Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০১৬

তথ্যবিবরণী 17/05/2016

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৫৫

নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্রসংগীত সন্ধ্যা

নয়াদিল্লী (ভারত), ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  গতকাল দিল্লীর আজাদ ভবনে আইসিসিআর মিলনায়তনে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়।
গুণিজন, বয়ঃবৃদ্ধ সংগীতবোদ্ধা, বিদেশি কূটনীতিক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাসদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপমহাদেশের স¦নামধন্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনন্য পরিবেশনায় সন্ধ্যাটি সুরের মূর্ছনায় শ্রোতাদের প্লাবিত করে। দিল্লীতে বসবাসকারী বিপুলসংখ্যক বাঙালি ও অবাঙালি সংগীতপ্রেমী ও সংগীতবোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। জনপ্রিয় কিছু রবীন্দ্র সংগীত যেমন- সকাতরে ওই কাঁদিছে সকলে, মাঝে মাঝে তব দেখা পাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে ইত্যাদির পাশাপাশি শিল্পী শ্রোতাদের অনুরোধের গানও পরিবশেন করেন।
অনুষ্ঠানে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ড. নাজমা হেপতুল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, রবীন্দ্রনাথকে কোনো স্থান বা কালে আবদ্ধ করা সম্ভব নয়। তিনি সর্বকালীন ও সর্বযুগের। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাংলাদেশ ও ভারতের মানুষকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেছে, দু’দেশের মানুষকে আরো কাছাকাছি নিয়ে এসেছে।
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলা ভাষা ও সাহিত্যে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।
#
এনামুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১১০ণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৫৪

শিশু-কিশোর স্বাস'্যরক্ষায় দরকার বিশেষ যত্ন 
                                    -- তথ্যমন্ত্রী 

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে): 

    শিশু-কিশোরদের স্বাস'্য পরিচর্যায় বিশেষ যত্নবান হবার জন্য ডাক্তার, স্বাস'্যসেবক ও স্বাস'্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

    মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে শিশুস্বাস'্য ফাউন্ডেশন, বাংলাদেশ এবং ড. এম আর খান এন্ড আনোয়ারা ট্রাস্ট আয়োজিত শিশুবন্ধু স্বর্ণপদক ও ড. এম আর খান এন্ড আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

    তথ্যমন্ত্রী বলেন, জাতির সমৃদ্ধির জন্য শিশু-কিশোরদের স্বাস'্য পরিচর্যায় বিশেষ যত্নবান হওয়া জরম্নরি। চিকিৎসাক্ষেত্রে তারা যেন অবহেলার শিকার না হয়। একইসাথে দূরবর্তী এলাকার ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু-কিশোরদের কাছে চিকিৎসাসেবা পৌঁছানোর বিকল্প নেই।  

    শিশু-কিশোর স্বাস'্য পরিচর্যায় অনন্য অবদানের জন্য ইউনিসেফ এবং বাংলাদেশ শিশুচিকিৎসা সমিতি (বিপিএ) শিশুবন্ধু স্বর্ণপদক এবং অধ্যাপক ড. এমকিউকে তালুকদার ও অধ্যাপক ড. এসএম শাহনেওয়াজ বিন তবীব (মরণোত্তর) ড. এম আর খান এন্ড আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক লাভ করেন। 

    চিকিৎসাক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ধৈর্য্য ও দায়িত্বশীলতার ওপর গুরম্নত্বারোপ করে এসময় হাসানুল হক ইনু বলেন, একজন চিকিৎসক কখনোই জ্ঞানত কোন রোগীর ক্ষতি করেন না। তেমন দুর্ঘটনা কোথাও ঘটলে  আইনসিদ্ধ ব্যবস'া নিতে বাধা নেই, কিন' গোলযোগের মাধ্যমে অন্য রোগীদের চিকিৎসার ক্ষতিসাধন কখনোই কাম্য নয়। 

    জাতীয় অধ্যাপক ড. এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশুস্বাস'্য ফাউন্ডেশন, বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সহিদুলস্না এবং সংস'ার ভাইস প্রেসিডেন্ট একেএম ইমদাদুল হক বক্তব্য রাখেন । 
#

আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৫৩

টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্যবিমোচন সম্ভব
                                           -- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :
স'ানীয় সরকার, পলিস্নউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের মাধ্যমে কাঙিড়্গত সমৃদ্ধি অর্জন ও দারিদ্র্যবিমোচন করা সম্ভব। এর ফলে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথ ত্বরান্বিত হবে।
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্বব্যাংকের উদ্যোগে আয়োজিত উুহধসরপং ড়ভ জঁৎধষ এৎড়ঃিয রহ ইধহমষধফবংয শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান (ছরসরধড় ঋধহ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজমুল ইসলাম, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মাদুর গৌতম (গধফযঁৎ এধঁঃধস), বিশ্বব্যাংকের কৃষি বিষয়ক পরিচালক ইথেল সেনহুসার (গং ঊঃযযবষ ঝবহহযধঁংবৎ) বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, কৃষিখাত আমাদের দেশের অর্থনীতিতে উলেস্নখযোগ্য অবদান রেখে চলেছে। আর আমাদের অর্থনীতির শক্তিশালী সোর্স হচ্ছে গ্রামীণ অর্থনীতি। এ দেশের মাটির ধরন, নদীর পানির সহজলভ্যতা ও বর্তমান সরকারের কৃষি বান্ধবনীতির কারণে আমাদের অধিবাসীগণ কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সময়পোযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাসত্মবায়নের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকার কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করতে অবকাঠামো, কৃষি প্রযুক্তি, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুযোগসুবিধা প্রদান করছে বলে উলেস্নখ করেন। কৃষিখাতের এ অর্জন ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, দেশের নন-ফার্ম সেক্টরের কার্যক্রম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নন-ফার্ম কার্যক্রমকে আরো কার্যকরী করতে পলিস্নউন্নয়ন একাডেমিসমূহ গুরম্নত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, নন-ফার্ম সেক্টরকে আরো গতিশীল করতে স'ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শহরের সাথে গ্রামের সংযোগ সৃষ্টি করতে রাসত্মা-ঘাট, পুল, কালভার্ট তৈরি করছে। গ্রামীণ নন-ফার্ম সেক্টরকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরম্নত্বারোপ করেন।
মন্ত্রী দেশের কৃষি অর্থনীতির উন্নয়নে এ কর্মশালার তথ্যউপাত্ত কাজে লাগাতে সংশিস্নষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
#
শহিদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ১৬৫২
স্বাস'্যমন্ত্রীর সাথে সাহেল দেশসমূহের প্রতিনিধিবৃন্দের সাড়্গাৎ
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে): 
বাংলাদেশের স্বাস'্য, শিড়্গাসহ বিভিন্ন খাতের অর্জনকে বিশ্বের অনেক দেশের জন্য শিড়্গণীয় বলে মনত্মব্য করেছেন বাংলাদেশ সফররত মালি ও নাইজারের মন্ত্রীসহ আফ্রিকা মহাদেশের সাহেল (ঝধযবষ) দেশসমূহের প্রতিনিধিবৃন্দ।
তাঁরা আজ সচিবালয়ে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে বৈঠককালে এ প্রশংসা করেন। প্রতিনিধিগণ বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্র পরিদর্শন করেন এবং তৃণমূল পর্যায়ে সেবা প্রত্যড়্গ করেন। তাঁরা বাংলাদেশের পরিবার পরিকল্পনা খাতের অগ্রগতিকে আফ্রিকার অধিকাংশ দেশের জন্য উদাহরণ হিসেবে অভিহিত করে সফরকালীন শিড়্গা ও অভিজ্ঞতাকে সে দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এখানকার শিড়্গাখাত ও নারীর ড়্গমতায়নের উন্নয়নেরও প্রশংসা করেন তাঁরা। আফ্রিকার বিভিন্ন দেশের শানিত্মরড়্গা কার্যক্রমে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন পেশার মানুষের অবদানের কথাও এসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তাঁরা। 
মালির জনসংখ্যা ও আঞ্চলিক পরিবার মন্ত্রী সামবেই বানা (ঝধসনবর ইধহধ) এবং নাইজারের জনসংখ্যা মন্ত্রী রাকিয়াতু ক্রিস্টিল কাফা জাকু (জধশরধঃড়ঁ ঈযৎরংঃবষষব কধভভধ ঔধপশড়ঁ) এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
স্বাস'্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ স্বাস'্যখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস'্যসেবা পৌঁছে দেয়ার সাফল্যের কারণে দেশে মা ও শিশু মৃত্যুহার উলেস্নখযোগ্য হারে কমেছে। এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ দু’বার পুরস্কৃত করেছে। আফ্রিকার দেশসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যনত্ম বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক বলে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের শানিত্মরড়্গা কার্যক্রমের সদস্যবৃন্দ আফ্রিকার অনেক দেশে শানিত্ম রড়্গা ছাড়াও দেশ পুনর্গঠনে গুরম্নত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশকে সেই সব দেশে মর্যাদাবান রাষ্ট্র হিসেবে সম্মানিত করা হয়। সম্প্রতি ইবোলা আক্রানত্ম দেশগুলোতে বাংলাদেশ থেকে ঔষধ প্রেরণ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলোতে কোনো রোগের প্রাদুর্ভাব ঘটলে বাংলাদেশ সব সময় চিকিৎসক ও নার্সদের পাঠায় বিশেষ সেবা প্রদানের জন্য। বাংলাদেশ ও সাহেল দেশসমূহের স্বাস'্যখাতের উন্নয়নে দ্বিপাড়্গিক সহযোগিতা বাড়ানোর ওপর তিনি এসময় গুরম্নত্বারোপ করেন।
পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও পূর্বে লোহিত সাগরের মধ্যবর্তী আফ্রিকার সাহেল দেশের মধ্যে মালি, সুদান, চাঁদ,  আলজেরিয়া, নাইজার, বারকিনাফাসো, মৌরিতানিয়া, সেনেগাল, ইরিত্রিয়ার স্বাস'্য মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা, বিশ্ব ব্যাংক, ইউএনএফপিএ’র প্রতিনিধিবৃন্দ ছাড়া বাংলাদেশের স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরম্নল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন সাড়্গাৎকালে উপসি'ত ছিলেন।
নার্স নেতৃবৃন্দের সাথে বৈঠক

পরে মন্ত্রণালয়ের সভাকড়্গে বাংলাদেশ গ্রাজুয়েট বেকার নার্স সোসাইটি (বিজিবিএনএস) এবং বাংলাদেশ ডিপেস্নামা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) প্রতিনিধিদের সাথে স্বাস'্যমন্ত্রী মতবিনিময় করেন। এ সময় তিনি নার্স নেতৃবৃন্দের দাবি মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি বলেন, সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল। জ্যৈষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নার্সদের নিয়োগের দাবি সরকার সহানুভূতিশীলতার সাথে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে তাদের দাবির বিষয়ে চূড়ানত্ম সিদ্ধানত্ম নেয়ার আশ্বাস দেন স্বাস'্যমন্ত্রী।
এসময় তিনি নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীতকরণে প্রধানমন্ত্রীর আনত্মরিক আগ্রহের কথা স্মরণ করে বলেন, নার্সদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি দ্রম্নত ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে বেকার নার্সদের কর্মসংস'ানের উদ্যোগও নিয়েছে বর্তমান সরকার। 
স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবিএনএসয়ের সভাপতি রাজিতৎব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, বিডিবিএনএ’র সভাপতি রিনা আক্তার ও মহাসচিব ফারম্নক হোসেইন উপসি'ত ছিলেন।
#
পরীড়্গিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৫১

ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে): 

    জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি 
মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরম্নল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিড়্গণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

    কমিটি ঢাকার অদূরে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ কাজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সম্পন্ন করার সুপারিশ করে।

    বৈঠকে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যক্রম আরো গতিশীল করা এবং জাতীয় ক্রীড়া পরিষদ প্রদত্ত বার্ষিক বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়। এছাড়া, জাতীয় যুব কেন্দ্রের নাম শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র করার সুপারিশ করা হয়।

    বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটি কর্তৃক গঠিত ১নম্বর সাবকমিটির সরেজমিন তদনত্মপূর্বক প্রতিবেদন উপস'াপন করা হয়।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
                                                               
#

নীলুফার/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৫০

রমজান  উপলড়্গে যাতে পণ্যমূল্য না বাড়ে সে বিষয়ে সরকার সচেতন রয়েছে 
                                                            -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে): 
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে বর্তমানে চাহিদার চেয়ে বেশি পরিমাণে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত রয়েছে। পণ্যের সরবরাহও স্বাভাবিক রয়েছে। পরিত্র রমজান মাসকে সামনে রেখে চাল, আটা, চিনি, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও খেজুরসহ সকল পণ্যের সরবরাহ ও মজুত নিশ্চিত করা হয়েছে। কোন অবস'াতেই যাতে অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না পায় সে জন্য সরকার সবধরনের ব্যবস'া গ্রহণ করেছে। জাতীয় ভোক্তা সংরড়্গণ অধিদফতরসহ সংশিস্নষ্ট বিভাগগুলো ব্যাপকভাবে বাজার অভিযান অব্যাহত রাখবে। অসৎ ব্যবসায়ীরা যাতে কোন ধরনের পণ্যের কৃত্রিম সংকট বা অকারনে মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য সরকার সচেতন রয়েছে। মন্ত্রী এ ড়্গেত্রে প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, পরিবেশিত সংবাদের কারণে যাতে পণ্যের মূল্য অযৌক্তিক বৃদ্ধি না পায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এ ড়্গেত্রে প্রচার মাধ্যমের সহযোগিতা একানত্ম প্রয়োজন।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিসি'তি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ সব কথা বলেন। 
    বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে টিসিবি ১৭৪টি ট্রা সেল ও ডিলারের মাধ্যমে চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করবে। দেশে এখন বছরে চাহিদার চেয়ে প্রায় ৪০ লাখ মেট্রিক টন চাল বেশি উৎপাদন হয়। আপৎকালীন মজুত রেখে এখন নিয়মিত চাল রপ্তানি করবে বাংলাদেশ। দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ১৫ লাখ মেট্রিক টন, এপ্রিল ২০১৬ পর্যনত্ম আমদানি হয়েছে ১৮ দশমিক ৯০ লাখ মেট্রিক টন। চিনির বছরে চাহিদা ১৪ থেকে ১৫ লাখ মেট্রিক টন, এপ্রিল, ২০১৬ পর্যনত্ম আমদানি হয়েছে ১২ দশমিক ৭৪ লাখ মেট্রিক টন এবং দেশীয় উৎপাদন ১ দশমিক ২০ লাখ মেট্রিক টন। এছাড়া গত বছর চিনি আমদানি হয়েছে ১৭ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন। সবমিলিয়ে দেশের চাহিদার চেয়ে অনেক বেশি চিনি মজুত রয়েছে। মশুর ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদসহ গরম মসলার মজুত চাহিদার চেয়ে অনেক বেশি রয়েছে। সঙ্গত কারণে এ সকল পণ্যের সংকট হবার কোন সম্ভাবনা নেই। 
    সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারের চাহিদার চেয়ে বেশি পণ্য মজুত রয়েছে, সরবরাহ ব্যবস'া স্বাভাবিক রয়েছে, প্রতি বছরের মতো এ বছর রমজান মাসে কোন পণ্যের সংকট হবে হবে না বা মূল্য বৃদ্ধি পাবে না। ব্যবসায়ীগণ সরকারের ব্যবসাবান্ধব নীতির প্রশংসা করেন এবং এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। কোন পণ্যের কৃত্রিম সংকট বা মূল্য বৃদ্ধি না করার প্রতিশ্রম্নতি দেন।
    সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, জাতীয় ভোক্তা অধিকার সংরড়্গণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়া, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সালেহ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিবগণ, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, এনবিআর, গোয়েন্দা সংস'া ডিজিএফআই, এনএসআইয়ের প্রতিনিধি, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, মেঘনা গ্রম্নপের চেয়ারম্যান মোসত্মফা কামাল, সিটি গ্রম্নপের মহাব্যবস'াপক বিশ্বজিৎ সাহাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, পাইকারী ও খুচরা ব্যবসায়ী সংগঠনের নেতাগণ উপসি'ত ছিলেন।
#

বকসী/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন


ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ মে ও ২৮ মে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) ২য় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে যথাক্রমে আগামী ২৬ মে ও ৩ জুন দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।
    বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মাস্টার্স শেষপর্বে (নিয়মিত) পুনঃভর্তির আবেদন ১৮ মে শুরু

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ইতঃপূর্বে প্রাথমিক আবেদন করতে সক্ষম হয়নি তারা ১৮ মে বিকাল ৪টা থেকে ২২ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবে।  
     ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
ফয়জুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৪৭

আইন নিজের হাতে তুলে নেয়া বরদাস্ত করা হবে না
                                          -- আইনমন্ত্রী
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :
সম্প্রতি নারায়ণগঞ্জে একজন স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষককে কান ধরে উঠবস করানো অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। পেনাল কোড অনুযায়ী এটি একটি অপরাধ। এর সাথে যারা জড়িত তাদেরকে নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। কারণ আইন নিজের হাতে তুলে নেয়া কোনো মতেই বরদাস্ত করা হবে না।
আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্পেশাল জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকা-ের বিষয়ে দু’টি ময়না তদন্ত রিপোর্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়না তদন্তের রিপোর্ট তদন্তের অংশ। পুলিশ যখন আদালতে ময়না তদন্তের রিপোর্ট দাখিল করবে তখন তাদের একটি মন্তব্য থাকবে এবং আদালত সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
#
রেজাউল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৪৬

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :
দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়।
কমিটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা ও নিয়োগের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শূন্য পদগুলো দ্রুত নিয়োগের বিষয়ে সুপারিশ করে।
বৈঠকে মন্ত্রণালয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প গ্রহণ এবং প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সঠিক তদারকি ও অনুশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৪৫

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠক

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে):
জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহ্বুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশগ্রহণ করেন।
সভায় স্থায়ী কমিটিতে প্রেরিত ‘ঘধাু (অসবহফসবহঃ) বিল, ২০১৬’ এবং ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১৬’-এ দু’টো বিল পরীক্ষানিরীক্ষা করে সংসদে পেশের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বৈদেশিক ভাতা বিষয়ক নীতিমালা সংশোধনপূর্বক জাতিসংঘ থেকে ঞৎড়ড়ঢ়ং পড়ংঃ বাবদ প্রাপ্ত সম্পূর্ণ অর্থ ঞৎড়ড়ঢ়ং -দের মধ্যে বণ্টনের অর্থাৎ ১০ শতাংশ কর্তন রহিতকরণ এবং বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ভাতা প্রদানের পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।        
কমিটি জমির স্বল্পতার প্রতি দৃষ্টি রেখে বহুতল ভবন নির্মাণ করে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং প্রতিরক্ষার সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার সুপারিশ করে।
বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশে বিদ্যমান রানওয়েগুলো রক্ষণাবেক্ষণের সুপারিশ করা হয়। এছাড়া, সিলেটে বিমানঘাঁটি নির্মাণেরও সুপারিশ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধান এবং সেনা, বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।  
#
হালিম/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৬৪৪

বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা
বজ্রাঘাতে নিহতের পরিবারকে ১৪ লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক সহযোগিতা

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে):
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। গত বছর বজ্রপাতে ১৭ জনের প্রাণহাানির ঘটনায় মন্ত্রণালয় ২৭ আগস্ট ২০১৫ তারিখে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাম্প্রতিককালে বজ্রাঘাতে ২৬ জেলায় ৮১ জনের প্রাণহানির ঘটনায় আহুত প্রেস ব্রিফিংকালে সচিব মো. শাহ্ কামাল এ তথ্য জানান।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সময়ে বজ্রাঘাতে নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন। এসব পরিবারের দুঃসময়ে সরকার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন নিহত ৮১ জনের পরিবারকে সরকার ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও আহত ব্যক্তিদের ৭ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেয়া হয়েছে।
    জলবায়ু পরিবর্তনের কারণেই সাম্প্রতিক বজ্রপাতের সংখ্যা বেড়েছে বলে মন্ত্রী ব্রিফিংকালে উল্লেখ করেন। এ সময়ে বজ্রপাতে নি¤েœাক্ত করণীয় বিষয়গুলো মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়-
    আকাশে ঘনকালো মেঘ দেখা দিলে বজ্রপাতের আশঙ্কা তৈরি হয়। এ সময়ে ঘরে অবস্থান করাই শ্রেয়; খুব প্রয়োজন হলে রাবারের জুতা পরে বাইরে যাওয়া যেতে পারে; বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ বা উঁচু স্থানে থাকবেন না; এ সময়ে ধানক্ষেত, বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি হাঁটু গেড়ে, কানে আঙ্গুল দিয়ে, মাথা নিচু করে বসে পড়–ন; যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে বলা হয়েছে। টিনের চালা যথা সম্ভব এড়িয়ে চলুন; উঁচু গাছপালা, বৈদ্যুতিক তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন; বজ্রপাতের সময় গাড়ির ভিতর অবস্থান করলে, গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোন কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন; বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না; বাড়ির জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন; মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন; এ সময়ে ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। প্রয়োজনে প্লাস্টিকের অথবা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন; এ সময়ে খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত থাকুন; বজ্রপাতের সময় ছাউনি বিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এ সময় নদীতে থাকলে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন; বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না; প্রতিটি ভবনে বজ্র নিরোধক দ- স্থাপন নিশ্চিত করুন।

#

ওমর ফারুক/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/শামীম/২০১৬/১৬০০ ঘণ্টা

Todays handout (4).doc