তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৯
বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে
--- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে
হবে। তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দু’দেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। বাণিজ্য লক্ষ্য অর্জনে দু’দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কিভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।
পরে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাথে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (পিআরজিএমইএ) এর সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিজিএমইএ’এর পক্ষে এর প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পিআরজিএমইএ এর পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান ও বিকেএমইএ’এর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।
#
কামাল/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৮
আজ সন্ধ্যা ৭টায় হজ ফ্লাইট ২০২৫ এর উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ সন্ধ্যা ৭টায় ঢাকার আশকোনায় হজ অফিসে হিজরি ১৪৪৬ এবং ২০২৫ খ্রিঃ সনের হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও হজ ফ্লাইট ২০২৫ এর উদ্বোধন করবেন।
#
শরিফুল/মেহেদী/মাহমুদুল/রানা/আব্বাস/২০২৫/১৬৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৭
কারিগরি শিক্ষার উন্নয়নে কাঠামোগত সংস্কার ও নতুন প্রযুক্তির ব্যবহার আবশ্যক
-শিক্ষা উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেছেন, কাঠামোগত সংস্কার ও নতুন প্রযুক্তি উন্নত করার মাধ্যমে কারিগরি শিক্ষাকে যুগপযোগী করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। মূল ধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আজ ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে’ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কারিগরি শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলিত, এক্ষেত্রে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করে এ শিক্ষা ব্যবস্থাকে মিস্ত্রি বানানোর কারখানা বলা হয়। এই ধরনের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক শিক্ষকের বড় ধরনের ঘাটতি রয়েছে। তিনি বলেন, অনেক শিক্ষিত বেকারের চাকরির ব্যবস্থা করা যাচ্ছে না।
জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে যাওয়ায় তাদের আচরণগত পার্থক্য রয়েছে। সবার কাছ থেকে স্বাভাবিক আচারণ আশা করা যাবে না বলে মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, এক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে পাঠ দানে উৎসাহী করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নাসরিন আফরোজ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান।
#
সিরাজ/তৌহিদ/শাহিদা/মিতু/রমজান/সাঈদা/মানসুরা/২০২৫/১৫৩৫ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৬
ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ-৯ (mv THAI BINH 09) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
#
ইমদাদ/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/মানসুরা/২০২৫/১২২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৫
জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে
-অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কেবল সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন, মতামত বা সুপারিশমালা যথেষ্ট নয়; রাজনৈতিক এবং গণতান্ত্রিক শক্তিসহ জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্ভব হবে।
ঢাকায় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণঅধিকার পরিষদের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতে হবে। কাগজে আমরা কী লিখছি তা নয় বরং জনগণের প্রতি অঙ্গীকার ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা। যার মাধ্যমে ক্ষমতার বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে এবং বাংলাদেশ সকল সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।
আলোচনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এবং সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান ছাড়াও আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, এডভোকেট খালিদ হোসেন, সাকিব হোসাইন, শাকিল উজ্জামান, ফাতেমা তুজ জোহরা রেসা এবং মুনতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে কমিশন ৩৫টি দলের মতামত পেয়েছে। গণঅধিকার পরিষদসহ এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
#
পবন/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/সাঈদা/মানসুরা/২০২৫/১২২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৪
৪৬তম বিসিএসের পূর্ব ঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি স্থগিত
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
সাহিদা/তৌহিদ/শাহিদা/মিতু/রমজান/আসমা/২০২৫/১১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৯
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা :
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ সন্ধ্যা ৭টায় ঢাকার আশকোনায় হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও হজ ফ্লাইট ২০২৫ এর উদ্বোধন করবেন।
#
শরিফুল/তৌহিদ/শাহিদা/মিতু/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা :
জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫ এর প্রতিপাদ্য: ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’। আইনগত সহায়তা পেতে অফিস সময়ের মধ্যে ১৬৪৩০-এ যোগাযোগ করুন।
#
রেজাউল/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১১০০ ঘণ্টা