তথ্যবিবরণী নম্বর : ২৪৭৬
জিলকদ মাসের চাঁদ দেখা গেছে
৫ আগস্ট থেকে জিলকদ মাস শুরু
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সালের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৫ আগস্ট শুক্রবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শহীদুল্লাহ।
সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হাবিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশা.) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান উপস্থিত ছিলেন।
#
শায়লা/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৭৫
এনজিও প্রতিনিধিদের সাথে দুদকের মতবিনিময়
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
আজ ঢাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে দুর্নীতি দমন কমিশনের ‘খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ এর ওপর কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইকবাল মাহমুদ বলেন, এনজিও ও সামাজিক সংগঠনগুলোই সমাজের চালিকা শক্তি, মানুষের মনন ও জীবন দর্শনে আলোকবর্তিকা হিসেবে এই সামাজিক সংগঠনগুলো কাজ করে। তাই কমিশন প্রণীত এই ‘খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ এ এনজিওসহ সকল স্টেকহোল্ডারদের মতামত গুরুত্ব বহন করে।
তিনি বলেন, দুর্নীতি সর্বগ্রাসী। দুর্নীতি দমনে শক্তি প্রয়োজন এবং এ ক্ষেত্রে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। জনগণই ক্ষমতার মালিক। তাই কমিশন দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে।
কমিশন চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন সমাজেরই অংশ, পৃথিবীর কোনো দেশেই দুর্নীতি দমন সংস্থা একা কোন কাজ করতে পারে না। তাই দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, এনজিও এবং মিডিয়াসহ সমাজের সকলস্তরের জনগণের সমর্থন প্রয়োজন।
বিদ্যমান সরকারি কর্মকা-ে প্রচলিত ক্ষমতার অধিক্ষেত্র (উরংপৎবঃরড়হবৎু চড়বিৎ) অনেক ক্ষেত্রে দুর্নীতির কারণ হিসেবে অবহিত করে তিনি বলেন, সরকারি কর্মকা-ে প্রচলিত ক্ষমতার অধিক্ষেত্র কমিয়ে আনা উচিত। এই ক্ষমতাবলেই অনেক সরকারি কর্মকর্তা নিজেদেরকে প্রভু মনে করেন।
তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। তাই সহ¯্রাব্দ লক্ষ্যমাত্রায় (গউএ) দুর্নীতির বিষয়টি না থাকলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (ঝউএ) দুর্নীতির বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে।
মতবিনিময় সভায় কমিশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, আলোচনা অনুষ্ঠান মডারেট করেন কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিএস এর নির্বাহী পরিচালক রোকেয়া কবির, নেজেরা কবির, খুশি কবির, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক নাইমুল ইলমাল খান, স্টেপস এর রঞ্জন কর্মকার, ব্রাক এর পরিচালক নাজমুল হোসেন, টিএমএসএস এর রেজা খান, এডাব এর পরিচালক একেএম জসিমউদ্দীন এবং এসওএস এর জাতীয় পরিচালক গোলাম আহমেদ ইছহাক।
জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড এর কারিগরি সহযোগিতায় পাঁচ বছর মেয়াদি এ কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ কৌশলপত্রে আটটি উল্লেখযোগ্য দিক চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি, কার্যকর অনুসন্ধান ও তদন্ত, মামলা পরিচালনা, প্রতিরোধ কৌশল, শিক্ষা কৌশল, উদ্ভাবনী গবেষণা ও উন্নয়ন, নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আইনি কাঠামো শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো সুদৃঢ়করণ ইত্যাদি। এছাড়াও এ কৌশলপত্রে দুর্নীতির কারণসমূহ পর্যালোচনা করে একটি ধারাবাহিক সুপারিশকৃত কার্যাবলি এবং প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। অগ্রাধিকার ক্ষেত্রে ৫৯টি উদ্দেশ্য ও পরিকল্পনা চিহ্নিত করা হয়, যা আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার সুযোগ রয়েছে।
#
প্রণব/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৭৪
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে হাজিদেরকে বালিশ, চাদর ও তোশক প্রদান
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে অবস্থানরত হাজিদের বিশ্রাম নেয়ার সুবিধার্থে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোশক ও বালিশের কাভার প্রদান করেছেন।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ্ এ সকল দ্রব্যাদি হাজিদের উপস্থিতিতে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের নিকট পৌঁছে দেন।
#
মিনা/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৭৩
ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বিদ্যমান ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় পুনর্নিধারণ করা হয়েছে। চলতি মাস থেকেই এ ভাতা কার্যকর হবে।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যুকৃত এক স্মারকপত্রে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পূর্বের ৬ হাজার ৫০০ টাকা ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করে ১০ হাজার টাকায় উন্নীত করে। চলতি মাস থেকে সেই ভাতা আরো বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হলো।
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৭২
পর্যটন মন্ত্রীর সাথে ইরানের রাষ্ট্রদূতের সাড়্গাৎ
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে আজ বাংলাদেশে ইরানের রাষ্টদূত উৎ. অননধং ঠধবুর উবযহধার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাড়্গাৎ করেন। এ সময় ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ও পর্যটনের বিকাশে সহযোগিতার ড়্গেত্র সম্প্রসারণে বিসত্মারিত আলোচনা হয়।
ভ্রাতৃপ্রতীম দু’টি রাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে বলে বৈঠকে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া মুসলিম দেশসমূহে বিরাজমান অনৈক্য, গোষ্ঠীগত সংঘাত, সন্ত্রাসবাদ এবং ইসলামী সম্মেলন সংস'ার ভূমিকা নিয়ে আলোচনা হয়। তারা বলেন, ধর্মীয় মিল ছাড়াও উভয় দেশের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাস যা দেশ দু’টির মধ্যে নতুন নতুন যোগাযোগের ড়্গেত্র উন্মোচন করতে পারে। মুসলিম দেশগুলোতে হালাল ট্যুরিজমের যে ব্যাপক বাজার সৃষ্টি হয়েছে তা থেকেও উভয় দেশ লাভবান হতে পারে বলে তারা একমত পোষণ করেন। উভয় দেশের পর্যটকদের আকর্ষণ করতে প্যাকেজ ট্যুর এবং অন-অ্যারাইভাল ভিসা চালুর বিষয়েও তারা মতবিনিময় করেন।
#
মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৭১
শ্রমিকের সনত্মানদেরকে শিড়্গা সহায়তা দিতে যাচ্ছে সরকার
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সকল শ্রমিকের মেধাবী সনত্মানদেরকে শিড়্গা সহায়তা দিতে যাচ্ছে সরকার। ২০১৫ ও ২০১৬ সালে যে সকল শ্রমিকের সনত্মান এসএসসি বা সমমান পরীড়্গায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে তারা আগামী ৩০ আগস্টের মধ্যে শ্রমিক কল্যাণ তহবিলের নির্দিষ্ট ফরমে আবেদন করলে তাদেরকে এককালীন ২৫ হাজার টাকা শিড়্গা সহায়তা প্রদান করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হবে। এ ছাড়া যে সকল শ্রমিকের সনত্মান সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি কিংবা প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদেরকে এ তহবিল থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যনত্ম শিড়্গা সহায়তা প্রদান করা হবে।
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের এক প্রতিনিধিদল সাড়্গাৎ করে কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশের চেক হসত্মানত্মরকালে প্রতিমন্ত্রী এসব তথ্য প্রদান করেন।
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নীরাজ আখৌরির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি দুই লাখ একষট্টি হাজার সাত’শ পঁচিশ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করেন। আজ পর্যনত্ম এ তহবিলে জমার পরিমাণ ১৭১ কোটি টাকার বেশি। দেশি ও বহুজাতিক ৭১টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা দিয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব আ ক ম কাশেম মাসুদ, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাসুদ খান এবং স্টেক হোল্ডার সম্পর্কিত ব্যবস'াপক মামুনুর রশীদ উপসি'ত ছিলেন।
#
আকতারম্নল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৭০
পর্যটন মন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
কার্গো পণ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশাবাদ
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহণে যুক্তরাজ্য আরোপিত নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আজ সচিবালয়ে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন বেস্নক এর সাথে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সংক্রানত্ম বিভিন্ন ড়্গেত্রে বাংলাদেশের গৃহীত পদড়্গেপে ব্রিটিশ হাইকমিশনার সনেত্মাষ প্রকাশ করেন। এ সময় যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকা থেকে দিলিস্ন স'ানানত্মরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বেশিরভাগ কার্যক্রম যখন অনলাইনে সম্পন্ন হচ্ছে তখন ভিসা অফিসে অবস'ানের চেয়ে দ্রম্নততার সাথে কার্যক্রম সম্পন্নের বিষয়টিকে বেশি গুরম্নত্ব দেয়া হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, লন্ডন ও অন্যান্য শহরগুলোতে ১০ হাজারেরও বেশি কারীহাউস পরিচালনা করছেন বাংলাদেশিরা, তাই রকমারি খাবারের স্বাদ পেতে ব্রিটিশ পর্যটকরা বাংলাদেশে আসতে পারে। এ সময় হাইকমিশনার জানান, কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দু’দেশের পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আধুনিক মানের নতুন হোটেল ও মোটেল নির্মাণ এবং তাদের সেবার মান বৃদ্ধির বিষয়কে তাঁর দেশ পর্যবেড়্গণ করছে।
#
মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৬৯
প্রধানমন্ত্রীর অবদানে গুচ্ছগ্রামবাসী আজ থেকে বিদ্যুৎ পাচ্ছেন
---ভূমিমন্ত্রী
ঈশ^রদী (পাবনা), ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, গৃহহীনদের আশ্রিত গুচ্ছগ্রামে বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রী সারাদেশে ৫০ হাজার গৃহহীন পরিবারের আড়াই লাখ মানুষকে পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রামের ফাইল অনুমোদন করেছেন।
আজ পাবনা জেলার ঈশ^রদী উপজেলার নওদাপাড়া-৩ গুচ্ছগ্রাম এর অধীন ৩০টি গৃহহীন পরিবারকে বিনামূল্যে গৃহ প্রদান ও প্রথমবারের মতো গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গুচ্ছগ্রামে প্রথম বিদ্যুতায়নের সফল উদ্বোধন হলো নওদাপাড়া গুচ্ছগ্রামে। ২০১৭ সালের মধ্যে ঈশ^রদীর সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও গ্রামে বসবাসকারী সকলের মাঝে বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন, বিগত সাত বছরে গুচ্ছগ্রামে আশ্রয় পাওয়া ৫০ হাজার মানুষ আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ নিয়ে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছে। ক্ষুদ্র কুটির শিল্প যেমন সেলাইয়ের কাজ, উচ্চ ফলনশীল সবজি চাষে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার পদ্ধতি শিক্ষা, বৃক্ষ রোপণ, মাছের অধিক আবাদ বাড়াতে পুকুরগুলোতে মাছের পোনা ছাড়া এবং মৎস্য চাষে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণ এবং ক্ষুদ্রঋণ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
ভূমিমন্ত্রী গুচ্ছগ্রামবাসীর হাতে ঘরের চাবি ও বরাদ্দপত্র প্রদান করেন। নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে মন্ত্রীর হাত দিয়ে গুচ্ছগ্রামের ৫টি পরিবারের মাঝে ৫টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়। সিসিডিবি’র সৌজন্যে রান্নাবান্নার তৈজসপত্র বিতরণ করেন মন্ত্রী।
গুচ্ছগ্রাম প্রকল্প-২য় পর্যায়ের আওতায় প্রতি গৃহহীন পরিবারের জন্য থাকছে বিনামূল্যে ৩ থেকে ৮ শতাংশ ভূমিসহ ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেস বিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষের ঘর, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ, ৫ রিং বিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল। ১০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ২৫৮ কোটি ২৯ লাখ টাকা অনুমোদন হয়েছে, তবে আগামী ৩ বছরে সরকার আরও ৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় এর ব্যয় ৯৬০ কোটি টাকা ধরা হয়েছে। গুচ্ছগ্রামবাসী শহিদুল ইসলাম বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে এখন নিরাপদে ও শান্তিতে আছি। আমাদের আশ্রয় হয়েছে। আমরা সুখে আছি, আনন্দে আছি।
পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলম, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মাহমুদ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৬৮
তোফায়েল-যুক্তরাজ্য হাইকমিশনার বৈঠক
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ অব্যাহত থাকবে
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগে কোন প্রভাব পড়বে না। বরং যুক্তরাজ্য বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চায়। পদ্মা সেতু থেকে কুয়াকাটা রেলওয়ে সংযোগ এবং পায়রা বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে যাতায়াত স্বাভাবিক থাকবে।
বাণিজ্যমন্ত্রী আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার আলিসন ব্লেক (অষরংড়হ ইষধশব)-এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। যুক্তরাজ্য এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পদ্মার ওপারে শিবচরে সরকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমান বন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এখানে জাপান এবং দাতা সংস্থা জাইকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ অব্যাহত থাকবে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকলেও বাংলাদেশের সাথে বাণিজ্যনীতির পরিবর্তন আসবে না। বিদেশিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিজি, ডব্লিউটিও) শুভাষীশ বসু এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
#
লতিফ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৬৭
বিমানের হজ ফ্লাইট উদ্বোধন
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
৪০১ জন হজ গমনেচ্ছুদের নিয়ে আজ সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হজ সম্পদানের জন্য ধর্ম এবং বিমান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। হাজিরা আল্লাহ্র মেহমান। তাঁদের জন্য স্বাচ্ছন্দ্যে হজব্রত পালনের ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য দুই মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি মনিটরিং টিম কাজ করছে।
এ বছর ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজ যাত্রী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ১৪৪টি ফ্লাইট এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ১০৭টি ফ্লাইটে হজ পালনে যাবেন। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। হাজিদেরকে ফিরতি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জমজমের পানি সরবরাহ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, ধর্মসচিব আবদুল জলিল, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) ইনামুল বারি এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন।
#
মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৬৬
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট):
দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম সভা আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভুইয়া’র সভাপতিত্বে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং হোসনে আরা বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে সম্প্রসারিত না করে বিদ্যমান ফ্যাক্টরির উপরিভাগ ও ভূগর্ভস্থ অংশ ব্যবহার করার সম্ভাব্যতা খতিয়ে দেখার সুপারিশ করা হয়। এছাড়া জনগণের সর্Ÿোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির বিস্ফোরক মজুদ ও সংরক্ষণের জন্য ঢাকার বাইরে আলাদা কারখানা বা মজুদাগার স্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
কামাল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৬৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ২০শে শ্রাবণ (৪ঠা আগস্ট) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬শ’ ১৯টি কলেজের ২শ’ ১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২ লাখ ৭৭ হাজার ২ শ’ ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাশের হার শতকরা ৯০ দশমিক ১১ ভাগ।
পরীক্ষার ফল ঝগঝ এর মাধ্যমে যে কোনো মোবাইল থেকে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব> ঐ১ <ংঢ়ধপব> জড়ষষ/জবম. ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে পাওয়া যাবে।
#
ফয়জুল/মোবাস্বেরা/আলী/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
Handout Number : 2464
Bangladesh takes stern steps to curb homegrown extremists
Washington, DC. 4 August :
The Bangladesh Ambassador to the USA, Mohammad Ziauddin yesterday said Prime Minister Sheikh Hasina has taken tough measures to weed-out homegrown extremists who have recently killed innocent people including foreigners in Bangladesh. He made the remarks during a meeting with William J. Burns, the President of the Carnegie Endowment for International Peace in Washington, D.C.
The Ambassador mentioned about Prime Minister Sheikh Hasina’s ‘zero tolerance’ stance against all forms of terrorism and violent extremism. He briefed the Carnegie President on various steps taken by the present government to curb the homegrown radical extremists.
The Ambassador also briefed him about the tragic past of Prime Minister Sheikh Hasina, the assassination of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, a number of assassination attempts on the Prime Minister and the rise of violent extremism during the government of the BNP-Jamaat alliance.
Ambassador Ziauddin spoke about various aspects of Bangladesh-US bilateral relations with particular focus on terrorism, women empowerment, climate change and duty-free quota-free market access of the LDCs to the American market.
Ambassador Burns thanked Ambassador Ziauddin for the briefing. He said that the Carnegie Endowment for International Peace has recently opened an office in New Delhi which will cover all South Asian countries. Ambassador Burns also said that he is well informed about various issues of Bangladesh including the workplace safety and the recent terrorist incidents of Bangladesh. He appreciated Bangladesh government’s various initiatives to curb terrorism and violent extremism.
Toufique Hasan, Counsellor (Political) accompanied the Ambassador during the meeting.
#
Shamim/Mobassera/Sahela/Ali/Rezzakul/Shamim/2016/1238 hours