Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২৪৫

পরিবেশ অধিদপ্তরকে পুরোপুরি ডিজিটালাইজড ও জনবান্ধব করা হবে

                                                            - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরকে আরো দক্ষ, আধুনিক ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, অধিদপ্তরের সব সেবা ডিজিটালাইজড এবং অনলাইনভিত্তিক করা হবে এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। তিনি আরো বলেন, অনেকেই পরিবেশগত ছাড়পত্রকে কেবল আনুষ্ঠানিকতা মনে করেন। তবে এখন থেকে এটি সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রদান করা হবে।

আজ ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ): জার্নি টুওয়ার্ড সিমলেস ট্রেড’ শীর্ষক সফট লঞ্চ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বাণিজ্য সহজীকরণ প্রক্রিয়ায় পরিবেশগত মানসমূহ সংযুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আমদানি-রপ্তানির মাধ্যমে সংবেদনশীল বাস্তুতন্ত্রে প্রভাব প্রতিরোধে বিএসডব্লিউ-তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

#

দীপংকর/রানা/সঞ্জীব/শামীম/২০২৫/২২১০ঘণ্টা

Handout                                                                                                       Number: 2244

 

 

Efforts Underway to Modernize and Digitized the Department of Environment

                                                                                               - Environment Advisor

 

Dhaka January2:

 

Initiatives are being taken to make the Department of Environment more efficient and modern, said Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change, and the Ministry of Water Resources. She announced that all services will be digitalized and made online-based with enhanced coordination with other government agencies.

Many perceive environmental clearances as mere formalities, but that will no longer be the case. These clearances will only be issued after thorough verification and scrutiny, she added.

The Advisor made these remarks while addressing the soft launch of the Bangladesh Single Window (BSW): Journey Towards Seamless Trade held today at the Radisson Blu Water Garden Hotel in Dhaka.

Rizwana Hasan emphasized the need to integrate environmental standards into the trade facilitation process and called for robust mechanisms within the BSW to monitor and mitigate environmental impacts, particularly in import-export activities that could affect sensitive ecosystems.

The event was graced by Dr. Salehuddin Ahmed, Adviser to the Ministry of Finance and the Ministry of Science and Technology, as the Chief Guest. Md. Abdur Rahman Khan FCMA, Secretary of the Internal Resources Division and Chairman of the National Board of Revenue, chaired the program.

Special guests included Lutfey Siddiqi, Special Envoy on International Affairs to the Chief Adviser; Chowdhury Ashik Mahmud Bin Harun, Chairman of the Bangladesh Investment Development Authority; Nazma Moberek, Secretary of the Financial Institutions Division; Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change; and Md. Shahrier Kader Siddiky, Secretary of the Economic Relations Division.

The event marked a significant step towards streamlining trade while ensuring environmental accountability.

#

 

Dipankar/Rana/Sanjib/Shamim/2025/2230 Hrs.

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২৪৩

সকলের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে সরকার

                                           --উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি):

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশের সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজ সেবা দিবস- ২০২৫ উদ্‌যাপনে এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ শপথ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

আজ বাংলাদেশ জাতীয় সংসদ সংলগ্ন দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদ্‌যাপনের অংশ হিসেবে ওয়াকাথন শেষে মুক্ত আড্ডায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের দুস্থ, অসহায়, অনগ্রসর, প্রান্তিক, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রবীণ, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং সমাজের অনগ্রসর অংশকে মূলধারায় ‍সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করছে। এ অধিদপ্তরের সদর কার্যালয়-সহ জেলা ও উপজেলা মিলিয়ে মোট এক হাজার ৩৬ টি কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৫৪টি কার্যক্রমের মাধ্যমে সমাজের অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণসাধন, সামাজিক নিরাপত্তা প্রদান ও ক্ষমতায়নের কাজ করে যাচ্ছে।

সমাজকল্যাণ উপদেষ্টা আরো বলেন, সরকার জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশের সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা সংস্কারের মাধ্যমে সরকারি কার্যক্রম পরিচালনা করছে।

পরে উপদেষ্টা ওয়াকাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে ওয়াকাথনের সূচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় পর্বে মুক্ত আড্ডায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। এতে সূচনা বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, সমাপনী বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কথা বলো নারী প্ল্যাটফর্মের পক্ষে জুলাই কন্যারা, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ ও এনজিওর প্রতিনিধিবৃন্দ কল্যাণ রাষ্ট্র গঠনে নানান দিক তুলে ধরেন।

#

রফিকুল/মেহেদী/সায়েম/রানা/সঞ্জীব/শামীম/২০২৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৪২

 

পরিবেশ মন্ত্রণালয়ের বায়ুদূষণ বিরোধী বিশেষ অভিযান

৩৩টি মামলায় ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায়

 

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৩৩টি মামলায় মোট ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ এবং খোলা জায়গায় নির্মাণসামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ১৩টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

অভিযানে কালো ধোঁয়া সৃষ্টির জন্য ১টি মোবাইল কোর্ট ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ৮টি মোবাইল কোর্ট ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৩টি ইটভাটা বন্ধ করা হয়।

 

শব্দ দূষণের বিরুদ্ধে অভিযানে ১টি মোবাইল কোর্ট ২টি যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন চালককে সতর্ক করা হয়েছে। নির্মাণসামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় ১টি মোবাইল কোর্ট ১টি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৭টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

 

#

 

দীপংকর/মেহেদী/সায়েম/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৪১

 

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার আধা-সরকারি পত্র

 

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি): 

 

সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের নিকট আধা-সরকারি পত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। পত্রে উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।’ আধা-সরকারি পত্রে আরো উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল/জাল করে কোনো আবেদন দাখিল করা হলে তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

 

আধা-সরকারি পত্রে আরো জানানো হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

#

 

মামুন/মেহেদী/সায়েম/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা

 

 

 

তথ্য তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৪০

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি নৌকর্মীকে হস্তান্তর ৫ জানুয়ারি

 

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি):

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মী এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম আজ শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৫ জানুয়ারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করার এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া, একই সাথে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তর হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী ৬ জানুয়ারি অপরাহ্নে বাংলাদেশি জেলে/নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেল-সহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে। 

উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বর ২০২৪-এ বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক হয়। আজ  বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 

অন্যদিকে, গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আন্তর্জাতিক সমুদ্রসীমার নিকটে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেল-সহ মোট ৭৮ জন এবং গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশী মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এর ১২ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক হয় এবং ইতোমধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে। ৭৮ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে রয়েছে। 

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

#

কামরুল/মেহেদী/সায়েম/রানা/রফিকুল/শামীম/২০২৫/১৯৫৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২২৩৯

 

ফতুল্লার ভূইগড়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা আদায়

 

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি):

        জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে আজ তিতাসের ফতুল্লা জোনাল অফিসের আওতাধীন নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

        অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের ১টি ৩০০ কেজি বয়লার, ৪টি ড্রায়ার; রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্নার, স্টার বার্নার; এন এস ওয়াশিং প্ল্যান্টের ৪টি ড্রায়ার; সূচি প্রিমিয়াম বেকারীর ৪টি ওভেন, ১টি টানেল ও ১টি স্টার বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

        উপরোক্ত ৪ টি স্পটে মোট ৬ হাজার ৪৪৫  ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

 

#

 

শফিউল্লাহ/মেহেদী/সায়েম/রফিকুল/জয়নুল/২০২৫/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৩৮

 

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে

                                              -- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় এক্সটেন্ডেড প্রডিউসার রেস্পন্সিবিলিটি (ইপিআর) নির্দেশিকা প্রণয়ন করা হবে। উৎপাদকদের তাদের পণ্যের জীবনচক্রের শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করতে হবে। এই নির্দেশিকার মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের একাধিক ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ এবং নিরাপদ ব্যবস্থাপনার সুযোগ বৃদ্ধি পাবে।

 

আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এক্সটেন্ডেড প্রডিউসার রেস্পন্সিবিলিটি (ইপিআর) বিষয়ে নির্দেশিকা প্রণয়ন সংক্রান্ত এক সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টাই প্লাস্টিক দূষণ রোধে কার্যকর সমাধান দিতে পারে, যা পরিবেশবান্ধব উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেবে। তিনি বলেন, পলিথিন ও মাইক্রোপ্লাস্টিক যে কত ক্ষতিকর তা জনগণকে জানাতে হবে। মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে। সকলে মিলে কাজ করলে

প্লাস্টিক সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব।

 

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

#

 

দীপংকর/মেহেদী/সায়েম/রফিকুল/সেলিম/২০২৫/১৮৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ০৩

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১৮ পৌষ ( ২ জানুয়ারি) :  

            সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:    

মূলবার্তা:

 

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে  গণঅভ্যুত্থানের বিভিন্ন প্রামাণ্য দলিল সংগ্রহ করছে স্বাস্থ্য সেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। জনসাধারণের কাছে সংগৃহীত/সংরক্ষিত গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে muspecialcell36@gmail.com ই-মেইল (google drive)-এ প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া, এ সংক্রান্ত তথ্য সেলের কার্যালয়ে (২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্রেরা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) প্রেরণ অথবা সরাসরি হস্তান্তর করা যাবে-গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।’

#

জহিরুল/শাহিদা/ফাতেমা/আলী/মানসুরা/২০২৫/১২৫৫ ঘণ্টা

 

2025-01-02-16-47-03e435c86833d50d340ef82ba4afc2d9.docx