তথ্যবিবরণী নম্বর : ৪১৩২
উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কর্মকর্তাদের স্বপ্রণোদিতভাবে উদ্যোগ নেয়া জরুরি
--বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের স্বপ্রণোদিতভাবে উদ্যোগ নেয়া জরুরি । পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজটি গ্রাহকদের উৎফুল্ল করেছে। গ্রাহকবান্ধব এরূপ কর্মসূচি আরো গ্রহণ করা উচিত।
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা ৩ কোটি ১৮ লাখ। এদের উন্নত সেবা দেয়ার জন্য এমন দক্ষ কর্মীবাহিনী প্রয়োজন, যাদের কার্যক্রম হবে দলগত, সুসংগঠিত ও সুপরিকল্পিত। কর্মকর্তাদের শুধু গতানুগতিক অফিসিয়াল কাজে আবদ্ধ থাকলে চলবে না, কিভাবে গ্রাহকের সমস্যা দ্রুত সমাধান করা যায় তাতেও মনোনিবেশ করতে হবে। এসময় তিনি বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোনিং করে সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রকল্প নেয়ার নির্দেশনা প্রদান করেন।
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করে প্রতিটি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেয়ার জন্য নেতৃত্বের উন্নয়ন ও বিকাশে বিদ্যুৎ বিভাগের সরাসরি তত্ত্ববধানে বিপিএমআই নিয়মিত যে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তার আওতায় ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ডিজিএম পর্যায়ের মোট ৫০জন কর্মকর্তা নিয়ে ১২ দিনব্যাপী (সপ্তাহে ৩ দিন) ১৩ম ব্যাচের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়াল এই সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর রেক্টর মোঃ মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবসরপ্রাপ্ত) সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
#
আসলাম/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/২২:৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১৩১
মানুষের প্রতি মমত্ববোধের কারণেই বঙ্গবন্ধু খোকা থেকে হয়েছেন জাতির পিতা
--- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর মমত্ববোধ ছিল অপরিসীম। গরিব দুঃখী মানুষের জন্য তাঁর অন্তর সবসময় কেঁদেছে। বঙ্গবন্ধু গরিব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। দেশের মানুষের প্রতি মমত্ববোধ আর ভালবাসার কারণেই বঙ্গবন্ধু খোকা থেকে জাতির পিতা হয়েছেন।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর জিরোপয়েন্টে জিপিও প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন-সিবিএ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর আদর্শকে বুকে ধারণ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি ১৫ আগস্ট এবং ২১ আগস্টে শাহাদতবরণকারী সকল শহিদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
#
আকতারুল/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/২২:১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১৩০
বান্দরবান বাজারে নিরাপত্তার লক্ষ্যে ৭২টি সি সি ক্যামেরা সংযোজিত
বান্দরবান, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
বান্দরবান বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাবিধান, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ স্থানে ৭২টি সি সি ক্যামেরা সংযোজন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশে সিং আজ সি সি ক্যামেরা সংযোজন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বলেন, বান্দরবান বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে স্থাপিত সি সি ক্যামেরা শুধু অপরাধ দমনে নয় বরং বাজারে আগত বিভিন্ন পর্যটকদের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, বাজারে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে। তাই অপরাধীদের সনাক্তকরণে সি সি ক্যামেরা সংযোজন একটি যুগান্তকারী পদক্ষেপ।
এসময় অনুষ্ঠানে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাস্টার মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস প্রমুখ।
#
নাছির/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২৯
বিশিষ্ট কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী'র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী তার লেখনীর মাধ্যমে পাঠকের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।
উল্লেখ্য, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী (৭৩) আজ আনুমানিক সন্ধ্যা ৬:১৫টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
#
ফয়সল/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/২১:২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অদ্যাবধি
৯ হাজার ৫০৯ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
ময়মনসিংহ, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ৩০২টি-সহ অদ্যাবধি সর্বমোট ৯ হাজার ৫০৯ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মমেক হাসপাতালে আগামীকাল (২৯ আগস্ট) সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
#
ফয়সল/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/২১:০১ ঘণ্টা
Handout Number : 4127
Workshop on Land Management Automation Project held
Dhaka, 28 August 2021 :
The Ministry of Land has taken an initiative to make the service process easier to provide more efficient and transparent land services. This initiative will further increase the accountability of the land office in providing people-friendly land services.
A workshop titled ‘Identification of Land Services through Land Management Automation Project’ was held for this purpose today. 70 officials, divided into 10 teams, virtually participated in the workshop from the Land Ministry conference hall, offices of departments/agencies under the Ministry of Land and Habiganj, Sherpur, Noakhali collectorates (DC Office).
Land Management Domain Specialist of Land Management Automation Project and former Chief Secretary Md. Abul Kalam Azad moderated the event which was presided over by Land Secretary Md. Mustafizur Rahman. Former Secretary Md. Faruk Hossain and Project Director of Land Management Automation Project Muzaffar Ahmed were present at the event.
To ease the process of land service, an effective information system will be developed for the land service automation system. A functional and complete land service list based on clusters and groups is being prepared by canceling duplicate and unnecessarily separate listed services and including necessary new services, reviewing more than 200 different types of land services.
The workshop started with an open discussion and Q&A session with the officials of the 10 participating teams. The land secretary, land management (domain) expert, and procurement specialist expressed their views thereafter. Officers participating in the workshop then begin team-based activities and present their works. The recommendations of the participating teams were then discussed. Based on these recommendations, a cluster and class-based land service list will be prepared later.
#
Nahian/Sahela/Sanjib/Joynul/2021/2120hours
তথ্যবিবরণী নম্বর : ৪১২৬
জিয়া পরিবার অপরাধী ও খুনিদের বাঁচানোর পরিণামে ভুগছে
---নৌপরিবহন প্রতিমন্ত্রী
বিরল (দিনাজপুর), ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া পরিবার অপরাধী ও খুনিদের বাঁচানোর পরিণামে ভুগছে। যে অপরাধীদের জিয়াউর রহমান বাঁচানোর চেষ্টা করেছেন, সে অপরাধেই জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়েছে। এই অপরাধীদের লালন-পালন করতে গিয়ে নিজের অপরাধে খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। আজকে একটি অপরাধকে জায়েয করতে গিয়ে জিয়াউর রহমান তার পরিবারকে অপরাধী খুনি বানিয়েছে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরলে উপজেলা ছাত্রলীগ আয়োজিত শোকাবহ আগস্ট উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ মনে করে, যারা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করেছিল, স্বাধীনতার আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল; তারাই আজকে ব্যর্থ হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। বাংলাদেশ আজ নিজস্ব অর্থায়নে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মাসেতু, পায়রা বন্দর, মাতারবাড়ী বন্দর, মোংলা বন্দর, বে টার্মিনালের মতো প্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করছে।
এর আগে প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স হস্তান্তর, বিরলে খৈইলতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে অংশ নেন।
#
জাহাঙ্গীর/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/২১:১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২৫
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
আরো দক্ষতা ও স্বচ্ছতার সাথে ভূমিসেবা দেওয়ার উদ্দেশ্যে সেবাদান প্রক্রিয়া অধিকতর সহজ করার উদ্যোগ গ্রহণ করছে ভূমি মন্ত্রণালয়। এজন্য এতে জনবান্ধব ভূমিসেবা প্রদানে ভূমি অফিসের জবাবদিহিতা আরো বাড়বে। আজ এই উদ্দেশ্যে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ভূমি সেবা চিহ্নিতকরণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল দপ্তর ও সংস্থা এবং হবিগঞ্জ, শেরপুর ও নোয়াখালী কালেক্টরেট (জেলা প্রশাসন) কার্যালয় থেকে ভার্চুয়ালি ৭০ জন কর্মকর্তা পৃথক কর্মশালায় অংশগ্রহণ করেন।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মুখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন অটোমেশন প্রকল্পের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ সাবেক সচিব মোঃ ফারুক হোসেন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্ফর আহমেদ।
ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে ভূমিসেবা অটোমেশন সিস্টেমের জন্য কার্যকর তথ্য ব্যবস্থা তৈরি করা হবে। ২০০টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা করে সদৃশ ও অপ্রয়োজনীয়ভাবে আলাদা তালিকাভুক্ত সেবা বাতিল এবং প্রয়োজনীয় নতুন সেবা অন্তর্ভুক্ত করে গুচ্ছ (ক্লাস্টার) ও শ্রেণি (গ্রুপ) ভিত্তিক একটি কার্যকর ও পূর্ণাঙ্গ ভূমিসেবা তালিকা প্রস্তুত করা হচ্ছে।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। পরে ভূমি সচিব, ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ এবং প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ তাঁদের মতামত ব্যক্ত করেন। এরপর কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ দলভিত্তিক কার্যক্রম শুরু করেন এবং নিজ দলের কাজের উপস্থাপন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী দলগুলোর সুপারিশ নিয়ে এরপর আলোচনা হয়। এসব সুপারিশের ওপর ভিত্তি করে পরবর্তীতে গুচ্ছ ও শ্রেণিভিত্তিক ভূমিসেবা তালিকা প্রস্তুত করা হবে।
#
নাহিয়ান/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২৪
রাষ্ট্রপতির সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Rina P. Soemarno বিদায়ি সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ২০১৮ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি আশা করেন, সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আগামী বছর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি যৌথভাবে উদ্যাপিত হবে এবং এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
করোনা মোকাবিলায় বাংলাদেশ থেকে ঔষধসামগ্রী প্রেরণের জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান বিদায়ি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/২০:২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২৩
ডিজিটাল প্রযুক্তির বদৌলতে প্রচলিত চাষাবাদ বদলে যাবে
-- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
খালিয়াজুরী (নেত্রকোনা), ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তির বদৌলতে হাওরসহ দেশের সর্বত্র প্রচলিত চাষাবাদ বদলে যাবে। নতুন প্রযুক্তি উপযোগী শিক্ষা না হলে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকা যাবেনা। ডিজিটাল প্রযুক্তি যুগের বড় সংকটের নাম সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকের চাকুরীর সংকট। এই সংকট দূর করতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী আজ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার বন্যার্তদের মধ্যে হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেড প্রদত্ত ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকা থেকে হাওরে বসে ভার্চুয়াল প্রোগ্রাম করা অভাবনীয় একটি বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ভৈরব বাজার থেকে উত্তরে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃর্ণ হাওর এলাকার জীবনযাপনের সাথে দেশের অন্য এলাকার জীবনযাপন এক নয়। বর্ষায় সাগর এবং হেমন্তে প্রান্তর হয়ে যায়। এখানকার যোগাযোগ ‘বর্ষায় নাও আর হেমন্তে পাও’ উল্লেখ করে হাওর অঞ্চলে মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর কমান্ডার মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে গত ১২ বছরে এখানকার জীবন ধারা পাল্টে গেছে। হাওর থেকে এখন আইসিটি কোম্পানি পরিচালিত হচ্ছে। ধর্মপাশার ৫ মাইল দূরের একটি গ্রাম থেকে পৃথিবীর ২১টি দেশের আউটসোর্সিং এর কাজ করে দিচ্ছে। সেখানে ৪৮ জন প্রোগ্রামার এখন কাজ করছে। এটাই হলো ডিজিটাল বাংলাদেশের অর্জন উল্লেখ করে কম্পিউটার বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, টেলিটকের মাধ্যমে গোটা হাওরে ইন্টারনেট পৌঁছে গেছে। যোগাযোগ ও শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল প্রযুক্তি বিকাশ, যোগাযোগ এবং কৃষিসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
#
শেফায়েত/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২২
মৎস্য খাত বাংলাদেশে সোনালী অধ্যায় সৃষ্টি করছে
-- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
মৎস্য খাত বাংলাদেশে একটি সোনালী অধ্যায় সৃষ্টি করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২১ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে ভাতে-মাছে বাঙালির চিরন্তন বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে। দেশের মৎস্য খাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিকশিত করছেন এ ধারাকে অব্যাহত রেখে মৎস্য সম্পদে বিশ্বে দেশ অনন্য-অসাধারণ জায়গায় পৌঁছে যাবে। এ লক্ষ্য নিয়ে মৎস্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদ্যাপন হতে যাচ্ছে।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হবে।
মন্ত্রী বলেন, করোনার কারণে বিদেশ থেকে অনেক প্রবাসীরা বেকার হয়ে দেশে ফিরছেন। করোনায় সৃষ্ট বেকারদের পুনর্বাসনের ক্ষেত্রে দেশের মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব লাঘব হচ্ছে, আর্থিক স্বচ্ছলতা বাড়ছে এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে। মাছ রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় হচ্ছে।
তিনি আরো বলেন, সরকার গৃহীত পদক্ষেপে ইলিশের আকার বৃদ্ধি পেয়েছে, পরিমাণ বেড়েছে। জাটকা নিধন বন্ধ করার সুফল এখন দৃশ্যমান। বিলুপ্তপ্রায় ৩১ প্রজাতির দেশিয় মাছকে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে এবং সেটা সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। মৎস্যজাত পণ্য তৈরির খাতকেও সরকার উৎসাহিত করছে। দেশের বৈচিত্র্যময় অঞ্চল তথা হাওর অঞ্চল, পার্বত্য অঞ্চল, উপক‚লীয় অঞ্চলে সরকার ভিন্ন ভিন্ন প্রকল্প নিচ্ছে। মাছকে নিরাপদ রাখার জন্য সরকার অভয়াশ্রম করেছে। নদীতে যাতে মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত না হয় এবং মাছ বেড়ে উঠতে পারে সে জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, মৎস্য খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষার জন্য সরকার আন্তর্জাতিকমানের পরীক্ষাগার করেছে। মাছ রপ্তানির জন্য পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হচ্ছে, যাতে বিদেশে পাঠানো মাছের চালান দেশে ফেরত না আসে। দেশের অভ্যন্তরের বাজারেও নিয়মিত তদারকি করা হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মোঃ তৌফিকুল আরিফ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, বিএফআরআই-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
ইফতেখার/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২১
স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে
---জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা এদেশের উন্নয়নও চায় না। স্বাধীনতা বিরোধীরাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে।
আজ মেহেরপুরের শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমদহ ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা। কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধীরা উন্নয়নের বিপক্ষে। তারা চায় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। যারা এই স্বাধীনতা বিরোধীদের সমর্থন করে তারা নিজেরাই নিজের ক্ষতি করছে। এজন্য স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ড সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
#
শিবলী/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯:৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১২০
এখনো বঙ্গবন্ধুর খুনিরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়
----তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
জামালপুর, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, বাংলাদেশের সকল ইতিহাস মুছে ফেলতে চায়, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই এখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
আজ জামালপুরের সরিষাবাড়ি উপজেলাধীন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ভবিষ্যৎ প্রজন্ম যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবে, তাদের কাছে এই খুনি জিয়ার মুখোশ উন্মোচিত করা সকলের পবিত্র দায়িত্ব। পৃথিবীর অনেক দেশে অনেক বিচারকাজ মরণোত্তর সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর্যন্ত আওয়ামী লীগকে বিতাড়িত করে এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় রাজনীতি করা জিয়ার প্রেতাত্মা বেগম জিয়া সহ এরশাদের ২১ বছরের শাসন দুঃশাসন জনগণ দেখেছে। ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন, বঙ্গবন্ধুর খুনের বিচার, যুদ্ধাপরাধী বিচার তখন বাংলার মাটিতে হয়েছে।
ডা. মুরাদ বলেন, জেলখানার মহান জাতীয় চার নেতা ’৭৫ এর ৩ নভেম্বর ঘাতকের হাতে নৃশংস-নির্মমভাবে হত্যার শিকার হন। সেই হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হয়েছে। ২১ শে আগস্ট গ্রেনেড হামলার বিচার বাংলার মাটিতে চলমান।
অনুষ্ঠানে মোট ২০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী সরিষাবাড়ি পৌরসভা প্রাঙ্গণে সৌরবিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
#
গিয়াস/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯:৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪১১৯
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৮০ জন-সহ এ পর্যন্ত ২৫ হাজার ৯২৬ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।
#
ফেরদৌস/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/১৮:৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী