Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 18.01.2018

তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৪
 
দেশে প্রথম কম্পিউটার উৎপাদনের যাত্রা শুরু
 
গাজিপুর, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
 
ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কম্পিউটার তৈরির অত্যাধুনিক কারখানা। এর মধ্যে দিয়ে দেশে প্রথম কম্পিউটার উৎপাদনের যাত্রা শুরু হলো। সেই সাথে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন খাতে উন্মোচিত হলো উচ্চপ্রযুক্তি পণ্যে নতুন দিগন্ত। 
 
আজ গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্পিউটার কারখানা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, স্বপ্ন দেখতাম পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির কম্পিউটার উৎপাদন করবে বাংলাদেশ। এই স্বপ্ন আজ বাস্তব হচ্ছে। ওয়ালটনের প্রশংসা করে মন্ত্রী বলেন, দুঃসাহস ও আকাশের দিকে তাকানোর ক্ষমতা তাদের আছে। দেশে কম্পিউটার সংযোজন হলেও উৎপাদনের মাধ্যমে তারা এ সাহস দেখিয়েছে। তিনি বলেন, হাইটেক পার্কে যে সুবিধাগুলো দেওয়া হয় ওয়ালটনকে সেই সুযোগ দেওয়া হবে। ওয়ালটন এ বিষয়ে আবেদন করা মাত্র তাদের হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করা হবে। রেফ্রিজারেটরের মতো আগামীতে কম্পিউটার উৎপাদনেও ওয়ালটন সফলতা পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 
 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সম্ভবনাকে বাস্তবে পরিণত করেছে ওয়ালটন। দেশে বর্তমানে ৫ লাখ কম্পিউটার আমদানি করতে হয়। সরকারি ক্রয়ে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহিত করা হবে। তিনি বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাবে।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম।
 
#
 
এনায়েত/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৩
 
সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর পদক্ষেপ নেয়া হয়েছে
                                        ---বিমান ও পর্যটন মন্ত্রী
 
সিলেট, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা -সিলেট রুটে বিমানের একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়াও ইউএস বাংলা ফেব্রুয়ারি থেকে বিকেলে ফ্লাইট চালু করবে। সিলেটের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সিলেট থেকে কার্গো পণ্য রপ্তানির প্রয়োজনীয় ইকুইপমেন্টস সংগ্রহ করা হবে। 
মন্ত্রী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠকশেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যম-িত স্থানগুলোকে রক্ষা করে এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে এবং কক্সবাজার সিলেট রুটে ফ্লাইট চালু করা হবে। 
সভায় আরো বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক ও ইয়াহিয়া চৌধুরী এমপি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রমুখ। 
#
 
তুহিন/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১২
 
এসডিজির লক্ষ্যের মধ্যে অংশীদারিত্ব অন্যতম
-- পরিকল্পনামন্ত্রী
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এসডিজি একক কোনো দেশের এজেন্ডা নয়, এটি বৈশ্বিক এজেন্ডা। এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে অংশীদারিত্ব অন্যতম। তিনি বলেন, বাংলাদেশের এসডিজি অর্জনে বিদেশি সহযোগীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
মন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে ইন্টিগ্রেটেড এসডিজি ফাইন্যান্সিং অ্যান্ড স্ট্রেনদেনিং মাল্টি-স্টেকহোল্ডারস পার্টনারশিপস শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। উন্নয়ন সহযোগীদের সাথে বিশেষ বৈঠক বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) সম্মেলনের দ্বিতীয় দিনে এটি ছিল শেষ আলোচনা। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম। প্যানেল আলোচনায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বিশ্বব্যাংকের ক্রিস্টিয়ান ইজেল-জুকি ও পিকেএসএফ’র চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, অর্থায়নের সমস্যা সব সময় থাকে, থাকবে। তবে এসডিজি বাস্তবায়নের অর্থ আসবেই। 
 
বেসরকারি খাতকে প্রবৃদ্ধির ইঞ্জিন আখ্যা দিয়ে উন্নয়ন সহযোগী ও দেশি বিশেষজ্ঞরা বলেছেন, এসডিজি বাস্তবায়নে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে নিজস্ব উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। অর্থায়নের ক্ষেত্রে বেসরকারি খাত ও নিজস্ব অর্থের উৎসকে প্রাধান্য দিতে হবে। 
 
#
 
তৌহিদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১১
 
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
 
দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক, মোঃ মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশগ্রহণ করেন।
 
পণ্য পরিবহণের ক্ষেত্রে ফ্রেড ট্রেন, লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ ও কাভার্ড ভ্যান, বিভিন্ন কারখানায় যাত্রীবাহী ট্রেন মেরামত এবং লোকোশ্যাড ও ক্যারেজশ্যাড মেরামত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি নিরাপত্তার স্বার্থে বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধকল্পে অন্যান্য পরিবহণ ব্যবস্থার ন্যায় ট্রেনের টিকিটে যাত্রীর নাম লিখতে এবং টিকিটে লিখিত নামের যাত্রী ব্যতীত অন্য কোনো যাত্রী যাতে ট্রেনে উঠতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করে। ভারতের ট্রেনগুলোতে যে পদ্ধতিতে খাবার পরিবেশন হয় সেই পদ্ধতিতে বাংলাদেশের ট্রেনগুলোতে খাবার পরিবেশন করতে কমিটি সুপারিশ করে।
 
 বৈঠকে উল্লেখ করা হয় যে, পণ্য পরিবহণের জন্য বাংলাদেশ রেলওয়ে কন্টেইনার এক্সপ্রেস, ট্যাংক স্পেশাল, ফার্টিলাইজার স্পেশাল, ফুড গ্রেইন ও অন্যান্য গুডস ট্রেন পরিচালনা করে থাকে। এছাড়াও ৪টি ইন্টারচেঞ্জ রুটে ভারত থেকে আমদানিকৃত পণ্য রেলযোগে বিভিন্ন গন্তব্যে পরিবাহিত হয়। লোকাল, এক্সপ্রেস ও মেইল ট্রেনের লাগেজ ভ্যানে পার্সেল পণ্য পরিবাহিত হয়।
 
 এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে মোট ২৭৩টি লোকোমোটিভ এবং ৬ হাজার ৪৫৯টি ওয়াগন রয়েছে যার মধ্যে মিটারগেজ লোকেমোটিভ ১৭৯টি ও ব্রডগেজ লোকোমোটিভ ৯৪টি এবং মিটারগেজ ওয়াগন ৪ হাজার ৯২৫টি এবং ব্রডগেজ ওয়াগন ১ হাজার ৫৩৪টি।
 
 বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  
  
#
 
সাব্বির/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪০ ঘণ্টা
                                                                                   
       
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১০ 
 
বাংলাদেশের সব সাঁকোকে ব্রিজে রূপান্তর করা হবে 
                                      -- মায়া চৌধুরী
 
আরংবাজার, মতলব দক্ষিণ (চাঁদপুর), ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
.
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, বলেছেন, বাংলাদেশে কোনো সাঁকো বা কাঠের পুল থাকবে না, সবগুলোকে ব্রিজে রূপান্তর করা হবে। ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে  বিদ্যুৎ দেয়া হবে এবং সব রাস্তা পাকা করা হবে।
 
মন্ত্রী আজ মতলব দক্ষিণ উপজেলার আরংবাজারে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপাদি দক্ষিণ ও উপাদি উত্তর ইউনিয়ন যৌথভাবে এই জনসভার আয়োজন করে।
 
সরকারের উন্নয়ন কর্মকা- প্রত্যেক ঘরে পৌঁছে দেয়ার জন্য মন্ত্রী নেতৃবৃন্দকে অনুরোধ করেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। 
 
#
 
দেওয়ান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা
                      
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২০৯
 
বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইন করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
 
বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালাকে আইনে রূপান্তরিত করার প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
 
কলেজ পরিচালনা নীতিমালা যথাযথভাবে পূরণ না করায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের জন্য কয়েকটি কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের রায় রিভিউ করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষার মান উন্নত করার জন্য দেশের সকল পর্যায় থেকে প্রায়ই মতামত দেওয়া হয়। সকল স্তরের জনমতের প্রেক্ষিতে চিকিৎসা শিক্ষার মান উন্নত করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কয়েকটি কলেজে মানসম্মত হাসপাতাল নেই, হাসপাতালে পর্যাপ্ত শয্যা এবং লাইব্রেরি ও ল্যাবরেটরি নেই, পর্যাপ্ত প্রয়োজনীয় শিক্ষক নেই, এমনকি কোনো কোনো কলেজে পূর্ণাঙ্গ ভবনও নেই। এমন কয়েকটি কলেজকে বারবার সতর্ক করা সত্ত্বেও নীতিমালার শর্ত পূরণ করার ক্ষেত্রে কোনো অগ্রগতি পাওয়া যায়নি বলে গত ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ধরনের মানহীন কলেজগুলো কোনো না কোনো উপায়ে যদি ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করার সুযোগ পায়, তবে জাতি ভালো মানের চিকিৎসক পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই সরকারের এই কঠোর পদক্ষেপকে সহায়তা করার জন্য মন্ত্রী সকল মহলের সহায়তা কামনা করেন।
 
সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা নির্মাণ ও সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  
#
 
পরীক্ষিৎ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর :  ২০৮
 
শরীরচর্চা ও সঠিক খাদ্যাভাস করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
                                                    -- তথ্যসচিব
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
 
নিয়মিত শরীরচর্চা ও সঠিক খাদ্যাভাসকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায় বলে বর্ণনা করেছেন তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। আজ রাজধানীর পান্থপথে হলিস্টিক হেলথ কেয়ার সেন্টারে ‘৭২ ঘণ্টায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ’ কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ডায়াবেটিস এখন আর প্রাণঘাতী কোন রোগ নয়, বরং ডায়াবেটিস আক্রান্তরা সুনিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে দীর্ঘায়ু লাভ করতে পারেন। 
 
ইনসুলিন ছাড়াই শরীরচর্চা ও সঠিক খাদ্যাভাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে আলোচনা করেন হলিস্টিক হেলথ কেয়ার সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস। তিনি বলেন, বিদেশে সুনিয়ন্ত্রিত জীবনের পরামর্শ দিতে চিকিৎসকেরা  বিপুল পরিমাণ অর্থ নেন। কিন্তু বাংলাদেশে নামমাত্র মূল্যেই সে পরামর্শ পাওয়া সম্ভব। তবে এই ব্যবস্থার প্রসারের জন্য প্রয়োজন ব্যাপক প্রচারণা।  
 
তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সভায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ ডায়াবেটিস বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। 
 
#
 
আকরাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৭
 
মেধাসম্পদের অনলাইন নিবন্ধন সেবা চালু করল ডিপিডিটি
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধনের জন্য অনলাইন সেবা চালু করল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। এছাড়া মেধাসম্পদ সংক্রান্ত অন্য সেবাও এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ অনলাইন সেবার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে।  
ডিপিডিটির রেজিস্ট্রার মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই (ধ২র) প্রকল্পের প্রতিনিধি মোঃ লুৎফর রহমান ও ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মহীউদ্দিন আল ফারুক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, চেম্বার ও ট্রেডবডির প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্পসমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য জ্ঞানভিত্তিক অর্থনীতি ও শিল্পায়ন অপরিহার্য। মেধাসম্পদের লালন, সুরক্ষা ও উন্নয়নের মাধ্যমে এলক্ষ্য অর্জন সম্ভব। একটি সৃজনশীল উদ্ভাবন ক্ষেত্র বিশেষে হাজার জনবলের চেয়েও বেশি কার্যকর। এজন্য দেশেই প্রয়োজনীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সক্ষমতা তৈরি করতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় ডিপিডিটির কার্যক্রম অটোমেশনের আওতায় এনেছে। অনলাইনে মেধাসম্পদের নিবন্ধন সেবা চালুর ফলে দেশীয় উদ্ভাবকদের মালিকানা সুরক্ষার পাশাপাশি ডিপিডিটির আয় বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। 
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন এ-টু-আই (ধ২র) প্রকল্পের ‘আইপি টিউব (ওচ ঞঁনব)’ অঙ্গের (কম্পোনেন্ট) আওতায় এ ‘অনলাইন নিবন্ধন’ সেবা চালু করা হলো। এটি চালুর ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আবেদনকারীরা কোনো ধরনের হয়রানি বা ঝামেলা ছাড়াই অনলাইনে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এতে করে দেশীয় উদ্ভাবক ও শিল্প উদ্যোক্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। 
#
 
জলিল/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৬
 
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রকল্প গ্রহণ করেছে
                                               -সমবায় প্রতিমন্ত্রী
 
কক্সবাজার, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত সমবায়ভিত্তিক বহুতল ভবনবিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। 
প্রতিমন্ত্রী আজ কক্সবাজার সার্কিট হাউস মিলনায়তনে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এসময় জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা করে। তারই ধারাবাহিকতায় দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণ ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগ দেশের প্রায় চারকোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি তথা জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে। 
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা বাংলাদেশকে মধ্যমআয়ের দেশে রূপান্তর কর্মসূচিকে এগিয়ে নিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সৎ, দক্ষ ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।  
#
 
আহসান/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৫
 
দেশের উন্নয়নে বিজ্ঞানচর্চা ও গবেষণা বাড়াতে হবে 
                                         --- শিক্ষামন্ত্রী
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজ্ঞানের চর্চা আরো বাড়াতে হবে। বিজ্ঞানচর্চার মাধ্যমে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করতে হবে।  বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিই করবে না,  জ্ঞান ও প্রযুক্তি রপ্তানিতেও সক্ষমতা অর্জন করতে হবে। 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞানচর্চার জন্য ভাল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সরকারি বিজ্ঞান কলেজকে ভাল বিজ্ঞান শিক্ষার কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এখানে বিজ্ঞান শিক্ষার ভিত্তি তৈরি হবে। তিনি বলেন, এ কলেজকে ব্যতিক্রমী কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এখান থেকেই উন্নতমানের বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞান গবেষণা শুরু হবে।
কলেজের অধ্যক্ষ বনমালী মোহন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান এবং কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদ বক্তৃতা করেন। 
পরে শিক্ষামন্ত্রী কলেজের সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
 
আফরাজুর/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২০৪
এনপিও’র ই-নথি ও ডিজিটাল হাজিরার উদ্বোধন
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ পদ্ধতি চালু করা হয়েছে। 
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ আজ রাজধানীর এনপিও দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন । এনপিও’র পরিচালক এস এম আশরাফুজ্জামানসহ শিল্প মন্ত্রণালয় এবং এনপিও’র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন । 
শিল্পসচিব বলেন, ই-নথি এবং ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে এনপিও’র কার্যক্রম স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সময়মত নথি নিষ্পত্তির ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহির মনোভাব তৈরি হবে। তিনি আরো বলেন, এ পদ্ধতি কর্মকর্তা কর্মচারীদের সময়মত দপ্তরে আগমন ও প্রস্থান নিশ্চিত করবে। 
ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত অংশীজনরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 
 
#
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২০৩
 
 
পাট বিষয়ক উপদেষ্টা কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
 
 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পাট বিষয়ক উপদেষ্টা কমিটির এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।  
পাটশিল্প উন্নয়ন তহবিল, পাটের বীজ উৎপাদনে স¦য়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের পাটের বীজ সরবরাহ, পাটশিল্প যেন বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ডের বৈদেশিক মুদ্রা তহবিল ব্যবহার, এফএসএসপি ফান্ড থেকে ঋণ নেয়াসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন,  আগামি ৬ মার্চ দ্বিতীয়বারের মতো সারাদেশব্যাপী ‘জাতীয় পাট দিবস-২০১৮’ পালিত হবে। পাটশিল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে। পাটশিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার দেশের অভ্যন্তরে ধান, গম, চাল, ভুট্টা, চিনি এবং সারসহ ১৭টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাতপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 
সভার সিদ্ধান্ত মোতাবেক ‘পাট আইন-২০১৭’ এর ধারা-১৩ মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আন-কাট, বিটিআর এবং বিডব্লিউআর নামে কাঁচাপাটের রপ্তানি বন্ধ করা হয়। তবে অন্যান্য কাঁচাপাট রপ্তানি যথারীতি অব্যাহত থাকবে। রাসায়নিক সার ও চিনি গুদামজাতকরণ, পরিবহণ, সরবরাহ ও বিপণন ব্যবস্থায় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) যে সংখ্যক পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটেরব্যাগ সরবরাহ করা সম্ভব হবে তা ব্যবহার আবশ্যক রেখে অতিরিক্ত সংখ্যক ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ৪ ধারা অনুযায়ী সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।  
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব মো. আশরাফ আলী, অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য, বিজেএমসি চেয়ারম্যান মাহমুদুর রহমান, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. শামসুল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বিজিএমএ এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিসহ স্টেকহোল্ডারগণ এসময় উপস্থিত ছিলেন।
#
সৈকত/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬১৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২০২
 
মরতুজা আহমদকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
সাবেক তথ্যসচিব মরতুজা আহমদকে প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি অধ্যাপক ড. মো. গোলাম রহমানের স্থলাভিষিক্ত হলেন।
তথ্য অধিকার আইন-২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মরতুজা আহমদকে উক্ত পদে নিয়োগ দিয়েছেন। গতকাল বুধবার এতদসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা। এর আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশনে যোগদান করেন।
 
#
লিটন/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৮/১৫৩০ ঘণ্টা 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২০১
 
উনসত্তরের গণ-অভ্যুত্থানই ছিল মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সেল
                                                            -সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ৬৯ এর গণ-অভ্যুত্থানই ছিল ’৭১ মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সেল। ৬৯ এর আন্দোলন নিয়ে কবি শামসুর রহমানের কবিতা ‘আসাদের শার্ট’ এর শার্টটিই হয়েছিল বাংলার মানুষের ৬৯ এর পতাকা। কৃষক, শ্রমিক ও ছাত্রজনতা ৬৯ এর আসাদের আত্মাহুতিতেই এক হয়ে আইয়ুববিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। 
মন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ৬৯ এর অভ্যুত্থানের মহানায়ক শহিদ আসাদ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মেনন বলেন, মুক্তিযুদ্ধের পিছনে ৬৯ এর গণঅভ্যুত্থানের গুরুত্ব ছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ৬ দফা, বঙ্গবন্ধুর কারাবরণ ও বঙ্গবন্ধুকে মুক্তির আন্দোলনের গুরুত্বও তুলে ধরেন। ২০ জানুয়ারি সেদিনের সে আন্দোলনের আগে আসাদ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গায়ে প্রচ- জ¦র নিয়ে সেদিন আসাদ মিছিলের সম্মুখ সারিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন। ঘাতকরা আসাদকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গুলি করে হত্যা করে বলে তিনি উল্লেখ করেন। 
মন্ত্রী বলেন, আজকের আসাদগেট তৎকালীন সময়ে ছিলো আইয়ুব গেট। সাধারণ মানুষ আইয়ুব গেট ভেঙ্গে দিয়ে এর নাম রাখে আসাদ গেট। তিনি আরো বলেন, ৬৯ এর সেদিন কবি শামসুর রাহমানের লেখা আসাদের শার্ট কবিতাটির বিখ্যাত প্রথম লাইনটি হয়েছিল তৎকালীন ‘আজাদ’ পত্রিকার শিরোনাম। এর ফলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সভাপতিত্ব করেন সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। 
 
 
#
মাইদুল/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৮/১৫১০ ঘণ্টা 
Todays handout (5) (11).docx