তথ্যবিবরণী নম্বর : ৮২৯
আইপিইউ সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে
-- ডেপুটি স্পিকার
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আইপিইউ সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন। এসময় ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কলাকুশলীগণ কাজের অগ্রগতি সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার সম্মেলনকে সফল করে তুলতে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কলাকুশলীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন। জাতীয় সংসদ এই প্রথমবারের মতো এত বড় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ফলে এ সম্মেলন বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরো উজ্জ¦ল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
স¦পন/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৮
অস্ট্র্রেলিয়ার সিডনিতে সিটি মেয়র ও কাউন্সিলরদের সাথে
প্রতিমন্ত্রী রাঙ্গাঁর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
সিডনি (অস্ট্রেলিয়া), (২৩ মার্চ) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সংসদ সদস্যসহ ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার সিডনিতে সিটি কাউন্সিল পরিদর্শন করেন। সেখানে তাঁরা স্থানীয় মেয়র ও কাউন্সিলদের সাথে নাগরিক সেবা, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ সফল বাস্তবায়ন এবং সপ্তম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে। ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ দর্শনকে সামনে রেখে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা হয়েছে। অস্ট্রেলিয়াকে বিশ্বের গণতান্ত্রিক মডেল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তাদের স্থানীয় সরকার ব্যবস্থা ও সিটি কাউন্সিলসমূহের নাগরিকবান্ধব কর্মকা- কিভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সেজন্য পারস্পরিক সফর ও প্রশিক্ষণ বিনিময়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সিডনি সিটি কাউন্সিল মেয়র ডিজিটাল বাংলাদেশ গঠনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল সেন্টার স্থাপন, নিজস্ব ওয়েবসাইট খোলা ও নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের নগর ব্যবস্থা কার্যক্রম আরো আধুনিক ও নাগরিকবান্ধব করতে সহায়তার আশ্বাস দেন।
এর আগে প্রতিনিধি দলটি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অভ্ সিডনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
#
আহসান/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৭
নেপালের রাষ্ট্রপতির সাথে স্পিকারের সাক্ষাৎ
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ নেপালে সেদেশের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী (ইরফফুধ উবার ঠধহফধৎর) এর সাথে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার আগামী ১-৫ এপ্রিল, ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম এসেম্বলি সম্পর্কে নেপালের রাষ্ট্রপতিকে অবহিত করেন।
স্পিকার আঞ্চলিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, এর ফলে দু’দেশের জনগণের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
তাঁরা এ সময়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিষয় নিয়ে দু’দেশের সংসদ সদস্য পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
#
কামাল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা
থ্যবিবরণী নম্বর : ৮২৬
ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আন্তর্জাতিক রোইং
ফেডারেশনের ডেভেলপমেন্ট কনসালটেন্টের সাক্ষাৎ
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক রোইং ফেডারেশনের ডেভেলপমেন্ট কনসালটেন্ট কেন লি আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সাথে তার সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা গিনি, বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সাধারণ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা রোইং ক্রীড়ার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। কেন লি বাংলাদেশের রোইং ক্রীড়ার উন্নয়নে আন্তর্জাতিক রোইং ফেডারেশনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#
শফিকুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৫
সুরেন্দ্র কুমার সিন্হার অনুপস্থিতিতে মো. আবদুল ওয়াহ্হাব মিঞা
প্রধান বিচারপতির দায়িত্বপালন করবেন
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার অনুপস্থিতিকালীন সময়ে আগামী ২৪-২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের প্রবীণতম বিচারক, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্বপালন করবেন।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
#
মাহবুব/অনসূয়া/শহিদ/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা
Handout Number : 824
Equal rights for women in Bangladesh
- Meher Afroze Chumki
New York, 23 March :
State Minister for Women and Children Affairs Meher Afroze Chumki has said in ‘Sonar Bangla’ the women will get equal opportunity for rights and entitlements in the family, community and in the society.
She said this at a side event on ‘Enhance Social Protection for Poverty reduction and women’s empowerment’ under the ongoing 61st session of the Commission on the Status of Women (CSW) at UN headquarter on 22 March. The event was co-hosted by the Government of Bangladesh and Government of Canada supported by FAO and WFP.
In her key note statement, State Minister enumerated the various measures and best practices taken place in Bangladesh with regard to social protection programme for women for empowering them and eradication of poverty as a whole. She stated, “Under the leadership of Prime Minister Sheikh Hasina Government is working for the inclusive development of women. Government has adopted 142 special programmes for social protection of the poor community of where a significant number are women. National Women Development Policy 2011 has been enacted to ensure Gender Responsive Budget and reserved the women’s right in Seventh Five Year Plan (2016-2020). To develop women’s business skills, government has established a foundation to develop the SME sector and launched programs for women. Moreover, Bangladesh government has taken huge project Including better health care, various training programme, hostels for working women, daycares for the children of working women to empower the women –State Minister said.
Bangladesh women and children affairs secretary Nasima Begum joined the discussion and Permanent Representative of Denmark, Ambassador IB Peterson, Chargé D' Affaires of Mission of Canada, Ambassador Michael Douglas Grant made remarks on the impact of social protection in eradicating poverty and bringing gender parity.
#
Anasuya/Shahid/Rezzakul/Asma/2017/1500 hours
তথ্যবিবরণী নম্বর : ৮২৩
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত হেল্পলাইনের পরিবর্তিত নম্বর-১০৯
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে চলমান হেল্পলাইন সেন্টারের পূর্বের ৫ ডিজেটের ১০৯২১ নম্বরটি পরিবর্তন করে বর্তমানে ৩ ডিজিটে ১০৯ করা হয়েছে।
বর্তমানে যে কোন মোবাইল কিংবা টেলিফোন থেকে সহিংসতার শিকার নারী ও শিশু কিংবা তার পরিবর্তে সংশ্লিষ্ট কেউ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা টেলিফোন ১০৯ নম্বরে ফোন করে বিনামূল্যে এ সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারবেন।
নির্যাতনের শিকার নারী ও শিশু প্রত্যন্ত অঞ্চলসহ দেশের যে কোন স্থান থেকে উল্লিখিত নম্বরের হেল্পলাইনের মাধ্যমে সংশ্লিষ্টদের পরিবার বা অন্যান্য সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশের বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারবেন। হেল্পলাইন ৫ ডিজিটে হওয়ায় এ সংখ্যাটি সকলের নিকট তাৎক্ষণিকভাবে মনে রাখা সম্ভব হয়না বিধায় পরিবর্তন করে ৩ ডিজিটে করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে এ হেল্পলাইন কার্যকরী ভূমিকা পালন করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
#
মাহফুজুল/অনসূয়া/নুসরাত/শহিদ/আসমা/২০১৭/১৪৪০ ঘণ্টা