Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী ২৮/১১/২০১৮

তথ্যবিবরণী ২৮/১১/২০১৮                                                                                                       নম্বর : ৩১৯১
 
বাজার তদারকি 
১১৪ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর, ফেনী, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, ঝিনাইদহ, ভোলা, দিনাজপুর, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, নড়াইল, নেত্রকোণা, জামালপুর, সিলেট, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী, পটুয়াখালী এবং মৌলভীবাজারে গতকাল বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর, কাফরুল ও শাহজাহানপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ইমরান মেডিসিনকে ১০ হাজার টাকা, রিসতা জেনালের স্টোরকে ২০ হাজার টাকা, লিমা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ফুড ল্যান্ডকে ১০ হাজার টাকা ও মিনি মার্টকে ২০ হাজার টাকা; অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ২৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে বিক্রমপুর সুইটস এন্ড বেকারিকে এক হাজার টাকা ও কাজী কিচেনকে ১০ হাজার টাকা; মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে হক ফার্মাকে ১০ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসীকে ১০ হাজার টাকা, হাইটেক কন্টিনেন্টাল হসপিটাল ফার্মেসীকে ৪০ হাজার টাকা, লাবণ্য ফার্মেসীকে ১৫ হাজার টাকা, মুত্তকী ফার্মাকে ২৫ হাজার টাকা এবং ওজনে কারচুপির অপরাধে শিফনের মাংসের দোকানকে এক হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩৩টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৯৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
গত ২৭ নভেম্বর ৩৬টি বাজার তদারকি ও ৭টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১১৪টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৭ জন অভিযোগকারীকে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। 
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। 
#
 
আফরোজা/মাহমুদ/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১৫ঘণ্টা
Todays handout.docx