Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী 23 ‍September 2017

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪২১
 
রবীন্দ্রনাথ আমাদের জীবনে মহারাজের মতো
            -- সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনে মহারাজের মতো। আমাদের জীবনের গভীরে তথা অস্তিত্বে রবীন্দ্রনাথের গানের প্রভাব ব্যাপকভাবে বিরাজমান। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংকটে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল মহারাজের মতো। আমরা সারাদেশের মানুষের হৃদয়ের গভীরে রবীন্দ্রনাথের গান পৌঁছে দিতে চাই। গানের শ্রোতার সংখ্যাও বেশি হওয়া জরুরি যাতে তারা হৃদয় দিয়ে এটিকে উপলব্ধি করতে পারে।

    মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের ছাদঘরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের  গান নিয়ে অডিও অ্যালবাম ‘মহারাজ’ এর  অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক আহমদ রফিক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ ও সাজেদ আকবর এবং ঈগলুর জনসংযোগ বিভাগের ম্যানেজার রিয়াজ আহমেদ।

    ‘মহারাজ’ অ্যালবামটি প্রকাশনায় ছিল ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড।

#

ফয়সল/সেলিম/শেফায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪২০
 
ইডেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যানের মৃত্যুতে
শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

    ইডেন মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিগার মার্জিয়া ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক নিগার মার্জিয়া ইয়াসমিনের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালো। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়।

    শিক্ষামন্ত্রী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, অধ্যাপক নিগার মার্জিয়া ইয়াসমিন গতকাল ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে......রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

#

আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা
 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪১৯     

বিদেশি পর্যটকরা আমাদের সংস্কৃতির সাথে জড়িত পর্যটন কেন্দ্র ভ্রমণে বেশি আগ্রহী
                            -- আসাদুজ্জামান নূর

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। বিদেশি পর্যটকগণ শুধু আমাদের বিখ্যাত পর্যটনকেন্দ্র দেখতেই এদেশে আসেন না, তারা আমাদের জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে বেশি আকর্ষণবোধ করেন। তিনি বলেন,  দেশে বিদেশে আমাদের রন্ধনশিল্পের বেশ সুনাম রয়েছে। বিদেশে যেসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের সুনাম ও খ্যাতি রয়েছে, তার বেশিরভাগ মূলত বাংলাদেশের। এটিকে বাংলাদেশে আরো বেশি হারে পর্যটক আকর্ষণের হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি।

    বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি‘র সবুজ চত্বরে ফুড ফেস্টিভাল ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

    পরে মন্ত্রী বিভিন্ন ফুড স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
#
ফয়সল/সেলিম/শেফায়েত/মোশারফ/আব্বাস/২০১৭/১৯২২ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪১৮
 
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দারিদ্র্য হ্রাসে কাজ করছে

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

    বর্তমান সরকার আয়বর্ধন মূলক কর্মকা-ের মাধ্যমে গ্রামাঞ্চলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পৃষ্ঠপোষকতায় দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রকৃত দুঃস্থ ও অসহায় পরিবারকে সমিতিবদ্ধ করছে। এসব সমিতিতে আগামী চার বছরে ৩৬ লাখের অধিক দরিদ্র পরিবার সম্পৃক্ত করা হবে। এজন্য ৬০ হাজার ৫১৫টি গ্রাম উন্নয়ন সমিতি গঠনে কাজ চলছে।

    আজ ঢাকায় বিয়াম মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা এসব তথ্য তুলে ধরেন।

    এসোসিয়েশনের সভাপতি মোঃ আকলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বিআরডিবি’র মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও সংগঠনের মহাসচিব মোঃ আলাউদ্দিন সরকার বক্তব্য রাখেন।

#

আহসান/সেলিম/শেফায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪১৭      

তথ্য অধিদফতরের কর্মকর্তাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

    তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বির নেতৃত্বে আজ তথ্য অধিদফতরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন করেন।
    
    পরিদর্শনের পূর্বে এক মতবিনিময় সভায় তথ্য অধিদফতর ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিনিধিরা একমত পোষণ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি ও নীতিসমূহ তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে। এ যোগাযোগ যত বৃদ্ধি পাবে জনগণের কল্যাণ তত নিশ্চিত হবে।

    তাঁরা আরো বলেন, জনসংযোগ ও গণমাধ্যম একই সূত্রে গাঁথা। জনগণকে নির্ভুল তথ্য জানানোর ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে সহযোগিতা না থাকলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যা কারো কাম্য নয়।

    মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ফায়জুল হক, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, দি ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী ও নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, নিউজ ২৪ এর নির্বাহী পরিচালক হাসনাইন খুরশীদ, হেড অভ্ প্রোগ্রাম সামিয়া রহমান ও প্রধান বার্তা সম্পাদক শাহ্নাজ মুন্নী এবং রেডিও ক্যাপিটাল এফএম এর নির্বাহী পরিচালক মেহেদী মালিক সজীব।
 
    এরপর প্রতিনিধিদলের সদস্যরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দি ডেইলি সান,  বাংলানিউজ ২৪, নিউজ ২৪ ও রেডিও ক্যাপিটাল এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন।   
#
নাইচ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪১৬     

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্ব শুরু

জামালপুর, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। দারিদ্র্য ম্যাপ অনুসারে দেশের ১৫টি জেলার ২৪টি উপজেলায় বাছাইকৃত ৩৭ হাজার ৫৮৮ জন সুবিধাভোগীর অংশগ্রহণে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রম বাস্তবায়িত হবে।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ড. বীরেন শিকদার। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এবং জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলায় ১ লাখ ১১ হাজার ৬৯৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করে অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে।  ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সুবিধাভোগীদের ব্যাপক অংশগ্রহণ সরকারি বিভিন্ন বিভাগে কর্ম-চাঞ্চল্য সৃষ্টি ও সেবার পরিধি এবং মান বৃদ্ধি করেছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকার ঘোষিত টেকসই উন্নয়ন ও অগ্রাধিকারভিত্তিক একটি কার্যক্রম। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে একদিকে যুবদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে মাইলফলক হিসেবে কাজ করছে।
#
শফিকুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪১৫      

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পে বিনিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

    কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অডিটোরিয়ামে “স্কিলস কম্পিটিশন ২০১৭” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)” এ অনুষ্ঠানের আয়োজন করে।
    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা হওয়া উচিত দক্ষতানির্ভর। কারণ দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে অনেককেই বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হয়। দক্ষতাবিহীন শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বোঝাস্বরূপ। বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। আর এর মধ্যে কারিগরি শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে।
    শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতানির্ভর কারিগরি শিক্ষাই কেবল পারে দেশকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে মুক্ত করে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে মধ্যম ও উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং কারিগরি শিক্ষাকে আধুনিকায়নের কর্মসূচি হাতে নিয়েছে।  
    কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূঞা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের সচিব এবিএম খোরশেদ আলম, প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার
মোঃ সানোয়ার হোসেন, বিশ্বব্যাংক সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান এবং স্টেপ প্রকল্প পরিচালক এবিএম আজাদ বক্তব্য রাখেন।
#
আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮১৫ ঘণ্টা  
 

 

 

Todays handout (6).docx