তথ্যবিবরণী নম্বর: ২৭৭২
ক্ষুদ্র খামারিদের রক্ষায় সচেষ্ট সরকার
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ক্ষুদ্র খামারিদের রক্ষায় সচেষ্ট সরকার। ক্ষুদ্র খামারিদের গুরুত্ব অনেক বেশি, কারণ এখানে তাদের জীবন-জীবিকা জড়িত। ফিডের দাম বেশি উল্লেখ করে তিনি বলেন, আসুন আমরা সব পক্ষ একত্রিত হয়ে দাম কমানোর চেষ্টা করি।
আজ ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো এবং সেমিনার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মুরগি পালন আগাগোড়া কৃষকের বাড়িতেই হতো। এ সেক্টর আরো বড় করতে হলে মহিলা খামারিদের সংখ্যা বাড়াতে হবে। তিনি আরো বলেন, পোল্ট্রিকে খারাপ কিছু খাওয়ানো হলে তা আবার খাদ্যের সাথে মিশে মানুষের পেটে যাচ্ছে। সেজন্যই অর্গানিক ফুড বিশ্বে নতুন চিন্তার দ্বার উন্মুক্ত করছে।
ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু সুফিয়ান ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
‘সাসটেনেবল পোলট্রি ফর এমার্জিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় ২৭টি দেশের দুই শতাধিক কোম্পানির ৮২৫টি স্টল আছে। ফিডমিল, হ্যাচারি, ব্রিডারফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিং-সহ পোলট্রি শিল্পসংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের দেখা মিলবে এ মেলায়।
#
মামুন/রানা/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/২১৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭৭১
জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আলোচনা
ওসাকা, জাপান, (২০ ফেব্রুয়ারি):
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল ওসাকার শীর্ষস্থানীয় জাপানি ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা। দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাপান সফর করছে। প্রতিনিধিদলে বিডার মহাপরিচালক, বিডার ব্যবসা উন্নয়ন প্রধান, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সিলের সদস্যবৃন্দ রয়েছেন।
প্রতিনিধিদল ডাইকিন (উধরশরহ) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা শোজি উএহারার সঙ্গেও বৈঠক করে। ডাইকিন বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়া বাংলাদেশের প্রতিনিধিদল ইতোচু কর্পোরেশনের অ্যাম্বাসাডর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসাহিরো ইমাইয়ের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদল ওসাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওসিসিআই) চেয়ারম্যান মোইশিমা হিরোমিতসুর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে জাপানের ইলেকট্রনিক্স, ধাতু, উৎপাদন, টেক্সটাইল ও আইটি শিল্পের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তাঁরা পারস্পরিক ব্যাবসায়িক সহযোগিতা এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ বিষয়ক আলোচনা করেন।
বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমরা জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরো বেশি জাপানি ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানাতে প্রস্তুত।’ এই বৈঠকগুলো বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পথ সুগম করবে।
#
প্রশান্ত/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০৪৫ঘণ্টা
Handout Number: 2770
Excessive noise poses serious risks to public health and the environment
--- Environment Secretary
Dhaka, 20 February:
Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, stated that excessive noise poses serious risks to public health and the environment. She emphasized the need for awareness and collective efforts to control noise pollution. All hospitals and residential areas, must be kept noise-free.
The Environment Secretary made these remarks while inaugurating the ‘Horn Usage Discouragement’ campaign today in front of Osmani Udyan, opposite Gate No. 1 of the Bangladesh Secretariat. The campaign aims to raise public awareness at seven key points in the capital.
Farhina Ahmed further stated that the campaign will include awareness programs on noise pollution control. Additionally, mobile courts will take legal action against unauthorized horn usage.
The inauguration ceremony was attended by Dr. Md. Kamruzzaman, Director General of the Department of Environment; Additional Secretary Dr. Fahmida Khanom, and Md. Khairul Hasan; as well as representatives from the ministry, the Department of Environment, environmental organizations, and students.
This campaign will be implemented in front of the Secretariat, Education Building, Zero Point, Paltan Intersection, Kadam Fountain, and in front of key locations in Agargaon, including the Children's Hospital, Pangu Hospital, Betar Mor, and Neuroscience Hospital.
#
Dipankar/Rana/Ferdows/Sanjib/Joynul/2025/2000hour
তথ্যবিবরণী নম্বর: ২৭৬৯
সরকারি যানবাহন অধিদপ্তরের শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি
ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):
জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন সরকারি যানবাহন অধিদপ্তরের বিভিন্ন ক্যাটেগরির শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম গৃহীত হয়েছে। সে লক্ষ্যে প্রথম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল নয়টা হতে সাড়ে ১০টা এবং বিকাল আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ ক্যাটেগরির পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরকারি যানবাহন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
কাউছার/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭৬৮
শব্দদূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে
--- পরিবেশ সচিব
ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধে করতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাকে শব্দহীন রাখতে হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ সচিব এসব কথা বলেন। রাজধানীর সাতটি পয়েন্টে এই কর্মসূচি চলবে।
পরিবেশ সচিব বলেন, এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।
#
দীপংকর/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭৬৭
জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত খোকনকে রাশিয়ায় পাঠানো হচ্ছে
ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):
জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাশিয়ায় পাঠানো হচ্ছে। রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়েছে।
গত ৫ আগস্ট আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলির আঘাতে তাঁর মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মণের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালুর এখন আর কোনো অস্তিত্ব নেই। খোকনের আঘাতের ধরন গুরুতর এবং মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় তাঁর চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়। সেসব দেশের অপারগতার প্রেক্ষিতে দীর্ঘ চেষ্টার পর এ বিষয়ে দক্ষ রাশিয়ার হাসপাতালটি মুখ পূণর্গঠনের চিকিৎসায় সম্মত হয়েছে।
এ প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডাক্তার মো: মাহমুদুল হাসানসহ কাতার এয়ারওয়েজের ফ্লাইটে খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য সেদেশে প্রেরণ করা হচ্ছে। তাকে প্রাথমিকভাবে উক্ত হাসপাতালে প্রাক মূল্যায়ন করা হবে এবং থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি মডেল তৈরি করা হবে। মডেল অনুযায়ী চেহারা পুনর্গঠনের জন্য মূল সার্জারি মার্চ মাসের ২০ তারিখ বা তার কাছাকাছি সময়ে শুরু হবে।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যাহত কর্মকাণ্ডের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮ জনকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জন চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। এছাড়া, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত ১৪ হাজারের অধিক ছাত্র-জনতাকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরসহ ৬ টি দেশ থেকে আগত বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ হাজারের অধিক আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থার মূল্যায়ন করেছেন। ক্ষেত্রবিশেষে তারা আন্দোলনে আহতদের সার্জারি করেছেন।
#
শাহাদাত/তৌহিদ/শাহিদা/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১৫৫১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭৬৬
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা
নিউইয়র্ক, ২০ ফেব্রুয়ারি:
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে গতকাল ‘ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা: প্রেক্ষিত বদলে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জ কোং ইনকে্র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাব্য বিনিয়োগবান্ধব সংস্কারের ওপর একটি ওয়েবিনারে ভিডিও প্রদর্শন করা হয়। এসময় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি’র (BIDA) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বক্তব্য দেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী বাণিজ্য-বিনিয়োগসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে সকলকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে নিরাপত্তা নিশ্চিত কল্পে সরকার ঘোষিত বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি প্রবাসীদের বাংলাদেশে অধিক হারে বিনিয়োগের আহবান জানান। আর্থসামাজিক উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব বর্ণনা করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার ব্যাপারে একচেঞ্জ হাউসগুলোকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মুসলিম চৌধুরী। বর্তমান বিশ্ব বাস্তবতায় সব দেশের ন্যায় বাংলাদেশও অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা তুলে ধরেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে আলোকপাত করে সহজতর এবং বিনিয়োগ বান্ধব প্রক্রিয়া চালু করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান।
এসময় সোনালী এক্সচেঞ্জের সিইও মহসিন কবির তাঁর বক্তব্যে প্রচলিত বিনিয়োগের পাশাপাশি স্টক ও বন্ডে বিনিয়োগের সুবিধাসমূহের ওপর প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেন। রেমিট্যান্সের ক্ষেত্রে সরকারি প্রণোদনার সুবিধা গ্রহণপূর্বক তিনি সকলকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা বাংলাদেশকে ব্যবসা-বিনিয়োগের এক অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের ক্রম-বর্ধমান অর্থনীতি, দ্রুত বিকাশমান শিল্প ও সেবাখাত, পরিশ্রমী এবং মেধাবী তরুণ জনগোষ্ঠী, শ্রমের সহজলভ্যতা, দ্র্রুত-প্রসারমান প্রযুক্তি-সামর্থ্যসহ প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করে তিনি সবাইকে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধাসমূহ গ্রহণ করার আহবান জানান। অধিকতর ক্রয়-ক্ষমতা সম্পন্ন একটি উদীয়মান মধ্যবিত্ত জনগোষ্ঠীসহ বাংলাদেশকে তিনি একটি বড় সম্ভাবনাময় বাজার হিসেবেও চিত্রিত করেন।
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি এক্সচেঞ্জ হা্উসের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
#
মিশন নিউইয়র্ক/তৌহিদ/শাহিদা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১০৩০ ঘণ্টা
Not to publish before 5 PM
Handout Number : 2765
Chief Advisor’s Message on the Martyrs’ Day and International Mother Language Day
Dhaka, 20 February :
Chief Advisor Professor Muhammad Yunus has given the following Message on the occasion of the Martyrs’ Day and International Mother Language Day:
“On the occasion of great Martyrs’ Day and International Mother Language Day, I pay tribute to people of all languages in the world, including Bangla. Since 2000, Bangladesh and UNESCO have been jointly observing this day in a befitting manner. ‘Make Languages Count for Sustainable Development’ as this year’s UNESCO topic is justified.
The Bengali nation, which had endured centuries of enslavement and domination, achieved its first victory in its struggle for independence on February 21, 1952. The language movement holds special significance in the history of the Bengali nation’s liberation movement. The groundwork for the establishment of a democratic, language-based, non-communal state structure was established by this movement. On this day, Abul Barkat, Abdul Jabbar, Abdus Salam, Rafiquddin Ahmad, Shafiur Rahman and many others sacrificed their lives to protect the dignity of their mother language, Bangla.
In 1956, Bangla was granted the status of a state language and February 21 was declared Martyrs’ Day and a public holiday. On November 17, 1999, UNESCO recognised February 21 as ‘International Mother Language Day.’
The Interim Government established through the July Uprising is working consistently to defend the dignity of the nation and its languages, which are essential to growth and prosperity. It is also working to ensure that the Bangla language is used in information technology. Textbooks in the mother languages of various ethnic groups, including Braille books, are being distributed free of charge.
Greetings and congratulations to everyone on great Martyrs’ Day and International Mother Language Day 2025. I wish success to all the programmes undertaken on this occasion.”
#
Asrofa/Tohidul/Sahida/Romjan/Subarna/Saida/Asma/2025/1030 hours
Not to publish before 5 PM
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ২৭৬৪
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমি বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইউনেস্কো ২০০০ সাল থেকেই বাংলাদেশের সঙ্গে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘Make languages count for sustainable development’ যুক্তিযুক্ত হয়েছে।
শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। এ দিনে আমাদের মাতৃভাষা বাংলা’র মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরো অনেকে।
১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতেও সরকার কাজ করছে। এছাড়াও, ব্রেইল বইসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
সবাইকে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।”
#
আশরোফা/তৌহিদ/শাহিদা/রমজান/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৫/১০৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ