তথ্যবিবরণী নম্বর : ২৫৫৩
বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের জরিপ এবং মজুত নিরূপণে কারিগরি সহায়তা দিতে আগ্রহী এফএও
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক এলাকায় মৎস্য সম্পদের জরিপ এবং মজুত নিরূপণে বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) কারিগরি সহায়তা দিতে আগ্রহী।
আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এর সাথে তাঁর কার্যালয়ে এফএও এর প্রতিনিধিদলের মতবিনিময় সভায় তাঁরা এ আগ্রহের কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের বিশাল সমুদ্র বিজয়ের ফলে এক লাখ ১৮ হাজার ৮১৩ কিলোমিটার এলাকায় সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা হয়েছে। পুরো এলাকায় কি পরিমাণ মাছের মজুত রয়েছে, মাছের প্রজনন অঞ্চল কোন জায়গাগুলোতে তা নিরূপণে জরিপ চালানো জরুরি হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, ৬৮ হাজার মেকানাইজ, নন-মেকানাইজ বোটের মাধ্যমে ছয় লাখেরও বেশি মানুষ বঙ্গোপসাগরে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। তিনি বলেন, মাছের মজুত নিরূপণ, আহরণ বৃদ্ধি এবং আরো মানুষের কর্মসংস্থানের জন্য সরকার মালয়েশিয়া থেকে ‘মীন সন্ধানী’ নামের অত্যাধুনিক জরিপ জাহাজ কিনেছে। সি ট্রায়াল শেষে সব কিছু ঠিক থাকলে অল্প দিনের মধ্যেই জাহাজটি দেশে আনা হবে।
মতবিনিমিয় সভায় জানানো হয়, জরিপ জাহাজ ‘মীন সন্ধানী’ পরিচালনার জন্য চার জন টেকনিশিয়ানকে এফএও এর সহায়তায় দক্ষিণ আফ্রিকার ডারবানে ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বর্তমানে পূর্ব আফ্রিকায় অবস্থানরত এফএও এর একটি জরিপ জাহাজ অল্প কিছু দিনের মধ্যে ভারত মহাসাগরে আসবে। ঐ জাহাজে ডারবানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি টেকনিশিয়ানদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদানে এফএও আগ্রহী বলে প্রতিনিধিদল মন্ত্রীকে জানায়।
এফএও এর প্রধান কার্যালয়ের ইতালির সিনিয়র ফিশারিজ অফিসার সৈয়দ তাঘাভিমতলাঘ (ঝবুবফ ঞধমযধারসড়ঃষধময), প্রধান কার্যালয়ের ফিশারিজ প্লানিং অ্যানালিস্ট ক্যাসান্দ্রা ডি ইয়ং (ঈধংংধহফৎধ উব ণড়ঁহম), বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন (গরশব জড়নংড়হ), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আনিছুর রহমান, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শেখ মোস্তাফিজুর রহমান এবং সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
#
আকতাররুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৫২
একাধিক কোম্পানির একটি টাওয়ার ইন্টারনেট ব্যয় কমাবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি টাওয়ার একাধিক মোবাইল কোম্পানি ব্যবহার করলে তাদের অবকাঠামোগত খরচ কমে আসবে, যা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যয় কমাবে। টাওয়ারের জন্য বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, টাওয়ার ভাগাভাগি করলে দেশের মোবাইল ফোন কোম্পানিগুলো কম খরচে নেটওয়ার্কিং ব্যব¯’ার আরো উন্নতি ঘটাতে পারবে।
তথ্যমন্ত্রী আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক অবকাঠামো সম্মেলনের (ওহঃবৎহধঃরড়হধষ ওহভৎধংঃৎঁপঃঁৎব ঝঁসসরঃ) সমাপনী পর্বে মালয়েশিয়ার ইডটকো (বফড়ঃপড়) গ্রুপের অন্তর্ভূক্ত ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং কনফিডেন্স স্টিল লিমিটেড অভ্ বাংলাদেশ এর মধ্যে মোবাইল টাওয়ার ¯’াপনা বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন।
হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত বছরগুলোতে বহু যুগোপযোগী সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মানুষের কাছে সহজলভ্য ও কম খরচে ইন্টারনেট পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
ইডটকো মোবাইল নেটওয়ার্কিংয়ের টাওয়ার তৈরির একটি নতুন পদ্ধতি তৈরি করেছে এবং তারা কম খরচে মোবাইল ফোনের টাওয়ার তৈরি করে উল্লেখ করে মন্ত্রী বলেন, দু’টি প্রতিষ্ঠানের যুগান্তকারী এ চুক্তির মাধ্যমে দেশে কর্মসং¯’ান বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল ও সামাজিক বৈষম্য কমে আসবে। এ চুক্তির মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ, এদেশে সহজেই বিদেশি বিনিয়োগ হয়।
অনুষ্ঠানে ইডটকো গ্রুপের সিইও থিরাঙ্কা রঙ্গালা ও কনফিডেন্স গ্রুপের সিইও সালমান করিম চুক্তিতে সই করেন। ইডটকো বাংলাদেশ লিমিটেডের ব্যব¯’াপনা পরিচালক ড্যারিয়েল সিনাপ্পা ও টেলিকমিউনিকেশন সেক্টরের কর্মকর্তাবৃন্দ এসময় উপ¯ি’ত ছিলেন।
#
আকরাম/আফরাজ/মিজান/জসীম/রেজাউল/২০১৫/২১০৮ ঘণ্টা
Handout Number: 2551
Seminar on Bangladeshi fashion design held in Tashkent
Tashkent, September 9:
Bangladesh Embassy in Tashkent, with the cooperation of UNESCO, organized a seminar on Bangladeshi fashion design in the Embassy Chancery today. The program was attended by the guests including UN agencies representatives, local fashion designers, media and cultural activists, journalists and embassy officials. UNESCO Artist for Peace Bibi Russell was the chief guest.
In the welcoming speech, Ambassador Mosud Mannan explained the purpose of organizing the seminar and noted importance of cultural collaboration between two countries in modern spheres like fashion, clothing and textile. He said that this seminar will help many local fashion designers to learn from Bibi Russell’s success story and inspire them to seek new opportunities and creative ideas.
In her speech, Head of UNESCO office in Tashkent Krista Pikkat discussed about the importance of developing fashion and textile in Uzbekistan. She mentioned that Bibi Russell will also participate in a festival of traditional textile “Atlas Bayrami” (Holiday of Atlas) in Margilan, Fergana on 10-12 September.
Bibi Russell shared her life and experiences in fashion designing with the audience. She talked about her childhood, her life in Bangladesh. She mentioned that she has worked hard and become the first student from Bangladesh to study in London College of Fashion. She shared what inspired her to start modelling and then shift to fashion designing. Her speech was followed by slide show with her fashion collection at the background.
After the session, Ms. Russell showed the fashion and clothing items produced by Bibi Productions to the audience. Fabrics, scarf made of silk and cotton, jewelery and boxes and bags made with recycled materials grabbed a huge interest and attention of the audience.
#
Nripendra/Afraz/Mizan/Sanjib/Rezaul/2015/2048 hours
তথ্যবিবরণী নম্বর : ২৫৫০
১০-১৭ সেপ্টেম্বর রাশিয়ায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
১০-১৭ সেপ্টেম্বর রাশিয়ায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। রাশিয়ার মস্কো ও সেইন্ট পিটার্সবার্গ শহরে এটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ষাট সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধিদল রাশিয়া সফর করবে।
রাশিয়ায় অনুষ্ঠেয় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের শ্লোগান নির্ধারণ করা হয়েছে -‘হ্যান্ড ইন হ্যান্ড, হার্ট টু হার্ট’ (ঐধহফ রহ ঐধহফ, ঐবধৎঃ ঃড় ঐবধৎঃ)। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে ১৩ সেপ্টেম্বর মস্কোর সকোলনিকি পার্ক (ঝড়শড়ষহরশর চধৎশ) মুক্তমঞ্চে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। ১৪ সেপ্টেম্বর মস্কোর ম্যালি থিয়েটার (গধষু ঞযবধঃৎব) লবিতে আলোকচিত্র প্রদর্শনী ও এর মিলনায়তনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা।
১৬ সেপ্টেম্বর সেইন্ট পিটার্সবার্গের ভি. এফ. কমিসারজেভসকায়া থিয়েটার (ঠ. ঋ. কড়সরংংধৎুযবাংশধুধ ঞযবধঃৎব) লবিতে একটি আলোকচিত্র প্রদর্শনী ও এর মিলনায়তনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।
সফর শেষে সাংস্কৃতিক প্রতিনিধিদল ১৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
কুতুবুদ-দ্বীন/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪৯
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতাকে হারালো।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
শহিদুল/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪৮
দেশে-বিদেশে তেল গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে আরো শক্তিশালী করা হবে
-- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে-বিদেশে তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) কে আরো শক্তিশালী করা হবে। অনশোর বা অফশোর উভয় স্থানেই অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে সরবরাহ করার উদ্যোগ অব্যাহত রাখা হবে।
প্রতিমন্ত্রী আজ রাশিয়ার মস্কোতে গ্যাজপ্রম (এধুঢ়ৎড়স ঊচ ওহঃবৎহধঃরড়হধষ ই.ঠ.) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন। এসময় তিনি বাপেক্সের সাথে জয়েন্টভেঞ্চার কোম্পানি গঠন, স্থলভাগ ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী আরো জানান, অল্প সময়ের মধ্যে বাপেক্স আর গ্যাজপ্রম যৌথ বিনিয়োগে কোম্পানি গঠন করে মিয়ানমারসহ বিভিন্ন দেশে তেল-গ্যাস অনুসন্ধানে অংশগ্রহণ করবে।
গ্যাজপ্রম বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভেলরি গুলেভ বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। এসময় অন্যান্যের মধ্যে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।
#
আসলাম/আফরাজ/মোশাররফ/জসীম/রেজাউল/২০১৫/১৯৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪৬
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতাকে হারালো আর সিলেটবাসী হারালো তাদের প্রিয় একজন মানুষকে।
সিলেটবাসীর উন্নয়নে নিবেদিতপ্রাণ এ নেতা আজ বেলা ৩টা ৫৫ মিনিটে সিলেটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজিউন)। তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
নূর এলাহি/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪৫
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সুইডেন সফররত শিক্ষামন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪৪
১১ থেকে ১৫ সেপ্টেম্বর শিমুলিয়া-চরজানাজাত নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
শিমুলিয়া-চরজানাজাত নৌরুটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসি’র রো রো ফেরি চলাচল বন্ধ থাকায় শুধু কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু আছে।
চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য ড্রেজিং শুরু হয়েছে। ড্রেজিংয়ের কাজ দ্রুত সম্পন্ন করতে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে।
এ সময় যানবাহন মালিক, চালক ও যাত্রীসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
#
জাহাঙ্গীর/আফরাজ/মিজান/রফিকুল/রেজাউল/২০১৫/১৮৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪৩
চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত চারটি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
বিলগুলো হচ্ছে - ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বিল, ২০১৫; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০১৫; ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫ এবং ঋড়ৎবরমহ ঊীপযধহমব জবমঁষধঃরড়হ (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৫.
#
মঞ্জুর/আফরাজ/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪২
অংশগ্রহণমূলক গণতন্ত্র, সামাজিক অর্থনীতি ও জঙ্গি বর্জনই সমৃদ্ধির পথ
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ বর্জন করে অংশগ্রহণমূলক গণতন্ত্র ও সামাজিক অর্থনীতির মাধ্যমে বাংলাদেশকে নিজস¦ পথে হেঁটে সমৃদ্ধি অর্জন করতে হবে। সামাজিক ও নারী-পুরুষ বৈষম্য এবং বিশ্বায়নে অসমতা দূর করতে সমাজতন্ত্রের বিকল্প নেই।
মন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর উদ্যোগে চীন বিপ্লবের মহানায়ক কমরেড মাও সে তুং এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উন্নয়নশীল দেশকে উন্নত করতে সমাজতন্ত্রের পথ ছাড়া অন্য কোনো পথ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ কারণেই স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানের চার মূলনীতির একটি ছিল সমাজতন্ত্র। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর সমাজতন্ত্রকে নির্বাসন দেয়া হয়েছিল। শেখ হাসিনার সরকার দেশকে বৈষম্যহীনভাবে এগিয়ে নিতে আবারও সমাজতন্ত্রকে সংবিধানের মূলনীতিতে পুনঃস্থাপিত করেছে।’
কমরেড মাও সে তুং এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাসানুল হক ইনু বলেন, সমাজ উন্নয়নের ধারায় মানুষের মুক্তির জন্য পৃথিবীর রাজনীতি ও সমাজনীতিতে মাও সে তুং এখনও প্রাসঙ্গিক। মাও সে তুংকে ঔপনিবেশিক, আধা ঔপনিবেশিক, সামন্তবাদ, আধা সামন্তবাদ, সামরিক ও সাম্প্রদায়িকতার বৈষম্য জাল থেকে মুক্তির দিশারি হিসেবে তিনি অভিহিত করেন।
মন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদকে উড়িয়ে দিয়ে চীন তার নিজস্ব পথে সমৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশকেও তার নিজের পথে সমৃদ্ধি অর্জন করতে হবে। সমাজতন্ত্র অনুসরণ অর্থ হুবহু নকল করা নয়, যার যার দেশে প্রযোজ্য কাঠামো অনুযায়ীই এর প্রয়োগ বাঞ্ছনীয়।
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়ার সভাপতিত্বে বাংলাদেশে গণচীনের রাষ্ট্রদূত মা মিংজিয়াং (গধ গরহময়রধহম) সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, গণতান্ত্রিককর্মী শিবিরের সভাপতি কমরেড নূরুল হক মেহেদী, সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান, কমরেড বাবুল বিশ্বাস এবং কমরেড বীরেন সাহা আলোচনায় অংশগ্রহণ করেন।
#
আকরাম/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪১
যুবসমাজকে উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে
-- ড. বীরেন শিকদার
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার দেশের যুবসমাজকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। যুবদের নিয়ে গবেষণা তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ তিনি ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আজ ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত “নেক্সট জেনারেশন বাংলাদেশ: ২০১৫ অ্যান্ড বিয়ন্ড” শীর্ষক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে সহকারী ব্রিটিশ হাইকমিশনার মার্ক ক্লেটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড ও ইউনিভার্সিটি অভ্ লিবারেল আর্টস বাংলাদেশ পরিচালিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন প্রজন্ম দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ চায়। সামাজিক ও রাজনৈতিক সমস্যাসমূহ কাটিয়ে দেশকে এগিয়ে নিতে তারা সামনে থেকে নেতৃত্ব দিতে আগ্রহী।
১৫ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার তরুণ ও কিশোরদের মধ্যে এ জরিপ চালানো হয়। এ গবেষণায় তরুণ প্রজন্মের ওপর প্রভাব বিস্তারকারী ৫টি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে- সরকার ব্যবস্থা, আইন ও আদেশ, শিক্ষা ও কর্মক্ষেত্রের নিশ্চয়তা এবং পরিবেশ ও স্বাস্থ্য।
#
শফিকুল/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৪০
নন গেজেটেড কর্মচারীদের চলতি মাসের বেতন ২১ সেপ্টেম্বর
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স¦ায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল ননগেজেটেড কর্মচারীদের ও সামরিক বাহিনীর ননকমিশন্ড অফিসার ও কর্মচারীদের চলতি সেপ্টেম্বর মাসের বেতন-ভাতাদি এবং দেশের সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর চলতি সেপ্টেম্বর মাসের পেনশনের অর্থ ২১ সেপ্টেম্বর প্রদান করা হবে।
#
আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৯
ব্লাইন্ড ক্রিকেটাররা সাধারণ ক্রিকেটারের চেয়ে কোন অংশে কম মেধা ও যোগ্যতা সম্পন্ন নয়
- ডেপুটি স্পিকার
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল ত্রিবঙ্গীয় মৈত্রী আন্তর্জাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট-২০১৫ এ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছে। ব্লাইন্ড ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে তারাও দেশের একজন সাধারণ ক্রিকেটারের চেয়ে কোন অংশে কম মেধা ও যোগ্যতা সম্পন্ন নয়।
আজ সংসদ ভবনের আইপিডি কনফারেন্স হলে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব(আইপিএ) প্রণব চক্রবর্তী এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে ডেপুটি স্পিকারের উদ্যোগে আয়োজিত জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল ও কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, ক্রিকেট কাউন্সিলের সভাপতি এম হারুনুর রশিদ, টিম ম্যানেজার মো. তাজউদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী কল্যাণে ছিলেন একজন নিবেদিত প্রাণ। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোন জাতীয় অর্জন সম্ভব নয়। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা ও আন্তরিকতার জন্যই ক্রীড়াঙ্গনে উৎসাহ ও উদ্দীপনা বহুগুণে বেড়ে গেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ব্লাইন্ড ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আরো একধাপ উপরে উঠে গেল বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে তাদের এ সাফল্য ধরে রাখতে এবং ক্রিকেটের জগতে তাদের অবস্থান আরো শক্তিশালী করতে ব্লাইন্ড ক্রিকেটারদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষণ অব্যাহত রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে ব্লাইন্ড ক্রিকেটার এবং দলের কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার। ক্রিকেট বোর্ডের পক্ষ হতে ডেপুটি স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন ব্লাইন্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এম হারুনুর রশিদ বাবু।এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
স্বপন/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৩৮
দক্ষতা উন্নয়নে শুদ্ধাচারের বিকল্প নেই
- তথ্যসচিব
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
তথ্য মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থাসহ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য শুদ্ধাচারের ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় এ বিষয়ে জোর দেন তথ্যসচিব। জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্প এবং মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় তথ্য মন্ত্রণালয় এ কর্মশালা আয়োজন করে।
তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, তথ্য মন্ত্রণালয়ের সকল অঙ্গসংস্থাই ইতোমধ্যে সার্বিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। শুদ্ধাচার কৌশলের পূর্ণ প্রয়োগ এ ক্ষেত্রে একান্ত সহায়ক হবে।
বিপুল সংখ্যক গণমাধ্যম নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। সাংবাদিকদের নিরাপদ কর্মকৌশলসহ তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে শুদ্ধাচার কৌশলের কোন বিকল্প নেই, বলেন তিনি।
উদ্বোধন পর্বে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম এবং শুদ্ধাচার সহায়তা প্রকল্পের পরামর্শক শফিউল আলম।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন্নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
#
আকরাম/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৭
তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য কমাতে হবে
- চিফ হুইপ
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য আরো কমিয়ে আনতে হবে।
তিনি আজ সংসদভবনস্থ তার কার্যালয় হতে টেলিকনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্ত্বরে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধনকালে একথা বলেন।
তিনি বলেন, সর্বস্তরের জনগণের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়ার মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য আরো কমিয়ে আনার পাশাপাশি ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করতে হবে। চিফ হুইপ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যেকোন প্রকার সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম রোধ এবং প্রযুক্তির অপব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, এই মেলার মাধ্যমে সাধারণ জনগণ যেমন ইন্টারনেটের প্রতি আগ্রহী হবে, তেমনি সরকারি ও বেসরকারি তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাসমূহের প্রসারও বাড়বে।
#
শিবলী/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৩২০ ঘণ্টা
Handout Number : 2536
Ambassador Ziauddin meets Congressman Gerry Connolly
Dhaka, 9 September :
Bangladesh Ambassador to the United States Mohammad Ziauddin met with US Congressman Gerald E. Connolly on 8 September and discussed wide range of issues including restoration of GSP for Bangladesh.
Other issues that came up during the meeting include present government’s efforts for empowering women, combating terrorism and religious extremism and Dhaka-Washington cooperation in various fields.
The Ambassador told the Congressman that the US government should restore the GSP facility and duty-free access of Bangladeshi products to the American market, particularly RMG to strengthen Bangladesh’s ongoing fight against extremism.
The envoy said that Bangladesh-US bilateral relations are based on mutual respect and trust and both share same values and objectives.
Ziauddin said Bangladesh does not enjoy GSP or any trade preference from the US while preferential treatments being provided to its trans-pacific partners shall undermine the competitiveness of Bangladeshi products in the US market. Bangladesh apparels are subjected to high tariff in the US as opposed to zero tariffs to almost all other developed countries in the world.
This predicts a negative consequence for the export of Bangladeshi RMG to the US with devastating impact on Bangladesh’s apparel industry, women empowerment, poverty alleviation and above all, country’s war against extremism and terrorism.
Congressman Connolly recalled that during the war of independence in 1971 he was a college student and fully aware of the sacrifices made by the people of Bangladesh and supported the legitimate cause of struggle for independence.
Congressman Connolly, who serves as vice-chair of the New Democrat Coalition expressed his sincere willingness to stand beside Bangladesh for restoration of the GSP, and thanked the Ambassador for briefing him on Bangladesh.
#
Anasuya/Khadiza/Mizan/Rezzakul/Asma/2015/1200 hours