তথ্যবিবরণী নম্বর : ৩১১৬
ভূমিকম্পে মৃত্যুর ঘটনায় স্পিকারের শোক
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ভূমিকম্পে মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার
ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি এ ঘটনাকে দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন ।
স্পিকার নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। উক্ত ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ
আস ম ফিরোজও শোক প্রকাশ করেছেন ।
#
শিবলী/আফরাজ/মোশাররফ/আব্বাস/২০১৫/২২৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১১৫
জঙ্গিবাদ নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধে আছি
-----তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
জঙ্গিবাদ নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধে থাকার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আজ ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, ‘যুদ্ধের মাঠ থেকে এসেছি, জঙ্গিবাদের শেষ না দেখা পর্যন্ত যুদ্ধে আছি।’
মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল লাখো-কোটি বাঙালির ঠিকানা গড়ার সংগ্রাম। তাই বাঙালির হাজার বছরের সাহিত্যে মুক্তিযুদ্ধ এক নতুন মাত্রা দিয়েছে, স্বাধীনভাবে আবেগ প্রকাশের সদর দুয়ার খুলে দিয়েছে।’ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবিচল থাকার জন্য সাহিত্যিকদেরকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘সাহিত্য আমাদের শেকড়ের কাছে পৌঁছে আর জঙ্গিবাদ শেকড় কাটতে চায়। জঙ্গিবাদের নিজের শেকড় নেই, এরা কচুরিপানার মতো ভাসমান।’
সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন। সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বাল্যবিবাহরোধ কার্টুন ‘শাহানা’ এর প্রিমিয়ার শো
এদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং সুইজারল্যান্ড দূতাবাস নির্মিত বাল্যবিবাহরোধ বিষয়ক কার্টুন ‘শাহানা’ এর প্রিমিয়ার শো আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএ আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাল্যবিবাহরোধে শাহানার আন্দোলনকে সমগ্র দেশবাসীর আন্দোলন অভিহিত করে মন্ত্রী বলেন, দেশকে বাল্যবিবাহের অভিশাপমুক্ত করতে সমাজের সকল ক্ষেত্রের মানুষকে একযোগে কাজ করতে হবে।’
বাংলাদেশে ইউএনএফপিএ প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচিন (অৎমবহঃরহধ গধঃধাবষ চরপপরহ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফশ (ঈযৎরংঃরধহ ঋড়ঃংপ), বাল্যবিবাহরোধ বিষয়ে সমাজ গবেষক আয়েশা খানম, ব্যারিস্টার সারা হোসেন এবং ইউএনএফপিএ
উপপ্রতিনিধি ইয়োরি কাতো (ওড়ৎর কধঃড়) বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক জহিরুল আলম।
#
আকরাম/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৫/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১১৪
শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইন করা হবে
--- মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সরকার যৌন হয়রানি প্রতিরোধে আইন করার উদ্যোগ গ্রহণ করেছে। আইনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা সংসদে পাস করার ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইনের খসড়ার ওপরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খসড়া আইনটির ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আইনজীবী মিতালী জাহান।
তিনি বলেন, যৌন হয়রানির কারণে অসংখ্য সামাজিক সমস্যার সৃষ্টি হয়। যেমন- আত্মহত্যা অথবা হত্যা, এসিড নিক্ষেপ, সংসার ভেঙ্গে যাওয়া, নারী ও শিশুর মানসিক এবং শারীরিক ক্ষতি।
প্রতিমন্ত্রী বলেন, শীঘ্রই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের জন্যে জেলা প্রশাসকদের কাছে চিঠি প্রেরণ করা হবে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ফাওজিয়া করিম ফিরোজ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এড. সালমা আলী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রটেকটিং হিউম্যান রাইটস প্রোগ্রামের চিফ অব পার্টি ওব্রেই মেককুচয়ন (অঁনৎবু গপঈঁঃপযবড়হ) এবং বাংলাদেশ ল কমিশনের সেক্রেটারি মোঃ আলী আকবর।
উল্লেখ্য, ২০০৮ সালে মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এড. সালমা আলী যৌন হয়রানি মুক্ত শিক্ষা ও কর্ম পরিবেশ নিশ্চিত করার বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট যৌন হয়রানি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও কর্ম পরিবেশ তৈরিতে এক যুগান্তকারী নির্দেশনা প্রদান করেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সম্ভব হলে মহিলাদের নেতৃত্বে কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রণয়নের জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেন। এই নির্দেশনা বাস্তবায়নের জন্যে আইনটি করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
#
খায়ের/আফরাজ/মোশাররফ/আব্বাস/২০১৫/১৮৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১১৩
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গণশুনানি
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক গণশুনানি গ্রহণ করেন। উক্ত শুনানিতে বিভিন্ন শ্রেণিপেশার ভোক্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন হোটেল ও বেকারির প্রতিনিধিসহ ২৫জন অংশগ্রহণ করেন। শুনানিকালে অংশগ্রহণকারীগণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বাস্তবায়ন ও জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং মহাপরিচালক এসব প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন।
মহাপরিচালক অংশগ্রহণকারীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান অনুযায়ী ভোক্তাদের স¦ার্থসংরক্ষণসহ স¦াস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ১৮ অক্টোবর পর্যন্ত ৫৪ হাজার ৫০টিরও অধিক বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে ১৩ হাজার ৮৮১টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তম¥ধ্যে ১৭০ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে মোট ৪ লাখ ১৫ হাজার ২৫০ টাকা প্রদান করার পর অবশিষ্ট ১১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
গণশুনানি প্রতিমাসের ৪র্থ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক অথবা তাঁর মনোনীত কর্মকর্তাগণ গ্রহণ করেন। সোমবার সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে শুনানি অনুষ্ঠিত হবে।
#
আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১১২
তামাক নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
তামাক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন বাস্তবায়নের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার।
আজ মন্ত্রণালয়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ সংক্রান্ত খসড়া নীতিমালা দ্রুত প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশকে তামাকমুক্ত করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ উন্নয়নের আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী যে প্রশংসা অর্জন করেছেন তার মধ্যেও তামাকমুক্ত পরিবেশের ধারণা বিদ্যমান। সরকারের সদিচ্ছা বাস্তবায়নে নীতিমালা তৈরি করা জরুরি।
খসড়া নীতিমালা প্রণয়নের পর বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করে তা চূড়ান্ত করার জন্য মন্ত্রী নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, তামাকের আগ্রাসন যত বেশি প্রতিহত করা যাবে জনগণের স্বাস্থ্য তত বেশি সুরক্ষিত হবে। এদেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নের লক্ষ্যে সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করতে হলে সমাজ থেকে তামাক দূর করতে হবে। অসংক্রামক রোগ নির্মূলে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্যও নির্ভর করে তামাকমুক্ত সমাজ গড়ার সাফল্যের ওপর। তিনি বলেন, এমডিজি পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের নতুন কর্মসূচিতেও তামাক মুক্ত দেশ গড়ার কার্যক্রমে গতিশীলতা আনা হবে।
ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আবদুল মালেক, উবিনীগ এর নির্বাহী পরিচালক ফরিদা আক্তারসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং ঢাকা আহ্সানিয়া মিশনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিত/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৮১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১১১
ভূলতায় ফ্লাইওভার নির্মাণের লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তিস্বাক্ষর
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতায় ১ হাজার ২৩৮ মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের লক্ষ্যে নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবাল এবং নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ডধহম ডবর স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান, মো. নজরুল ইসলাম বাবু ও গোলাম দস্তগীর গাজী, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে প্রায় ২ শত ৪০ কোটি টাকা। আগামী
২ বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এ প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা এলাকায় প্রায় ১ কিলোমিটার অংশ ৮ লেনে এবং প্রায় ২ কিলোমিটার ৪ লেনে উন্নীত করা হবে। এছাড়া ঢাকা-বাইপাস মহাসড়কের ২ কিলোমিটার অংশ ৬ লেনে উন্নীতকরণ, ভূলতা বাজারে ৩টি ইন্টারসেকশনের উন্নয়ন, বাজার অংশে ৩ হাজার ৬শ’ মিটার ড্রেনসহ ফুটপাত নির্মাণ করা হবে।
নারায়ণগঞ্জের ভূলতা বাজারটি ঢাকা-সিলেট ও ঢাকা-বাইপাস জাতীয় মহাসড়ক এবং ভূলতা-আড়াইহাজার ও ভূলতা-রূপগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল। ফ্লাইওভারটি নির্মিত হলে এ ইন্টারসেকশনটি যানজটমুক্ত হবে। পাশাপাশি দু’টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে।
#
নাছের/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১১০
চিটাগাং উইম্যান চেম্বার থেকে এফবিসিসিআই’র পরিচালক
পদে সরাসরি নিয়োগের ঘোষণা বানিজ্যমন্ত্রীর
চট্টগ্রাম, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চিটাগাং উইম্যান চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ থেকে এফবিসিসিআই’র পরিচালক পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। দেশের জনশক্তির প্রায় অর্ধেক নারী। নারীদের পেছনে রেখে এগিয়ে যাওয়া যায় না। সরকার ব্যাবসাবাণিজ্য ক্ষেত্রে মহিলাদের আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২৯টি স্টল রিজার্ভ রাখা হয়েছিল, এ বছর ৩৫টি স্টল রিজার্ভ রাখা হয়েছে। বিশে^র বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের স্টল ভাড়া অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে এবং হস্তশিল্পের উদ্যোক্তাদের পণ্য রপ্তানির জন্য ৫ লাখ টাকা পর্যন্ত নামমাত্র সুদে (৬ শতাংশ হারে) ঋণ দেয়া হচ্ছে। এ ছাড়া দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এসএমই-র আওতায় স্বল্প সুদে ঋণ দিয়ে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চিটাগাং উইম্যান চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় ২৫ অক্টোবর থেকে মাসব্যাপী ‘৯ম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫’ এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের সম্মানজনক আসনে অধিষ্ঠিত করতে আন্তরিক। আগামী ২০২১ সালের মধ্যে জাতীয় সংসদে নারী সদস্য ত্রিশ শতাংশ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ মুহুর্তে বাংলাদেশ পাকিস্তান থেকে সকল ক্ষেত্রে এগিয়ে আছে। ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, ভারত থেকে অর্থনৈতিক, সামাজিক ও নারী উন্নয়ন খাতে এগিয়ে আছে বাংলাদেশ। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।
চিটাগাং চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র প্রেসিডেন্ট কামরুণ মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ জে এম নাসির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খান, এফবিসিসিআই’র ভাইস-প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম এবং মেলা আয়োজক কমিটির আহবায়ক রেখা আলম।
#
বকসী/আলম/শুকলা/আসমা/২০১৫/১৫৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১০৯
দেশের সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে
- স্পিকার
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশের সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আজ ঢাকার একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এবহফবৎ ঘবঃড়িৎশ গববঃরহম শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের উন্নয়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়নও সম্ভব নয়। তাই নারী ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। নারীর ক্ষমতায়নকে নিশ্চিতকরণে নারীদের অর্থনৈতিক, সামজিক ও রাজনৈতিক কর্মকা-ে আরো সম্পৃক্ত করতে হবে। তিনি নারীদের অর্থনৈতিক কর্মকা-ে আরো অংশগ্রহণের লক্ষ্যে তাদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশ জেন্ডার সমতা, মাতৃমৃত্যুহার হ্রাস, শিশু মৃত্যুহার হ্রাসসহ দারিদ্র্য দূরীকরনের মাধ্যমে সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জন করেছে । টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলেও নারীদের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হবে।
স্পিকার আরও বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। এই খাতে কর্মরতদের অধিকাংশই নারী। তিনি অর্থনৈতিক উন্নয়ন আরো গতিশীল ও টেকসই করতে তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা, ডে-কেয়ার সেন্টার স্থাপনসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
স্পিকার এসময়, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায়ও সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিসেফ, বাংলাদেশের প্রতিনিধি ঊফড়ঁধৎফ ইবরমনবফবৎ স্বাগত বক্তব্য রাখেন। ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর গীতা রাও গুপ্তা অনুষ্ঠানে ঞযব এবহফবৎ অপঃরড়হ চষধহ ধহফ ঃযব ঝউএ’ং: ডযধঃ ধৎব ঃযব ঝঃধশবং ভড়ৎ টহরপবভ? শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
#
শিবলী/আলম/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১০৮
১১তম ই-আইডি গভর্নমেন্ট ফোরামের উদ্বোধন হবে ১ ডিসেম্বর
ঢাকা, ১১ কার্তিক (২৬ অক্টোবর) :
আগামী ১-৩ ডিসেম্বর আইসিটি বিভাগ এবং এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশন (অচঝঈঅ) এর যৌথউদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১১তম ই-আইডি গভর্নমেন্ট ফোরামের আয়োজন করা হবে। ১ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ই-আইডি গভর্নমেন্ট ফোরাম উদ্বোধন করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত ফোরামে ৫০-৭০টি বিদেশি সংস্থা এবং দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবেন।
#
শাহানারা/আলম/শুকলা/আলী/আসমা/২০১৫/১৪৫০ ঘণ্টা