তথ্যবিবরণী নম্বর : ১১৫১
কোটা সংস্কার বিষয়ে সেতুমন্ত্রীর বক্তব্যই সরকারের বক্তব্য
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধিদলের সাথে ৯ এপ্রিল বৈঠকের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাই সরকারের বক্তব্য। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আজ মন্ত্রী একথা বলেন।
কোটা সংস্কারের বিষয়ে অন্য কেউ যদি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকারি বক্তব্য হচ্ছে, আগামী ৭ মে ২০১৮ এর মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
#
ওয়ালিদ/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫০
মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে মাদকবিরোধী অভিযান পরিচালিত
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছরের মার্চ মাসে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভাগীয় কার্যালয়- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট মাদকবিরোধী সভা, সেমিনার, ওয়ার্কশপ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনাসভা ও মাদকবিরোধী ফিলার প্রচারের আয়োজন করে।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবছর মার্চে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে।
এ অধিদপ্তর থেকে জানানো হয়, আটককৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৩২৩ কিলোগ্রাম হেরোইন, ৩২০ দশমিক ৬৫ কিলোগ্রাম গাঁজা, ১টি গাঁজা গাছ, ১ হাজার ৫ দশমিক ৮০ লিটার চোলাই মদ, ৪০২ বোতল বিদেশি মদ, ৮ লিটার বিদেশি মদ, ১ হাজার ২৮৮ ক্যান বিয়ার, ৬ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১০০ লিটার ডিনেচার্ড স্পিরিট, ৩ হাজার ৮১৪ বোতল ফেন্সিডিল, ১ লিটার ফেন্সিডিলজ (তরল), ২২ হাজার ৯৭০ লিটার জাওয়া/ওয়াশ, ৩ লাখ ২৪ হাজার ৬০১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৭৯ এম্পুল ইনজেকশটিং ড্রাগ, ১৮ লাখ
২ হাজার ৭৭ টাকা, ২১টি যানবাহন, ২৭টি মোবাইল সেট, ২টি মোবাইল সিম, ১টি রামদা, ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ হাজার ৬৪৮ বোতল এনার্জি ড্রিংকস, ২টি ম্যাগাজিন এবং ৩০০টি পপি ফুলের গাছ ।
এছাড়া উক্ত সময়ে এ অধিদপ্তর ১ হাজার ৩১৫ জন আসামিকে থানায় সোপর্দ করেছে এবং
১ হাজার ১৬৪টি মামলা দায়ের করেছে।
#
বজলুর/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৪৯
ধর্মসচিবের নেতৃত্বে হজযাত্রীদের বাড়িভাড়া কমিটির সৌদি আরব গমন
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
ধর্মসচিব মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে ২০১৮ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পবিত্র মক্কা-আল মোকাররমা এবং মদিনা-আল মনোয়ারায় বাড়ি/হোটেল ভবন ভাড়ার জন্য গঠিত কমিটির সদস্যগণ আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বাড়িভাড়া কিংবা হোটেল ভবন ভাড়ার এ কমিটি সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজযাত্রীর প্রকৃত সংখ্যা ও অতিরিক্ত এক শতাংশ হজযাত্রীর জন্য সিট/আবাসন ব্যবস্থা/বাড়ি/হোটেল ভাড়া করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ কমিটি মক্কা ও মদিনার হারাম এলাকার কাছাকাছি সরকার ঘোষিত প্যাকেজে বর্ণিত দূরত্বানুসারে প্রয়োজনীয়সংখ্যক বাড়ি/হোটেল ভাড়ার ব্যবস্থা করবে। প্রতি ৪-৬ জন হজযাত্রীর জন্য সংযুক্ত টয়লেটসহ একটি করে কক্ষ অনুপাতে প্রয়োজনীয়সংখ্যক বাড়ি অথবা হোটেল ভাড়াকরণের কার্যক্রম গ্রহণ করবে। কমিটি উল্লিখিত এ সকল কার্যক্রম সম্পন্ন করে ভাড়াকৃত বাড়ির তালিকা, দর, দূরত্ব ও ধারণক্ষমতা উল্লেখপূর্বক বিস্তারিত প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ নুরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শরাফত জামান, হজ অফিস ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাজ্জাদ উল হাসান এবং ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আবু সাঈদ।
এছাড়া বাড়িভাড়া কমিটিতে সৌদি আরব পর্বের অন্য সদস্যরা হলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মনোনীত একজন প্রতিনিধি, কনস্যুলেট জেনারেল, জেদ্দার মনোনীত দুই জন প্রতিনিধি, বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সেলর মুহাম্মদ মাকসুদুর রহমান এবং কনসাল মোঃ আবুল হাসান।
#
আনোয়ার/ফারহানা/সঞ্জীব/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৪৮
বিখ্যাত ব্যক্তিরা সৃজনশীল সৃষ্টি ও কর্ম দিয়ে দেশকে আলোকিত করেছেন
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা শিল্পকর্ম সৃষ্টি করেন তাদের মধ্যে কিছুটা পাগলামি থাকে। আর পাগলামি আছে বলেই তারা সৃজনশীল কর্মের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারেন। এ ধরনের মানুষ আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলোকচিত্রশিল্পী নাসির আলী সেধরনেরই একজন সৃষ্টিশীল মানুষ।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতীয় জাদুঘর আয়োজিত খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের ফটোজিয়াম শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রদর্শনীর উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
মন্ত্রী বলেন, এ প্রদর্শনীতে যেসব বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি ওঠে এসেছে, তারা সবাই স্বপ্নদ্রষ্টা মানুষ। তারা তাদের সৃজনশীল সৃষ্টি ও কর্ম দিয়ে দেশ ও সমাজকে আলোকিত করেছেন, সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, মামুন ক্যামেরার চোখে দেশ ও মাটিকে দেখেছেন। তার পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজনে শিল্পী মামুনকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
#
ফয়সল/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৪৭
৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণাপত্রের মূল ভিত্তি
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণাপত্রের মূল ভিত্তি। মূলত এর ওপর ভিত্তি করেই স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষণা অনুযায়ী আমরা গ্রামেগঞ্জে, শহরেবন্দরে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাই। মুক্তিযোদ্ধাদের ৮০ শতাংশ ছিল গ্রামের নিরক্ষর কৃষকের সন্তান। তাদের সাহস ও দেশপ্রেমের মূল উৎস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনারকক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রের ৪৭তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধে আইন চাই’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনাসভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের এদেশে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ থাকা উচিত নয়, এমনকি তাদের এদেশে বসবাসের অধিকার থাকা উচিত নয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ক্ষেত্রে আমার জানামতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোন বাধা নেই।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি মুক্তিযোদ্ধা শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অধ্যাপক ব্যারিস্টার তুরিন আফরোজ।
#
ফয়সল/ফারহানা/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা