Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২৫

তথ্যবিবরণী ৪ মে ২০২৫

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩৪৫৪

 

ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল হোটেল,

রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে

                                                   --- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

 

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

          শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা জেলার সকল আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে  শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

          উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ এর ৩২৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল দোকানপাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। শ্রম আইন ২০০৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করবেন।

          উপদেষ্টা আরো বলেন, আগামী ২০ মে ২০২৫ এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

          মত বিনিময়কালে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 মালেক/মেহেদী/মোশারফ/জয়নুল/২০২৫/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৪৫৩

সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হবে

                                                            - তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যম সংস্কার কমিশন এ-সংক্রান্ত একটি অধ্যাদেশের প্রস্তাব করেছে। প্রস্তাবিত এই অধ্যাদেশের কয়েকটি ধারা নিয়ে আলোচনা করা দরকার। কোনো কোনো ধারা সম্পর্কে আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের প্রয়োজন রয়েছে। এরপর প্রস্তাবিত অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।

আজ ধানমন্ডির এমআইডিএএস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষ্যে 'ব্রেভ নিউ বাংলাদেশ : রিফর্ম রোডম্যাড ফর প্রেস ফ্রিডম'-শীর্ষক সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সুইডিশ দূতাবাস ও ইউনেস্কো যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ বেতার, বিটিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সমন্বয়ে একটি জাতীয় সম্প্রচার সংস্থা করার পক্ষে মত দিয়ে উপদেষ্টা বলেন, এই তিন প্রতিষ্ঠানকে একীভূত করলে নবগঠিত প্রতিষ্ঠানটি কার্যকর হবে। পৃথিবীর বিভিন্ন দেশেও এ ধরনের উদাহরণ আছে। বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ ও অংশীজনের সঙ্গে আলোচনা করে স্বায়ত্তশাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহফুজ আলম বলেন, বিজ্ঞাপন হার বৃদ্ধি ও প্রচারসংখ্যা পুনর্নির্ধারণ বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্স বিজ্ঞাপন হার বৃদ্ধি ও প্রচারসংখ্যা পুনর্নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।

গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যমের কার্যক্রম নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। গণমাধ্যম কীভাবে রাজনীতিকীকরণ হয়েছে, গণমাধ্যম প্রতিষ্ঠান কীভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করেছে, সাংবাদিকরা কতটুকু চাপে ছিলেন, কোন গণমাধ্যম প্রতিষ্ঠান কী নীতিমালা অবলম্বন করেছে, এসব বিষয় বাংলাদেশের জনগণ জানতে চায়।

উপদেষ্টা বলেন, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকার বেশ বিছু উদ্যোগ নিয়েছে। কোনো স্বাধীনতা শর্তহীন নয় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে জনগণের নিকট জবাবদিহি করা উচিত। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়।

সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ বন্ধ হলেও ব্যক্তি ও গোষ্ঠীর হস্তক্ষেপ বন্ধ হয়নি। গণমাধ্যমে সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়। এজন্য গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের ন্যূনতম বেতন স্কেলের সুপারিশ করেছে, যা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মূল বেতনের সমান হবে। তিনি স্থায়ী গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশ বেতার, বিটিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা একীভূতকরণের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

সেমিনারে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ বলেন, অন্তর্বর্তী সরকারের কারণে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬ ধাপ উন্নতি করেছে। গণমাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত না হলে ভবিষ্যতে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থানের হয়তো অবনতি হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভায়েস-সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী মতামত প্রদান করেন। সেমিনার সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

#

মামুন/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২১৪৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৪৫২

 

১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদ’-এর আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে

 

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

আগামী ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদ’-এর আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

 

 ‘বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস ও মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুততমসময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।’

 

 ‘scs.ssd.gov.bd লিংক-এ নিজস্ব gmail আইডি দিয়ে Login করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।’ আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন এবং নিজস্ব gmail আইডি থেকে QR Code সংবলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

 

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

#

ফয়সল/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২১৩৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৩৪৫১

কেরানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

          ঢাকার কেরানীগঞ্জের খোলামুড়ার একটি অবৈধ তারের কারখানায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কারখানাটির দুইটি সংযোগ উৎস হতে বিচ্ছিন্ন করা হয়। ফলে মাসিক গ্যাস সাশ্রয় হবে প্রায় ১২ হাজার ১৫ দশমিক ৩৯ ঘনমিটার এবং মাসিক সাশ্রয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। অভিযান পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনোরূপ দন্ড আরোপ করা হয়নি।

          অভিযানে নেতৃত্ব দেন জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগিতা প্রদান করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

#

 নোবেল/মেহেদী/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর:  ৩৪৫০

 

 

বাণিজ্য উপদেষ্টার সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

 

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল।

আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, উইন উইন বিজনেস রিলেশন দুইদেশের জন্য সুবিধাজনক হবে। কানাডাকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে নবায়ন যোগ্য জ্বালানির বেশ চাহিদা রয়েছে। চট্টগ্রামের মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। কানাডার ব্যবসায়ীগণ এখানে বিনিয়োগ করে নিজেরা লাভবান হতে পারেন এবং বাংলাদেশকেও লাভবান হতে সাহায্য করতে পারেন।

পল থোপিল বলেন, বাংলাদেশ কানাডার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটি উল্লেখযোগ্য ক্রেতাও দেশটি। এ সময় তিনি দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপকে কার্যকর করা ও এয়ার সার্ভিস এগ্রিমেন্টের ওপর গুরুত্বারোপ করেন।

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, কৃষি, পশু পালন ও দুগ্ধজাত খাত, নবায়নযোগ্য জ্বালানি খাত, বিমান বন্দর আধুনিকীকরণ, কার্গো ভিলেজে সুবিধা বৃদ্ধি এবং পর্যটনের বিকাশে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ বিনিয়োগে তার দেশ আগ্রহী।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূইয়া এসময় উপস্থিত ছিলেন।

#

কামাল/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩৪৪৯

 

গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

                                                                         --- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

          তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

          গুজবের ব্যাপকতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য বিশ্লেষণে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আইসিটি বিভাগের দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ফ্যাক্ট চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন ও নিউজ মিডিয়া সাক্ষরতা বিষয়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

          বিশেষ অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যাঁরা ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন, যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

          উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তাগণ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

          অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর বলেন, জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং ও তা প্রচারে জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা প্রত্যাশা করেন।

#

মামুন/মেহেদী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৫/২১০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ৩৪৪৮

কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না

-- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ২১ বৈশাখ  (৪ মে):

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় চলতি বছরে কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না। তিনি বলেন, আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

          উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

            কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে পশু সরবরাহ করা হবে। রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

          উপদেষ্টা বলেন, সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সরকার।

          প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানিযোগ্য ৫৬ লাখ দুই হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫ টি গবাদি পশুর উদ্বৃত্ত থাকবে বলে আশা করছি।

           কোরবানির ঈদে বাজার যেন কেউ অস্থিতিশীল করতে না পারে এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বাড়ে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

          সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/২১১০ঘণ্টা 

Handout                                                                                                         Number: 3447
Local voices must be prioritized in tackling climate risks
                                                      — Environment Adviser

Dhaka, 4 May 2025:

            Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change, has emphasized the need to prioritize water resource management, disaster preparedness, and forest and wildlife conservation while implementing the National Adaptation Plan (NAP). She further noted that the plan should not remain a mere technical or administrative document but must incorporate the perspectives of local communities.

            Adviser made these remarks today at a meeting held at the Water Development Board building in Panthapath, Dhaka. The meeting focused on the Locally Led Adaptation Framework (LLAF) and programmatic approaches to NAP implementation, with participation from representatives of the Ministry of Environment, CEGIS, and the Asian Development Bank (ADB).

            The Adviser stated that Locally Led Adaptation (LLA) is an effective approach to addressing the impacts of climate change. By valuing local realities, needs, and capacities, it is possible to ensure sustainable adaptation.

            Participants at the meeting stressed the importance of developing a coordinated and inclusive action plan for the implementation of LLAF and NAP. They also expressed their commitment to working together in the future.

            Among those present were Mohammad Navid Shafiullah, Additional Secretary (Climate Change), Ministry of Environment; Malik Fida A. Khan, Executive Director of CEGIS; Dharitri Kumar Sarkar, Joint Secretary of the Ministry; Roslina Parvin, Senior Assistant Secretary; and Mousumi Parvin, Senior Climate Change Officer at ADB.

#

Dipankar/Mehedi/Rana/Mosharaf/Joynul/2025/2020 hour

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৪৪৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে

                                                                           --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। তবে এই পরিকল্পনা শুধু কারিগরি বা প্রশাসনিক না হয়ে তাতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

          আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। সভায় লোকালি কেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ ফর ন্যাপ ইমপ্লিমেন্টেশন বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়, সিইজিআইএস (CEGIS) ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

          উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন পন্থা অত্যন্ত কার্যকর। এতে স্থানীয় বাস্তবতা, চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে টেকসই অভিযোজন নিশ্চিত করা সম্ভব হয়।

          সভায় অংশগ্রহণকারীরা এলএলএএফ কাঠামো ও ন্যাপ বাস্তবায়নে সমন্বিত ও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

          সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, এডিবির সিনিয়র ক্লাইমেট চেইঞ্জ অফিসার মৌসুমি পারভিন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

#

দীপংকর/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৪৪৫

 

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

 

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা ঠিকমতো পরিচালিত না হলে দক্ষ জনবল তৈরি হবে না। প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানেই দায়িত্ব পালন করেন না কেন, দেশের একজন নাগরিক হিসেবে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখুন।

আজ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য শিশুরা কতটুকু শিখছে। আপনারা যখন প্রাথমিক স্কুল পরিদর্শনে যাবেন-তখন দেখবেন শিশুরা পড়াশুনা পারে কি না। যদি কোনো স্কুলে অনিয়ম চলে তাহলে সহকারী প্রাথমিক থানা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। তিনি আরো বলেন, শিশুদের ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন অবকাঠামো নির্মাণে যাতে অপচয় না হয় সে বিষয়টি খেয়াল রাখার নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন পরিচালিত ‘কাকলি শিশু অঙ্গন’ ও ‘কাকলি শিশু অঙ্গন গ্রন্থাগার’ পরিদর্শন এবং কাকলি শিশু অঙ্গনে 'শিশু কানন' উদ্বোধন করেন। পরে তিনি রামগঞ্জ উপজেলার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর উপজেলার টামটা নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাফিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

#

জাহাঙ্গীর/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২০০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩৪৪৪

৫৩ বছরে গণতন্ত্র সুরক্ষিত হয়নি, বার বার ভূলন্ঠিত হয়েছে

                                                    --- অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা, ২১ বৈশাখ  (৪ মে):

          জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গত ৫৩ বছরে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি। গণতন্ত্রকে পর্যদুস্ত করার চেষ্টা করতে দেখেছি এবং এই অভিপ্রায় সফল হতেও দেখেছি। যার ফলে দেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি বরং বার বার ভূলন্ঠিত হয়েছে।

          আজ ঢাকায় সংসদ ভবনস্থ এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

          গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থান গত ৫৩ বছরের গণতান্ত্রিক সংগ্রামের একটি রূপ উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ আলোচনার সূচনায় বলেন, এতদিনের সংগ্রামকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা, যার মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারব।

          আলোচনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলে দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল মোল্যা ছাড়াও মজিবুর রহমান, রুবেল শিকদার, ফখরুদ্দিন রিয়াদ, রাজিব আহমেদ, মিজানুর রহমান এবং আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

          জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

#

 পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর: ৩৪৪৩

রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে

                                            - অধ্যাপক আলী রীয়াজ 

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):      ­­­­­

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে আমরা একমত হতে না পারলেও রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদেরকে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। 

ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ একথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

সম্মিলিত প্রচেষ্টায় ঐকমত্য প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, শুধু টেবিলে বসে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। রাজনৈতিক দল ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন, যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর ওপর ভিত্তি করেই একটি জাতীয় সনদ তৈরি করা হবে। এজন্য প্রতিটি পক্ষকেই কিছু না কিছু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।

আলোচনায় ১২ দলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলে শাহাদাত হোসেন সেলিম, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, রাশেদ প্রধান, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, মাওলানা আব্দুল রাকিব,  আবুল কাশেম, ফিরোজ মোহাম্মদ লিটন এবং এম এ মান্নান উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামতের জন্য সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। ১২ দলীয় জোটসহ এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে। 

  &nb

2025-05-04-16-54-781f2404a2befe75f127c9c7b9e646f5.docx