তথ্যবিবরণী নম্বর : ৫২২
বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
লন্ডন (যুক্তরাজ্য), ফেব্রুয়ারি ২১ :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা
১ মিনিটে লন্ডনের আলতাফ আলী পার্কস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ আবদুল হান্নান ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
২১শে ফেব্রুয়ারি সকালে হাইকমিশন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর ১১টায় হাইকমিশনের সম্মেলনকক্ষে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সভায় আমন্ত্রিত অতিথিবর্গের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির মেম্বারশিপ সেক্রেটারি আনসারুল হক এবং আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার নির্বাচিত মহাপরিচালক মঈন আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
হাইকমিশনার তার বক্তব্যে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ বাস্তবায়নে দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরে মহান শহিদ দিবস এবং অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সায়েম/ফায়জুল/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২১
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কলকাতা (ভারত), ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন যথাযোগ্য মর্যাদায় আজ ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
এ উপলক্ষে আজ সকালে প্রভাতফেরির আয়োজন করা হয়। সোহ্রাওয়ার্দী এভিনিউ-এ বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র থেকে প্রভাতফেরি শুরু হয়ে উপহাইকমিশন চত্বরে এসে শেষ হয়। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারের সদস্য, কলকাতায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকবৃন্দ এবং কলকাতার ভাষাপ্রেমী নাগরিক প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। প্রভাতফেরি শেষে উপহাইকমিশনে অবস্থিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এরপর শহিদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রখ্যাত সাহিত্যিক মৃণাল বসু চৌধুরী। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার মিয়া মোঃ মাইনুল কবির সভায় সভাপতিত্ব করেন। সভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
আলোচনাসভায় বক্তারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। মৃণাল বসু বলেন, বিশ্বের প্রায় ২৫ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাংলাভাষা নিজস্ব মাধুর্যগুণে বিশ্বে একটি মর্যাদার আসনে উপনীত হয়েছে। তাই এ ভাষা নতুন প্রজন্মের কাছে আরো বিকশিত হবে।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরতে বিকেলে উপহাইকমিশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতায় বিভিন্ন দেশের কনসুলেটের প্রতিনিধিগণ এতে নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এদের মধ্যে ছিল ফ্রান্স, রাশিয়া, ভুটান, শ্রীলংকা ও নেপাল-এর কনসুলেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক আনুষ্ঠানে অংশগ্রহণ করে।
#
মোফাকখারুল/ফায়জুল/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫২০
স্পিকারের সাথে যুক্তরাজ্যের হাউজ অভ্ লর্ডস এর স্পিকারের সাক্ষাৎ
ঢাকা, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
যুক্তরাজ্যের হাউজ অভ্ লর্ডস এর স্পিকার Baroness D’ Souza জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তিনি জাতীয় সংসদে পৌঁছলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে স্বাগত জানান। তিনি সংসদভবন চত্বরে একটি ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
হাউজ অভ্ লর্ডস জাতীয় সংসদভবনের সংসদ কক্ষ ও লাইব্রেরিসহ ভবনের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ পরিদর্শন করেন। এরপর তাঁর সম্মানে সংসদভবনের উত্তর প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠন জয়িতা কর্তৃক প্রদর্শিত হস্তশিল্পের স্টল পরিদর্শন করেন।
পরে সংসদভবনের উত্তর প্লাজায় তাঁর সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, আইপিইউ’র সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুর রজ্জাক, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের হাউজ অভ্ লর্ডস এর স্পিকার Baroness D’ Souza বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে এ সফরে আসেন।
#
মঞ্জুর/ফায়জুল/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১৯
৩৫তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট ৬ মার্চ
সকাল সাড়ে ৯টার পরিবর্তে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে
ঢাকা, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক ঘোষিত ৩৫তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট (MCQ type) অনিবার্য কারণবশত ৬ মার্চ, শুক্রবার সকাল সাড়ে ৯টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি সংবাদ মাধ্যম এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
#
ফায়জুল/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১৮
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম জিকুর
পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তথ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
ঢাকা, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
ষাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম জিকুর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী।
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এক বিবৃতিতে প্রয়াত নেতা নূরে আলম জিকুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং স্বাধীন দেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের সংগ্রামে নূরে আলম জিকুর অবদান কিংবদন্তিতুল্য।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় সেক্টরের উপঅধিনায়ক ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য হিসেবে নূরে আলম জিকুর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
#
আকরাম/ফায়জুল/রফিকুল/সেলিম/২০১৫/১৬৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
আজিমপুর কবরস্থান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে
কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষায় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহিদদের রূহের মাগফিরাত কামনা করে আজ আজিমপুর কবরস্থানে এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজিমপুর কবরস্থানে সকাল সাড়ে ৭টায় কোরানখানির মাধ্যমে শুরু হয়ে সকাল ৮টায় মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আজিমপুর কবরস্থান মসজিদের ইমাম মওলানা মিজানুর রহমান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ১০টায় পবিত্র কোরানখানির মাধ্যমে শুরু হয়ে বেলা ১১টায় মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা এহসানুল হক।
মুনাজাতে বায়ান্নর ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ও সহায়তাকারী সকল ভাষা সৈনিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মুনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পঁচাত্তরের পনেরো আগস্টে তাঁর পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ ও মুনাজাত পরিচালনা করা হয়।
মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোঃ অহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসচিব মোঃ নিজাম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালামসহ সমাজের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয়, ৪০টি ইসলামিক মিশন কার্যালয় এবং ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুরূপ কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
#
বিল্লাল/ফায়জুল/রফিকুল/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১৫
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
নিউইয়র্ক, ফেব্রুয়ারি ২১ :
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মিশনে স্থাপিত শহিদ মিনারে মিশনের পক্ষে স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মিশনে স্থাপিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠনসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া প্রতিনিধিগণ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিশনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের শোকের, শক্তির, ঐক্যের এবং গৌরবের প্রতীক। যার মাধ্যমে বাঙালি জাতির স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। তিনি বলেন, শহিদ দিবস আমাদেরকে ন্যায় ও মানবতা রক্ষায় দৃঢ় থাকতে এবং প্রতিকূলতার কাছে মাথা নত না করতে শিখিয়েছে। এজন্যই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একুশের চেতনাই বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়তে উদ্বুদ্ধ করছে।
মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান রকিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান মিশনের উপস্থায়ী প্রতিনিধি সাদিয়া ফয়জুননেসা। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারউজ্জামান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের প্রেস সচিব বিজন লাল দেব এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের কাউন্সেলর মোহাম্মদ মাহমুদুজ্জামান।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গ্যালাচ, রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি পেত্রে ভ ইলিচেভ, ইউনেস্কো পরিচালক মোওফিদা গুচা এবং ভারতের উপস্থায়ী প্রতিনিধি ভগয়ান্ত শিং ভিশনী দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় দেশে দেশে মাতৃভাষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সৌদি আরব, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌস ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবসের পটভূমি তুলে ধরেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রবাসী শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
#
ফায়জুল/রফিকুল/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা