তথ্যবিবরণী নম্বর : ২১৮৭
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ও উপমহাদেশের শক্তিশালী অভিনেতা, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য পুরস্কারে ভূষিত নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রেও তাঁর মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন এবং সুস্থ,পরিচ্ছন্ন ও পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় একটি ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি আদায়ে আমৃত্যু অবদান রেখে গেছেন।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
এমাদুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৬
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শোক
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে------রাজিউন)।
তাঁর মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তাঁরা আজ পৃথক পৃথক শোকবাণীতে বাংলা চলচ্চিত্রে মরহুম রাজ্জাকের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০৪১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৫
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নায়করাজ রাজ্জাকের মৃত্যুসংবাদে মন্ত্রী সেখানে ছুটে যান ও পরিবার-পরিজন ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানান।
মন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, এদেশের চলচ্চিত্রের উত্থান ও গর্বিত পথচলায় নায়করাজ রাজ্জাকের অবিস্মরণীয় অবদান তাঁকে চিরভাস্বর ও অমর করে রেখেছে। তাঁর হাত ধরে মানুষ বার বার ফিরে গেছে চলচ্চিত্রের কাছে, অকুণ্ঠ ভালোবাসায় তাকে সুমহান মর্যাদায় আসীন করেছে।
এ সময় নায়করাজ রাজ্জাকের আত্মার শান্তি কামনা করেন হাসানুল হক ইনু।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৪
তথ্যবিবরণী নম্বর : ২১৮৩
বঙ্গবন্ধুর উত্তরসূরিদের রাষ্ট্রক্ষমতার বাইরে রাখতেই আগস্ট হত্যাকা-
--- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের কেউ যাতে রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে সে জন্যই ১৫ আগস্টের হত্যাকা- এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গেছেন। অধিকার আদায়ের জন্য তিনি বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বাঙালি জাতিকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- প্রদানের উদ্দেশ্যেই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, “আমাদের মুক্তির জন্য বাঙালি জাতি আন্দোলনে নেমে আসবে, আমরা মুক্ত হবো। নির্বাচন দিলে আমরা জয়লাভ করবো, কিন্তু তারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিবে না। মুক্তিযুদ্ধ হবে, বাংলাদেশ স্বাধীন হবে।” বঙ্গবন্ধুর সেই ভবিষ্যৎ বাণী সঠিক ছিল। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না জিতলে বাংলাদেশে স্বাধীনতা আসতো না।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যন (সিনিয়র সচিব) মুসফিকা ইকফাত, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ শাফিনুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর, আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
লতিফ/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮২
রাশিয়া থেকে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
রাশিয়া থেকে জিটুজি (এ ঃড় এ) ভিত্তিতে ২ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্যবিশিষ্ট জি টু জি বিষয়ক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব মোঃ কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে ৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া। অক্টোবর মাসের মধ্যে ২ লাখ মেট্রিক টন গম সরবরাহ করবে।
#
সুমন/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা