তথ্যবিবরণী নম্বর: ২০০৪
পাটের অনৈতিক মজুতদারি করা যাবে না
--উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাট শিল্পের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। পাটের অনৈতিক মজুতদারি করা যাবে না। যতটুকু মজুত করার প্রয়োজন ততটুকুই করতে হবে। পাটকে আবেগ দিয়ে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে হলে এর ব্যবহারিক মূল্য ও ব্যবহারিক উপযোগিতা তৈরি করতে হবে। শৈল্পিক মূল্য দিয়ে পাটকে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে স্কেল-আপ করতে হবে। সাপ্লাই চেইন নিয়ে সমস্যাগুলো শীঘ্র সমাধান করা হবে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রাঙ্গণে জেডিপিসি-এর উদ্যোগে (১২-১৭ ডিসেম্বর) ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, তৈরি পোশাক শিল্পে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে ভালো অবস্থানে নিয়ে আসার পর ব্যাংক অর্থায়ন শুরু করে। পাটের সেই জায়গা তৈরি করুন, তারপর ব্যাংক অর্থায়নে এগিয়ে আসবে।
দেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করছি না, দেশের মানুষের প্রতিনিধিত্ব করছি। এটা আশা করবেন না যে, রাষ্ট্র সব কিছু করে দেবে। আপনি শুরু করুন, রাষ্ট্র আপনার সাথে আছে। তিনি আরো বলেন, একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই যারা ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন।
অনুষ্ঠানে সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পাটখাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক আলোকপাত করেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেন-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বস্ত্র ও পাট উপদেষ্টা মেলার প্রদর্শনী স্টলগুলো ও ফটোগ্রাফি প্রদর্শনী পরিদর্শন করেন।
উল্লেখ্য, সরকার গত পহেলা নভেম্বর থেকে বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করেছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন সোনালী আঁশ পাট দিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে।
প্রসঙ্গত, এ মেলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত পাটপণ্যের প্রদর্শনীর ৩৪ টি স্টলে বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শোপিস-সহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
#
আসিফ/রানা/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৪/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২০০৩
মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উত্তিমের সাথে
মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদের সাক্ষাৎ
পোর্ট লুইস (মরিশাস), ১২ ডিসেম্বর:
মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ আজ মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ রেজা কাসাম উত্তিমের সাথে সাক্ষাৎ করেছেন। মরিশাসের শ্রমমন্ত্রী হাইকমিশনারকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনার মরিশাসের শ্রমমন্ত্রীকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।
আলোচনায় তারা উভয় দেশের উচ্চ পর্যায়ে সফর, মারিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগ ও রেমিট্যান্স প্রেরণসহ নানাবিধ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশী কর্মী নিয়োগ বিষয়ে আলোচনার সময় বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগসহ আরো বেশি পরিমাণে রেমিট্যান্স প্রেরণের সুযোগ তৈরির বিষয়ে জোরালো গুরুত্বারোপ করেন। শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মরিশাসে বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
মরিশাসের শ্রম মন্ত্রী প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আশ্বাস প্রদান করেন। তিনি এ পর্যায়ে বাংলাদেশ সফরের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা-সহ বোয়েসেল ও বিএমইটি‘র কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষীক বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার পক্ষ থেকে মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উত্তিম-কে উষ্ণ আমন্ত্রণ পৌঁছে দেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।
হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রথম সচিব (শ্রম) মোঃ আসাদুজ্জামান-সহ মরিশাসের শ্রমমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/রানা/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৪/২০৪৫ঘণ্টা
Handout Number: 2002
Bangladesh High Commissioner to Mauritius calls on the
Minister of Labour and Industrial Relations
Port Louis (Mauritius), December 12:
High Commissioner Zokey Ahad Bangladesh to Mauritius called on the Muhammad Reza Cassam Uteem, the Minister of Labour and Industrial Relations of the Republic of Mauritius at latter's office today. The Labour Minister of the Republic of Mauritius, warmly welcomed the Bangladesh High Commissioner at his place and both expressed their deep satisfaction over the excellent bilateral relations between Bangladesh and Mauritius. The two sides exchanged views on developing Bangladesh-Mauritius relations and deepening exchanges and cooperation between the labour and employment-related issue of the two countries.
The High Commissioner extended his sincere thanks to the Labour Minister for receiving him at his office. During the call, a number of issues concerning the common interest of both the countries were highlighted. Both discussed strengthening bilateral relations in an extremely cordial atmosphere. The Labour Minister assured the High Commissioner of his all-possible cooperation in this regard. He also agreed with the High Commissioner to work with Bangladesh High Commission closely to finalize the pending MoU in the Ministry of Labour and Industrial Relations of the Republic of Mauritius.
Zokey Ahad conveyed his deep gratitude and appreciation to the Mauritius government for extending warm welcome and cordial cooperation since his arrival in Mauritius and their extraordinary efforts that aided the residents of Mauritius, including Bangladeshi expatriates, during the pandemic. He assured his best effort in strengthening the existing friendly relations between the two countries and promoting bilateral relations and cooperation to a new level. The Minister showed his keen interest to visit Bangladesh in no time to meet his counterpart and officials of BOESL (Bangladesh Overseas Employment and Services Limited) and BMET to explore and pave the path for Bangladeshi workers to come to Mauritius.
They discussed issues of mutual interest, including exchanges of high-level visits, and labour recruiting issues, remittances etc. While discussing labour issues, the High Commissioner of Bangladesh emphasised on the importance of recruiting more skilled and unskilled manpower from Bangladesh and sending remittances.
Jahangir Alam, First Secretary (Political) and Md Asaduzzaman, First Secretary (Labour) of the High Commission also attended the meeting.
#
Jahangir/Rana/Sanjib/Salim/2024/21.40 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ২০০১
বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা
-- স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনার জন্য স্বল্পমেয়াদি তাৎক্ষণিক সমাধান গ্রহণের ক্ষেত্রে টাস্কফোর্স গঠন করা হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ু দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, সাময়িক ভিত্তিতে পাইলটিং হিসেবে বর্ষা মৌসুম আসা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে এই টাস্কফোর্স। স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে গঠিত এই টাস্কফোর্সে সিটি কর্পোরেশন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ঢাকা ওয়াসা, বিশেষজ্ঞ প্রতিনিধি-সহ অন্যান্য অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হবে বলে জানান তিনি। এই টাস্কফোর্স গঠনে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে নীতিগত সম্মতি প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঢাকা শহরের রাস্তায় যত্রতত্র খোঁড়াখুঁড়ির বিষয়টি অন্যান্য সংস্থার সাথে বসে সমন্বিত উদ্যোগে করা যায় কি না, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বায়ু দূষণ রোধে নির্মাণ সামগ্রী পরিবহন এবং ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন এবং রাজউককে দায়িত্ব প্রদান করা যেতে পারে বলে মনে করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তরের প্রধানগণ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক)-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
#
সালাউদ্দিন/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২০০০
গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য সেবার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে
-- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও শহিদ পরিবারের পাশে আছে অন্তর্বর্তীকালীন সরকার। আহতরা আমাদের শ্রদ্ধার, তাঁদের আমরা অনুকরণ করবো। তাঁরা জীবন বাজি রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এখনও অনেক আহতরা শহিদে পরিণত হচ্ছে।
আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, আমরা দেখেছি আন্দোলনের পর থেকে অনেক মা বাবারাও ট্রমাটাইজড। অনেক পরিবারের মেয়েরা আন্দোলনে ট্রমাটাইজড হয়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন না এই ভয়ে যে, যদি মানুষ জেনে যায় তাহলে তাদের বিয়ে দিতে সমস্যা হতে পারে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষে আহতদের অঙ্গহানির জন্য তাদের যারা তিরস্কার বা কটু কথা দ্বারা মানসিক আঘাত দেয় তারা মানুষের মধ্যে পড়ে না।
বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, গণঅভ্যুত্থানে আহতরা যে পক্ষের হোক তারা চিকিৎসা পাবেন। তবে গণঅভ্যুত্থানের পক্ষে আহতদের অনেককেই এখনো সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। আহতদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা রয়েছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে সহিংসতার শিকার কিংবা প্রত্যক্ষদর্শী উভয়েরই নানা ধরনের মানসিক সমস্যা হওয়ার ঝুঁকি আছে। এই সময়ে তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবক-সহ সবাইকে সচেতন হতে হবে। তারা সুস্থ সমাজ ও সুস্হ বাংলাদেশ নির্মাণে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্হার সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ডা. এম. মুজাহেরুল হক, মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসান, বিএসএমএমইউ এর প্রফেসর ড. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সুপ্রীম কোর্টের আইনজীবী ড. সোনিয়া জেড খান, চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি, বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর ম্যানেজার মো. মোহাইমেন চৌধুরী, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নওশাদ জামির, আহত ছাত্র সালমান হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তৃতা করেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ।
#
মামুন/রানা/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৪/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯৯
৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, যা অনিবার্য কারণে স্থগিত করা হয়।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন পুনরায় ২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি ২০২৫ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
মতিউর/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২০০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯৮
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে যা কাজ করবে আগামী বর্ষাকাল পর্যন্ত
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। এছাড়া কিছু এলাকা ‘নো ব্রিকফিল্ড জোন’ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বায়ুদূষণ রাতারাতি সমাধান সম্ভব নয়, তাই জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ করা হবে এবং রাজধানীতে খোলা ট্রাক প্রবেশে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণ রোধে করণীয় নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণের প্রধান উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণ কাজের ধুলা, ইটভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন ও মনিটরিং জোরদার করার মাধ্যমে বায়ুদূষণ সমস্যার সমাধান করা হবে।
উপদেষ্টা আরো বলেন, নির্মাণ কাজে ধুলা কমাতে পানি ছিটানো, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং সুরক্ষা বেষ্টনী ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে রাস্তা পরিষ্কার এবং দ্রুত সড়ক মেরামতের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, রাস্তার ধারে ঘাস লাগানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং বর্জ্য পোড়ানো বন্ধের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, খাল উদ্ধার এবং উন্মুক্ত জায়গায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। দেশের পরিবেশের মানোন্নয়নে সমন্বিত ভাবে কাজ করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিশেষজ্ঞ প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং চালানো হবে। ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
#
দীপংকর/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৮৪০ ঘণ্টা
Handout Number: 1997
Task Force to be Formed to Control Air Pollution will Operate Until the Next Monsoon
-- Environmental Advisor
Dhaka, December 12:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, has stated that the government is making every effort to control air pollution. As part of this initiative, a task force will be formed very soon which will work until the next monsoon. Additionally, certain areas are set to be declared as ‘No Brickfield Zones.’ Recognizing that air pollution cannot be resolved overnight, citizens are being encouraged to wear masks. She further informed that old vehicles will be removed within the next six months and the police have been instructed to restrict open trucks from entering the capital.
The Advisor shared these updates during an inter-ministerial meeting held at the Local Government Division’s conference room in the Secretariat today. The meeting focused on strategies to combat air pollution in Dhaka and surrounding areas during the dry season.
Syeda Rizwana Hasan stated that sources of air pollution are being identified and measures are being implemented. Strict steps are being taken to control dust from construction work, emissions from brick kilns, and vehicle exhaust. She emphasized the importance of raising public awareness, enforcing laws, and enhancing monitoring systems to address the issue effectively.
The Environment Advisor further instructed stakeholders to spray water to reduce dust during construction, cover construction materials, and use protective barriers. Regular use of vacuum trucks for cleaning roads and prompt road repairs were also highlighted as necessary. Additionally, she stressed planting grass along roadsides, ensuring designated waste disposal areas, and banning the burning of waste.
At the meeting, Asif Mahmud Shojib Bhuiyan, Advisor to the Ministry of Local Government, Rural Development, and Cooperatives, stated that initiatives will be taken to recover canals and develop open spaces as playgrounds. He also emphasized the need for integrated efforts to improve the country’s environmental quality.
The meeting was chaired by the Acting Secretary of the Local Government Division and attended by officials from various ministries, agencies, and expert representatives.
It was decided in the meeting that effective laws will be implemented to control pollution and regular monitoring will be carried out. All necessary steps will be taken including regular spraying of water to control dust.
#
Dipankar/Rana/Rafiqul/Salim/2024/18.40 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ১৯৯৬
সম্প্রতি বিঘ্নিত ভূমি সেবা সফটওয়্যার ত্রুটিমুক্ত করতে কাজ করছে ভূমি মন্ত্রণালয়
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয় ১টি নতুন সফটওয়্যার ও ৪টি সফটওয়্যারের ২য় ভার্সন ১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছে। জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগরিকবান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, ই-পর্চা ও মৌজাম্যাপ (খতিয়ান) প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই Land Service Gateway (এলএসজি) এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়।
সফটওয়্যারগুলোতে পুরাতন সংস্করণ হতে বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করতে হয়েছে। ফলে, এ মুহূর্তে সিস্টেমগুলো একটু ধীরগতিতে চলছে। এছাড়া সেবা প্রদান এবং সেবা গ্রহণে কিছু কারিগরি জটিলতা ও ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিনিয়ত প্রাপ্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ত্রুটি সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রকল্পের একটি শক্তিশালী কারিগরি টিম গঠন করা হয়েছে এবং টিম কাজ করে যাচ্ছে।
বর্তমানে সফটওয়্যারগুলো ধীরগতিসম্পন্ন হওয়ায় নাগরিকগণ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই বৃদ্ধি পাবে। ভূমিসেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্যসহকারে আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনলাইন ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়াল তৈরি করে সরবরাহ করা হয়েছে। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য সফটওয়্যার সম্পর্কিত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানে ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভূমি মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
আহসান/রানা/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯৫
ইউক্রেন থেকে আমদানিকৃত গম দেশে পৌঁছেছে
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে MV.ENJOY PROSPERITY জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানিকৃত খাদ্য শস্যের প্রথম চালান।
জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে।
রক্ষিত গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
#
ইমদাদ/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৪/১৪০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯৪
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস- ২০২৪ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটিতে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৮টা ৩০ মিনিটে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া, সকাল ৮টা ৩০ মিনিট থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। এছাড়া, সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
শহিদ বুদ্ধিজীবী দিবসের পবিত্রতা রক্ষায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে।
#
এনায়েত/ফাতেমা/রবি/সাঈদা/মাসুম/২০২৪/১১৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯৩
বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে ‘Amendment to the Framework Agreement between the Government of the People's Republic of Bangladesh and the Government of the Kingdom of Denmark regarding the Bangladesh Development Programme (2023-2028)’ শীর্ষক একটি সংশোধিত অনুদান চুক্তি গতকাল ঢাকায় শেরে বাংলা নগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাক্ষরিত হয়েছে।
সংশোধিত ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় ডেনমার্ক সরকার বাংলাদেশ সরকারকে ৩৫.০০ মিলিয়ন ডিকেকে (প্ৰায় ৫৯ কোটি টাকা) অনুদান সহায়তা প্রদান করবে। বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান সহায়তা প্রদান করবে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ডেনমার্ক সরকারের পক্ষে ডেনমার্কের বাংলাদেশে রাষ্ট্রদূত Christian Brix Moller চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সুমী/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৪/১১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯২
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর):
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে ‘Strengthening Bangladesh Infrastructure Finance Fund Limited Project-Additional Financing’ শীর্ষক প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার (Ordinary Capital Resources-Regular) ঋণচুক্তি আজ ঢাকায় স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি’র পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকারের ও এডিবি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের উদ্যোক্তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা Bangladesh Infrastructure Finance Fund Limited (BIFFL) এবং বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। Public Private Partnership-এর মাধ্যমে বাস্তবায়িতব্য অবকাঠামোগত উন্নয়নখাতে বিনিয়োগ বৃদ্ধিতে BIFFL-এর সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এ বিষয়ে এডিবি ও BIFFL-এর মধ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
#
রুমানা/ফাতেমা/রবি/সাঈদা/মাসুম/২০২৪/১০৩০ ঘণ্টা