তথ্যবিবরণী নম্বর : ৩০৩৪
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
টোকিও (জাপান), ২ নভেম্বর :
বাংলাদেশ দূতাবাস, টোকিও আজ (২ নভেম্বর) সন্ধ্যায় জাপান ও বাংলাদেশের দু’জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করেছে। দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ড. কাজী গিয়াস উদ্দিন -‘দ্যা অর্ডার অফ রাইজিং সান, গোল্ড, এন্ড সিল্ভার রেইস’ এবং মাতসুশিরো হরিগুচি -‘দ্যা অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার, গোল্ড রেইস উইথ নেক রিবন’ অ্যাওয়ার্ড পাওয়ায় তাঁদের এই সংবর্ধনা প্রদান করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
কাজী গিয়াস উদ্দিন জাপান ও বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ফাইন আর্টসে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে জাপান সরকারের বৃত্তি নিয়ে টোকিও ইউনিভার্সিটি অভ্ আর্টস অ্যান্ড মিউজিক থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে জাপানে কাজ শুরু করলেও ক্রমেই তিনি জাপানে সুপরিচিত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর শিল্পকর্ম জাপান -বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪০ জন বিদেশির মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে এই সম্মাননা লাভ করেন। তিনি জাপানে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ও জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাতসুশিরো হরিগুচি পেশায় জাপানের একজন পেশাদার কূটনীতিক ছিলেন। তিনি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কূটনীতিক হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বইও লিখেছেন। বাংলাদেশের বন্ধু এই ব্যক্তি এখন দু’দেশের সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসেবায় অসামান্য অবদান রাখায় তাঁকে ‘দ্যা অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার, গোল্ড রেইস উইথ নেক রিবন’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে পদকপ্রাপ্ত গুণিজনদ্বয়কে শুভেচ্ছা জানান এবং দূতাবাস কর্তৃক প্রদত্ত সংবর্ধনা গ্রহণ করায় তাঁদের ধন্যবাদ জানান। জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁদের এই সম্মান প্রাপ্তিতে বাংলাদেশও সমানভাবে গর্বিত। রাষ্ট্রদূত তাঁদের স্বাস্থ্য, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে গুণিজন ও তাঁদের পরিবারের সদস্য ছাড়াও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এলহাম নুসরাত নন্দিতা। আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
#
শিপলু/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৩৩
দেশের কল্যাণে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিন
-- পরিকল্পনা মন্ত্রী
কুমিল্লা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে অহিংসা আর বাংলাদেশ হচ্ছে অসম্প্রদায়িক দেশ, শান্তির দেশ। প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ এ দেশ স্বাধীন করেছে। লাখো শহিদের রক্ত একাকার হয়ে মিশে গেছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, মানবতার মা শেখ হাসিনাকে আবারো দেশের কল্যাণে, উন্নত দেশ গড়ার লক্ষ্যে সরকার গঠনের সুযোগ দিন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে আজ কঠিন চীবর দানোৎসব ও সম্মেলন-২০১৮ প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
শ্রী মহৎ ধর্ম রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের, মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার, পৌরসভা মেয়র আব্দুল মালেক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠান ঘিরে দিনব্যাপী বৌদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পি-দান, মঙ্গলাচরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠানটি পালিত হয়েছে। সন্ধ্যায় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিশ্বশান্তি কামনায় ফানুস উড্ডয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
#
তৌহিদুল/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৩২
জনকল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্পিকারের
পীরগঞ্জ, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নের মূল¯্রােতে সকলকে যুক্ত করে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার তাদের পাশে আছে। এ সময় তিনি জনকল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্পিকার আজ তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে দেশের আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়া, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ নানা জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সরকারের চলমান উন্নয়নধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
#
তারিক/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৩১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। ৩০ লাখ মানুষ এ দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তাদের রক্তের মূল্য দিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে।
মন্ত্রী গতকাল মতলব উত্তর উপজেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে তরুণ সমাজকে বাঁচাতে সরকার প্রত্যেক উপজেলায় শিল্পকলা একাডেমি নির্মাণ করছে। এতে তরুণ প্রজন্মসহ সকলেই সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করার সুযোগ পাবে। দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তিনি আরো বলেন, মানুষ উন্নয়নের রাজনীতি পছন্দ করে। জনবিচ্ছিন্ন নেতারা কোনো দিন মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারেনি, তাদের দিয়ে দেশের মানুষের কোনো উপকারও হয় না। তাই জনবিচ্ছিন্ন নেতারা কোনো জোট করলে সেটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। জোট মহাজোট করে রাজনীতিতে জট তৈরি না করতে তিনি আহ্বান জানান।
তথ্যবিবরণী নম্বর : ৩০৩০
ধর্মের প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ^াস আওয়ামী লীগের সবসময় ছিল ও আছে
---ভূমিমন্ত্রী
ঈশ^রদী (পাবনা), ১৮ কার্তিক (২ নভেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ধর্মের প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ^াস বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় ছিল এবং আছে।
আজ ঈশ^রদীর ফরাজী পাড়াস্থ সাঁড়া গোপালপুর হযরত আবু হুরায়রা (রাঃ) কওমী মাদ্রাসার ছাদ ঢালাইয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্বপুরুষ ইসলামের বাণী নিয়ে সুদূর ইরাক থেকে এদেশে এসেছিলেন। জাতির পিতা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গীতে বিশ^ ইজতেমার জন্য জায়গা নির্ধারণ এবং কাকরাইল মসজিদ স্থাপন করে ভ্রাতৃপ্রতিম বিশ^ মুসলিম উম্মাহর যোগাযোগের সেতুবন্ধন রচনা করেছিলেন। অথচ স্বাধীনতাবিরোধী অপশক্তি অপপ্রচার রটিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশ হিন্দুর দেশ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ণ মানুষ। এদেশের মাটি ও মানুষের কল্যাণের কথা তিনি সবসময় ভাবেন। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায় করেন এবং কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রীয় কাজে মনোনিবেশ করেন।
মন্ত্রী আরও বলেন, ইতিপূর্বে এদেশের আলেমদের শিক্ষার মান নির্ধারণ থেকে অনেক দূরে রাখা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের প্রতি আন্তরিক হওয়ায় তিনি গত ১৮ সেপ্টেম্বর দেশের দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের স্বীকৃতি প্রদান করেছেন। জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়কে।
#
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৭৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :৩০২৯