Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 10/04/2018

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৫১
 
কোটা সংস্কার বিষয়ে সেতুমন্ত্রীর বক্তব্যই সরকারের বক্তব্য
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) : 
 
কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধিদলের সাথে ৯ এপ্রিল  বৈঠকের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাই সরকারের বক্তব্য। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আজ মন্ত্রী একথা বলেন।
 
কোটা সংস্কারের বিষয়ে অন্য কেউ যদি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত বলে জানান তিনি।
 
মন্ত্রী বলেন, সরকারি বক্তব্য হচ্ছে, আগামী ৭ মে ২০১৮ এর মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
 
#
 
ওয়ালিদ/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৫০
 
 মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে মাদকবিরোধী অভিযান পরিচালিত
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছরের মার্চ মাসে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভাগীয় কার্যালয়- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট মাদকবিরোধী সভা,  সেমিনার, ওয়ার্কশপ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনাসভা ও মাদকবিরোধী ফিলার প্রচারের আয়োজন করে।
 
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবছর মার্চে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকারের  চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে।
 
এ অধিদপ্তর  থেকে জানানো হয়, আটককৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৩২৩ কিলোগ্রাম  হেরোইন, ৩২০ দশমিক ৬৫ কিলোগ্রাম গাঁজা, ১টি গাঁজা গাছ,  ১ হাজার ৫ দশমিক ৮০ লিটার চোলাই মদ, ৪০২ বোতল বিদেশি মদ, ৮ লিটার বিদেশি মদ,  ১ হাজার ২৮৮ ক্যান বিয়ার, ৬ লিটার  রেক্টিফাইড স্পিরিট, ১০০ লিটার ডিনেচার্ড স্পিরিট,  ৩ হাজার ৮১৪ বোতল ফেন্সিডিল, ১ লিটার  ফেন্সিডিলজ (তরল), ২২ হাজার ৯৭০ লিটার জাওয়া/ওয়াশ, ৩ লাখ ২৪ হাজার ৬০১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৭৯ এম্পুল ইনজেকশটিং ড্রাগ, ১৮ লাখ 
২ হাজার ৭৭ টাকা, ২১টি যানবাহন, ২৭টি  মোবাইল সেট, ২টি মোবাইল সিম, ১টি রামদা, ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ হাজার ৬৪৮ বোতল এনার্জি ড্রিংকস, ২টি ম্যাগাজিন এবং ৩০০টি পপি ফুলের গাছ ।
 
এছাড়া উক্ত সময়ে এ অধিদপ্তর ১ হাজার ৩১৫ জন আসামিকে থানায় সোপর্দ করেছে এবং 
১ হাজার ১৬৪টি মামলা দায়ের করেছে।
 
#
 
বজলুর/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৪৯
 
ধর্মসচিবের নেতৃত্বে হজযাত্রীদের বাড়িভাড়া কমিটির সৌদি আরব গমন
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
ধর্মসচিব মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে ২০১৮ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পবিত্র মক্কা-আল মোকাররমা এবং মদিনা-আল মনোয়ারায় বাড়ি/হোটেল ভবন ভাড়ার জন্য গঠিত কমিটির সদস্যগণ আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
  বাড়িভাড়া কিংবা হোটেল ভবন ভাড়ার এ কমিটি সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজযাত্রীর প্রকৃত সংখ্যা ও অতিরিক্ত এক শতাংশ হজযাত্রীর জন্য সিট/আবাসন ব্যবস্থা/বাড়ি/হোটেল ভাড়া করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ কমিটি মক্কা ও মদিনার হারাম এলাকার কাছাকাছি সরকার ঘোষিত প্যাকেজে বর্ণিত দূরত্বানুসারে প্রয়োজনীয়সংখ্যক বাড়ি/হোটেল ভাড়ার ব্যবস্থা করবে। প্রতি ৪-৬ জন হজযাত্রীর জন্য সংযুক্ত টয়লেটসহ একটি করে কক্ষ অনুপাতে প্রয়োজনীয়সংখ্যক বাড়ি অথবা হোটেল ভাড়াকরণের কার্যক্রম গ্রহণ করবে। কমিটি উল্লিখিত এ সকল কার্যক্রম সম্পন্ন করে ভাড়াকৃত বাড়ির তালিকা, দর, দূরত্ব ও ধারণক্ষমতা উল্লেখপূর্বক বিস্তারিত প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করবে। 
কমিটির অন্য সদস্যরা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক  মোঃ নুরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শরাফত জামান, হজ অফিস ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাজ্জাদ উল হাসান এবং ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আবু সাঈদ। 
এছাড়া বাড়িভাড়া কমিটিতে সৌদি আরব পর্বের অন্য সদস্যরা হলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মনোনীত একজন প্রতিনিধি, কনস্যুলেট জেনারেল, জেদ্দার মনোনীত দুই জন প্রতিনিধি, বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সেলর মুহাম্মদ মাকসুদুর রহমান এবং কনসাল মোঃ আবুল হাসান।  
#
 
আনোয়ার/ফারহানা/সঞ্জীব/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১৪৮
 
বিখ্যাত ব্যক্তিরা সৃজনশীল সৃষ্টি ও কর্ম দিয়ে দেশকে আলোকিত করেছেন
           -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা শিল্পকর্ম সৃষ্টি করেন তাদের মধ্যে কিছুটা পাগলামি থাকে। আর পাগলামি আছে বলেই তারা সৃজনশীল কর্মের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারেন। এ ধরনের মানুষ আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলোকচিত্রশিল্পী নাসির আলী সেধরনেরই একজন সৃষ্টিশীল মানুষ।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতীয় জাদুঘর আয়োজিত খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের ফটোজিয়াম শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রদর্শনীর উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
 
মন্ত্রী বলেন, এ প্রদর্শনীতে যেসব বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি ওঠে এসেছে, তারা সবাই স্বপ্নদ্রষ্টা মানুষ। তারা তাদের সৃজনশীল সৃষ্টি ও কর্ম দিয়ে দেশ ও সমাজকে আলোকিত করেছেন, সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, মামুন ক্যামেরার চোখে দেশ ও মাটিকে দেখেছেন। তার পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজনে শিল্পী মামুনকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
 
#
 
ফয়সল/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১৪৭
 
৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণাপত্রের মূল ভিত্তি 
                  -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণাপত্রের মূল ভিত্তি। মূলত এর ওপর ভিত্তি করেই স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষণা অনুযায়ী আমরা গ্রামেগঞ্জে, শহরেবন্দরে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাই। মুক্তিযোদ্ধাদের ৮০ শতাংশ ছিল গ্রামের নিরক্ষর কৃষকের সন্তান। তাদের সাহস ও দেশপ্রেমের মূল উৎস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনারকক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রের ৪৭তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধে আইন চাই’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনাসভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের এদেশে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ থাকা উচিত নয়, এমনকি তাদের এদেশে বসবাসের অধিকার থাকা উচিত নয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ক্ষেত্রে আমার জানামতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোন বাধা নেই।
 
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি মুক্তিযোদ্ধা শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অধ্যাপক ব্যারিস্টার তুরিন আফরোজ।
 
#
 
ফয়সল/ফারহানা/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১৪৬
 
দুর্নীতি দমনে বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করতে পারে
                                                   -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতি, সামাজিক বৈষম্য, স্বার্থপরতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ে অনৈক্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে। এক্ষেত্রে বিচার বিভাগ দুর্নীতি দমনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকার দেশের জন্য যে উন্নয়নের রোডম্যাপ প্রণয়ন করেছে তাতে দুর্নীতি এবং দুনীর্তিবাজদের কোন জায়গা নেই। তাই দুর্নীতি সংক্রান্ত মামলার বিচারকদেরকে সজাগ থাকতে হবে।
 
মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ জজ এবং জেলা ও দায়রা জজদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
আইনমন্ত্রী বলেন, বিচারকসহ বিচার কাজের সাথে সম্পর্কিত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনে রাখা দরকার যে, মানুষ নিরুপায় না হলে আদালতের দ্বারস্থ হয় না। আদালতই বিচারপ্রার্থী জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। কাজেই বিচারপ্রার্থী জনগণ যাতে স্বল্পখরচে, স্বল্পসময়ে ন্যায়বিচার পায় এবং আইনি প্রক্রিয়া, বিচার ব্যবস্থার জটিলতা ও মামলার দীর্ঘসূত্রিতার কারণে মানুষের মধ্যে যাতে কোন হতাশার সৃষ্টি না হয় সেদিকে বিচারকদেরকে সজাগ থাকতে হবে। 
 
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকও বক্তৃতা করেন।
 
#
 
রেজাউল/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১৪৫
 
বিধি প্রণয়নের অপেক্ষায় থেকে পার্বত্য অঞ্চলের ভূমিবিরোধ জিইয়ে রাখা সমীচীন নয়
                                                                           -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন থাকা সত্ত্বেও বিধি প্রণয়ন করা হয়নি বলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভূমিবিরোধ সমস্যা সমাধানের কাজ গতি পাচ্ছে না। তিনি বলেন, যেসব ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের প্রভিশন বিরোধ নিষ্পত্তির জন্য যথেষ্ট সেইসব ক্ষেত্রে বিধি প্রণয়নের অপেক্ষায় থেকে সমস্যা জিইয়ে রাখা সমীচীন নয়। বিধি প্রণয়নের কাজ চলার পাশাপাশি আইনের মাধ্যমে যেসব সমস্যা সমাধান করা যায় সেগুলো করা বাঞ্ছনীয়। 
 
আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিষ্পত্তিকরণে রাষ্ট্রীয় পদক্ষেপ ও বাধাসমূহ নিরূপণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 
 
আনিসুল হক বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় সাফল্য। এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দু’দশকের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে এবং আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। 
 
মন্ত্রী বলেন, পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উক্ত চুক্তি কার্যকর করার জন্য ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ১৯৯৯ সালের ৭ মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। শান্তিচুক্তির সবচেয়ে জটিল ও বিরোধপূর্ণ বিষয় তথা ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ১৯৯৯ সালে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন।
 
বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন।
 
#
 
রেজাউল/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১১৪৪
আহত রাজীবের শয্যাপাশে চিফ হুইপ
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) : 
চিফ হুইপ আ স ম ফিরোজ আজ সড়ক দুর্ঘটনায় ডান হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিসিইউ) তাকে দেখতে যান ।

তিনি চিকিৎসকদের কাছ থেকে রাজীবের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও নিউরোসার্জন ড. কনক কান্তি বড়ুয়া এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। 

চিফ হুইপ এসময় উপস্থিত রাজীবের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি রাজীবের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 
#

এমাদুল/ফারহানা/পারভেজ/রেজাউল/২০১৮/১৯০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১১৪৩
 
একনেকে ১৬ প্রকল্প অনুমোদন
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
১৫ হাজার ৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। আজ রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য ৮ হাজার ৭৪০ কোটি টাকা। বাকি ব্যয় সরকারি খাত থেকে মেটানো হবে। বিভিন্ন দফায় সমন্বয় করে বাস্তবায়িত হচ্ছে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পারমাণবিক চুল্লি বসানোর জন্য প্রকল্পের প্রথম কংক্রিট ঢালাই কাজ (ফার্স্ট কংক্রিট পোরিং বা এফসিপি) শুরু হয়েছে। এবার এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য ৬৬৯ কিলোমিটার দীর্ঘ লাইন স্থাপন করছে সরকার। এছাড়া পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের ভারী মালামাল নিরাপদে ও দ্রুত প্রকল্প এলাকায় পৌঁছাতে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে নেওয়া এই দু’টি প্রকল্প বাস্তবায়নে ১১ হাজার ৩১৭ কোটি টাকা ব্যয় করবে সরকার। ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ১০ হাজার ৯৮১ কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে ৩৩৬ কোটি টাকা ব্যয় করা হবে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন নির্মাণ ও সংস্কার’ প্রকল্পে। প্রকল্প দু’টি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।
মুস্তফা কামাল আরো জানান, ‘শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত মালবাহী ট্রেন সার্ভিস চালুর জন্য নতুন করে ২২ কিলোমিটার রেলপথ নির্মিত হবে। এর মধ্যে ব্রডগেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে ১৭ দশমিক ৫২ কিলোমিটার। এই বিষয়েও নতুন একটি প্রকল্প উপস্থাপন করা হবে’। নতুন ৬৬৯ কিলোমিটার সঞ্চালন লাইন দেশের ইতিহাসে সর্ববৃহৎ ব্যয়ের বিদ্যুৎ প্রকল্প হচ্ছে রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র । এখানকার দুই ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নতুন রেলপথ ঈশ্বরদী বাইপাস টেক অভ্ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত নতুন রেলপথটি নির্মিত হবে। এছাড়াও সাড়ে ৪ কিলোমিটার লুপ লাইন, একটি বি-শ্রেণির রেলওয়ে স্টেশন, সাতটি কালভার্ট, ১৩টি লেভেল ক্রসিং ছাড়াও গেটসহ থাকছে সিগন্যালিং ব্যবস্থা। ঈশ্বরদীর ৩৭ নম্বর লেভেল ক্রসিং গেট থেকে পরিত্যক্ত পাইলট লাইন পর্যন্ত নতুন করে আরো ৯ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হবে। এছাড়া প্রয়োজনীয় সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নের জন্য রেলপথ সংস্কার করা হবে। প্রকল্প দু’টি জানুয়ারি ২০১৮ থেকে জুন ২০২০ মেয়াদে বাস্তবায়িত হবে।
আজকের উপস্থাপিত ১৬টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় ১৫ হাজার ৬৮৩ কোটি ২৪ লাখ টাকা। এর  মধ্যে জিওবি ৫ হাজার ৭০৭ কোটি ৯৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১ হাজার ২৩৫ কোটি ৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৮ হাজার ৭৪০ কোটি ২০ লাখ টাকা।
আজকের একনেক সভায় মন্ত্রিবর্গসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
 
তৌহিদুল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৪২
 
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের বাসভবন পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
আজ ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের বাসভবন পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। 
মন্ত্রী বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের বাসভবনে যেভাবে সাধারণ ছাত্রের লেবাস পড়ে আক্রমণ করা হয়েছে তা বাংলাদেশের আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আগে ঘটেনি। এমনকি একাত্তরের ২৫ মার্চের কালো রাতেও  উপাচার্যের বাসভবনে এমন ঘটনা ঘটেনি। এই হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীরা অন্য উদ্দেশ্যে এ কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী এসময় কোটা সংস্কার নিয়ে বর্তমান চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তরুণ সমাজকে উস্কে দিয়ে ভিন্ন একটি গোষ্ঠী ফায়দা লোটার অপচেষ্টায় নিমগ্ন রয়েছে বলে উল্লেখ করেন। 
#
 
মাইদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা
 
 
  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৪১
 
বিদ্যুৎ সাশ্রয় অভ্যাস পরিবার থেকেই করা উচিত
                                --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী         
 
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় অভ্যাস পরিবার থেকেই করা উচিত। বিদ্যুৎ সাশ্রয় শুধু আর্থিক সাশ্রয়ই না, এটা কার্বন নিঃসরণ হ্রাস করে পরিবেশবান্ধব দেশ গড়তেও সহায়তা করে। সচেতনতাই পারে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রম ফলপ্রসূ করতে এবং এ কার্যক্রমের সাথে শিক্ষার্থী, তরুণসামজ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ ব্র্যান্ডিং কর্মসূচি ও ‘বিদ্যুৎখাতে উদ্ভাবনী উদ্যোগ’ কার্যক্রম নিয়ে সচেতনতাবৃদ্ধিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
নসরুল হামিদ বলেন, যার যার অবস্থান থেকে ইতিবাচক নেতৃত্ব দিলে উন্নয়ন আরো দ্রুত হবে। ২০০৯ সালে ২৭টি বিদ্যুৎকেন্দ্র নিয়ে যাত্রা করে ১১২টি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে ১৬ হাজার ৪৬ মেগাওয়াট। এ বিশাল কর্মযজ্ঞে প্রয়োজন দক্ষ জনসংখ্যা ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী। তরুণদেরকেও লক্ষ্য স্থির করে নিজের এবং দেশের উন্নয়নে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 
ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে ¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা বেগম বক্তব্য রাখেন। 
#
 
আসলাম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১৪০
 
ঝঅঅজঈঝঞঅঞ এর ৯ম সভা ১১-১৩ এপ্রিল ঢাকায়
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
আগামী ১১-১৩ এপ্রিল ৩ দিনব্যাপী রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে সার্কের ৮টি দেশের সমন্বয়ে গঠিত ঝঅঅজঈঝঞঅঞ এর ৯ম সভা অনুষ্ঠিত হবে। ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ৮ম সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাটি ঢাকায় অনুষ্ঠিত হবে।
সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে আফগানিস্তান ব্যতীত ৭টি দেশ সভায় অংশগ্রহণ করবে। সভায় প্রতিনিধিগণের মধ্যে সার্ক সচিবালয়ের ৩ জন, ভুটানের ৩ জন, ভারতের ২ জন, মালদ্বীপের ১ জন, পাকিস্তানের ২ জন, শ্রীলংকার ৩ জন, বাংলাদেশের ১৩ জন, উন্নয়ন সহযোগী সংস্থা -চধৎরং ২১ এর ২ জন এবং জঝউঅ (জবমরড়হধষ ঝঃৎধঃবমু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ঝঃধঃরংঃরপং) এর ১ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়া, ভারতের পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক, মালদ্বীপের চিফ স্ট্যাটিসটিশিয়ান এবং পাকিস্তান পরিসংখ্যান বিভাগের সচিব এ সভায় উপস্থিত থাকবেন।
সার্কভুক্ত দেশসমূহের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে ঝঅঅজঈঝঞঅঞ এর ৯ম সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভায় ঝঅঅজঈঝঞঅঞ কে আরো কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হবে। সভায় সদস্য দেশসমূহের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।
 
#
 
অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৩৯
 
তুরাগ ফিরে পাচ্ছে ন্যাচারাল হারবার
নদী দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
                                                                           -নৌপরিবহন মন্ত্রী
 
আশুলিয়া, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন ন্যাচারাল হারবার (পোতাশ্রয়) ফিরে পাচ্ছে তুরাগ নদী। প্রায় এক একর জায়গার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সেখানে হারবার পুনঃখনন, ‘ওয়াকওয়ে’ ও ভাসমান রেস্টুরেন্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এতে করে সেখানে ছোট ছোট নৌযান থাকতে পারবে। ভাসমান রেস্টুরেন্ট এবং ওয়াকওয়ের ব্যবস্থা থাকায় শহরবাসীর বিনোদনের ব্যবস্থা থাকবে। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ/অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। 
শাজাহান খান বলেন, নদী দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে সেখানে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ভূমিদস্যুরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসে। আমরা আইন সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছি। 
উল্লেখ্য, আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন এক একর জায়গা দখল করে কয়েকটি স্তরে মাটি, বালু ও রাবিশ ফেলে ভূমিদস্যুরা সেখানে একটি কোম্পানির বাসস্ট্যান্ড ও আরেকটি কোম্পানির ট্রাকস্ট্যান্ড গড়ে তোলে। সেখানে তারা বড় বড় অবৈধ বিলবোর্ড টাঙ্গিয়ে ব্যবসা করতে থাকে।
অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ এ উদ্যোগ গ্রহণ করে। বিআইডব্লিউটিএ’র দু’টি লংবুম এক্সাভেটর এবং বেসরকারি তিনটি এক্সাভেটর দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হচ্ছে। আগামীকাল থেকে আশুলিয়া হতে বিরুলিয়া, নবাবেরচর, সিন্নিরটেক (দিয়ারবাড়ি) ও আমিনবাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। 
এসময় বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) মো. শহিদুল ইসলাম, পরিচালক (বন্দর) মো. শফিকুল হক এবং ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন উপস্থিত ছিলেন। 
 
#
 
জাহাঙ্গীর/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৪১২ ঘণ্টা
Todays handout (6).docx