Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ২৬ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬০১

চিকিৎসাধীন অধ্যাপক এমেরিটাস ড. আনিসুজ্জামান 
এবং শিল্পী লাকী আখন্দকে দেখতে যান তথ্যমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) ঃ
চিকিৎসাধীন দুই বিশিষ্টজন অধ্যাপক এমেরিটাস ড. আনিসুজ্জামান এবং প্রতিভাবান সংগীতশিল্পী লাকী আখন্দের সাথে দেখা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মেরুদন্ডে ব্যথা নিয়ে ভর্তি হওয়া ড. আনিসুজ্জামানকে দেখতে যান মন্ত্রী।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার হারুনকে সাথে নিয়ে তথ্যমন্ত্রী প্রথমে ড. আনিসুজ্জামানের সাথে দেখা করেন। কেবিনব্লকের কেবিনটিতে এসময় অধ্যাপকের স্ত্রী সিদ্দিকা জামান ও কর্তব্যরত ডাক্তারের কাছ থেকেও শারীরিক সমস্যাগুলো শোনেন ইনু।
সেখান থেকে ই-ব্লকে চিকিৎসাধীন লাকী আখন্দের পাশে যান তিনি। পরিচালক হারুনসহ কর্তব্যরত ডাক্তার এসময় মন্ত্রীকে লাকীর ক্যান্সার চিকিৎসার বিস্তারিত তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে বিএসএমএমইউ চত্বরে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় চিকিৎসাধীনদের সর্বোত্তম সেবাদানের বিষয়টি নিশ্চিত করেন তথ্যমন্ত্রী এবং ব্রিগেডিয়ার হারুন।
এর আগে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত ‘সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমনে অংশীজনদের ভূমিকা: টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সরকার সাইবার অপরাধ দমনে আইন ও প্রযুক্তিগত দু’ধরনের পদক্ষেপ নেবে বলে জানান তথ্যমন্ত্রী।
বিইউপি প্রধান ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ম হামিদ, ড. শামীমসহ গণমাধ্যম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষকগণ বক্তব্য রাখেন।
#
আকরাম/আলমগীর/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬০০

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৯তম বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটি সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মোঃ আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এডিপিতে ১৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। জানুয়ারি ২০১৭ পর্যন্ত ব্যয় হয়েছে মোট ৬২.৪৬ কোটি টাকা। এ মন্ত্রণালয়ের আর্থিক অগ্রগতি ২৫.৯৩ শতাংশ যা জাতীয় গড় অগ্রগতির তুলনায় ৬.৪৮ শতাংশ কম।
    ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ যে উত্তরোত্তর উন্নতি লাভ করছে, সে ধারাবাহিকতা ধরে রেখে ব্যাপক সাফল্য অর্জনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে বার্ষিক বাজেট বরাদ্দ কয়েকগুণ বৃদ্ধি করার সুপারিশ করা হয়।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ফুটবলসহ অন্যান্য ক্রীড়াসামগ্রীর পরিমাণ বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা পর্যায়ে ১৩১ টি মিনি স্টেডিয়াম নির্মাণকাজ যেন যথাযথ সময়ে নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হয় মন্ত্রণালয়কে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়।
    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে যে সকল সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।  
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি এর ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৯৯ 

বঙ্গবন্ধু সব সময়ই নিয়মতান্ত্রিক রাজনীতি করতেন
                              --  আইনমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) ঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলেছেন। তিনি সব সময়ই নিয়মতান্ত্রিক রাজনীতি করেছেন এবং তিনি নিয়মতান্ত্রিকভাবেই স্বাধিকার ও ভাষা আন্দোলন গড়ে তুলে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করেছেন। সামরিক আইন দ্বারা আন্দোলন বার বার বাধাপ্রাপ্ত হলেও  কোন সময়ই বঙ্গবন্ধু তাঁর পথ ছেড়ে বিচ্যুত হননি। তিনি শেষ পর্যন্ত এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করে গেছেন এবং আমাদেরকে একটি ভূখন্ড, একটি মানচিত্র ও একটি দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর এই সংগ্রামের সময়ে তার সাথে যারা সঙ্গী ছিলেন, তার মধ্যে আবদুল বারী উকিল অন্যতম। তিনি অসুস্থ অবস্থাতেও দেশের জন্য কাজ করেছেন। 
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার লেকচার থিয়েটারে ‘ব্রাহ্মণবাড়িয়ার আবদুল বারী উকিলের এক আদর্শিক রাজনীতির মূর্ত প্রতীক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ভাষা সৈনিক আবদুল বারী উকিল ফাউন্ডেশন উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তাঁর সহযোগীদের চিন্তা, কল্পনা ও কাজ-কর্মে তাঁরা শুধু আওয়ামী লীগ আর বাংলাদেশকে দেখতেন। তাই তাঁদের অনুসরণ করতে হবে। 
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স¦প্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন।  আমরা যদি শেখ হাসিনার সাথে থাকি তাহলে বাংলাদেশ একটা মর্যাদার দেশ ও উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। 
ফাউন্ডেশনের আহ্বায়ক শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈন উদ্দিন মঈন বক্তব্য রাখেন। 
#
রেজাউল/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১০০ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                       নম্বর : ৫৯৮

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ  
কামরাঙ্গী ও বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ ২য় সেমিফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ খেলার উদ্বোধন করেন।  

    বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ২ মার্চ

    আগামী ২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
    
    একই দিনে একই মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় পরস্পরের মোকাবিলা করবে।

#

রবী/আলমগীর/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০১৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৯৭

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলপিজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে
                                                       ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলপিজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার না করলে শিল্পে ব্যবহার বাড়ানো যাবে। ফলে কর্মসংস্থানসহ বহুমুখী সুবিধা অর্জন করা সম্ভব হবে। সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য নিরাপদ জ্বালানি হতে পারে এলপিজি।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় ‘৪র্থ এশিয়া এলপিজি সামিট’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন।

    তিনি বলেন, গ্রিন ও ক্লিন এনার্জি হিসেবে এলপিজি সমাদৃত। ৭০ ভাগ আবাসিক জ্বালানির চাহিদা এই এলপিজি থেকে পূরণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।

    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নাজিমুদ্দিন চৌধুরী, এলপিজি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশের প্রেসিডেন্ট সালমান এফ রহমান, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এবং কনভারসন ওয়ার্কস ওনার্স এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ আলী ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী বক্তব্য রাখেন।

    ‘ওয়ার্ল্ড এলপিজি এসোসিয়েশন’-এর পরিচালক ডেভিট টেইলার (উধারফ ঞুষবৎ) মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

#

আসলাম/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৯৬

সরকারের সহায়তা প্রদানে রপ্তানি বাণিজ্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে
                                --মসিউর রহমান রাঙ্গাঁ

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকারের রপ্তানিবান্ধব নীতি এবং বিশেষ আর্থিক প্রণোদনা সহায়ক কার্যক্রম গ্রহণ করায় রপ্তানি বাণিজ্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানে গঠিত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ২০০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। ফলে রপ্তানিকারকগণ স্বল্প মুনাফায় কাঁচামাল আমদানি করতে পারছে।

তিনি আজ বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ক্লাব আয়োজিত স্টার্ট-আপ এক্সপো ২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেলের একটি সফল নিদর্শন। রপ্তানি বহুমুখীকরণ ও সম্প্রসারণের ক্ষেত্রে পণ্যের গুণগতমান, মোড়কজাতকরণ প্রভৃতি বিষয়সমূহ গুরুত্বপূর্ণ। তাই দেশীয় উৎপাদনকারীদের এ বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে। তিনি বলেন দেশীয় উৎপাদিত পণ্য বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিদেশস্থ বাংলাদেশ মিশনে নতুন বাণিজ্যিক উইং খোলা হয়েছে। তিনি এক্সপো আয়োজক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের ব্যবসাবান্ধব কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

#

আহসান/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৫৯৫

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক                                              

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) ঃ
দশম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকের মুলতবি বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডাঃ দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে যে সকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে এবং যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদের মিয়ানমার কর্তৃক ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ সমস্যাটি সমাধানের জন্য বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখারও  সুপারিশ করা হয়।
বৈঠকে রোহিঙ্গাদেরকে ঠেঙ্গারচরে নেওয়ার সরকারের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয় এবং ‘ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় মর্মে এবং রোহিঙ্গাদের বিরান ভূমিতে বাসের অযোগ্য স্থানে স্থানান্তর করার অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ’ ইত্যাদি নেতিবাচক প্রচারণার নিন্দা জানানো হয়। বৈঠকে মতামত ব্যক্ত করা হয়, রোহিঙ্গাদের জন্য অস্থায়ীভিত্তিতে হলেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই তাদের ঠেঙ্গারচরে স্থানান্তরিত করা হবে। 
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল হকসহ ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
হুদা/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৯৪

চামড়াজাত পণ্যে সরকার নগদ সহায়তা প্রদান করছে
                                          -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) ঃ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে। সরকার ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে সকল পণ্য রপ্তানিতে অগ্রাধিকার দিয়েছে চামড়া তার মধ্যে অন্যতম। চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার নগদ সহায়তা প্রদান করছে। 
মন্ত্রী আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে বাণিজ্য মন্ত্রণালয় প্রোডাক্ট অভ্ দ্য ইয়ার-২০১৭ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশে^র মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হবে। এ সময় দেশের রপ্তানি হবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশের রপ্তানির প্রায় ৮১ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। একটি পণ্যের ওপর নির্ভর না থেকে সরকার রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 
এর আগে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজি এবং নেদারল্যান্ডস ইনিসিয়েটিভ ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন আয়োজিত “ইনগেজমেন্ট অভ্ স্টেকহোল্ডার্স ফর রেসপনসিবলিটি এন্ড সাসটেইনেবল ভেল্যু চেইন ইন বাংলাদেশ গার্মেন্ট সেক্টর” শীর্ষক মেগা ইভেন্ট এর উদ্বোধনকালে বলেন, নেদারল্যান্ড সরকার বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন দুর্বলতাগুলো কাটিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে সক্ষম। 
পরে মন্ত্রী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস ক্লাব আয়োজিত তিনদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি বিজনেস প্ল্যান কমপিটিশন-২০১৭ এর উদ্বোধন করেন। 
#
বকসী/আলমগীর/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৯৩

সরকারি কলেজগুলো উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
                        ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সরকারি কলেজগুলো উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে কলেজগুলোতে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। 

    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন ও কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, কলেজগুলোতে শিক্ষার উন্নত পরিবেশ তৈরিতে অধ্যক্ষগণকে টিম লিডার হিসেবে কাজ করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সরকার  উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। 

    শিক্ষকতা শুধু পেশা নয়, এটা পেশার চেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে, অনুকরণ করে। শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকের ভূমিকাই মুখ্য। শিক্ষকদের পাঠদানের দক্ষতা বাড়াতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষা মানে জ্ঞানচর্চা, গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা। 

    শিক্ষামন্ত্রী বলেন, সকল সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। কলেজগুলোতে ছাত্রী হোস্টেল নির্মাণের জন্যও প্রকল্প নেয়া হয়েছে। 
    
    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তৃতা করেন।

#

আফরাজ/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                            নম্বর : ৫৯২

মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য
                                               ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। তরুণদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকা-ে তাদের আরো বেশি সম্পৃক্ত করা আবশ্যক। ভবিষ্যতে এই প্রজন্মই দেশকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে সক্ষম হবে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় ঢাকা কমার্স কলেজের বার্ষিক অভ্যন্তরীণ সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি বলেন, এ প্রজন্ম খুবই মেধাবী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।

    ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম বক্তৃতা করেন।

#

আসলাম/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯০২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৯১

নারীর সার্বিক ক্ষমতায়নের ওপর নির্ভর করছে উন্নত বাংলাদেশ
                               ---মেহের আফরোজ চুমকি

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সমৃদ্ধ দেশ। আর এ কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সরকার দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়ন এবং সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, নারীর সার্বিক ক্ষমতায়নের ওপর নির্ভর করছে ভবিষ্যতের উন্নত বাংলাদেশের স্বীকৃতি। 

প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহে নারীদের অবস্থান পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘ কমিশনের ৬১তম সভায় বাংলাদেশের নারীর অবস্থান তুলে ধরা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে নারী ও পুরুষের মধ্যে সমতার টার্গেট নির্ধারণ করেছে। বাংলাদেশে নির্ধারিত সময়ের অনেক আগেই নারী ও পুরুষের মধ্যে সমতা অর্জিত হবে। 

সভায় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।    
#

খায়ের/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                              নম্বর : ৫৯০ 

তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে
                                                  -বীর বাহাদুর উ শৈ সিং


বান্দরবান, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি):
    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, শারীরিক গঠন ও মানসিক উৎকর্ষ সাধনে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রচলিত শিক্ষার সাথে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।
    প্রতিমন্ত্রী গত শনিবার বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। শেখ মুজিবুর রহমানের সাহস, সংগ্রামী চেতনা, নেতৃত্বের দৃঢ়তা সকলের জন্য এগিয়ে চলার পাথেয়। তার নীতি-নৈতিকতা ও মূল্যেবোধকে ধারণ করে ছাত্রছাত্রীরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে।
    কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থানজামা লুসাই, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র রায় এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার। 
#

জুলফিকার/দীপংকর/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                               নম্বর : ৫৮৯  
ড্যাপ রিভিউ বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক                                                                           

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক মানসম্পন্ন ও বসবাস উপযোগী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে খুব শীঘ্রই ড্যাপ বাস্তবায়ন করা হবে।
    মন্ত্রী আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১০ম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, ড্যাপ বাস্তবায়ন ভূমির ব্যবহার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পানির চাহিদা ও সরবরাহের বিষয়টি অধিকতর গুরুত্ব দিতে হবে। তিনি ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত আপত্তিগুলোও দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন।
    তিনি বলেন, সরকার ঢাকা মহানগরীর নাগরিক সুবিধাসমূহ বৃদ্ধি ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকাকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করেছে। তিনি বলেন, ঢাকা শহরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শহরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। রাজউক কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়িত হলে ঢাকা মহানগর অন্যতম বসবাসযোগ্য নগরী হিসেবে পরিণত হবে।
    মন্ত্রী ড্যাপ বাস্তবায়নে পানির ব্যবহার ও জলাধার ব্যবস্থাপনার গুরুত্ব উল্লেখ করে বলেন, বর্তমানে ৮০ ভাগ পানি ভূগর্ভস্থ উৎস থেকে আর ২০ ভাগ ভূ-উপরিস্থ উৎস থেকে সরবরাহ করা হয়। এ কারণে পানির স্তর ক্রমশ নিচে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো দেশ এক সময় মরুভূমি হয়ে যাবে। এসব বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ৮০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস হতে সরবরাহ করা হবে। এরপরও পানির যদি প্রয়োজন হয় তাহলে ২০ ভাগ ভূগর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। এ জন্য মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সরকার ইতোমধ্যে সারা দেশব্যাপী ৩ হাজার পুকুর খননে ৩শ’ কোটি টাকার প্রকল্প 
গ্রহণ করেছে।
    সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাধারসহ অন্যান্য জলাধারসমূহ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং ড্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।
    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, নৌপরিবহণ সচিব অশোক মাধব রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 
#

জাকির/দীপংকর/রেজ্জাকুল/রফিকুল/আসমা/২০১৭/১৬০৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫৮৮
প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডধারীদের সুবিধা বাড়ছে 
ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :  
বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিতদের মতো সুযোগ-সুবিধা পাবেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিরা। এ বিষয়ে একটি প্রস্তাবনা দ্রুত মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে। 
আজ শিল্প মন্ত্রণালয়ে জাতীয় উৎপাদনশীলতা পরিষদ (এনপিসি)-এর একাদশ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের শিল্প ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্ম-কৌশল নির্ধারণের জন্য এ সভার আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূ্ইঁয়া এতে সভাপতিত্ব করেন। 
উল্লেখ্য, ইতোপূর্বে প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিরা একটি ট্রফি, সনদপত্র এবং নিজ প্রতিষ্ঠানের পণ্যের অনুকূলে তিন বছরের পাবলিসিটির জন্য অ্যাওয়ার্ডের লোগো ব্যবহারের সুযোগ পেতেন। বর্তমান প্রস্তাবনায় তাদের সুযোগ-সুবিধা সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিতদের অনুরূপ করা হবে। তাদের পরিচয় পত্র এক বছরের জন্য সচিবালয়ে প্রবেশপত্র হিসেবে গণ্য করা হবে। এছাড়া, অ্যাওয়ার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। তাদের ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে। তারা বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধাও পাবেন।  
 সভায় উৎপাদনশীলতা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে এফবিসিসিআই এবং বুয়েটের সহায়তায় রাজধানীতে আগামী এক মাসের মধ্যে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় মাধ্যমিক শিক্ষা কারিকুলামে উৎপাদনশীলতা বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে একটি লাগসই প্রবন্ধ প্রণয়ন করে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ কর

Todays handout (12).docx