Handout Number : 2033
Vietnam Vice Minister calls on Shahriar
Dhaka, 6 August :
Visiting Vice Minister at the Ministry of Foreign Affairs of Vietnam Dang Dinh Quy called on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam at his office today. The Vice Minister of Vietnam lead the Vietnam delegation.
State Minister Shahriar Alam highlighted longstanding friendship and goodwill between the two countries. He stressed on the need for more exchange of visits at high political level. Praising Vietnam’s remarkable economic development in the last decade, State Minister emphasized intensifying trade and investment between Bangladesh and Vietnam. He also stressed the need for more business to business contact between the two countries. He invited Vietnam to explore investment opportunities in Bangladesh through Joint venture. State Minister Shahriar Alam also sought Vietnam’s cooperation in the Agriculture and Fisheries sector.
The Vice Minister of Vietnam emphasized on the need for materializing the existing potentials of greater trade and investment between Bangladesh and Vietnam. Dang Dinh Quy expressed Vietnam’s interest to enhance bilateral trade between the two countries. He also suggested the investors of Vietnam and Bangladesh to go for exploring investment opportunities in both the countries.
State Minister Shahriar Alam sought Vietnam’s support for Bangladesh’s desire to become a Sectoral dialogue partner of ASEAN. Vice Minister Dang Dinh Quy welcomed Bangladesh’s interest to build institutional relations with the ASEAN.
#
Maruf/Farhana/Shefyaet/Sanjib/Joynul/2017/1955hours
তথ্যবিবরণী নম্বর : ২০৩২
হিরোশিমা দিবসে তথ্যমন্ত্রী
চাই পারমাণবিক বোমামুক্ত দক্ষিণ এশিয়া
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
পারমাণবিক বোমামুক্ত দক্ষিণ এশিয়ার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীতে বাংলাদেশ পরমাণুশক্তি কেন্দ্র মিলনায়তনে ৬ আগস্ট হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি তুলে ধরেন। স্থপতি ও কবি রবিউল হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী সেমিনারে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, এই মুহুর্তে পারমাণবিক, দারিদ্র্য ও জঙ্গিবাদ-তিন বোমার ওপরে অবস্থান করছে দক্ষিণ এশিয়া। সংঘাত, ধ্বংস ও দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে এই তিনের অবসানের কোনো বিকল্প নেই।
৭২ বছর আগে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় প্রায় দুই লাখ মানুষের নিহত হবার ঘটনাকে গভীর বেদনার সঙ্গে স¥রণ করে এ সময় মন্ত্রী বলেন, শান্তির পথে অগ্রযাত্রা আমাদের দক্ষিণ এশিয়াকে পারমাণবিক বোমামুক্ত করতেই হবে।
রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নমূলক ব্যবহারে ব্রতী হয়েছে উল্লেখ করে হাসানুল হক বলেন, যুদ্ধ নয় শান্তির হাতিয়ার হবে আগামী দিনের পারমাণবিক শক্তি।
বিজ্ঞানভিত্তিক আয়োজক সংস্থা স্টারট্রেক ড্রিম’র কর্ণধার বিজ্ঞান গবেষক রুশো তাহেরের পরিচালনায় সেমিনারে অংশ নেন পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও পারমাণবিক প্রকৌশল অধ্যাপক ড. সফিকুল ইসলাম ভূঁইয়া, পদার্থবিদ ও বেতার সম্প্রচার বিশেষজ্ঞ মনোরঞ্জন দাস, কলামিস্ট শেখর দত্ত, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিঃ এর উপদেষ্টা রবীন্দ্রনাথ রায় চোধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জীবন পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসতিয়াস এম সৈয়দ প্রমুখ।
সেমিনারের শুরুতে পারমাণবিক শক্তির ওপরে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ধ্বংসে অথবা বিনির্মাণে’ প্রদর্শিত হয়।
#
আকরাম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩১
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে তুর্কমিনিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে তুর্কমিনিস্তানের অনিবাসী রাষ্ট্রদূত পারাখাত দূর্দোয়েভ (Parakhat Durdyev) আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এনার্জি চার্টার-এর ২৮তম সম্মেলন ২৮-২৯ নভেম্বর ২০১৭ তারিখে তুর্কমিনিস্তানের রাজধানী আসগাবাদে অনুষ্ঠিত হবে। এনার্জি চার্টারের সম্মেলনের চেয়ারম্যান তুর্কমিনিস্তানের মন্ত্রী পরিষদের ডেপুটি চেয়ারম্যান মাকসাত বাবেয়েভ (Maksat Babayev) ও ইন্টারন্যশনাল এনার্জি চার্টারের মহাসচিব আরবান রুসনাক (Urban Rusnak) স্বাক্ষরিত একটি আমন্ত্রণপত্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। “Mobilising Investment for sustainable Energy Future and Diversified Tansportation Routes” শীর্ষক মিনিস্ট্রিরিয়াল সেশনে বিনিয়োগ, নিরাপদ ট্রানজিট, জ্বালানি সঞ্চালনের বহুমুখীকরণ, গ্লোবাল চাহিদা ও সরবরাহ এবং আন্তর্জাতিক জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
রাষ্ট্রদূত ট্যাপি (TAPI: Turkimenistan-Afganstan-Pakistan-India) প্রকল্পে অংশগ্রহণে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পেট্রো প্রোডাক্ট সংক্রান্ত বিষয় নিয়ে দু’দেশের আরো কাজ করার সুযোগ রয়েছে। পাইপ লাইনের মাধ্যমে তুর্কমিনিস্তানের গ্যাস চীন হয়ে হংকং যাচ্ছে। সিএনজিও আফগানিস্তান, ইরান, চীনে দেয়া হচ্ছে। ট্যাপির কাজও এগিয়ে চলছে। বাংলাদেশ, তেল-গ্যাস অনুসন্ধান, উৎপাদন ও সঞ্চালনে তুর্কমিনিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সম্ভাবনা নিয়ে রাষ্ট্রদুতের সাথে আলোচনা করেন। তিনি বলেন, ট্যাপি গ্যাস সঞ্চালন লাইনটি এ অঞ্চলে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। আমরা এ লাইনটিতে অংশগ্রহণ করতে আগ্রহী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রচুর গ্যাস প্রয়োজন। ট্যাপির জন্য একটি সুনির্দিষ্ট টাইমলাইন পেলে গ্যাস মাস্টারপ্ল্যানে এটাকে সংযুক্ত করা যেতে পারে।
#
আসলাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩০
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে ডিএফপি’র সপ্তাহব্যাপী কর্মসূচি
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে ৯ থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বেলা ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ডিএফপির মাল্টিপারপাস হলে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত সচিত্র বাংলাদেশ, সচিত্র কিশোর মাসিক পত্রিকা নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলির কয়েক বছরের আগস্ট সংখ্যা নিয়ে ডিএফপি প্রাঙ্গণে এক প্রদর্শনী সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
এছাড়া, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্রের ডিজিটাল প্রদর্শনী সপ্তাহব্যাপী চলবে।
#
ইসতাক/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৯
ঢাকা মেট্রোরেল প্রকল্পের রেল কোচ সংগ্রহে চুক্তি
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
ঢাকা মেট্রোরেল প্রকল্পের রেল কোচ এবং রেল ট্র্যাক সংগ্রহে সরবরাহ প্রতিষ্ঠানের সাথে আজ চুক্তি স¦াক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় প্রায় চার হাজার দুইশত সাতান্ন কোটি টাকা ব্যয়ে রেল কোচ ও রেল ট্র্যাক ছাড়াও রোলিং স্টক, ট্রেন সিমুলেটর, ডিপোর যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে আজ রাজধানীর একটি হোটেলে নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোটিয়াম এবং মেট্রোরেল বাস্তবায়ন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর মধ্যে এ চুক্তি স¦াক্ষরিত হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, মেট্রোরেলের কোচগুলো হবে আধুনিক ও উচ্চ গুণগত মানসম্পন্ন মরিচাহীন ইস্পাত দ্বারা নির্মিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। কোচের আসনগুলো লম্বালম্বিভাবে সাজানো থাকবে এবং প্রতি ট্রেনে দু’টি হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে।
এসময় মন্ত্রী এ প্রকল্পে অর্থায়নের জন্য জাপান সরকার এবং জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
চুক্তিপত্রে মেট্রোরেলের প্রকল্প পরিচালক ও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তালুকদার এবং কাওয়াসাকি-মিটসুবিশি কনসোটিয়ামের পক্ষে মাকোতা ওগাওয়ারা (গধশড়ঃড় ঙমধধিৎধ) স¦াক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে (গধংধঃড় ডধঃধহধনব), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক ও জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা (ঞধশধঃড়ংযর ঘরংযরশধঃধ) বক্তব্য রাখেন।
#
নাছের/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৮
সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে
-খাদ্যমন্ত্রী
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে নবীন কর্মকর্তাদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
মন্ত্রী আজ ঢাকার শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত ‘৬৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষের জানার শেষ নেই। প্রতিটি ক্ষেত্রে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং তা কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলেই দক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবচেয়ে বড় গুন হলো দেশ প্রেম। যদি প্রত্যেকের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকে তবেই আপনারা দেশপ্রেমিক অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। পৃথিবীর আর কোন দেশে এতো সামাজিক কর্মসূচি নেই। মন্ত্রী বলেন, যে সরকারই ক্ষমতায় থাক না কেন সরকারি কর্মকর্তারা নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সরকারের এজেন্ডা নিরপেক্ষ ও সঠিকভাবে বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সচিব ও রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, একাডেমির অনুষদ বর্গ এবং একাডেমিতে প্রশিক্ষণরত অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ।
উল্লেখ্য, ৬ মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস ফরেন সার্ভিস, প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, নিরীক্ষা ও হিসাব, কৃষিসহ মোট ১৩টি ক্যাডারের ৪৩ জন কর্মকর্তা। এই কোর্সটি ৬ আগষ্ট থেকে শুরু হয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
#
সুমন/নুসরাত/গিয়াস/শহিদ/জসিম/আসমা/২০১৭/১৬০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৭
ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা করে পাবেন
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা পাবেন। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিনমাসের সম্মানী ভাতা এবং আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতাসহ প্রত্যেকে মোট সাড়ে বায়ান্ন হাজার টাকা পাবেন।
মন্ত্রী আজ তার অফিসকক্ষে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধিদলের সাথে সাক্ষাতের সময় এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে এবং চাকুরিজীবীদের মতো তাদের উৎসবভাতাও চালু করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান ও
মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
#
সুফি আব্দুল্লাহিল/নুসরাত/গিয়াস/শহিদ/জসীম/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৬
সিঙ্গাপুরের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চের আমন্ত্রণে আজ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি ৭-১২ আগস্ট, ২০১৭ সিঙ্গাপুরে অবস্থান করবেন। সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন এবং সিঙ্গাপুর পার্লামেন্টের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন।
স্পিকার আগামী ১২ আগস্ট, ২০১৭ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
কামাল/নুসরাত/গিয়াস/শহিদ/জসীম/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা