তথ্যবিবরণী নম্বর : ১৪০৩
নৌ ধর্মঘট স'গিত
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে আন্দোলরত নৌযান শ্রমিকদের ধর্মঘট কর্মসূচি স'গিত হয়েছে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে নৌযান মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের আট ঘণ্টার বৈঠক শেষে রাত ১০টায় ধর্মঘট স'গিতের সিদ্ধানত্ম হয়।
বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম সাংবাদিকদের বলেন, বেতন পুনর্বিবেচনার দাবি রেখে আমরা কর্মসূচি স'গিত ঘোষণা করছি।
নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ক’ শ্রেণির শ্রমিকদের মূল বেতন ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির সাড়ে ৯ হাজার এবং ‘গ’ ক্যাটাগরির শ্রমিকদের নূন্যতম মজুরি ৯ হাজার টাকা ঘোষণা করছি। তবে এটা পুর্নবিবেচনার সুযোগ থাকবে।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে দেশের সবগুলো নদী বন্দরে ধর্মঘট শুরম্ন করে। নৌশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা দেয়া, নৌপথে অবৈধ চাঁদাবাজি ও অবৈধ ইজারা বন্ধ করা, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেয়া, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস'লে আহত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও চিকিৎসাকালে বেতনের দাবি রয়েছে আন্দোলনকারীদের ১৫ দফার মধ্যে।
#
জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২২৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪০২
বাজার তদারকি
৩৭ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, রাজবাড়ী, গাজীপুর, নোয়াখালী, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ভোলা, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৭টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর পল্টন এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে অরুণ ঘোষ ঝর্ণা সুইটসকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মুসলিম সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মতিঝিল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে এশিয়া গার্ডেন রোজকে ৩০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মনির ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্যহানী ইত্যাদি ঘটানো ও খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে বগুড়া সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা, কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শ’ টাকা, গাজীপুর সদর ও জয়দেবপুর বাজার এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা, নোয়াখালী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা, যশোর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা, ভোলা সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
#
আফরোজা/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪০১
নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলা হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
শিক্ষা জাতীয় অগ্রাধিকার খাত। কারিগরি শিক্ষা এই অগ্রাধিকারের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার খাত। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানোর কাজ চলছে। এদেরকে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে দু’দিনব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসমূহের অধ্যক্ষগণের সম্মেলন ও ‘ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউশন লিংকেজ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-এর পরিচালক মো. ইমরান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান ও বিশ্বব্যাংকের সিনিয়র অপারেসন্স অফিসার ড. মো. মোখলেছুর রহমান বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ১০ কোটি মানুষ কর্মক্ষম। শতকরা হারে তা ৬৬। ২০৩০ সালে তা ৭০ শতাংশে উন্নীত হবে। এ এক বিশাল সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক কারিগরি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। এ দায়িত্ব আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের। বাংলাদেশের এক কোটি মানুষ বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এদের অধিকাংশই অদক্ষ বা আধা-দক্ষ। এরা দক্ষ হলে রেমিটেন্সের পরিমাণ দ্বিগুণ হতে পারতো। তিনি বলেন, ইতোমধ্যে সরকার কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ২৩টি আন্তর্জাতিকমানের পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের প্রতিটি উপজেলায় একটি করে নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নতুন আরো এক লাখ শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে। কারিগরি খাতে পূর্বে কোনো প্রকল্প ছিল না। এ সরকারের সময়েই কারিগরি খাতে ৫টি বড় বড় উন্নয়ন প্রকল্প চলছে। আরো ১২টি পাস হয়েছে। এছাড়া, সরকার কারিগরি শিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। দেশের ৪টি বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, বাকি ৩টিতে স্থাপনের কাজ এগিয়ে চলছে।
দু’দিনব্যাপী এ সম্মেলনে মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সরকারের দিকনির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি, মাঠ পর্যায়ের সমস্যা প্রভৃতি পর্যালোচনা করা হবে।
#
সুবোধ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪০০
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের সহকারী মহাসচিবের সাড়্গাৎ
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সফরে আসা এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ও জাতিসংঘের সহকারী মহাসচিব হাওলিয়াঙ জু এবং বাংলাদেশে ইউএনডিপি প্রধান ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস সাক্ষাৎ করেন।
সাড়্গাৎকালে মন্ত্রী বাংলাদেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ এবং এ সংক্রানত্ম আইন ও নীতি প্রণয়নে সরকারের আনত্মরিকতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামরিক-সামপ্রদায়িকতার জঞ্জাল পরিষ্কার করে রাজনীতি যেমন গণতন্ত্রের পথে হাঁটছে, তেমনি গণমাধ্যমের স্বাধীন বিকাশ ও প্রসারে নতুন দিগনত্ম সূচিত হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম আজ উন্নয়নের সহযাত্রী।
মন্ত্রী বলেন, সরকার জনগণের কণ্ঠস্বরকে জোরদার করতে বেসরকারিখাতে আরো কমিউনিটি রেডিও চালু করবে। প্রানিত্মক জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার এ সিদ্ধানত্ম নিয়েছে।
হাওলিয়াঙ জু গণমাধ্যমের বিকাশের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে ইউএনডিপি’র সহকারী কান্ট্রি ডিরেক্টর শায়লা খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন।
#
আকরাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৯
৫ লাখ মিটার কারেন্টজাল আটক
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি অপারেশন দল আজ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মোহনায় অভিযান চালিয়ে ‘এমভি ফেøাটিলা’ হতে ৪ লাখ ৯০ হাজার মিটার কারেন্টজাল আটক করেছে। আটককৃত কারেন্টজালের মূল্য প্রায় ৯৮ লাখ টাকা।
আটককৃত কারেন্টজাল মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
#
শামীম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৮
ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে সরকার
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে সরকার, অনিয়ম সহ্য করবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সুষ্ঠুভাবে নেটওয়ার্ক পরিচালনায় কোনো বাধা নেই।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেগানেট ক্যাবল টিভির পরিচালক মীর হোসাইন আখতারের নেতৃত্বে ২০ সদস্যের ক্যাবল অপারেটরদের একটি দলের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় ক্যাবল অপারেটরবৃন্দ নেটওয়ার্ক পরিচালনায় সন্ত্রাসের সম্মুখীন হওয়া, নতুন ডিজিটাল সেট টপ বক্স প্রচলনের অনিশ্চয়তা ও ব্যবসায়িক ক্ষতির সংশয় ও ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি তুলে ধরেন। মীর হোসাইন আখতার বলেন, আমরা নতুন ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের পক্ষে, কিন' তাতে কোনো আইনানুগ ব্যবসায়ী যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিতে হবে।
মন্ত্রী তাদের সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল সমপ্রচারের বিষয়ে নীতিমালা তৈরির ক্ষেত্রটি বিবেচনা করবেন বলে জানান।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমপ্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতবিনিময়কালে উপসি'ত ছিলেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৭
প্রধানমন্ত্রীর দশ বিশেষ উদ্যোগ সমৃদ্ধির পথনকশা
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ প্রকৃত অর্থে দেশের বৈষম্যমুক্ত সমৃদ্ধির পথনকশা।
মন্ত্রী আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরম্নল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগের প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রধানমন্ত্রীকে শানিত্ম ও উন্নয়নের দূত হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামরিক-সামপ্রদায়িকতা থেকে রাজনীতি যেমন গণতন্ত্রের পথে হাঁটছে, তেমনি অর্থনীতি ও সমাজেও বৈষম্যমুক্ত সমৃদ্ধির নতুন দিগনত্ম সূচিত হচ্ছে।
গণমাধ্যমকে উন্নয়নের অংশীদার হিসেবে বর্ণনা করে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগকে সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সাথে তৃণমূলে পৌঁছে দেবে তথ্য মন্ত্রণালয়।
‘একটি বাড়ি একটি খামার’, ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘নারীর ক্ষমতায়ন’, ‘সবার জন্য বিদ্যুৎ’, ‘কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ (মানসিক স্বাস'্য)’, ‘আশ্রয়ন প্রকল্প’, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী’, ‘শিক্ষা সহায়তা কার্যক্রম’, ‘পরিবেশ সুরক্ষা’ ও ‘বিনিয়োগের বিকাশ’ শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করতে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ টেলিভিশনে নবগঠিত ১০টি পৃথক দল উদ্যোগভিত্তিক অনুষ্ঠানমালা নির্মাণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে ‘সবার জন্য বিদ্যুৎ’ উদ্যোগভিত্তিক প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারম্নন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরম্নন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস'াপনা পরিচালক তপন কুমার ঘোষ, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সময় টেলিভিশনের প্রধান সম্পাদক আহম্মদ মুজতবা দানিশ এবং ঢাকা বাংলা চ্যানেলের প্রধান সম্পাদক মঞ্জুরম্নল ইসলাম বক্তৃতা করেন। বিটিভির অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকার সভা শেষে ধন্যবাদ জানান।
#
আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৪
শিড়্গা মন্ত্রণালয়ের পরিপত্র
শিড়্গা প্রতিষ্ঠানে রোভার ও রেঞ্জার দল গঠন করতে হবে
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
দেশের সরকারি বেসরকারি প্রত্যেক কলেজ, সমমান মাদ্রাসা ও কারিগরি শিড়্গাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে আবিশ্যিকভাবে রোভার দল ও রেঞ্জার দল গঠনের নির্দেশনা প্রদান করেছে শিড়্গা মন্ত্রণালয়। উলিস্নখিত শিড়্গাপ্রতিষ্ঠানসমূহকে কমপড়্গে ছাত্রদের জন্য একটি রোভার দল এবং ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠনের নির্দেশনা দিয়ে শিড়্গা মন্ত্রণালয় সম্প্রতি এক পরিপত্র জারি করে।
বাংলাদেশ স্কাউটসের নিয়ম অনুযায়ী রোভার এবং গাইডের নিয়ম অনুযায়ী রেঞ্জারের কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্ত্রণালয়ের এ পরিপত্রে উলেস্নখ করা হয়েছে।
পরিপত্রে রোভার ও রেঞ্জার তহবিলের অর্থ সংশিস্নষ্ট কার্যক্রমে ব্যয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করে শিড়্গা মন্ত্রণালয় বলেছে এ সংক্রানত্ম নির্দেশনামা যথারীতি অনুসরণ করা না হলে সংশিস্নষ্ট কর্তৃপড়্গের বিরম্নদ্ধে বিভাগীয় ব্যবস'া গ্রহণ করা হতে পারে।
পরিপত্রে জানানো হয়, ছাত্র ও ছাত্রীদের নিকট থেকে মাথাপিছু ২০ টাকা রোভার স্কাউট ফি ও রেঞ্জার ফি বছরের শুরম্নতে সেশন চার্জের সাথে আবশ্যিকভাবে আদায় করতে হবে। ছাত্রদের নিকট হতে আদায়কৃত টাকা রোভার তহবিলে এবং ছাত্রীদের নিকট হতে আদায়কৃত টাকা রেঞ্জার তহবিলে জমা করতে হবে। ধার্যকৃত ২০ টাকার মধ্যে ছেলেদের নিকট হতে আদায়কৃত ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রোভার স্কাউট সম্পাদকের যৌথ স্বাড়্গরে রোভার তহবিল এবং মেয়েদের নিকট হতে আদায়কৃত ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রেঞ্জার গাইডারের যৌথ স্বাড়্গরে রেঞ্জার তহবিল স'ানীয় ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমা রাখতে হবে। অবশিষ্ট ৫ টাকা সংশিস্নষ্ট জেলা রোভার স্কাউটস সম্পাদক এবং নির্বাচিত জেলা গাইড কমিশনার বরাবর ক্রসড চেক/পে-অর্ডার মারফত জমা দিতে হবে।
রোভার দল ও রেঞ্জার ইউনিট পরিচালনাকারী প্রশিড়্গণপ্রাপ্ত প্রত্যেক রোভার লিডার এবং রেঞ্জার গাইডারকে মাসিক ২০০ টাকা এবং উড ব্যাজধারী লিডার এবং ওয়ারেন্ট গাইডারকে ২৫০ টাকা হারে সম্মানী দিতে হবে।
#
সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৩
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
১০ম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নতুন জাতীয়করণকৃত স্কুলের শিক্ষার মানে সমতা আনয়ন এবং শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্যে জনস্বার্থে শিক্ষকদের আন্তঃবদলির কার্যক্রম গতিশীল করার সুপারিশ করা হয়। কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি/নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে সারাদেশের সকল উপজেলাকে স্কুল ফিডিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার করার সুপারিশ করা হয়।
কমিটি ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবিসহ সেøøাগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। বৈঠকে সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল কাউন্সিল এবং কাব দল কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। তাছাড়া বিদ্যালয়গুলোতে ‘মা সমাবেশের’ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও সুপারিশ করা হয়।
কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোনো আপিল না করার এবং চলমান আপিলের কার্যক্রম না চালানোর সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯২
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভা
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ অংশগ্রহণ করেন।
বৈঠকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের সমস্যা ও অনুষ্ঠানসূচি সম্প্রচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান চলাকালীন মাঝে মাঝে অন্য চ্যানেলের অনুষ্ঠান চলে আসার কারণে সংসদ বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কমিটি এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং টেলিভিশন চ্যানেলটি প্রাইম ব্রান্ডের অন্তর্ভুক্ত করার বিষয়ে সুপারিশ করে।
বৈঠকে সংসদ বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বর্তমান সংসদ সদস্যগণকে কোন সম্মানী ভাতা প্রদান না করার এবং শিল্পী ও কলাকুশলীদের বিটিভির কাঠামো অনুযায়ী সম্মানী প্রদান করার সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯১
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
কলেজ পর্যায়ের পরীক্ষার পরিবর্তিত তারিখ ১৩ মে
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্বনির্ধারিত ৭ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯০
একনেক সভায় মুস্তাফিজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (মুস্তাফিজ) এর যাদুকরি পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেন।
আজ ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী আইপিএল ক্রিকেটে মুস্তাফিজের পারদর্শিতার প্রশংসা করেন । পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে একথা জানান ।
পরিকল্পনা মন্ত্রী মুস্তাফিজের পারদর্শিতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসার উল্লেখ করে বলেন, মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।
#
শেফায়েত/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
Handout Number: 1389
Bangladesh and Germany focus on Agenda 2030
Dhaka, 26 April :
The Foreign Office Consultation (FOC) between Bangladesh and Germany was held on 25 April in Berlin. Bangladesh side was led by Foreign Secretary Md. Shahidul Haque, while State Secretary of the Federal Ministry of Foreign Affairs of Germany Dr Markus Ederer led the German side. The meeting was held in a cordial and warm environment at the historic building of the Federal Ministry of Foreign Affairs of Germany.
During the meeting, Foreign Secretary Haque proposed some new ideas, for strengthening and expanding relations between the two countries, particularly focusing on to devise ways and means for implementation of the Agenda 2030 for Sustainable Development. In that regard he handed over proposals for partnership agreements on skills and vocational training, development of small and medium enterprises and green industrial manufacturing in Bangladesh, development and transfer of technology, where Germany can provide technical assistance and support. Both sides also agreed to work together to pave the way for enhanced German investment in Bangladesh.
Foreign Secretary further discussed about bilateral development cooperation and appreciated sustained German development assistance to Bangladesh since the independence in 1971. Both Foreign Secretaries also discussed on regional and international issues of mutual interest.
Both Foreign Secretaries exchanged views on the ongoing refugee and migration crisis focusing on Europe. They further discussed about migration and mobility within the context of the upcoming Summit on Global Forum for Migration and Development (GFMD) to be held in Dhaka in December 2016. Both sides also discussed about the scourge of terrorism and violent extremism and vowed to work together to address these global problems.
Bangladesh Foreign Secretary also met with the Parliamentary State Secretary for the Federal Ministry of Economic Cooperation and Development of Germany Hans-Joachim Fuchtel and thanked him for his sustained support for transforming the Bangladesh readymade garment industry into a sustainable sourcing option for the global supply chains.
The Foreign Secretary gave a talk on 'Bangladesh 2030 and beyond' at an experts roundtable involving German academics, business and industry experts at the headquarters of Friedrich-Ebbert-Stiftung (FES), a political foundation of the Social Democratic Union (SDU), member of the ruling coalition.
The next Foreign Office Consultations between the two countries is expected to be held in Dhaka next year.
#
Kamruzzaman/ Mobassera/Nusrat/Khadiza/Rezzakul/Shamim/2016/1600 hours
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৮
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
লন্ডন অবস্থানকালে স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন। সভায় আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর ৬২তম সম্মেলনের প্রস্তুতি ও এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পহেলা মে দেশে ফেরার কথা রয়েছে।
#
মোতাহের/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১৪০০ ঘণ্টা
Handout Number : 1387
Bilateral discussion held between Saudi Arabia and Bangladesh
Dhaka, 26 April :
Prince Turki bin Abdullah bin Abdul Aziz Al Saud, Chief Executive Officer (CEO) of King Abdullah International Foundation for Humanitarian Activities, yesterday received Foreign Minister Abul Hassan Mahmood Ali at Foundation’s headquarters, on the sidelines of his visit to Kingdom of Saudi Arabia.
The meeting attended by Deputy CEO of King Abdullah Foundation, Abdullatif bin Ali Al-Saif, and Ambassador of Bangladesh to the Kingdom, Ghulam Moshe, was held to consider support and bilateral cooperation means, particularly in the humanitarian and economic fields, and to also enhance coordination on a number of joint ventures, including ‘Fail Khair’ project, which is overseen by King Abdullah Foundation in cooperation with Islamic Development Bank in Bangladesh.
Foreign Minister of Bangladesh broached, during his visit, the projects executed in Bangladesh at a number of levels, which are a number of benevolence Waqf projects. The project consists of two parts. First part seeks to establish shelters for refugees affected by hurricanes and floods (+170 units) to house (+2,000 persons), as well as to establish schools replacing the affected schools to various school grades with a capacity of more than 240 students per school.
Second part aims at rehabilitation of people affected by the hurricane to help them to resume their normal life and compensate for what they have been lost by disaster like Cyclone ‘Sidr’, in addition to assist farmers, small entrepreneurs and low-income people to rebuild their productive capital in cooperation with charities already working on the ground in the affected areas.
King Abdullah Foundation oversaw and supervised the implementation of the project in cooperation with Islamic Development Bank, along with the participation of 4 voluntary organizations in Bangladesh, which are Waqf Islamic Development Bank Foundation in Bangladesh, Muslim Aid, Voluntary Organization for Social Development and BRAC in Bangladesh. The continuity of establishing future humanitarian projects in Bangladesh were also discussed during this visit.
#
Khaleda/Mobassera/Nusrat/Khadiza/Rezzakul/Asma/2016/1430 hours
Handout Number : 1386
Foreign Minister attends the Conference in memory of Prince Saud Al-Faisal
Dhaka, 26 April :
Bangladesh Foreign Minister Abul Hassan Mahmood Ali is visiting the Kingdom of Saudi Arabia from 24-26 April to attend the Conference in memory of Prince Saud Al-Faisal, former Foreign Minister of Saudi Arabia organized by the King Faisal Center for Research and Islamic Studies in Riyadh.
On 24 April Bangladesh Foreign Minister attended the opening ceremony of the Conference which was inaugurated by the Custodian of the two holy mosques King Salman bin Abdul Aziz. Other foreign dignitaries such as Deputy Prime Minister of Bahrain, Foreign Ministers of Gulf Cooperation Council (GCC), former President and Prime Minister of Lebanon, OIC Secretary General, Arab League Secretary General and other high level officials from many countries also attended the Conference.
Foreign Minister Ali met Saudi Foreign Minister Adel bin Al-Jubeir yesterday at the Saudi Foreign Office where they have exchanged views on bilateral issues as well as regional and international issues of mutual interest including mutual cooperation at the UN and other international fora including the OIC. Foreign Minister conveyed the greetings of Bangladesh Prime Minister to King Salman.
Saudi Foreign Minister reiterated that King Salman would like to welcome Bangladesh Prime Minister to the Kingdom for an official visit soon. Both Foreign Ministers agreed to meet on a regular basis, noting the last two meetings, on 6 January in Riyadh and another on 8 March in Dhaka.
Later Foreign Minister Ali attended a plenary session on the life of former Saudi Foreign Minister Saud Al Faisal. During his statement in the session, Foreign Minister Ali lauded the active role of Prince Saud Al Faisal for his wise leadership for the cause of Muslim Ummah. He called upon Muslim Ummah to denounce the use of religion to justify violent extremist acts, and invited to join ranks to address the menace of terrorism and violent extremism in a focused, determined and comprehensive manner.
#
Khaleda/Mobassera/Nusrat/Khadiza/Rezzakul/Asma/2016/1230 hours
তথ্যবিবরণী নম্বর : ১৩৮৫
শেরে বাংলা এ কে ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরে বাংলা এ কে ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নি