Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ২২ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৪০৭

 

আপীল বিভাগের দৈনিক চেম্বার জজের শুনানি সংক্রান্ত

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

          প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেম্বার জজ হিসেবে আপীল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন।

          আপিল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হক সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

          সুপ্রীম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

#

 

হাসানুজ্জামান/শিবলী/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৪০৬

 

ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামি বইয়ের বিকল্প নেই

                                                          -- ধর্ম উপদেষ্টা

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামি বইয়ের বিকল্প নেই।

 

আজ রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামী বইমেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশন এই মেলা আয়োজন করেছে।

 

ধর্ম উপদেষ্টা বলেন, বই মানুষের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামি বইয়ের ভূমিকা অপরিসীম। সেক্যুলার আবহ থেকে ইসলামী জীবনধারায় যাতে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে সেক্ষেত্রে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও এ বইমেলা নতুন মাত্রা যোগ করবে।

 

শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, আগেকার পাঠ্যবইয়ে স্বল্প পরিসরে সাহাবায়ে কেরামদের জীবনাদর্শ সংযোজিত ছিলো। বর্তমানে সৃজনশীল প্রকাশক ও সৃষ্টিশীল অনুবাদকের মাধ্যমে বৃহৎ কলেবরে এ জাতীয় বই প্রকাশিত হচ্ছে এবং পাঠক সেগুলো সংগ্রহ করে জ্ঞান অন্বেষণের সুযোগ পাচ্ছে। এতে ইসলামি ও বাংলা অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হচ্ছে। তিনি আগামীতে বৃহৎ পরিসরে ইসলামী বইমেলা আয়োজনের বিষয়ে প্রকাশকদের আশ্বস্ত করেন।

 

উপদেষ্টা বইমেলা আয়োজনের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, পুস্তক প্রকাশক ও বিক্রেতা এবং বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিবের প্রয়াসকে সাধুবাদ জানান।

 

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। অন্যান্যের মধ্যে বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাতের অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, আধুনিক প্রকাশনীর মোঃ হাফিজুর রহমান, রাহনুমা প্রকাশনীর মাহমুদুল হাসান তুষার প্রমুখ বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য, ২০ দিন এ বইমেলা চলবে। এতে মোট ১৫১টি স্টল অংশ নিচ্ছে।

 

#

 

আবুবকর/শিবলী/রানা/মোশারফ/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৪০৫

 

২৪ অক্টোবর হতে ৭ বিভাগে HPV টিকাদান ক্যাম্পেইন শুরু

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

 

স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় আগামী ২৪ অক্টোবর-২০২৪ হতে ঢাকা বিভাগ ছাড়া বাকি ৭ বিভাগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায় শুরু হচ্ছে। গত বছর অক্টোবরে ঢাকা বিভাগে উক্ত টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

বাকি ৭টি বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমমানের কিশোরী শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে HPV টিকা দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকে বিদ্যমান ইপিআই এর স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে HPV টিকা দেওয়া হবে।

 

এ কার্যক্রমে ৬২ লাখ কিশোরীকে ১ ডোজ HPV টিকা দেওয়া হবে।

 

#

 

ইব্রাহিম/শিবলী/রানা/মোশারফ/সেলিম/২০২৪/২০০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৪০৪

 

ছাত্র-জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্তদের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

          বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন-২০২৪ এ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-জনতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তাদের তালিকাভুক্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি সহায়তা প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি এমআইএস (গওঝ) প্রস্তুত করা হয়েছে। উক্ত এমআইএস-এর ওয়েব এড্রেস: https://ctm.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement-তে ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত তথ্য গ্রহণের জন্য চালু থাকবে।

          এ সময়ের মধ্যে উল্লেখিত ওয়েব এড্রেস-এ প্রবেশ করে চাহিত প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য এই আন্দোলনে আহত এবং নিহত ব্যক্তির পক্ষে পরিবারের সদস্য বা নিকটাত্মীয়গণকে তথ্য-উপাত্ত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

#

 

রফিক/শিবলী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৪০৩

 

জেলেদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে

                                                      -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

ভোলা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলেদেরকে যদি একেবারে সুদমুক্ত ঋণ দিতে নাও পারি তাহলে স্বল্প সুদে যাতে ঋণ দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বছরে তিনবার ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে। এই নিষিদ্ধকালীন জেলেদের জন্য অন্য কিছু করা যায় কি না সে ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। তবে এ কাজগুলো করতে আমাদের একটু সময় দিতে হবে।

 

আজ ভোলা জেলা সদরের ভোলার খাল-সংলগ্ন বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

 

ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, যে জেলায় ইলিশের উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না। ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

 

বাংলাদেশের গভীর জলসীমায় অনুপ্রবেশ করে যারা মাছ ধরে নিয়ে যায় তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে উপদেষ্টা নির্দেশ দেন। এছাড়া মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন।

 

ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের পরিচালক মোঃ মোল্লা এমদাদুল্লাহ, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ এরশাদ ও জেলে সর্দার বশির গাজী প্রমুখ।

 

#

 

মামুন/শিবলী/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৪০২

 

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

          সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর গুলশান লেকের ওপর নির্মিত অস্থায়ী স্থাপনা ও তৎসংলগ্ন স্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।

          অভিযানে লেক দখলের উদ্দেশ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা, তৎসংলগ্ন নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে দখলকৃত বাঁশ ও নেট উচ্ছেদ করা হয় এবং ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত গুলশান-বারিধারা লেক দখলমুক্ত করা হয়।

          উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার-সহ পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় টিম, রাজউক টিম, গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান এ সময় উপস্থিত ছিলেন।

          পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#

 

দীপংকর/শিবলী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৪০১

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৩৩ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫১ জন।

#

 

দাউদ/শিবলী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৯১০ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৪০০

 

বিভিন্ন দেশের দূতাবাসে পাটপণ্যের প্রদর্শনী কর্নার

স্থাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা বস্ত্র ও পাট উপদেষ্টার

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

          মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে পাটপণ্যের প্রদর্শনী কর্নার স্থাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শনের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশনা দেন।

উপদেষ্টা এ সময় আরো বলেন, এখন শুধু দেশে নয়, বিদেশেও পাটপণ্যের যথেষ্ট চাহিদা আছে। পরিবেশ দূষণরোধে বিশ্বব্যাপী সচেতনতার কারণে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে। দুবাই, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ পাটপণ্য ব্যবহার ও আমদানিতে আগ্রহ জানিয়েছে। বর্তমানে পলিথিনের বদলে পাটের ব্যাগ চালুর উদ্যোগে দেশের অভ্যন্তরে পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

           দেশে পাটের বীজ উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ  হওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাট বীজের চাহিদা রয়েছে, সেখানে প্রায় এক হাজার পাঁচশত মেট্রিক টন বীজ দেশে উৎপাদিত হচ্ছে। পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে পাটের বীজ উৎপাদন বাড়াতে হবে এবং পাট থেকে তৈরি সুতারও উৎপাদন বাড়াতে হবে।

          এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, পরিচালক সত্যকাম সেন, উপপরিচালক, সহকারী পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

 

আসিফ/শিবলী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৩৯৯

 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

 

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আজ সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks সাক্ষাৎ করেন।

 

এ সময় শিশুশ্রম, শ্রম আইন, নারীদের প্রতি সহিংসতা নিরসন, নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

 

উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুবরাই দেশের প্রধান স্টেকহোল্ডার। জুলাই গণঅভ্যুত্থানে যুবরা প্রথম রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা যুববান্ধব পরিস্থিতি সৃষ্টিতে কাজ করে যাচ্ছি।

 

এ সময় সুইডেনের রাষ্ট্রদূত গার্মেন্টস সেক্টরে শ্রম অসন্তোষ নিরসন, শিশুশ্রম এবং শ্রমিকের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান সচিব এ.এইচ. এম শফিকুজ্জামান বলেন, আমরা শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সেক্টরের উন্নয়নে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ একসাথে কাজ করছে। শ্রমিকদের মধ্যে বৈষম্য নিরসনে আমরা ডাটাবেজ তৈরির একটি নতুন প্রকল্প নিতে যাচ্ছি।

 

#

 

নূর আলম/শিবলী/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৩৯৮

 

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে

                         -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, সাম্প্রতিক বন্যায় দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যথাযথভাবে নিরূপণ করে সকলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করা হবে।

 

উপদেষ্টা আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্যা সংক্রান্ত পুনর্বাসন কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে জানিয়ে ফারুক-ই-আজম বলেন, ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি শুরু হয়েছে। এ জন্য কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা পুরো পুনর্বাসন কর্মসূচি তদারকি করবেন।

 

সরকার ইতোমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯টি জেলায় নগদ‌ ৭ কোটি ৩৪ লাখ টাকা, ৩৮ হাজার ৯০০ মে. টন চাল, ৩৮ হাজার ৫০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, ২ হাজার ৩১৫ বান্ডিল ঢেউটিন, গৃহমঞ্জুরি বাবৎ ৬৯ লাখ ৪৫ হাজার টাকা, শিশু খাদ্য বাবত ১ কোটি ৮০ লাখ, গো-খাদ্য বাবত ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে।

 

এছাড়াও দেশের ১৬৩টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্যা কবলিত মানুষের সাহায্য ও সহযোগিতায় ৮৫ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২০৮ টাকা বিতরণ করা হয়েছে।

 

ফারুক ই আজম বলেন, দেশে এ বছর বন্যায় ব্যাপক জমির শস্য নষ্ট হওয়ায় নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। তিনি বলেন, কৃষক যাতে অল্প সময়ের মধ্যে সবজিসহ অন্যান্য ফসল উৎপাদন করতে পারে সেলক্ষ্যে কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

#

 

এনায়েত/শিবলী/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৮৫০ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৩৯৭

 

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন

                                  --- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

          মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা সামাজিক পরিবর্তনের দাবিতে এসে উন্নয়নের নামে ধ্বংসস্তূপ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসস্তূপ সরাতে সকল দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে। তাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

          উপদেষ্টা আজ ঢাকায় গুলশান আলোকি হোটেলে রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

          রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রওনক জাহান সেমিনারে সভাপতিত্ব করেন। ‘ক্লোজিং গ্যাপ: সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবকদের সরকারি সেবায় প্রবেশধিকার মূল্যায়ন: প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নির্দেশনা’ সিপিজে’র তত্ত্বাবধানে পরিচালিত হয়।

           সেমিনারে আলোচক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে) এর নির্বাহী পরিচালক মনজুর হাসান, অ্যাকশান এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাস কবির, রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ এর সহকারী পরিচালক রুহি নাজ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি মুল বক্তব্যের আলোচক হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করেন।

#

 

রফিকুল/শিবলী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৩৯৬

দূষণ নিয়ন্ত্রণে উদাহরণ স্থাপন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ
                                              - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু, শব্দ, প্লাস্টিক ও নদী দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া, পলিথিন ব্যাগ নিষিদ্ধের বর্তমান বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে ব্যবস্থাপনা পরিকল্পনাও হালনাগাদ করা হতে পারে।       

বাংলাদেশ সচিবালয়ে আজ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেনের সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। 

সাক্ষাতে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার ওপর আলোচনা হয়। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতি মোকাবিলায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদীগুলো আমাদের জীববৈচিত্র্যের মূলভিত্তি এবং যেকোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পানি সম্পদ ব্যবস্থাপনা  উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান। 

উভয় পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করেন। পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।  

সাক্ষাৎকালে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    

#

দীপংকর/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/শফিক/২০২৪/১৬১০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বরঃ ১৩৯৫

 

মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টার ইলিশ অভয়াশ্রম এলাকা পরিদর্শন

 

চাদপুর, (৬ কার্তিক), (২২ অক্টোবর):     

 

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ চাঁদপুরের পদ্মা-মেঘনা অভয়াশ্রম এলাকা পরিদর্শন করেছেন। এরপর শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম সরেজমিনে

 
স্পিডবোটযোগে ঘুরে দেখেন। 

 

          এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান খান, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার এম ফজলুল হক, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদসহ চাঁদপুরের মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তারা।

 

          অভিযানের মূল লক্ষ্য হলো মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করা। এই উদ্যোগ মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

         

 

#

মামুন/ফাতেমা/রবি/সুর্বনা/কলি/লিখন/২০২৪/১৪৩৪

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৩৯৪

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):       

 

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩য় সভা আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র এবং কমিটির আহবায়ক লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা  রক্ষা, সার্বিক নিরাপত্তা এবং সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সভায় আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীকে আরো সচেষ্ট হওয়া, আইন-শৃঙ্খলা  ভঙ্গকারী ও অপরাধীদের গ্রেফতার কার্যক্রম জোরদারকরণ, বিভিন্ন অপরাধী ও আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ, বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলন-সমাবেশকারীদের রাস্তায় সমাবেশ না করে দাবি-দাওয়াসমূহ এ সংক্রান্ত সরকারি কমিটি ও কমিশনে পেশ করতে বলা হয়েছে। এছাড়া, জনভোগান্তি দূর করতে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ আয়োজন আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর প্রধানদের এ বিষয়ে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হলে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

#

 ফয়সল/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/শফিক/২০২৪/১৫০৫ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বরঃ ১৩৯৩

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপিত

তরুণ সমাজের ট্রাফিক নিয়ন্ত্রণ জাতিকে নতুন করে পথ দেখিয়েছে

                                                                        --সড়ক পরিবহন উপদেষ্টা

ঢাকা (৬ কার্তিক), (২২ অক্টোবর):        

          সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,  ২০১৮ সালের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তীতে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে তরুণ সমাজের ট্রাফিক নিয়ন্ত্রণ জাতিকে নতুন করে পথ দেখিয়েছে। তরুণদের নির্দেশনা নিরাপদ সড়ক গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

 

          উপদেষ্টা আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ বছর দিবসের প্রতিপাদ্য--‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার

           

          সড়ক দুর্ঘটনাকে কেবল পরিসংখ্যানের মাধ্যমে তুলনা না করে মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সকল মৃত্যুই বেদনার, কোন মৃত্যুই ক্ষতিপূরণ দিয়ে মাপা যায় না। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি-বিধান জানা এবং মেনে চলা দরকার। নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সামাজিক আন্দোল

2024-10-22-15-54-c3fe84c4e988c7153cf79e91e77778a0.docx