তথ্যবিবরণী নম্বর : ৩৯৪
সরকার স্বাস'্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে
-- ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ২৪ মাঘ (৬ ফেব্রম্নয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ্বরদীর ৫০ শয্যার সরকারি হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, সরকার স্বাস'্যসেবাকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীতে ৫০ শয্যার ঈশ্বরদী স্বাস'্য কমপেস্নক্স ভবনের দোতলায় অডিটরিয়ামে হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স'াপন করে স্বাস'্যসেবাকে বাংলাদেশের প্রত্যনত্ম অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। মন্ত্রী বলেন, সরকারিভাবে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারসহ প্রত্যেকের জন্য স্বাস'্যসেবা নিশ্চিত করা হবে। তিনি কাজের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রোগীদের সেবার মান বাড়ানোর জন্য সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এখন থেকে প্রতিদিন রোগীরা বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যনত্ম হাসপাতালের বহির্বিভাগ সেবা পাবেন। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পাবনা সিভিল সার্জন ডা. শহীদ মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা বেগম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ উপসি'ত ছিলেন।
এর আগে ভূমিমন্ত্রী আটঘরিয়ায় ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৩ তলাবিশিষ্ট পৌরভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
#
রেজুয়ান/আফরাজ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৩
দেশকে দারিদ্র্যমুক্ত করতে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রম্নয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যেমন গরিবের বন্ধু ছিলেন, শেখ হাসিনাও তেমনি দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কাজ করছেন। এক সময় বাংলাদেশের ৪৪ ভাগ মানুষ দরিদ্র ছিল, এখন তা কমে ২২ ভাগে এসেছে। আগামীতে ১০ ভাগে কমিয়ে আনতে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
মন্ত্রী আজ ঢাকার ইস্কাটনে ঢাকা লেডিসক্লাব আয়োজিত কুসুমকলি স্কুলের ছাত্রছাত্রীদের সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি সফল দেশ। পাকিসত্মান থেকে বাংলাদেশ সকল ড়্গেত্রে এগিয়ে আছে। নারীর ড়্গমতায়ন, নারী ও শিশু মৃত্যুহার হ্রাসসহ বেশ কিছু সামাজিক ড়্গেত্রে বাংলাদেশ ভারতের থেকেও এগিয়ে আছে।
তিনি আরো বলেন, ঢাকা লেডিসক্লাবের উদ্যোগে পরিচালিত কুসুমকলি বিদ্যালয়ে গরিব ছেলেমেয়েদের শিড়্গাদান খুবই মহতী উদ্যোগ। বিজিএমইএসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এখানে সহযোগিতা দিয়ে যাচ্ছে। সকল বিত্তবান মানুষকে এ মহতি কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।
ঢাকা লেডিসক্লাবের সভানেত্রী বেগম গুলশান আনোয়ারা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট
মো. সিদ্দিকুর রহমান, বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসলাম সানী, উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, ঢাকা লেডিসক্লাবের সমাজকল্যাণ পরিষদের সদস্য সোহেলী আনোয়ার মামুন এবং সমাজকল্যাণ সম্পাদিকা ফয়জুন নেছা মুনা বক্তব্য রাখেন।
উলেস্নখ্য, ঢাকা লেডিসক্লাবের তত্ত্বাবধানে ঢাকায় ৯টি বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫০ জন। শিড়্গক রয়েছেন ১৮ জন। এবছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ৮৫ জন ছাত্রছাত্রীকে শিড়্গা বৃত্তি প্রদান করা হয়।
#
বকসী/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯২
মাছ চাষের পাশাপাশি কাঁকড়া চাষও লাভজনক করা যায়
-- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডুমুরিয়া (খুলনা), ২৪ মাঘ (৬ ফেব্রম্নয়ারি) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের উন্নয়নে মৎস্য সম্পদ গুরম্নত্বপূর্ণ অবদান রেখে চলছে। মাছ চাষের পাশাপাশি কাঁকড়া চাষও লাভজনক করা যায়। কাঁকড়া চাষে দেশের অর্থনীতির উন্নয়ন এবং দারিদ্র্যবিমোচন সম্ভব।
প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়ায় মৎস্যভবন মিলনায়তনে কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তিন শতক জমিতে কাঁকড়া চাষ করা যেতে পারে। আগামীতে কাঁকড়া চাষে অভূতপূর্ব বিপস্ন্লব ঘটবে। শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, মানসম্মত মাছ উৎপাদনের প্রতিও গুরম্নত্ব দিতে হবে। রফতানিকৃত মাছে কোনো অপদ্রব্য আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের বাসত্মবমুখী পদক্ষেপের ফলে দেশে দুধ, ডিম, মাছ এবং মাংসের উৎপাদন অগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স'ান অর্জন করেছে।
তিনি বলেন, ভরতুকি দেয়াসহ নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে দেশ কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রফতানি করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোলমডেল।
জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক বিনয় কুমার চক্রবর্তী এবং ডুমুরিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী কাঁকড়া প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য উপকরণও বিতরণ করেন। প্রশিক্ষণে ২১জন কাঁকড়া চাষী অংশগ্রহণ করছে।
পরে প্রতিমন্ত্রী কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করেন।
#
সুলতান/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯১
সরকার শিশু নির্যাতন বরদাসত্ম করবে না
-- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা), ২৪ মাঘ (৬ ফেব্রম্নয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুদের ওপর কোনো নির্যাতন সরকার বরদাসত্ম করবে না। বাংলাদেশে কোনো হত্যাকারী রেহাই পায় নাই আর পাবেও না। সব হত্যার বিচার হবে। শিশু আব্দুলস্ন্লাকে যারা পাশবিকভাবে হত্যা করেছে তাদেরকে দৃষ্টানত্মমূলক শাসিত্ম দেয়া হবে। শিশু আব্দুলস্ন্লা হত্যা মামলা দ্রম্নত বিচার ট্রাইবুনালে সমপন্ন করা হবে।
প্রতিমন্ত্রী আজ কেরানীগঞ্জে মুগারচরে প্রতিবেশীর হাতে নির্মমভাবে খুন হওয়া শিশু আব্দুলস্ন্লার বাবা মায়ের সাথে দেখা করার পর উপসি'ত সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশু নির্যাতনের বিরম্নদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের সহযোগিতা চান। প্রতিমন্ত্রী আব্দুলস্ন্লার বাড়ি গেলে সেখানে এক হৃদয়বিদারক পরিসি'তির সৃষ্টি হয়। স'ানীয় স্কুলের ছেলেমেয়ে, অভিভাবক ও নারী-পুরম্নষ নির্বিশেষে খুনিদের বিচার চায়। প্রতিমন্ত্রী শিশু আব্দুল্লস্নার মাকে সানত্ম্বনা দেন।
প্রতিমন্ত্রী খুনীদের যত দ্রম্নত সম্ভব গ্রেফতার করে চার্জশিট দিতে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
#
খায়ের/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯০
নারীদের অবহেলা করে দূরে রাখার সুযোগ নেই
-- ভূমিমন্ত্রী
আটঘরিয়া (পাবনা), ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশে নারীদের অবহেলা করে দূরে রাখার কোনো সুযোগ নেই। সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে।
মন্ত্রী আজ পাবনার আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা বিতরণে পুরুষ কৃষকদের পাশাপাশি মহিলা কৃষকদেরকেও সমান সুযোগ দিতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি বলেন, সরকার কৃষিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদনে উন্নত বীজ, সার, কীটনাশক, সেচসহ সকল বিষয়ে বিজ্ঞানীদের মাধ্যমে কৃষকদের সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। তিনি বলেন, কৃষক ভাইদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা চালু করেছে সরকার।
মন্ত্রী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ১০০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি মুগ বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পাবনা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুজ্জামান এবং উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
#
রেজুয়ান/আফরাজ/নবী/সঞ্জীব/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৫০ ঘণ্টা