তথ্যবিবরণী নম্বর : ২৮৬২
ইউনিয়ন পরিষদ নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) :
ইউনিয়ন পরিষদের স্থগিত সাধারণ নির্বাচন এবং শুন্য চেয়ারম্যান পদের উপনির্বাচন উপলক্ষে আগামী ২১ অক্টোবর ২০১৮ তারিখ রবিবার নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এ উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন গয়াবাড়ী, টেপাখড়িবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের স্থগিত সাধারণ নির্বাচন এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শুন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনের নির্বাচনি এলাকাগুলোতে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উক্ত তারিখে সংশ্লিষ্ট এলাকায় সকল সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
#
শাহীন/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৮/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬১
কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে দেশ
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। স্বাধীনতার পর দেশের সাড়ে সাত কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন হতো ১ কোটি ১০ লাখ মেট্রিক টন। আজ দেশের মানুষ ১৬ কোটির বেশি, বসত বাড়ি ও শিল্প কলকারখানা নির্মাণে জমির পরিমাণ কমেছে। তারপরও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও সরকারের আন্তরিক সহযোগিতায় এখন খাদ্য উৎপাদন হচ্ছে ৪ কোটি টনের বেশি। বাংলাদেশ এখন খাদ্য রপ্তানিকারক দেশের তালিকায়। বাংলাদেশ এখন কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এ জন্য সরকার রপ্তানিতে ২০ শতাংশ হারে নগদ আর্থিক সহায়তা প্রদান করছে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় কৃষি মন্ত্রণালয় আয়োজিত বিশ^ খাদ্য দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী খাদ্য মেলার উদ্বোধন করে ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ^’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, দিন দিন রপ্তানি বেড়েই চলছে। গত তিন মাসে কৃষিপণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯৭ দশমিক ৩১ ভাগ। বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশে^র ৪র্থ, সবজি উৎপাদনে ৩য়, আলু উৎপাদনে ৮ম এবং আম উৎপাদনে ৭ম স্থান অধিকার করে আছে। ২০০৮-০৯ অর্থ বছরে দেশে দরিদ্র মানুষের হার ছিল ৩১ দশমিক ৫ ভাগ, এখন তা নেমে এসেছে ২৪ দশমিক ৩ ভাগে। দেশের মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার। গত বছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৬ ভাগ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষি প্রধান বাংলাদেশে এখনো ৪১ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। কৃষি জমির সঠিক ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং সরকারের বিশেষ সহযোগিতায় দেশের কৃষির উৎপাদন বেড়েই চলছে। খাদ্যের জন্য যাতে আর কখনই বিদেশের কাছে হাত পাততে না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সঠিকভাবেই কাজ করে যাচ্ছে। এছাড়া টেকসই খাদ্য নিরাপত্তার জন্য সরকার কাজ করে যাচ্ছে। অপ্রতিরোধ্য যাত্রায় এখন বাংলাদেশ।
কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামানের সভাপতিত্ব সেমিনারে মূলপ্রবদ্ধ উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শামসুল আলম। এসময় বক্তব্য রাখেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন এবং ঢাকা পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ কবির ইকরামূল হক।
#
বকসী/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৬০
ডিজিটাল নিরাপত্তা আইন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর ) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন করা হয়েছে, গণমাধ্যমের জন্য নয়।’
আজ রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিনিধিদের সাথে সভায় মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই আইন করা হয়েছে নারী-শিশুসহ সকলের ব্যক্তিগত এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য। সাইবার অপরাধী ও হ্যাকারদের হাত থেকে ডিজিটাল জগতের নিরাপত্তার জন্য। এই আইনের কোনো জায়গায় গণমাধ্যমের কর্মীদের কথা বলা হয়নি।’
‘সেই সাথে মনে রাখা দরকার, সংবিধানের ৩৯ ধারা, তথ্য অধিকার আইন, সম্প্রচার আইন, গণমাধ্যমকর্মী আইন- এসকল আইন সমুন্নত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন কাজ করবে’, বলেন তথ্যমন্ত্রী।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের নির্বাহী সদস্যবৃন্দ এসময় মন্ত্রীর সাথে গণমাধ্যম বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন।
#
আকরাম/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৫৯
ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ছে না
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) :
ভোক্তা পর্যায়ে গ্যাসের বিদ্যমান মূল্যহার পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আজ কমিশনের এক প্রেস রিলিজে বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন চার্জসহ ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কমিশনে পৃথক পৃথক আবেদন করে। কমিশন মূল্য বৃদ্ধির আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১১, ১২, ১৯, ২০, ২১ এবং ২৫ জুন তারিখে গণশুনানির আয়োজন করে। গ্যাসের উৎপাদন, এলএনজি আমদানি, সঞ্চালন ও বিতরণ ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২ (খ) ও ৩৪ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যমান মূল্যহার পরিবর্তন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কমিশন আরো জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক জারিকৃত ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখের এসআরও এর মাধামে ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে এলএনজি আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, উক্ত বিভাগ কর্তৃক জারিকৃত ৩ অক্টোবর ২০১৮ তারিখের পৃথক দু’টি এসআরও এর মাধ্যমে ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ও অগ্রিম মূসক প্রত্যাহার করা হয়েছে। এ প্রেক্ষাপটে বিদ্যমান ‘গ্যাস মূল্যহার বণ্টন’ বিবরণী সংশোধন করে কমিশন আদেশ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
#
দিদারুল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৫৮
গবাদি প্রাণীর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন
টিকা উদ্ভাবন প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর ) :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল গবেষক গবাদি প্রাণীর ক্ষুরা রোগ প্রতিরোধের জন্য বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দ্বারা একটি কার্যকর টিকা উদ্ভাবন করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর আওতায় এ গবেষণা পরিচালিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গবাদি প্রাণীর ক্ষুরা রোগ প্রতিরোধে উদ্ভাবিত ভ্যাকসিন সম্পর্কে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ক্ষুরা রোগ বাংলাদেশে গবাদি প্রাণীর একটি অন্যতম প্রধান সংক্রামক ব্যাধি। এ রোগের কারণে বাংলাদেশে প্রতি বছর ১২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়। এ রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকা প্রধানত আমদানি করা হয়। এসব টিকা উৎপাদনে যে ভাইরাস ব্যবহৃত হয় তা এদেশে বিদ্যমান ভাইরাস থেকে ভিন্ন, কিংবা টিকাতে পর্যাপ্ত পরিমাণ এন্টিজেন থাকে না। ফলে প্রায়শ এগুলো কাজ করে না। উদ্ভাবিত এই টিকা বাংলাদেশে বিদ্যমান ক্ষুরা রোগের তিন ধরনের ভাইরাসের সকল প্রকার সংক্রমণ থেকে গবাদি প্রাণীকে সুরক্ষা প্রদানে সক্ষম হবে এবং এর মূল্য বাজারে প্রচলিত ভ্যাকসিনের চেয়ে অনেক কম হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দ্বারা টিকা উদ্ভাবন প্রাণিসম্পদ গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক। প্রাণিসম্পদ উন্নয়নে ও সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ট্রাইভ্যালেন্ট টিকা তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং খামারি পর্যায়ে প্রতি মাত্রা টিকা ৬০-৭০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এ গবেষণা পরিচালনার জন্য ল্যাব স্থাপনসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে অনুজীব বিজ্ঞান বিভাগকে দু’টি উপপ্রকল্পের আওতায় হেকেপ কর্তৃক মোট ১০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জন গবেষক এই উদ্ভাবনের সাথে সম্পৃক্ত ছিলেন। এ উদ্ভাবনের প্যাটেন্টের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, হেকেপ পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, ইউজিসি’র সদস্য ড. ইউসুফ আলী মোল্লা ও ড. আক্তার হোসেন এবং ড. জাফর ইকবাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে গবেষক দলের প্রধান ড. মোঃ আনোয়ার হোসেন টিকা উদ্ভাবন সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
#
আফরাজ/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৫৭
বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্ণিকাট (গধৎপরধ ইবৎহরপধঃ) আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে তাঁর সচিবালয়স্থ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি বাংলাদেশের পর্যটন সম্ভাবনা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ খাতে সঠিক মার্কেটিংয়ের অভাবে বাংলাদেশ খুব বেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারছে না। বাংলাদেশে মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতিসহ বৌদ্ধ ধর্মের প্রচুর প্রতœতাত্তি¦ক নিদর্শন রয়েছে। এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে চীন, জাপান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার প্রভৃতি দেশ থেকে প্রচুর বিদেশি পর্যটক আকৃষ্ট করা সম্ভব।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাসী এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশ বিগত কয়েক বছরে প্রভূত অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। এর মধ্যে অন্যতম হল কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তিনি বলেন, বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিশ্বমানের এবং এ খাতে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান ও উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে প্রচুর বিদেশি পর্যটক আকৃষ্ট করা সম্ভব হবে।
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতার জন্য মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।