Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ১৬ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৩৭৭

 

পলিথিনের বিরুদ্ধে রাজধানীতে বিশেষ অভিযান

 ১০০ টন পলিথিন-সহ ৩টি কারখানা সিলগালা

 

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি):

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়েছে। অভিযানে প্রায় ১০০ টন পলিথিন-সহ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী তিনটি কারখানা সিলগালা করা হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ২ টন পলিথিন এবং মেশিন জব্দ করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মুহাম্মদ শওকাত আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইসলাম এবং পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অভিযানে অংশগ্রহণ করেন।

 

এছাড়া ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে একই ধরনের অভিযান চালিয়ে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪৮০টি প্রতিষ্ঠান থেকে ৩২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ৭৫ হাজার ৮০২ কেজি পলিথিন জব্দ এবং ৭টি কারখানা সিলগালা করা হয়েছে।

 

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।

 

#

 

দীপংকর/পবন/সঞ্জীব/সেলিম/২০২৫/২২২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৩৭৬

 

পিঠা মেলার মতো বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে হবে

                                                     -- সমাজকল্যাণ উপদেষ্টা

 

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি):

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের যে উৎসব পালিত হচ্ছে তার লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়া, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উদ্‌যাপন করা। পিঠা মেলার মতো বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে হবে।

 

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৫ তিন দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পিঠা মেলা চলছে।

 

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।

 

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি বলেন, তারুণ্যকে আমরা দেখেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ১৯৭১ এ মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে।

 

            তারুণ্যের উৎসবের এ কার্যক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়গুলো সেখানে অংশগ্রহণ করেছে। এই উৎসব সার্বিকভাবে সফল হবে, দেশ আরো এগিয়ে যাবে এ‌ আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

 

পরে উপদেষ্টা বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

এর আগে উপদেষ্টা পিঠা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পিঠার স্টল ঘুরে দেখেন।

 

#

 

রফিকুল/পবন/সঞ্জীব/সেলিম/২০২৫/২২৩০ ঘণ্টা

 

 

 

 

Handout                                                                                                               Number: 2375

 

Special Drive Against Polythene in the Capital

 3 Factories Sealed with 100 Tons of Polythene


Dhaka, January 16:

 

A special drive led by Rubina Ferdousi, Deputy Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, was conducted in Kamrangirchar, Dhaka. During the operation, three factories producing banned polythene were sealed, and approximately 100 tons of polythene were seized. Additionally, 2 tons of polythene and production machinery were confiscated, and the factories’ electricity connections were cut off.

 

The operation was conducted by the Department of Environment’s Monitoring and Enforcement Division. The Director of the division, Muhammad Shawkat Ali, Executive Magistrate Rezwanul Islam, and senior officials from the police and RAB participated in the drive.

 

In similar drives in Mymensingh and Narayanganj, fines totaling Tk 17 thousand 500 were collected through nine cases. Around 2 thousand 5 kilograms of polythene were seized during these operations.

 

Since November 3, 2024, a total of 238 mobile court drives have been conducted across the country. These drives have resulted in fines amounting to Tk 32 lakh 89 thousand 800 from 480 institutions, the seizure of 75 thousand 802 kilograms of polythene, and the sealing of seven factories.

 

Rubina Ferdousi stated that the special drive against banned polythene will continue to protect the environment.

 

#


Dipankar/Paban/Sanjib/Salim/2025/2200 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৩৭৪

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু ২০ জানুয়ারি

 

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি):

 

২০ জানুয়ারি ২০২৫ থেকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃউপজেলা/থানা (একই উপজেলা/থানার ভিতর) অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে।

 

মন্ত্রণালয় হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।

 

#

 

জাহাঙ্গীর/পবন/সঞ্জীব/সেলিম/২০২৫/২১৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৩৭৩

এইচএমপিভি ভাইরাস প্রাণঘাতী নয়, ফ্লুতে আক্রান্ত হলে সাধারণ স্বাস্থ্য

মেনে চলার পরামর্শ বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের

 

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি): 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, সাধারণত সিজনাল ফ্লুর মতোই এইচ এম পিভি ভাইরাসের লক্ষণ। সাধারণ ফ্লুয়ের সাথে এটার কোনো পার্থক্য নেই। ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ হেলথ এজেন্সিগুলো থেকে পরামর্শ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ঘন ঘন হাত ধোয়া। অসুস্থ হলে হাত ধোয়া এবং জনসম্মুখে মাস্ক পরা দুইটা যদি করা যায় তাহলে এই ভাইরাসের বিস্তার রোধ করা যাবে। 

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এ কথা বলেন।

সায়েদুর রহমান বলেন, এই ভাইরাসের জন্য সাধারণত মৃত্যু ঘটে না। ভাইরাসের কারণে মানুষের মৃত্যু ঘটছে না। কেউ ফ্লুতে আক্রান্ত হলে তিনি যাতে জনসম্মুখে না আসেন এবং মাস্ক পরিধান করেন। এসব পরামর্শকে রেস্পেটরি এটিকেট বলা হয়। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী আরো বলেন, ভাইরাসের যখন বিস্তার হতে থাকে তখন সেটার প্রতিনিয়ত মিউটেশন বা পরিবর্তন হতে থাকে। মিউটেশনের কারণে ভাইরাস সময় এটা ক্ষতিকর বা প্রাণঘাতী হয়ে যেতে পারে। আমাদের চেষ্টা করতে হবে যত সম্ভব এটার বিস্তার যাতে রোধ করা যায়। এই ভাইরাসে পাঁচ বছরের নিচে এবং ৬৫ বছর বয়স্কদের জন্য এবং অন্যান্য রোগ ব্যাধি আছে বিশেষত অ্যাজমা তাদের জন্য বাড়তি ঝুঁকি আছে।

বিশেষ সহকারী বলেন, জনৈক ভদ্রমহিলা এক মাসের অধিক সময় ধরে অসুস্থ ছিলেন, তিনি বাসার আশপাশেই চিকিৎসা নেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতে আক্রান্ত হন এবং পরবর্তীতে তার মাল্টি অর্গান ফেইলিউর হয়। চিকিৎসার এক পর্যায়ে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেইলার কারণে রোগীর মৃত্যুবরণ হয়। সেই সাথে রোগী দুর্ভাগ্যজনকভাবে এইচএমপি ভাইরাসেও আক্রান্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। 

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও আইসিডিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এ সময় উপস্থিত ছিলেন।

#

শাহাদাত/পবন/রানা/রফিকুল/শামীম/২০২৫/১৮৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৩৭২

 

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মিরপুর ও ডেমরায় তিতাসের অভিযান: জরিমানা ও বকেয়া আদায়

 

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি):

 

আজ মেঢাবিবি-৪ এ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি অভিযান পরিচালনা করে।

 

অভিযানে মিরপুরের রূপনগরে আলহামদুলিল্লাহ ওয়াশিং, এসবি ফ‍্যাশান এন্ড ডিজাইন, কেএম ওয়াশিং প্লান্ট, স্বপ্ন ওয়াশিং এন্ড ডাইয়িং, জেএস লন্ড্রি ফ্যাশন ও ভাই ভাই ইন্টারন‍্যাশনাল নামক প্রতিষ্ঠানসমূহের ৫টি বয়লার ও ২৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়েছে।

 

অভিযানে আবাসিক শ্রেণিতে অবৈধভাবে ১২টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন এবং একজন গ্রাহকের ৭৫ হাজার ২শ’ টাকা বকেয়া আদায় করা হয়। উল্লেখ্য, সর্বমোট বিচ্ছিন্নকৃত গ‍্যাস লোডের পরিমাণ ২৩ হাজার ৯৫২ সিএফটি/ঘন্টা।

 

অভিযানে ৫০ ফুট ৩/৪ ইঞ্চি এম.এস পাইপ, ৬০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩৫ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ, ১টি বুস্টার, ১টি বুস্টার বক্স, ৩টি রেগুলেটর সেট, ৪টি ১ ইঞ্চি ভালভ ও ২টি সিসি ক্যামেরার হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে।

 

অভিযানে স্বপ্ন ওয়াশিং কারখানাকে ৪০ হাজার টাকা এবং কেএম ওয়াশিং কারখানাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। বাকি কারখানাগুলোতে কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

 

মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ (ডেমরা) এর সার্বিক সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আজ ডেমরার ঠুলঠুলিয়ায় আরো একটা অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নিউ কালার ওয়াশিং কারখানা, এশিয়ান প্লাস বেকারি, নিউ জিন্স ওয়াশিং কারখানা, একটি চুন কারখানা ও একটি অবৈধ আবাসিকের মোট ৬টি ড্রায়ার, ১টি ওভেন ও ৫টি পাইপ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং করা হয়। এতে প্রায় ২৮৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হয়েছে। এ সময় ১০০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, একটি কম্প্রেসার ও একটি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়।

 

অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী এশিয়ান প্লাস বেকারিকে ২০ হাজার টাকা এবং নিউ জিন্স ওয়াশিং কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকি ২টি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ডের আওতায় আনা সম্ভব হয়নি।

 

#

 

শফিউল্লাহ/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৩৭১

শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা-সহ আহতদের দেখতে হাসপাতালে সুপ্রদীপ চাক্‌মা

 

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি): 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাক্‌মা আজ রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা, জুয়েল মারাক-সহ আহতদের দেখতে যান।

 

উপদেষ্টা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য অনুরোধ করেন।

 

#

রেজুয়ান/পবন/সঞ্জীব/শামীম/২০২৫/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৩৭০

দূষণ রোধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা, ১০৬ টি ইটভাটা বন্ধ

১শ’ টন পলিথিন-সহ কারখানা সিলগালা

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই সময়ে ১২৩টি মোবাইল কোর্টে ৩২৩টি মামলায় ৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৭৬টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৩০টি ইটভাটা বন্ধের নির্দেশনা এবং ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি কারখানার ৬ ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়েছে।

          নিষিদ্ধ পলিথিন রোধে গত ৩ নভেম্বর থেকে সারা দেশে ২৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪৮০টি প্রতিষ্ঠান থেকে ৩২ লাখ ৮৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রায় ৭৫ হাজার ৮০২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৭টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

          আজ ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং ঢাকার কামরাঙ্গীরচরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনটি কারখানার বৈদ্যুতিক মিটার জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ১শ’ টন পলিথিন-সহ কারখানা সিলগালা করা হয়েছে। একই সময়ে দেশে প্রায় ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

          পৃথক অভিযানে সাতক্ষীরা, নীলফামারী, মাদারীপুর এবং গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ১৭ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ময়মনসিংহে শব্দদূষণ রোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি যানবাহনের চালককে ৫শ’ টাকা জরিমানা এবং অন্যান্য চালককে সতর্ক করা হয়েছে।

          পরিবেশ দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও  পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

#

দীপংকর/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ২৩৬৯

সংস্কার ও পরিবর্তন প্রস্তাবে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্বের সাথে গ্রহণ করা হবে

                                                                   - কর্ম কমিশন চেয়ারম্যান

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি): 

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে শিক্ষার্থীরা কেমন কর্ম কমিশন চান তাদের মতামতের আলোকে স্বপ্নের কর্ম কমিশন গড়ে তোলা হবে। তিনি বলেন, যে সকল সংস্কার ও পরিবর্তনের মতামত শিক্ষার্থীরা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হবে এবং উপযুক্ত পরামর্শ বাস্তবায়ন করা হবে।

আজ কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন: অংশীজনের ভাবনা’ শীর্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

ড. মোবাশ্বের মোনেম বলেন, এটি একটি ঐতিহাসিক দিন, এর আগে কখনই শিক্ষার্থীদের সাথে এ ধরনের কোনো কর্মশালা বা মতবিনিময় সভা করা হয়নি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরো করার অভিপ্রায় রয়েছে। ইউনিক আইডি প্রদান সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।

এ সময় আগত বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। শিক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস নিয়ে মতামত দেন এবং ১ বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করতে রোডম্যাপ প্রণয়নের অনুরোধ জানান।

শিক্ষার্থীরা বলেন, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে, যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিবর্গ ও পরীক্ষার্থীরা অবস্থান করবে। মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে সেজন্য তারা চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। ইউনিক আইডি দিয়েই পিএসসি'র সকল পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি উত্থাপন করেন তারা।

এ সময় কমিশনের সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

মতিউর/পবন/রানা/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৫/১৯৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                        নম্বর: ২৩৬৮

খাদ্য মন্ত্রণালয় এবং CoMove Foundation এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি):

খাদ্যের অপচয় কমানো, টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য খাদ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডের CoMove Foundation এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে CoMove Foundation এর ডাইরেক্টর DAUTZENBERG এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ, এনডিসি এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

CoMove Foundation এর সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে এতে আশা প্রকাশ
করা হয়।

#

ইমদাদ/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর: ০৪

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২ মাঘ (১৬ জানুয়ারি): 

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো: 

মূলবার্তা :

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রবেশপত্র, কালো রংয়ের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরণের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনতে পারবেন না; কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮ টায় এবং বন্ধ হবে সকাল ৯.৩০ টায় –স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।   

#

শাহাদাত/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/আসমা/২০২৫/১৫০০ ঘণ্টা

2025-01-16-16-43-c94636f9c3ae4f38154f06f91b40a89b.docx