Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০১৭

তথ্যবিবরণী ৪ মার্চ ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর :৬৪৪ 

উন্নয়নের জন্য যুগোপযোগী শিক্ষা অপরিহার্য
                         ---পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :  
 
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নয়নের জন্য প্রথাগত শিক্ষা নয়, যুগোপযোগী শিক্ষা অপরিহার্য। জীবনে বড় হতে হলে লক্ষ্য স্থির করতে হবে, স্বপ্ন দেখতে হবে। মহৎ ও জ্ঞানীদের অনুসরণ করতে হবে। নিজেকে যোগ্য করে তৈরি করতে পারলে অভাবনীয় সফলতা অর্জন সম্ভব। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে পারলে চাকুরি প্রার্থী নয় বরং চাকুরি দাতা  হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। 

    তিনি আজ ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে বিইউবিটি এবং চাকুরি ডট কম এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ক্যারিয়ার মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

    বিইউবিটি উপাচার্য  অধ্যাপক মোঃ আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিইউবিটি ট্রাস্ট সদস্য ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন ।

    মন্ত্রী ক্যারিয়ার মেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৬টি কোম্পানি অংশ নেয়।

#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭৫৮ ঘণ্টা

Todays handout.docx