Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০১৭

তথ্যবিবরণী ২৯ মার্চ ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮৯৬

কুড়িল থেকে বালু নদী পর্যনত্ম রাসত্মার দু’পাশে ১০০ ফুট চওড়া খাল খনন করা হবে 
                                -- গণপূর্ত মন্ত্রী
পূর্বাচল (ঢাকা), ১৫ চৈত্র (২৯ মার্চ) :
    কুড়িল থেকে বালু নদী পর্যনত্ম ৩০০ ফুট রাসত্মার দুই পাশে ১০০ ফুট চওড়া খাল খনন করা হবে। এর ফলে নিকুঞ্জ, জোয়ারসাহারা, ডিওএইচএস, ঢাকা সেনানিবাস, বিমানবন্দর, কালাচাঁদপুর, কুড়িল ও কুড়াবাড়ির জলাবদ্ধতা দূর হবে। বর্ষা মৌসুমে এসব এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 
    আজ এ খাল খননের বিষয়ে অবহিতকরণ ও ড়্গতিগ্রসত্ম জমির মালিকদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সব কথা বলেন। 
    পূর্বাচল ১৪ নম্বর সেক্টরে ২০২ নম্বর সড়কে  রাজউক ও প্রকল্প বাসত্মবায়নকারী সংস'া বাংলাদেশ সেনাবাহিনী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৪ জন ড়্গতিগ্রসত্ম ব্যক্তিকে ১০০ কোটি টাকার চেক প্রদান করা হয়। পূর্বেও একইস'ানে জেলা প্রশাসনের পড়্গ থেকে ২৫ জন ড়্গতিগ্রসত্ম ব্যক্তিকে ৫০ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে জানানো হয়, ১৩ দশমিক ৬৪ কিলোমিটার দীর্ঘ এ খালের সাথে ১৩ কিলোমিটার সার্ভিস রোড, ৩৯ কিলোমিটার পায়ে হাঁটার পথ, চারটি ইউলুপ, ১৩টি আর্চ ব্রিজ, ১৬টি পথচারী ব্রিজ, ১৩ কিলোমিটার সীমানা প্রাচীর, পাঁচটি সস্নুইসগেট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২৮৬ কোটি ৯১ লাখ টাকা। এ খাল খননের জন্য প্রায় ৯০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ১২০০ ব্যক্তি ড়্গতিগ্রসত্ম হবে এবং ড়্গতিপূরণ বাবদ ব্যয় হবে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা। প্রকল্প বাসত্মবায়ন করতে সময় লাগবে দুই বছর। সরকারি অর্থায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গের এ প্রকল্প বাসত্মবায়নের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।
    গণপূর্ত মন্ত্রী বলেন, এটি নিছক কোন খাল নয়। এ খাল খনন শেষ হলে ঢাকা শহরের একটি উলেস্নখযোগ্য অংশের জলাবদ্ধতা দূর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ খালকে নান্দনিকভাবে সাজানো হবে এবং নগরবাসীর জন্য স্বসিত্মকর একটি কেন্দ্রে পরিণত করা হবে। 
    তিনি বলেন, পূর্বাচলকে ঘিরে এ এলাকার ব্যাপক উন্নয়ন ঘটছে। পূর্বাচল হবে দেশের প্রথম স্মার্ট সিটি। এখানে বর্জ্য ব্যবস'াপনাসহ সকল ইউটিলিটি সেবাকে আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা হচ্ছে। সবধরণের ইউটিলিটি সার্ভিস ডাকটিং পদ্ধতিতে মাটির নিচে থাকবে। অনিয়মের মাধ্যমে পূর্বাচলে যেসব ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স'াপনা নির্মাণ করা হয়েছে তা অবশ্যই অপসারণ করা হবে। 
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উলস্না খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক লে. কর্নেল নিজাম উদ্দীন ও ঢাকার জেলা প্রশাসক 
মো. সালাহউদ্দীন।
#
কিবরিয়া/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮৯৫

ভারতীয় সাংবাদিকদের তথ্যমন্ত্রী
ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

    ‘ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগ দু’দেশের মধ্যে যে পারস্পরিক আস'া ও নিরাপত্তার সৌহার্দ্য গড়েছে, উন্নয়ন অংশীদারিত্বে তা ক্রমবর্ধমান ভূমিকা রাখবে।’ 

    বাংলাদেশ সফররত সাত সদস্যের ভারতীয় সাংবাদিক দলের সাথে আজ সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

    তিনি বলেন, সন্ত্রাস বন্ধ করা ও প্রত্যেকের নিজ ধর্ম শানিত্মপূর্ণভাবে পালনের অধিকার প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব থেকে বড় অর্জনগুলোর অন্যতম। দ্বিতীয় কোনো দেশে জঙ্গি তৎপরতা চালানোর কাজে বাংলাদেশের ভূমি যেন ব্যবহার না হয়, প্রধানমন্ত্রী তা নিশ্চিত করেছেন।

    প্রেস ক্লাব অভ্‌ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিসত্মা চুক্তির আশা আমাদের রয়েছে। সুষম পানিবণ্টন বন্ধুত্বকে আরো মজবুত করবে। সেই সাথে দীর্ঘস'ায়ী সমাধানের জন্য তিনি গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের একযোগে কাজ করা উচিত বলে মতামত দেন। এ প্রকল্প পানিবণ্টন ছাড়াও জলবিদ্যুৎ ও পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে, বলেন তিনি। 

    প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দু’দেশের তথ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরের জন্য যৌথ অডিও-ভিজ্যুয়াল অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণ এবং দূরদর্শনে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সমপ্রচার বিষয়ে দু’টি চুক্তি ও গণমাধ্যম বিষয়ে সহযোগিতায় একটি এবং অল ইন্ডিয়া রেডিও ও বাংলাদেশ বেতারের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রস'ত হচ্ছে বলেও সভায় জানান হাসানুল হক ইনু। 

    ভারতের দ্য হিন্দু’র সুহাসিনী হালদার, আনন্দবাজারের অগ্নি রায়, দ্য টেলিগ্রাফের দেবদীপ পুরোহিত, প্রেস ক্লাব অভ্‌ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, হার্ড নিউজের সঞ্জয় কাপুর, এএনআই’র অশোক রাজ এবং সংবাদ প্রতিদিনের সৌম্য বন্দোপাধ্যায় সভায় অংশ নেন।  

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৯৪

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা’র সভাপতিত্বে কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মীর শওকাত আলী বাদশা, মোঃ মকবুল হোসেন এবং একেএম মাঈদুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটি ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তরের লোকবল নিয়োগের কার্যক্রম চলমান রাখার সুপারিশ করে। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগের নিকট অনাদায়ি ভূমি উন্নয়ন কর ধারাবাহিকভাবে একাধিক অর্থবছরে আদায়ের উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। এছাড়া দেশের ইপিজেড সমূহের কাছ থেকে ভূমিকর আদায়ের উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করে। 
কমিটি ভূমি উন্নয়ন কর আদায়ে চলমান রাখার লক্ষ্যে আদালতে দাখিলকৃত মামলাসমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী স্কেলে ও গ্রেডে সহকারী তহসিলদার নিয়োগের সুপারিশ করে।
বৈঠকে বন বিভাগের জমি বন বিভাগের নামে সংশোধনপূর্বক রেকর্ড করিয়ে নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া যেসমস্ত জমি খাস খতিয়ানভুক্ত আছে তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে বনায়নের উপযুক্ত জায়গায় সামাজিক বনায়ন এবং বনায়নের অনুপযুক্ত জায়গায় গৃহহীন ও ভূমিহীনদের আবাসস্থল গড়ে তোলার সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#

হালিম/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/২০১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৯৩

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে
২৪ এপ্রিল পবিত্র লাইলাতুল মি‘রাজ 


ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল, ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ রজব অর্থাৎ ২৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মি‘রাজ পালিত হবে।  
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সভায় তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ ছাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বিএম আমিনউল্লাহ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, ,ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ গোলাম মওলা, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান,  চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান  প্রমুখ উপস্থিত ছিলেন।  
#

শায়লা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮৯২

শিড়্গা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

    জাতীয় সংসদের শিড়্গা মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটি ২২তম বৈঠক কমিটির সভাপতি 
মো. আফছারম্নল আমীনের সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।


    কমিটির সদস্য জাহাঙ্গীর কবীর নানক, গোলাম মোসত্মফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
 

    জাতীয় শিড়্গাক্রম ও পাঠ্যপুসত্মক বোর্ডের সাথে আলোচনা করে সাধারণ শিড়্গা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিড়্গা অনত্মর্ভুক্ত করার সুপারিশ করে কমিটি। এছাড়া    বৈঠকে শিড়্গা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও বাসত্মবায়নে বুয়েটের পরামর্শ নেয়ার সুপারিশ করা হয়।

    কমিটি বেসরকারি শিড়্গক কর্মচারীদের এমপিও ভুক্তির প্রণীত নীতিমালা সংসদীয় কমিটিতে সরবরাহ করা এবং আইসিটি রিসোর্স সেন্টার স'াপন প্রকল্পের দ্বিতীয় ফেইজে মহানগরীর থানাকে অনত্মর্ভুক্ত করার সুপারিশ করে।

    শিড়্গা মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

সাব্বির/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৮৯১

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ৩২তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদের সভাপতিত্বে আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, নবী নেওয়াজ এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। 

    কমিটি কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করার সময় পরিবেশ ও বনের ড়্গতি সাধন রোধকল্পে প্রকল্প গ্রহণ করার পর্যায়েই সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেয়ার সুপারিশ করে।

    বৈঠকে সংরড়্গিত বনাঞ্চলের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রাসত্মা নির্মাণের সময় অন্য কোনো বিকল্প পথ থাকলে সেই বিকল্প পথ অনুসরণ করার সুপারিশ করা হয়।

    পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

নীলুফার/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৯০

পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার চায় বাংলাদেশ
                                                           -- আইনমন্ত্রী
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সাথে জড়িত পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে দেশে এনে বিচার করতে চায় বাংলাদেশ। 
গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এক সেমিনারের সমাপনী অধিবেশনে তিনি আজ এ কথা বলেন। 
আইনমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিতে বলা হয়, পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এ জন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের বিচার করা হয়নি। ফলে এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য এখন বাংলাদেশ তাদের বিচার করতে চায়। 
তিনি আরো বলেন, আমরা জানি তাদের অনেকেই বেঁচে নেই। কিন্তু যারা জীবিত আছেন তাদের ফেরত চাই। এ জন্য আমরা চেষ্টা করব। স্থানীয় মানবতাবিরোধীদের বিচার করার পরে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছে।
মুন্সী ফাইজ আহমদের সভাপতিত্বে সেমিনারের সমাপনী অধিবেশন পরিচালনা করেন বিজ এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮৮৯

আসন্ন এইচএসসি পরীড়্গা সুষ্ঠুভাবে সম্পাদনের লড়্গ্যে সকলের সহযোগিতা কামনা শিড়্গামন্ত্রীর

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ আসন্ন এইচএসসি ও সমমান পরীড়্গা সুষ্ঠুভাবে সম্পাদনের লড়্গ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, পরীড়্গায় প্রশ্নপত্র ফাঁসের  সাথে জড়িত হলে কেউ রেহাই পাবে না। এটা যাতে না হয়, সেজন্য সর্বোচ্চ ব্যবস'া নেয়া হয়েছে। 

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিড়্গা মন্ত্রণালয়ের সম্মেলনকড়্গে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীড়্গা-২০১৭ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লড়্গ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রানত্ম কমিটির সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। 

    সভায় শিড়্গা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিড়্গা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিড়্গা বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, এনএসআই, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সংশিস্নষ্ট দপ্তর ও সংস'া এবং পুলিশের সংশিস্নষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।

    সভায় মন্ত্রী বলেন, ব্যবস'া গ্রহণের ফলে গত তিন বছর ধরে বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। এখন কিছু শিড়্গক এর সাথে জড়িত হয়ে গেছেন। শিড়্গকদের এই মুল্যবোধহীনতা লজ্জাকর এবং হতাশার বিষয়। এরা শিড়্গক নামের কলঙ্ক। এসব শিড়্গকদের  এখনই এ পেশা ছেড়ে চলে যেতে বলেন তিনি। 

    তিনি এ সময় শিড়্গার্থীদের উদ্দেশে বলেন, বিপথগামী হয়ে প্রশ্নের পেছনে ছুটলে তোমাদের মূল শিড়্গাটাই নষ্ট হয়ে যাবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সনত্মানকে শুধু সার্টিফিকেট দিলে হবে না, তাকে প্রকৃত মানুষ বানাতে হবে। 

    সভায় গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকায় গত দুই মাসে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন অধ্যড়্গ ও তিন জন শিড়্গক রয়েছেন। ফেইসবুকে আসন্ন এইচএসসি পরীড়্গার প্রশ্ন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই গ্রম্নপকে চিহ্নিত করা হয়েছে। এদের সদস্য সংখ্যা ১৬ হাজার। শিগ্‌গিরই এদের গ্রেফতার করা হবে।

#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৮৮

বাস-ট্রাক ঘণ্টায় ৮০ কি.মি. এর উপরে না চালানোর নির্দেশনা দিলেন প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ সড়ক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে ও দুর্ঘটনা হ্রাসে যাত্রীবাহী বাস বা মালবাহী ট্রাক ঘণ্টায় ৮০ কি.মি. এর উপরে মহাসড়কে না চালাতে মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এছাড়া তিনি অবিলম্বে বাস-ট্রাকের বাম্পার, সাইড এঙ্গেল ও হুক অপসারণ করতে বলেছেন। 
তিনি আজ ঢাকায় বিআরটিসি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির এক সভায় সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন।
সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতা রুস্তম আলী খান, মোঃ মমতাজ উদ্দিন, মোঃ গোলাম নবী, আহসান উল্যাহ চৌধুরী, গোলাম রসুল বাবুল প্রমুখ।
প্রতিমন্ত্রী পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধ, মালবাহী গাড়ির জন্য সঠিকমানের ওয়েট স্কেল মেশিন প্রতিস্থাপন ও যানজট নিরসনসহ নিরাপদ পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যে কোন সমস্যা বা ঘটনায় অহেতুক পরিবহণ ধর্মঘট না ডেকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান। 
#
আহসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৮৭

জনগণকে সম্পৃক্ত রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে
                -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, জনদুর্ভোগ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি সম্পর্কে গ্রাম ও শহরবাসীকে স্পষ্ট ধারনা দিয়ে সচেতন করে তুলতে হবে।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে দুর্যোগজনিত দুর্ঘটনা ব্যবস্থাপনা কৌশলের ওপর আয়োজিত 
২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের দুর্যোগজনিত দুর্ঘটনা ব্যবস্থাপনা কৌশলের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, উন্নত বিশে^র সাথে মান বজায় রেখে বাংলাদেশ দুর্যোগজনিত দুর্ঘটনা ব্যবস্থাপনা কৌশল স্থির করতে চায়। বিশেষত ভূমিকম্প, অগ্নিকান্ড ও ঘূর্ণিঝড়ের মতো আকস্মিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও উদ্ধার যন্ত্রপাতিতে বাংলাদেশ আধুনিক ও প্রথম শ্রেণির মান বজায় রাখতে চায় এবং তার আলোকে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, দুর্যোগজনিত দুর্ঘটনা মোকাবিলার জন্য কমিউনিটি লোকজনের সচেতনতা, সম্পৃক্ততা ও দক্ষতার বিকল্প নেই। তাদের বিভিন্ন দুর্যোগ মোকাবিলার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে, সক্রিয় রাখতে হবে। বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা না থাকলেও ভূমিকম্প সংঘটিত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে অবকাঠামোগত ও জনবলগত সক্ষমতা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। 
#
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা

থ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৮৬

বিশ্ব শিল্পায়ন সম্মেলনের প্যানেল আলোচনায় আমু
বাংলাদেশ তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লড়্গ্যে কাজ করছে

আবুধাবি, ২৯ মার্চ:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৩৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মধ্যে সিংহভাগ তৈরি পোশাক শিল্পখাত থেকে এসেছে। বর্তমানে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পখাত বিশ্বের দ্বিতীয় স'ানে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স'ানে রয়েছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

তিনি আজ আবুধাবির প্যারিস সরবুন বিশ্ববিদ্যালয়ের (চধৎরং-ঝড়ৎনড়হহব টহরাবৎংরঃু) সম্মেলন কক্ষে ‘ফোকাস অন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস্‌ (ঋড়পঁং ড়হ ঃযব ঞবীঃরষবং ধহফ এধৎসবহঃং)’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন। বিশ্ব উৎপাদন ও শিল্পায়ন সম্মেলন (এষড়নধষ গধহঁভধপঃঁৎরহম ধহফ ওহফঁংঃৎরধষরুধঃরড়হ ঝঁসসরঃ) উপলক্ষে এ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। 

দ্য ইকোনোমিস্ট পত্রিকার ইনোভেশন এডিটর  পল মারকিলির (চধঁষ গধৎশরষষরব) সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উইকো-টেক্স (ঙঊকঙ-ঞঊঢ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ ডায়নার্স (এবড়ৎম উরবহবৎং), ভিয়েতনাম ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস্‌ গ্রম্নপের প্রধান নির্বাহী কর্মকর্তা লি টিয়েন তোরাং (খব ঞরবহ ঞৎঁড়হম), ইন্দোনেশিয়ার উদ্যোক্তা প্রতিষ্ঠান রাজেকি ইসমানের প্রেসিডেন্ট আইওয়ান সেতিওয়ান লোকমিন্টো (ওধিহ ঝবঃরধধিহ খঁশসরহঃড়) প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন। 
    
    শিল্পমন্ত্রী বলেন, রানাপস্নাজা ও তাজরীন ফ্যাশনে দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের দৃঢ়তা, শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচির ফলে এ শিল্পখাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। গত পাঁচ বছরে এ শিল্পখাতে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি শতকরা ২২৩ ভাগ বৃদ্ধির পাশাপাশি শ্রম আইন ও বিধিমালা তৈরি, সকল কারখানায় কর্মচারি কল্যাণ ফান্ড ও নিরাপত্তা কমিটি গঠন, কল-কারখানা পরিদর্শন দপ্তরের দক্ষতা বৃদ্ধি, ২৩৫ জন পরিদর্শক নিয়োগ এবং গুদাম পরিদর্শনের লক্ষ্যে ২১৮টি নতুন পদ সৃজন করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সামপ্রতিক প্রতিবেদনে বিশ্বের ১০টি পরিবেশবান্ধব তৈরি পোশাক শিল্প কারখানার মধ্যে বাংলাদেশের ৭টি প্রতিষ্ঠান স'ান পেয়েছে।
 
#

জলিল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮০০   ঘণ্টা

Handout                                                                                                       Number : 885

World’s MPs to tackle rising economic, political and social inequalities

Geneva, 29 March :

           Taking decisive actions to end economic, political and social inequalities will be the focus of deliberations for the more than 650 MPs from 132 countries meeting in Dhaka from 1-5 April 2017.

Parliamentarians, including 53 Speakers of Parliament, will make concrete proposals on a range of issues, from ending rising inequality to promoting women’s access to financing, during the 136th Assembly of the Inter-Parliamentary Union (IPU) hosted by the Bangladesh Parliament.  Nobel Peace Prize laureate and children’s rights activist, Kailash Satyarthi, will be the keynote speaker during the opening session of the debates on 2 April.

IPU Members will adopt a resolution to guarantee the financial inclusion of women as the drivers of development. The IPU Standing Committee on Peace and International Security will further examine, and possibly adopt a resolution of the issue of non-interference in the internal affairs of States, in the context of our world today.

The 136th IPU Assembly will host the 25th Session of the Forum of Women Parliamentarians.  More than 207 women MPs are due to attend the Dhaka meeting, which among other things, will focus on ending the gender gap in access to financial services.

The IPU’s Forum of Young Parliamentarians will also meet at the Assembly, infusing a youth perspective into the deliberations.

The Committee on the Human Rights of Parliamentarians will discuss on MPs’ human rights.

#

Motaher/Anasuya/Masum/Rezzakul/Asma/2017/1633 hours


তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৮৪

তথ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহের অফিসিয়াল খাবার পানি
প্রতিবন্ধীদের উৎপাদিত মুক্তা পানির বোতল
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
শারীরিক প্রতিবন্ধীদের পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদিত বোতলজাত পানি ‘মুক্তা পানির বোতল’- কে তথ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস'াসমূহের অফিসিয়াল খাবার পানি হিসেবে ঘোষণা করা হয়েছে।
    আজ (২৯ মাচর্) তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন তথ্য সচিব মরতুজা আহমেদ।
    মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক এক পত্র অনুযায়ী মুক্তা পানির বোতলকে তথ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস'াসমূহের অফিসিয়াল খাবার পানি হিসেবে  ঘোষণা করা হয়েছে বলে তথ্য সচিব সভায় জানান।
    এ ঘোষণার আলোকে আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকড়্গে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও সংস'ার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপ্যায়নে মুক্তা পানি সরবরাহ করা হয়।
    তথ্য সচিব অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় তথ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহের সকল অনুষ্ঠানে এবং দাপ্তরিক প্রয়োজনে স'ানীয়ভাবে মুক্তা পানির বোতল পাওয়া গেলে তার ব্যবহার নিশ্চিত করার জন্য সংশিস্নষ্টদের পরামর্শ দেন।
    তথ্য সচিব অনুষ্ঠানে জানান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরড়্গা ট্রাস্ট পরিচালিত মৈত্রী শিল্প ফ্যাক্টরিতে উৎপাদিত মুক্তা বোতলজাত পানি বাজারজাতকরণ থেকে প্রাপ্ত আয় প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় হচ্ছে।
    মুক্তা পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে জানা যায়, ২৫০ মিলিলিটার, ৫০০ মিলিলিটার, ১ লিটার এবং ১.৫ লিটারসহ নয় সাইজের বোতলে প্রাপ্ত মুক্তা পানির মান অত্যনত্ম উঁচুমানের এবং দাম অন্যান্য বেসরকারি পানির বোতলের মতোই।
    সভায় প্রধান তথ্য অফিসার কামরম্নন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারম্নন-অর-রশিদসহ তথ্য মন্ত্রণালয়ের অধীন ১৪টি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।

#
সাইফুলস্নাহ/অনসূয়া/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা 

Handout                                                                                                           Number : 883

 

Dhaka keen to strengthen ties with Washington

                                             - Ambassador Ziauddin

Dhaka, 29 March : 

Bangladesh Ambassador to the USA Mohammad Ziauddin said Dhaka is keen to further strengthen the existing relations with the new USA government. He said this while speaking as a chief guest at the Independence Day reception at Bangladesh Emabassy in Washington DC on 28 March. Bangladesh and the USA enjoy the best of relations.

            Quoting Prime Minister Sheikh Hasina’s congratulatory letter to President Donald J. Trump immediately after his election, Ambassador Ziauddin said the Prime Minister wants to work closely with President Trump for a ‘advancing bilateral and multilateral interest’ and creating a safe and secured world.

            The Ambassador said currently, Bangladesh and the USA work together on the areas of common interests that include partnership dialogue of senior officials and security and defense cooperation.

             Speaking as the guest of honor, US Under Secretary of State for Political Affairs Ambassador Thomas A. Shannon praised Bangladesh as a global example of tolerant, pluralistic and moderate nation and said Bangladesh, an important regional partner matters to the President Trump administration.

            US Acting Assistant Secretary of State for South and Central Asian Affairs Ambassador William E. Todd, former US Ambassadors to Bangladesh, important officials from the Department of State, Justice, Commerce, Homeland and other departments of the US government attented the reception.

           #

Anasuya/Masum/Rezzakul/Shamim/2017/1425 hours

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৮২

জাতিসংঘে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের যোগদান  

নিউইয়র্ক, ২৯ মার্চ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলড়্গে জাতিসংঘ সদর দপ্তর ও জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন স'ায়ী মিশনে দায়িত্বরত কূটনীতিকদের সম্মানে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ২৮ মার্চ এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিদের বাংলাদেশ স'ায়ী মিশনে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স'ায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাঙালি জাতির মহান স্বাধীনতার রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহিদ, দু’লাখ নির্যাতিত মা-বোনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। 
বাঙালি জাতির ইতিহাস, আবহমান ঐতিহ্য ও সূদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরে স'ায়ী প্রতিনিধি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের আত্মপরিচয় অর্জনের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের জনগণের ওপর ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত, নিষ্ঠুর ও নিকৃষ্টতম গণহত্যার স্মরণে বাংলাদেশ ২৫ মা

Todays handout (9).docx