তথ্যবিবরণী নম্বর :৬৫৫
পাটের তৈরি ক্যানভাসে দেশবরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আজ জাতীয় সংসদ ভবনের সামনে পাটের তৈরি ক্যানভাসে দেশবরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক এবং বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ২০০ ফিট দৈর্ঘ্যরে পাটের তৈরি ক্যানভাসে দেশবরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চিত্রশিল্পী হাসেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান জামাল আহম্মেদ, শিল্পকলা একাডেমির পরিচালক মনিরুজ্জামানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। ২০০ ফিট লম্বা পাটের তৈরি ক্যানভাসে দেশবরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন গ্রিনেজ বুকে রেকর্ড সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আগামী ৬ মার্চ দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় পাট দিবস উদ্যাপিত হবে। এদিন জাতীয় পাট দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়া ৯-১১ মার্চ তিনদিন ব্যাপী পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে।
#
সৈকত/আলমগীর/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :৬৫৭
স্বাস্থ্য সেবা নিয়ে অতিরিক্ত বাণিজ্য কখনোই গ্রহণযোগ্য নয়
---মোহাম্মদ নাসিম
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে সুশীল সমাজ ও গণমাধ্যমের সহায়তায় মানহীন ক্লিনিক ও মেডিকেল কলেজের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেছেন, স্বাস্থ্য সেবা নিয়ে অতিরিক্ত বাণিজ্য কখনোই গ্রহণযোগ্য না। নিয়ম নীতি না মেনে ক্লিনিক ও মেডিকেল কলেজ পরিচালনা করলে অনুমোদন বাতিল করতে সরকার বাধ্য হবে। ইতোমধ্যে চারটি বেসরকারি মেডিকেল কলেজের চলমান শিক্ষাবর্ষে ভর্তি স্থগিত করা হয়েছে।
তিনি আজ রাজধানীতে ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা’ গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, প্রথম আলো ও ব্র্যাক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে সীমিত সম্পদ নিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা দুরূহ। চিকিৎসক ও নার্সরা বাড়তি চাপ নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করছেন। টাঙ্গাইলের তিন উপজেলায় অতি দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনা হেলথ কার্ড’ বিতরণের মাধ্যমে বিনামূল্যে ৫০টি রোগের চিকিৎসার পাইলট প্রকল্পের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে এই কর্মসূচি ছড়িয়ে দিয়ে সব অঞ্চলের অতিদরিদ্রদের বিনামূল্যে ৫০ রোগের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের চিকিৎসক, নার্সসহ সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশের জনগণের দোরগোড়ায় সহজে কম খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে তা সফল করতে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীরসহ, অর্থ মন্ত্রণালয়, বিশ^ ব্যাংক, ইউএসএইড, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তৃতা করেন।
#
পরীক্ষিৎ/আলমগীর/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০৩১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৫৬
ব্যান্সডককে আধুনিক ও যুগোপযোগী করা হবে
-- বিজ্ঞানমন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ):
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, অবাধ তথ্য প্রবাহের এবং তথ্য প্রযুক্তির অভাবনীয় বিকাশের এ যুগে গ্রন্থাগার বিজ্ঞানকে যুগোপযোগী করতে হবে। না হলে তা শিক্ষার্থী এবং গবেষকদের কোন কাজে লাগবে না। সেজন্য ব্যান্সডককে আধুনিক ও যুগোপযোগী করে এর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আজ বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে মাসব্যাপী ইন্টার্নশিপ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ সিরাজুল হক খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যান্সডকের মহাপরিচালক জেসমীন আক্তার।
#
কামরুল/আলমগীর/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :৬৫৪
জ্বালানির সাশ্রয়ী ব্যবহার বাড়াতে ইতিবাচক মনোভাব প্রয়োজন
---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার বাড়াতে ইতিবাচক মনোভাব তৈরি করা প্রয়োজন। সাশ্রয়ী জ্বালানির স্বপক্ষে জনসম্পৃক্ততা বাড়ানো গেলে দ্রুত সাফল্য পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ওহঃবৎহধঃরড়হধষ ঊহবৎমু ঊভভরপরবহপু উধু ২০১৭ উপলক্ষে “ঞড়ধিৎফং ধহফ ঊহবৎমু ঊভভরপরবহঃ ইধহমষধফবংয” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান, প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের উৎকর্ষতা, জ্বালানির যুক্তিসঙ্গত মূল্য, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের নানাবিধ প্রোগ্রাম, এলপিজি, এলএনজি, কয়লাসহ বহুবিধ উৎস হতে সংগৃহীত জ্বালানির বহুমুখী ব্যবহার, সরকারি দপ্তরসমূহের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক ও যৌথ বিনিয়োগে উৎসাহ প্রদান প্রভৃতি বিষয় প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, ¯্রডো প্রাতিষ্ঠানিকভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল স্তরে সাশ্রয়ী জ্বালানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিয়ে কাজ করছে।
আজকের এ সেমিনারে (র) ওহঃবৎহধঃরড়হধষ ইবংঃ চৎধপঃরপবং রহ ঊহবৎমু ঊভভরপরবহপু ওসঢ়ষবসবহঃধঃরড়হ, (রর) ঘধঃরড়হধষ ঊহবৎমু ঊভভরপরবহপু চড়ষরপু ভড়ৎ ঝঁংঃধরহধনষব ঊপড়হড়সরপ এৎড়ঃিয, (ররর) ঈযধসঢ়রড়হরহম ঊহবৎমু ঊভভরপরবহপু রহ ঃযব ওহফঁংঃৎরধষ ঝবপঃড়ৎ ড়ভ ইধহমষধফবংয-এই তিনটি বিষয়ে বিশেষজ্ঞরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন। এতে চীন, সিংগাপুর, ইন্ডিয়া ও বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা মতামত ও দৃষ্টান্ত উপস্থাপন করেন।
সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে ঞযব ওহংঃরঃঁঃব ভড়ৎ চড়ষরপু, অফাড়পধপু ধহফ এড়াবৎহধহপপ (ওচঅএ)- এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মূনির খসরুর সভাপতিত্বে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন ।
#
আসলাম/আলমগীর/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৫৩
নারীকে পরিবার থেকে সম্মান জানালে সমাজ এবং রাষ্ট্রকেও তা প্রভাবিত করে
-- মেহের আফরোজ চুমকি
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একটি পরিবারে নারী বিভিন্ন রূপে থাকেন, নারীকে পরিবার থেকে সম্মান জানানো হলে সমাজ এবং রাষ্ট্রকেও তা প্রভাবিত করবে। পরিবার থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গীর পরিচয় দিলে নারীর প্রতি সত্যিকারের সম্মান প্রদর্শন করা হবে। এজন্য সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে।
আজ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা বিষয়ক অধিদফতর ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের যৌথ আয়োজনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
২০১৭ সালের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা।’ মানববন্ধনে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল। কিন্তু বাংলাদেশে এখনও নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। নারীর প্রতি যে কোন ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম অ্যাডভোকেট, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী।
সমাজের বিভিন্ন স্তরের নারী পুরুষসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি মানববন্ধনে অংশগ্রহণ করে।
#
খায়ের/আলমগীর/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৫২
খাদ্যশস্য উৎপাদনে দেশ আজ স¦য়ম্ভর
-- কৃষিমন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ):
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টায় ফসল উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে। দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে আমরা স¦য়ম্ভরতা অর্জন করার পাশাপাশি স্বল্প পরিসরে হলেও বিদেশে খাদ্যপণ্য রপ্তানি করছি।
আজ রাজধানীর বিএআরসিতে বাংলাদেশ উদ্যান বিজ্ঞান সমিতির জাতীয় কনভেনশন-২০১৭’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত এক দশকে সবজি আবাদের জমির পরিমাণ ৫ শতাংশ হারে বেড়েছে। সময় পাল্টেছে, এখন প্রায় সারা বছরই ভোক্তারা শীতকালীন সবজি হিসেবে পরিচিত টমেটো, লাউ, ফুলকপি, ইত্যাদিসহ ২০ থেকে ২৫ জাতের সবজি খেতে পারছেন। হাইব্রিড নিয়ে অনেকে নেতিবাচক কথা বলেছেন। কিন্তু এখন তার সুফল কৃষক ও ভোক্তারা পাচ্ছে।
তিনি খাদ্যপণ্য রফতানিকারকদের উদ্দেশ্যে বলেন, নি¤œমানের পণ্য রফতানি করে দেশের সম্মান ক্ষুণœ করা হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।
বাংলাদেশ উদ্যান বিজ্ঞান সমিতির সভাপতি ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা আহমেদ, এফএও প্রতিনিধি উৎ. ঝঁব খধঁঃুব ও উদ্যান বিজ্ঞান সমিতির মহাসচিব ড. মদন গোপাল সাহা উপস্থিত ছিলেন।
#
বিবেকানন্দ/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৫১
টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারী-পুরুষ বৈষম্য দূর করতেই হবে
---তথ্যমন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
টেকসই উন্নয়ন ও বৈষম্যমুক্ত সমৃদ্ধির জন্য সমাজ ও অর্থনীতি থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করতেই হবে। বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখন থেকেই এ বিষয়ে সকল খাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। ব্যাপকভাবে বিকাশমান গণমাধ্যম এমনই একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত, যেখানে লিঙ্গ বৈষম্য থাকা চলে না।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘নারী-পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণমাধ্যমসহ সকল কর্মক্ষেত্রে নারীবান্ধব কর্মপরিবেশ, নারী-পুরুষ সমতায়নে নীতিমালা, শিশু দিবা যতœ কেন্দ্র এবং নারীদের গৃহ ও কর্মক্ষেত্রের মধ্যে যাতায়াত সুবিধা কাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী।
জাতিসংঘের সাথে চুক্তির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন একটি বাধ্যবাধকতা উলে¬øখ করে মন্ত্রী বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে অন্যান্য সংস্থার ওপর নজরদারি করবে গণমাধ্যম। আর গণমাধ্যম সংস্থায় নারী উন্নয়নের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোকে তা নজরদারিতে রাখতে হবে। আগামী বছরের আন্তর্জাতিক নারী দিবসে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করার জন্য সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
জঙ্গি, দারিদ্র্য ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণু নীতির কথা পুনর্ব্যক্ত করে ইনু বলেন, ‘সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও জঙ্গিসন্ত্রাস নারী সমাজের সবচেয়ে বড় শত্রু। এসকল বিষয়ে সজাগ থাকতে হবে।’
জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের কূটনৈতিক প্রতিবেদক আঙ্গুর নাহার মন্টিসহ বিভিন্ন গণমাধ্যমের নারী প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন। ‘নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শাহনাজ মুন্নী।
#
আকরাম/আলমগীর/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৫০
১৪টি উপজেলায় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ ):
উপজেলা পরিষদ সাধারণ ও উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় আগামী ৬ মার্চ সোমবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলার ওসমানী নগর উপজেলা, খাগড়াছড়ির গুইমারা উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা, পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা, কুমিল্লার আদর্শ সদর উপজেলা, পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলা, নাটোরের বড়াই গ্রাম উপজেলা, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা, নীলফামারীর জলঢাকা উপজেলা, সাতক্ষীরার কলারোয়া উপজেলা এবং বাগের হাটের মোড়েলগঞ্জ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
#
মিজানুর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৯
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠক আজ কমিটি’র সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মোহাম্মদ হাছান ইমাম এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন।
বিগত ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৭ সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় যে, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীতে ১৪টি বাজার মনিটরিং টিম নিয়োজিত রয়েছে। প্রতিদিন ২টি করে টিম মোট ৬ টি বাজার পরিদর্শন করে থাকে। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় অধিদপ্তর কর্তৃক মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফেব্রুয়ারী ২০১৭ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২৪ হাজার ১শত ২৬ টি প্রতিষ্ঠানে মোট ১৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সদ্য সমাপ্ত ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মোট ২ শত ৪৩ কোটি টাকা রপ্তানি আদেশ লাভ করেছে এবং মোট ১ শত ১৩ কোটি টাকার পণ্য বিক্রয় হয়েছে। আগামী বৈঠকে ডিআইটিএফ ২০১৭ এর সমস্ত আয় ব্যায়ের হিসাব সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
দেশের বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহনের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার জন্য সংসদীয় সাব কমিটি এবং বাণিজ্য মন্ত্রীর সাথে আলোচনাক্রমে সংসদীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে মেলায় অংশগ্রহণের সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৮
গলাচিপা পৌরসভার উপনির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা পৌরসভার মেয়র পদের উপনির্বাচন উপলক্ষে ৬ মার্চ, ২০১৭ সোমবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
#
আলমগীর/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৭
চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীগুলো অচিরেই দূষণমুক্ত করা হবে
- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীগুলো অচিরেই দূষণমুক্ত করা হবে।
মন্ত্রী আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাষ্টার প্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীসমূহকে দূষণমুক্ত করার নির্দেশনা প্রদান করেছেন। বর্ধিষ্ণু নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে। এজন্য পানির উৎস হিসেবে নদীকে ব্যবহার করতে হবে। তিনি বলেন, নদীর নাব্যতা বৃদ্ধি ও দূষণমুক্ত করলে এর প্রত্যক্ষ উপকার জনগণ ভোগ করবে।
মন্ত্রী আরো বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে কারিগরি কমিটি গঠন করে মাস্টার প্ল্যান তৈরি করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। শিল্প-কারখানা ও মানবসৃষ্ট অন্যান্য বর্জ্যরে কারণে সৃষ্ট দূষণ ও অবৈধ দখল রোধ করে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
সভায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রস্তুতকৃত ধারণাপত্র পর্যালোচনা করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে কারিগরি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
#
জাকির/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৫
জাতীয় পাট দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ):
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৬ মার্চ জাতীয় পাট দিবস-২০১৭ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় পাট দিবস -২০১৭’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বাংলার পাটখাতের সমৃদ্ধি আরো ত্বরান্বিত করতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আমার বিশ্বাস।
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। সে লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতির পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। তিনি রাষ্ট্রের উৎপাদন যন্ত্রের ওপর জনগণের মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাট ও বস্ত্রকলসমূহ জাতীয়করণ করেন। পাটের গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রাষ্ট্রীয় পাটকলসমূহ আধুনিকায়নের ফলে পাটখাত পুনরায় অর্থনীতিতে গৌরবোজ্জ্বল অবদান রাখছে। পাট শিল্পের সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির সাথে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি একটি অনন্য পরিবেশবান্ধব পণ্য হিসেবে সমাদৃত।
দেশের অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পাটশিল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। ইতোমধ্যে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দৃষ্টান্তমূলক সাফল্য লাভে সক্ষম হয়েছে। ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূলসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশ সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ ক্ষেত্রে পরিবেশবান্ধব পাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মহাসড়কে এগিয়ে চলেছে। সরকার গৃহীত রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ এর আলোকে বাংলাদশ ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বঞ্চনামুক্ত ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন পূরণে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন-এ প্রত্যাশা করি।
আমি ‘জাতীয় পাট দিবস-২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/দীপংকর/শহিদ/রফিকুল/আসমা/২০১৬/১১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৪৬
জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“দেশে প্রথমবারের মতো ৬ মার্চ ২০১৭ ‘জাতীয় পাট দিবস’ উদ্যাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি পাটচাষি, পাটশিল্পের শ্রমিক-কর্মচারী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ পাট উৎপাদন এবং বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
সোনালি আঁশখ্যাত পাট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাটখাত এখনও দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। শ্রমঘন পাটখাত দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স¦াধীনতার পর পাট ও বস্ত্রকলসমূহ জাতীয়করণ করেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ক্ষমতা দখলকারী সরকারগুলো পাটশিল্পকে ধ্বংস করে। একের পর এক পাটকল বন্ধ করে দেয়। বিএনপি সরকার ২০০২ সালে অন্যান্য পাটকলসহ এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজীও বন্ধ করে দেয়। ফলে পাট, পাটপণ্য উৎপাদন, রপ্তানি বন্ধ হয়ে যায়। পাট শিল্প ধ্বংস হয়ে যায়।
আওয়ামী লীগ সরকার পাটখাতের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। বেশ কয়েকটি বন্ধ পাটকল পুনরায় চালু করা হয়েছে। পাটের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির জন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ কার্যকর করা হয়েছে। একটি সময়োপযোগী পাট আইন ২০১৬ অনুমোদনের পথে।
দেশীয় সংস্কৃতির ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে মানানসই বাংলাদেশের গর্ব সোনালি আঁশ বা পাটের বহুবিধ পণ্য বাজারে বিদ্যমান। ফলে এই পাটশিল্প বিকাশের স্বার্থে যথাসম্ভব দেশীয় সংস্কৃতি ধারণ করে এরূপ পরিবেশবান্ধব পাটজাত সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে পাট চাষিগণ পাটের ন্যায্য মূল্য পাবেন। পাটখাতের উন্নয়ন ঘটবে। সোনালি আঁশের ঐতিহ্য আবার ফিরে আসবে। পাট পরিবেশবান্ধব, তাই নির্মল ও দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পাট ও পাটজাত বহুমুখী পণ্যের বিকল্প নেই। আমি আশা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সোনালি আঁশ অন্যতম হাতিয়ার হবে।
‘জাতীয় পাট দিবস-২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১১২০ ঘণ্টা