Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ১৪ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৯০

বিচারপতি গোলাম মর্তুজাকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

      হাইকোর্টের বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

      আজ মন্ত্রণালয়ে আইন উপদেষ্টার অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুর্নগঠনের নথিতে অনুমোদন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই অনুমোদন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন আজই তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

    ট্রাইব্যুনালে তিন বিচারক নিয়োগের ফলে অচিরেই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে আসিফ নজরুল জানান।

সারা দেশে অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূর করতে আগামী বৃহস্পতিবারের মধ্যে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও আইন উপদেষ্টা জানান।

 

#

রেজাউল/শিবলী/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২২৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৮৯

পরিবেশ উপদেষ্টার নির্দেশে ট্রেনে আহত বন্য হাতিটির চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা করেছে বন বিভাগ

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

     ১৩ অক্টোবর রাতে কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনে আঘাতপ্রাপ্ত বন্য মাদি হাতিটির সুচিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে চিকিৎসা-সহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেন-সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে ওখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না। এজন্য বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

     মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর। তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন।

 

#

দীপংকর/শিবলী/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২২৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৮৮

আগামীকাল থেকে শুরু হচ্ছে কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

     কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে কৃষি পণ্যের ওএমএস কর্মসূচির মাধ্যমে এক ডজন ডিম ১৩০ টাকায়, প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা ও পটোল ৩০ টাকায় বিক্রি করা হবে। জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি আলু, ১ ডজন ডিম, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি কাঁচা পেঁপের সঙ্গে বিভিন্ন ধরনের ৫ কেজি সবজি একটি প্যাকেজে কিনতে পারবেন।

 

     কৃষকদের কাছ থেকে সরাসরি আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ কিনে তা ওএমএস’র মাধ্যমে বিক্রি করা হবে। রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলট ভিত্তিতে এ কর্মসূচিটি চালু করা হচ্ছে।

 

     রাজধানীর খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গির চর, রামপুরা ও ঝিগাতলা এই ২০টি স্থানে সবজি প্যাকেজ বিক্রি হবে। ।

 

     আগামীকাল সকাল ১১টায় বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য ভবনের সামনে এ কর্মসূচি উদ্বোধন করবেন।

 

     উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত ওএমএস কর্মসূচিটি চলবে ।

 

 

                                               #

জাকির/শিবলী/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২২১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১২৮৭

স্বাস্থ্যসেবা উন্নয়নে হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন

                      ----প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

     প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ক্যান্সার চিকিৎসার খরচ ব্যয়বহুল ও কষ্টসাধ্য। আমাদের দেশে স্বাস্থ্যনীতি আছে । কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক কম। তাই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন।

     আজ রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতালের সভাকক্ষে ‘ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

     উপদেষ্টা বলেন, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে মানসিক প্রশান্তি একটি বড় বিষয়। সে লক্ষ্যে ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অপরিহার্য।  

     ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪’ উদ্‌যাপনের অংশ হিসেবে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এ সেমিনারের আয়োজন করে।

     সিসিসিএফ’র সভাপতি রোকশানা আফরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডা. শুভাগত চৌধুরী, ডা. হালিদা খানুম আক্তার, অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ডা. মাহমুদুর রহমান, ডা. ফরহাদ, ডা. সেলিনা বিনতে শহীদ, ডা. সাইদুজ্জামান অপু, ডা. মোঃ ফয়সাল, মেডিকেল শিক্ষার্থী ইন্তেখাব আহমেদ সাকিব, সিসিসিএফ’র সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা ও সদস্য সিফাত আরেফিন প্রতীক।

 

                                               #

জাহাঙ্গীর/শিবলী/রানা/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৪/২১০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১২৮৬

 

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান
--পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :

 

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন আমাদেরকে শুরু থেকেই সহযোগিতা করে আসছে। রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। তারা যাতে তাদের অধিকার ও নিরাপত্তা-সহ নিজ দেশে ফিরতে পারে, সেজন্য চীনের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। যাতে করে রোহিঙ্গা সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব হয়। 

 

আজ রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চী‌নের সম্পর্ক : ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সে‌মিনা‌রে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপ‌দেষ্টা এসব কথা বলেন। 

 

বাংলাদেশ-চী‌নের সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ঢাকাস্থ চীন দূতাবাস এবং সেন্টার ফর চায়না স্টাডিজ এ সেমিনারের আয়োজন করে।

 

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান এ এফ এম গওসোল আযম সরকার, মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস প্রমুখ বক্তব্য রাখেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে সামরিক খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান রয়েছে। চী‌ন বাংলাদেশে সামরিক সরঞ্জামের বড় সরবরাহকারী। সামরিক বাহিনীর আধুনিকায়নে ও প্রশিক্ষণে চীনের আরো সহযোগিতা আমাদের প্রয়োজন। 

 

সামরিক খাতে দুদেশের গুরুত্বপূর্ণ বিদ্যমান সহযোগিতা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কার্যকর অংশগ্রহণে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, গ্রিন এনার্জি, আইসিটি প্রভৃতি খাতে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

 

বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সহযোগিতামূলক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত বছরগুলোতে চীন এবং বাংলাদেশ নিরলসভাবে একে অপরকে সমান মর্যাদাসম্পন্ন  হিসাবে মূল্যায়ন করেছে এবং পারস্পরিক সুবিধা অনুসরণ করেছে। উভয় দেশ প্রথম থেকেই অভিন্ন মৌলিক স্বার্থের বিষয়ে একে অপরকে সমর্থন করেছে এবং  নিজ নিজ উন্নয়নে একসাথে কাজ করেছে।  এর ফলে বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সহযোগিতামূলক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

#

 

কামরুল/মেহেদী/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৯০৪ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১২৮৪

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ২৬ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৪২ জন।

#

দাউদ/মেহেদী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৭২০ঘণ্টা

Handout                                                                                                               Number: 1283

 

Environment Advisor urged manufacturers to produce durable electronic goods

 

Dhaka, 14 October:


            Environment, Forest and Climate Change Advisor Syeda Rizwana Hasan urged manufacturers to adopt sustainable practices by producing durable electronic goods. She also discouraged consumers from discarding items prematurely due to fleeting trends. The advisor emphasized on the importance of proper e-waste management due to the ongoing preparation of the government for implementing the E-Waste Rules 2021.


          While speaking virtually from her residence at a seminar titled ‘Formal E-Waste Management’, held today at Hotel Westin on International E-Waste Day.

 

            Rizwana Hasan called for active participation from relevant stakeholders. She encouraged individuals and organizations to support the ministry by providing effective recommendations for the implementation of e-waste management policies. The advisor emphasized on reducing waste as a primary solution, advocating for the promotion and regulation of the recycling industry. She highlighted the urgent need for a comprehensive, nationwide e-waste management system involving government agencies, private sector stakeholders, and citizens. The inappropriate handling of hazardous materials, she warned, possess significant environmental and health risks.


         Major General (retd) Md Emdad Ul Bari, Chairman of the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) was present as a special guest, while Sumon Ahmed Sabir, Chairperson of WEEE Society-Bangladesh also spoke at the event. Dr. Md. Shahinoor Islam of BUET presented a research paper titled ‘e-Waste Contains both Hazardous and Valuable Materials: Stakeholders' Role in Transforming These into Circular Economy.


          The seminar gathered policymakers, environmental experts, and industry leaders to discuss challenges and solutions for managing e-waste in Bangladesh, emphasizing the dangers of informal recycling practices like open burning that contributes to pollution and health hazards.

 

                                                   #

Dipankar/Mehedi/Rana/Mosaraf/Abbas//2024/1914 hour

 

তথ্যবিবরণী                                                           নম্বর: ১২৮২

বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের তথ্য ও চিত্র সংরক্ষণে আন্দোলনের ভিডিও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদফতরের

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):  

জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদফতর। এ আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ pidjuly2024@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।

একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এ আন্দোলনের সাথে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু-কিশোর-ছাত্র-জনতা। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে।

আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র  আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও।

#

ফাতেমা/সুবর্ণা/কলি/আসমা/২০২৪/১৪৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                নম্বর: ১২৮১ 

আন্তর্জাতিক ইলেকট্রনিক বর্জ্য দিবস

টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদন নির্মাতাদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নির্মাতাদের টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদনের মাধ্যমে দায়িত্বশীল উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুধুমাত্র সাময়িক ট্রেনডিং এর কারণে ইলেকট্রনিক পণ্য কম সময়ের মধ্যে বাতিল না করার জন্য ভোক্তাদের অনুরোধ করেছেন। উপদেষ্টা বলেন, সরকার ই-ওয়েস্ট বিধিমালা ২০২১ বাস্তবায়ন করবে, যা ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস উপলক্ষ্যে ‘ফরমাল
ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। সেমিনারে রিজওয়ানা হাসান সংশ্লিষ্ট সকল পক্ষকে ই-ওয়েস্ট ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে মন্ত্রণালয়কে সহায়তা এবং পরামর্শ প্রদান করার আহ্বান জানান।

তিনি বলেন, ইলেকট্রনিক বর্জ্য কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে এবং রিসাইক্লিং শিল্পকে নিয়মিত ও উৎসাহিত করার প্রয়োজনীয়তা রয়েছে। দেশব্যাপী একটি ব্যাপক ই-ওয়েস্ট ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, সরকার, বেসরকারি খাত ও সাধারণ নাগরিকদের একত্রিত হয়ে এ বিষয়ে কাজ করা উচিত। তিনি সতর্ক করেন যে, অনানুষ্ঠানিকভাবে ক্ষতিকর বর্জ্য প্রক্রিয়াজাতকরণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)
মো. এমদাদ উল বারী। এছাড়া, ডব্লিউইইই সোসাইটি-বাংলাদেশের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বক্তব্য রাখেন। বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প নেতৃবৃন্দ ই-ওয়েস্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। বক্তারা অনানুষ্ঠানিক রিসাইক্লিং প্রক্রিয়া, যেমন উন্মুক্ত স্থানে পোড়ানোর মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাতকরণের কারণে সৃষ্ট দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

#

দীপংকর/ফাতেমা/সুবর্ণা/কলি/মানসুরা/২০২৪/১৫২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                               নম্বর: ১২৮০

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :       

মূলবার্তা:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

#

ফয়সল/ফাতেমা/সুবর্ণা/কলি/আসমা/২০২৪/১৪০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                         নম্বর : ১২৭৯

বিশ্ব হাত ধোয়া দিবসে প্রধান উপদেষ্টার বাণী    

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ১৫ অক্টোবর ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

“স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের ন্যায় বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশে এবারও ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।

বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের প্রতিপাদ্য-‘Why are clean hands still important?’ অর্থাৎ ‘পরিচ্ছন্ন হাত কেন এখনও গুরুত্বপূর্ণ?’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ ।

জনস্বাস্থ্যের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে সকলের জন্য Safety Managed Sanitation ও Water Supply নিশ্চিত করা। সে লক্ষ্যে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ যথাযথভাবে পালন ও হাইজিন প্রসারের সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি আশা করি, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক এ আয়োজন সবার জন্য স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে জনস্বাস্থ্যের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। সামাজিক এ আন্দোলনকে আরো বেগবান করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানাই।

আমি ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”

#

তিথি/ফাতেমা/সুবর্ণা/কলি/মানসুরা/২০২৪/১১৩০ ঘন্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ         

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                              নম্বর : ১২৭৮

বিশ্ব হাত ধোয়া দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) : 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ১৫ অক্টোবর ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক স্যানিটেশন ও হাইজিন তথা স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা জনস্বাস্থ্য উন্নয়নের পূর্বশর্ত। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং অন্যান্য সময়ে শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়তে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের দায়িত্ব অত্যধিক। সকলের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে উন্নত স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, সকল শ্রেণির মানুষের ব্যবহার উপযোগী পাবলিক ও কমিউনিটি টয়লেট স্থাপনসহ কিশোর-কিশোরীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার অভ্যাস গড়তে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক ও হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হচ্ছে। দেশে বর্তমানে বেসিক স্যানিটেশন কাভারেজপ্রাপ্ত বিদ্যালয়ের হার ৮৭ শতাংশ এবং পানি ও সাবানের মাধ্যমে হাইজিন সুবিধাপ্রাপ্ত বিদ্যালয়ের হার ৯২ শতাংশ। এই হার শতভাগে উন্নীতকরণের পাশাপাশি স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্যানিটেশন একটি চলমান প্রক্রিয়া যা মানুষের অভ্যাস ও আচরণ পরিবর্তনের মাধ্যমে অর্জন ও বজায় রাখা সম্ভব। স্যানিটেশন ও হাত ধোয়া কর্মসূচির সফল বাস্তবায়নে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সমন্বিত প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ।

২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে সরকার দেশব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই অভীষ্ট অর্জনে সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সঠিক স্বাস্থ্যবিধি অনুশীলনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে-এ আশাবাদ ব্যক্ত করছি।

আমি ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।

বাংলাদেশ চিরজীবী হোক।”                                

#

রাহাত/ফাতেমা/সুবর্ণা/কলি/মানসুরা/২০২৪/১০৩০ ঘন্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ        

2024-10-14-17-23-d364d8d86e5b2ee74a9bc5eb08d2c640.docx