আলোচনাকালে বাদশাহর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনকে আন্তরিক ধন্যবাদ জানান।

     সৌদি স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে লেখা এক পত্রে জানান, তাঁর এ বার্তা তিনি সৌদি সরকার, জনগণ এবং বাদশাহ আব্দুল্লাহর পরিবারের নিকট পৌঁছে দেবেন।

#

ফায়জুল/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩৬৫
১৫ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
    গতকাল বাংলাদেশ  কোস্টগার্ড  স্টেশন কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এমভি বাগেরহাট-২ নামক যাত্রিবাহী লঞ্চ হতে ১৫ মণ (৬০০ কেজি) জাটকা ইলিশ আটক করে। আটককৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
    পরবর্তীতে আটককৃত জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, অসহায় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
#
মারুফ/ফায়জুল/মোশারফ/সেলিম/২০১৫/১৭৪০ ঘন্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৬৪

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ
                                             -- ভূমিমন্ত্রী

পাবনা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি):

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বর্তমান সংকট নিরসনে জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

    মন্ত্রী আজ পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান।

    ভূমিমন্ত্রী বলেন, কোমলমতি ছাত্রছাত্রীদের পরীক্ষা বন্ধ করে দেয়া, মানুষ খুন করা ও নাশকতাকারীদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। তিনি রাষ্ট্রকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি ও নাশকতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

    মন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে আমরা অতিক্রম করতে পারি না। মহান সংসদেও আমাদের জবাবদিহিতা রয়েছে। তিনি বলেন, দেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা যেতে চাই। আমরা মনে করি না, নাশকতাকারীরা এতো শক্তিশালী, যে আইনের বাইরে তাদের অবস্থান দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন, দেশের প্রচলিত আইন এবং শাসন ব্যবস্থার মাধ্যমে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব।

    এর আগে মন্ত্রী পাবনা জেলা আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আইনজীবীদের নৈরাজ্য ও নাশকতাকারীদের আইনগত সহায়তা না করার অনুরোধ জানান। তিনি বলেন, যারা গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করে, জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের ক্ষতিসাধন করছে তাদের আইনগত সহায়তা পাওয়ার কোন সুযোগ নেই। তিনি প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করে জনগণের দুর্ভোগ সৃষ্টিকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান।

#

রেজুয়ান/ফায়জুল/মোশারফ/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৬৩

রবার্ট ওয়াটকিন্স ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি

নিউইয়র্ক, ফেব্রুয়ারি ৭:

    বাংলাদেশে নবনিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স গতকাল জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থ’ায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    এ সময়  স্থ’ায়ী  প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্সকে ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের চিত্র তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে এ সংস্থার অবদানের কথা স্মরণ করেন।

    স্থ’ায়ী প্রতিনিধি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রতিনিধির মেয়াদে ইউএনডিপি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে।

    রবার্ট ওয়াটকিন্স এ মাসেই ঢাকায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।

    সাক্ষাৎকালে বাংলাদেশ মিশনের মিনিস্টার (ইকনমিক) বরুন দেব মিত্র  এবং ইউএনডিপি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

ফায়জুল/মোশারফ/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা


সংবাদ সম্মেলন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য অধিদফতর
বাংলাদেশ সচিবালয়
ঢাকা।

নং-তঅদ/প্রেস-২০১৫/সংবাদকক্ষ/২২                                তারিখ : ৭/২/২০১৫

    বিষয় :    মাননীয় তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন     

      
মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি,  আগামীকাল ৮ ফেব্রুয়ারি রোববার, দুপুর ১২.০০ (বার) টায় তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে (ভবন নং-৯, ৩য় তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) ‘অবরোধ-হরতালের নামে নাশকতা প্রতিরোধ’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে ব্রিফ করবেন।     
     

    উক্ত সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি একান্তভাবে কামনা করছি।    
                                ধন্যবাদান্তে,


                                                          ফায়জুল হক                              

        সিনিয়র তথ্য অফিসার
ডিউটি অফিসার
সংবাদকক্ষ, বিকেলের শিফ্ট
ফোন : ৯৫১৪৯৮৮, ৯৫১২২৪৬
ফ্যাক্স : ৯৫৪০৪৯৮, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩  

প্রতি
প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা স¤পাদক/ঢাকা ব্যুরো চিফ/সংবাদদাতা
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা  
 

সংবাদ সম্মেলন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য অধিদফতর
বাংলাদেশ সচিবালয়
ঢাকা।

নং-তঅদ/প্রেস-২০১৫/সংবাদকক্ষ/২১                                তারিখ : ৭/০২/২০১৫

    বিষয় :    মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন      

      
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, আগামীকাল ৮ ফেব্রুয়ারি রোববার ২০১৫, বিকেল ৩.০০ (তিন) টায় শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ যাবৎকালে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রযুক্তি ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে ব্রিফ করবেন। মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শ্যামসুন্দর শিকদার এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ।      
     

    উক্ত সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি একান্তভাবে কামনা করছি।      
                                ধন্যবাদান্তে,
 
                                                          ফায়জুল হক                              

        সিনিয়র তথ্য অফিসার
ডিউটি অফিসার
সংবাদকক্ষ, বিকেলের শিফ্ট
ফোন : ৯৫১৪৯৮৮, ৯৫১২২৪৬
ফ্যাক্স : ৯৫৪০৪৯৮, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩  

প্রতি
প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা স¤পাদক/ঢাকা ব্যুরো চিফ/সংবাদদাতা
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা  

 

Todays handout (3).doc